অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকা ২০২৪

অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকা নিয়ে আজকের এই লেখা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স ১ম বর্ষের আরবি নিয়ে পড়বে তাদের জন্য আরবি বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানা খুবই জরুরী।

অনার্স পড়তে গেলে তোমরা তিনটা বিষয় সম্পর্কে প্রায় শুনে থাকবে তা হলো:

  • মেজর সাবজেক্ট-
  • নন মেজর সাবজেক্ট-
  • বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট-

১) মেজর সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী সেই বিভাগে ভর্তি সময় যে নির্দিষ্ট সাবজেক্ট নিয়েছিলে সেই সাবজেক্টের যতগুলো বিষয় রয়েছে সেগুলো হচ্ছে তোমার জন্য মেজর সাবজেক্ট।

২) নন মেজর সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী সেই বিভাগের নির্দিষ্ট সাবজেক্ট ব্যতীত যেসব বিষয় পড়তে হয় সেগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট।

৩) বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী হও না কেন একটি নির্দিষ্ট সাবজেক্ট সবাইকে পড়তে হবে সেটাই হলো বাধ্যতামূলক সাবজেক্ট। যেমন: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।

অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকা নিম্নে দেওয়া হলো:

অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের মেজর সাবজেক্ট বইয়ের তালিকা

Al- Qur`an & Al-Hadith (211201)

History of Arabic Literature (500-750 AD) (211203)

Communicative Arabic-I (211205)

Arabic Grammar (Sarf) (211207)

অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের নন মেজর সাবজেক্ট বইয়ের তালিকা

Islamic Ideology-I (211209)

অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট বইয়ের তালিকা

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২১১৫০১

  শাহ সিমেন্ট এর দাম কত ২০২৪

শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনার্স ১ম বর্ষের আরবি বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে আমাদের এই লেখা থেকে জানতে পেরেছো কোন ধরনের জিজ্ঞাসা যদি থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।

Leave a Comment