রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ

রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ Honours 2nd Year Women in Politics and Development Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন ২০২৪ খুবই গুরুত্বপূর্ণ।

অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের রাজনীতি ও উন্নয়নে নারী পরীক্ষাটি আগামী ১২ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোডঃ

  • অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
  • বিষয়ঃ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন
  • বিষয় কোডঃ ২২১৯০৫

রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১। নারীর দ্বৈত ভূমিকা কী?

উত্তরঃ গৃহ ও গৃহের বাইরে নারীর ভূমিকা পালনকেই নারীর দ্বৈত

ভূমিকা বলে ।

২. Epistemology শব্দের অর্থ কী?

উত্তরঃ Epistemology শব্দের অর্থ জ্ঞানতত্ত্ব।

৩। কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।

৪। ‘Subversive Women’ গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ ‘Subversive Women’ গ্রন্থটির লেখক সাসকিয়া উইরিঙ্গা (Saskia Wieringa)

৫। ‘Feminism’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ ‘Feminism’ শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘Femme’ থেকে।

৬। নারীবাদ কী?

উত্তরঃ যে মতবাদ বা আন্দোলন নারী-পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে চায় তাকে নারীবাদ বলে ।

৭। ‘A Vindication of the Rights of Women’ বইটির লেখক কে?

উত্তরঃ ‘A Vindication of the Rights of Women’ বইটির লেখক ইংরেজ লেখিকা মেরি ওলস্টোনক্রাফট।

৮। Betty Freidan এর বিখ্যাত বইয়ের নাম কী?

উত্তরঃ Betty Freidan এর বিখ্যাত বইয়ের নাম ‘The Feminine Mystique’

৯। ‘The Subjection of Women’- গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ ‘The Subjection of Women’ গ্রন্থটির লেখক জন স্টুয়ার্ট মিল।

১০। “The Second Sex’ গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ ‘The Second Sex’ গ্রন্থটির লেখক সিমোন দ্য বোভোয়ার।

১১। একজন নারীবাদী লেখকের নাম লেখ।

উত্তরঃ একজন নারীবাদী লেখকের নাম হলো মার্গারেট লুকাস।

১২। NBFO এর পূর্ণরূপ কী?

উত্তরঃ NBFO এর পূর্ণরূপ হলো— The National Black Feminist Organization

১৩। ‘Eco-Feminism’ এর অর্থ কী?

উত্তরঃ ‘Eco-Feminism’ এর অর্থ পরিবেশ নারীবাদ।

১৪। জেন্ডার কী?

উত্তরঃ জেন্ডার হলো নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন।

১৫। “কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়।”—উক্তিটি কার?

উত্তরঃ “কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়। —উক্তিটি সিমন দ্য বুভেয়ারের।

১৬। বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?

উত্তরঃ বাংলাদেশে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন পাস হয়।

১৭। ফতোয়া কী?

উত্তরঃ ফতোয়া হচ্ছে ইসলামি শরিয়তের রায় বা সিদ্ধান্ত। অর্থাৎ ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধিবিধানকে ফতোয়া বলা হয় ।

১৮। ইভটিজিং এর সংজ্ঞা দাও।

উত্তরঃ ইভটিজিং নারীনির্যাতনের একটি ধরন। ঘরে বাইরে তথা রাস্তাঘাটে চলাফেরা করার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উক্ত করাকে ইভটিজিং বলা হয়।

১৯। নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝায়?

উত্তরঃ নারীর প্রতি শারীরিক নির্যাতন হলো নারীর প্রতি সহিংসতা।

২০। ভারতের নারীরা সর্বপ্রথম কত সালে ভোটাধিকার লাভ করে?

উত্তরঃ ভারতের নারীরা সর্বপ্রথম ১৯৩৫ সালে ভোটাধিকার লাভ করে।

২১। WID কী?

উত্তরঃ উন্নয়নে নারী বা WID মূলত একটি নারী বান্ধব উন্নয়ন মতবাদ।

২২। GAD এর পূর্ণরূপ কী?

উত্তরঃ GAD এর পূর্ণরূপ- Gender And Development

২৩। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তরঃ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ।

২৪। কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?

উত্তরঃ ১৯৭৬-৮৫ সালকে আন্তর্জাতিক নারী দশক বলা হয়।

২৫। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন চীনের রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত হয়।

২৬। ‘বেইজিং প্লাস টেন’ সম্মেলন’ কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ‘বেইজিং প্লাস টেন সম্মেলন’ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী থেকে ১১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২৭। MDG এর পূর্ণরূপ কী?

উত্তরঃ MDG এর পূর্ণরূপ হলো Millennium Development Goals

২৮। SDG এর পূর্ণরূপ কী?

উত্তরঃ SDG এর পূর্ণরূপ- Sustainable Development Goals

২৯। নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝায়?

উত্তরঃ অবৈধভাবে নারীর প্রতি শারীরিক নির্যাতন হলো নারীর প্রতি সহিংসতা।

৩০। বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে?

উত্তরঃ বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষিত আছে।

৩১। পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা) ছিলেন।

৩২। পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতি কে?

উত্তরঃ পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতি ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)।

৩৩। বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?

উত্তরঃ বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। উদারপন্থি নারীবাদ কী?

২। পুরুষতান্ত্রিক মতাদর্শ কী?

৩। নারীর অধস্তনতা বলতে কী বুঝ?

৪। নারীর দ্বৈত ভূমিকা বলতে কী বুঝ?

৫। লিঙ্গভিত্তিক সন্ত্রাস কী?

৬। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কী বুঝ?

৭। পুঁজিবাদে নারীর অবস্থান নির্ণয় কর।

৮। জেন্ডার শ্রমবিভাজন কী?

৯। কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কী?

১০। নারীনির্যাতন বলতে কী বুঝ?

১১। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ কী কী?

১২। নারীর উন্নয়নে এনজিও’র ভূমিকা লেখ।

১৩। নারীর ক্ষমতায়নে NGO এর ভূমিকা লেখ।

১৪। নারী উন্নয়ন বলতে কী বুঝ?

১৫। নারী উন্নয়নের অ্যাপ্রোচগুলো কী?

১৬। নারী উন্নয়নে কৌশল বা নীতিগুলো কী?

১৭। নারীনির্যাতন বলতে কী বুঝ?

১৮। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে নারীর অবস্থান উল্লেখ কর।

১৯। নিরাপদ মাতৃত্ব বলতে কী বুঝ?

২০। জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বাংলাদেশের প্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।

২। নারীর অধস্তনতা বলতে কী বুঝ? নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনা কর।

৩। বাংলাদেশের সমাজে নারীর নিরাপত্তা হুমকি কী কী? আলোচনা

কর।

৪। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর।

৫। নারী নির্যাতন বলতে কী বুঝায়? এর বিভিন্ন ধরন আলোচনা কর।

৬। যৌতুক কী? বাংলাদেশের সমাজের যৌতুকের কারণগুলো কী কী? আলোচনা কর।

৭। জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারী উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।

৮। “নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপসাধন (সিডও) বস্তুতপক্ষে একটি নারী অধিকার সনদ”- তোমার মতামত দাও।

৯। PFA এর লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশলসমূহ বর্ণনা কর।

১০। নারীর ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।

অথবা, বিশ্বায়ন কী? নারীদের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।

১১। বাংলাদেশে নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা কর।

১২। শিক্ষাক্ষেত্রে নারীর পশ্চাৎপদতার কারণসমূহ বর্ণনা কর।

১৩। বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারী অধিকারসমূহ আলোচনা কর।

১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা কর।

১৫। বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

১৬। বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা বর্ণনা কর।

অথবা, বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা আলোচনা কর।

১৭। বাংলাদেশের প্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান বর্ণনা কর।

শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন রাজনীতি ও উন্নয়নে নারী নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment