ফ্রিজের সিএফটি কী? ফ্রিজের লিটার থেকে সিএফটি বের করার নিয়ম

ফ্রিজের সিএফটি কী  ফ্রিজের লিটার থেকে সিএফটি বের করার নিয়ম। কিভাবে ফ্রিজের লিটার থেকে সিএফটি বের করবেন সেটা নিয়ে আজকের এই লেখায় তুলে ধরবো। সাধারণত ফ্রিজ কিনতে গেলে বিক্রেতা সেটা লিটার এ প্রকাশ করে থাকেন কিন্তু নতুন ফ্রিজ ব্যবহারকারীরা লিটার এর পরিমাপটা বুঝতে পারেন না।

এক্ষেত্রে তারা আসলে বুঝে উঠতে পারেন না আসলে ওই ফ্রিজটি দাম কিরকম হওয়া উচিত। সেকারনেই আজকে আমি ফ্রিজের সিএফটি নিয়ে বিস্তারিত তুলে ধরবো এবং কিভাবে লিটার থেকে সিএফটি বের করতে হয়ে সেটিও শিখিয়ে দিবো।

সিএফটি কি

সিএফটি বিষয়টি আসলে অতটা জটিল কিছু না তারপরও অনেকেই সিএফটির মানে জানতে চান। সিএফটির পূর্ণরুপ হলো কিউবিক ফুট (CFT = Cubic Foot)

কিউবিক ফুট মূলত তিনটি মাত্রা (দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা) নিয়ে গঠিত যা সবগুলি ১ ফিট সমান। তিনটি মাত্রা গুণ করার পর ১ কিউবিক ফুট = ১।

সহজ করে বললে ১ ফুট দৈর্ঘ্য, ১ ফুট প্রস্থ এবং ১ ফুট উচ্চতা বিশিষ্ট ঘন বস্তুর আয়তন কে ১ সিএফটি (CFT) বলা হয় ।

সিএফটি বের করার নিয়ম

সিএফটি বের করার সহজ একটি নিয়ম রয়েছে। প্রথমে আপনার জানতে আপনি কি থেকে সিএফটি বের করবেন।

ধরি আমরা লিটার থেকে সিএফটি বের করবো। সেক্ষেত্রে ১ সিএফটি সমান ২৮.৩১৬৮ লিটার অর্থাৎ যত সিএফটি ততোকে ২৮.৩১৬৮ দ্বারা গুন করতে হবে।

একটি ফ্রিজের যদি ধারন ক্ষমতা ৩৬৮ লিটার হয় তাহলে ৩৬৮ কে ২৮.৩১৬৮ দ্বারা ভাগ করতে হবে তাহলে সেই ফ্রিজটি কত সিএফটি তা সহজেই বের হয়ে যাবে।

  যমুনা সেতুর টোল তালিকা ২০২৪

যেমন: ৩৬৮ ÷ ২৮.৩১৬৮ = ১৩ সিএফটি প্রায়।

ফ্রিজের সিএফটি কী ?

ফ্রিজের সিএফটি বলতে সাধারনত ফ্রিজের ধারণক্ষমতকে বোঝানো হয়। সিএফটি এর অর্থ হলো ঘনফুট বা কিউবিক ফুট। সিএফটি হল ধারন ক্ষমতা পরিমাপের একক। একটি ফ্রিজের ধারণক্ষমতাকে সিএফটি আকারে প্রকাশ করা হয়ে থাকে। তবে এটা ফ্রিজের ভিতরের অংশ বাইরের অংশের নয়।

লিটার থেকে সিএফটি বের করার নিয়ম

এই লেখার শুরুতেই বলেছি ফ্রিজের সিএফটি এর অর্থ হলো কিউবিক ফুট এবং ১ সিএফটি সমান ২৮.৩১৬৮ লিটার।  তাহলে কিভাবে লিটার থেকে সিএফটি বের করবেন?

ধরুন আপনার ব্যবহুত ফ্রিজটির ধারনক্ষমতা ৩৬৮ লিটার। তাহলে এখন সেটি কত সিএফটি হবে। এক্ষেত্রে আপনাকে ৩৬৮ কে ২৮.৩১৬৮ দিয়ে ভাগ করতে হবে । তাহলেই লিটার থেকে আপনার ফ্রিজের সিএফটি বের হয়ে যাবে।

যেমন: ৩৬৮ ÷ ২৮.৩১৬৮ = ১৩ সিএফটি প্রায়।

সিএফটি থেকে লিটার বের করার নিয়ম

আপনি দোকানে ফ্রিজ কিনতে গেলে বিক্রেতা আপনাকে ফ্রিজের ধারন ক্ষমতা সিএফটি বা লিটার এ বলতে পারে। সেক্ষেত্রে যদি সিএফটিতে বলে তাহেল সেটা লিটারে সহজেই কনভার্ট করে দেখতে পারবেন যে কত লিটার।

নিম্নে কত সিএফটি সমান কত লিটার তার একটি তালিকা দিয়েছি আশা করি আপনাদের কাজে দিবে এবং ফ্রিজ বা রেফ্রিজারেটর কিনতে কোন ধরনের সমস্যায় পরবেন না।

  • ১ সিএফটি = ২৮.৩১৬৮ লিটার
  • ২ সিএফটি = ৫৬.৬৩৩৭ লিটার
  • ৩ সিএফটি = ৮৪.৯৫০৫ লিটার
  • ৪ সিএফটি = ১১৩.২৬৭২ লিটার
  • ৫ সিএফটি = ১৪১.৫৮৪ লিটার
  • ৬ সিএফটি = ১৬৯.৯০১ লিটার
  • ৭ সিএফটি = ১৯৮.২১৭৬ লিটার
  • ৮ সিএফটি = ২২৬.৫৩৪৪ লিটার
  • ৯ সিএফটি = ২৫৪.৮৫১২ লিটার
  • ১০ সিএফটি = ২৮৩.১৬৮ লিটার
  • ১১ সিএফটি = ৩১১.৪৮৪৮ লিটার
  • ১২ সিএফটি = ৩৩৯.৮০১৬ লিটার
  • ১৩ সিএফটি = ৩৬৮.১১৮৪ লিটার
  • ১৪ সিএফটি = ৩৯৬.৪৩৫২ লিটার
  • ১৫ সিএফটি = ৪২৪.৭৫৩ লিটার
  • ১৬ সিএফটি = ৪৫৩.০৭ লিটার
  • ১৭ সিএফটি = ৪৮১.৩৮৬ লিটার
  • ১৮ সিএফটি = ৫০৯.৭০৩ লিটার
  • ১৯ সিএফটি = ৫৩৮.০২ লিটার
  • ২০ সিএফটি = ৫৬৬.৩৩৭ লিটার
  • ২১ সিএফটি = ৫৯৪.৬৫৪ লিটার
  • ২২ সিএফটি = ৬২২.৯৭১ লিটার
  • ২৩ সিএফটি = ৬৫১.২৮৭ লিটার
  • ২৪ সিএফটি = ৬৭৯.৬০৪ লিটার
  • ২৫ সিএফটি = ৭০৭.৯২১ লিটার
  • ২৬ সিএফটি = ৭৩৬.২৩৮ লিটার
  • ২৭ সিএফটি = ৭৬৪.৫৫৫লিটার
  • ২৮ সিএফটি = ৭৯২.৮৭২ লিটার
  • ২৯ সিএফটি = ৮২১.১৮৯ লিটার
  • ৩০ সিএফটি = ৮৪৯. ৫০৫ লিটার
  রুবি সিমেন্ট এর দাম কত ২০২৪

আশা করি ফ্রিজ কিনতে গিয়ে সিএফটি নিয়ে কোন ধরনের সমস্যা আর হবে না কোন ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।

Leave a Comment