চুয়েট কুয়েট রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪।CUET KUET RUET Admission Circular

চুয়েট কুয়েট ও রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ০৩টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে। আপনি admissionckruet.ac.bd ওয়েবসাইটে ২০২৩-২৪ সেশনের জন্য ভর্তির ফর্ম পূরণ করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইট এ সকল যোগ্য প্রার্থীদের তালিকা, প্রবেশপত্র, আসন পরিকল্পনা এবং ভর্তি পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন। চুয়েট, কুয়েট ও রুয়েট ভর্তির বিজ্ঞপ্তিতে যোগ্যতা, নম্বর বন্টন, প্রশ্নের ধরন, আবেদনের নির্দেশাবলী, ফী জমাদানের নিয়ম এবং আরও অনেক কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

একনজরে সমন্বিত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী:

অনলাইনে আবেদন শুরু  ২৪শে জানুয়ারী ২০২৪
আবেদন শেষ  ০৭ই ফেব্রুয়ারী ২০২৪
আবেদন ফি ক ইউনিট  ১৩৫০ টাকা এবং খ ইউনিট ১৪৫০ টাকা
ফি জমাদানের শেষ সময়  ০৮ই ফেব্রুয়ারী ২০২৪
যোগ্য প্রার্থীর তালিকা  ১৮ই ফেব্রুয়ারী ২০২৪
প্রবেশপত্র ডাউনলোড ১৯শে ফেব্রুয়ারী ২০২৪
পরীক্ষার তারিখ  ০৩রা মার্চ ২০২৪
মেধা তালিকা প্রকাশ  ১৮ই মার্চ ২০২৪
আবেদন লিংক admissionckruet.ac.bd

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ অনুযায়ী ভর্তি পরীক্ষায় মোট ৩০০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে এখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩০০০০ শিক্ষার্থী অংশগ্রহন করতে পারবে।

image

 

চুয়েট কুয়েট রুয়েট আবেদন যোগ্যতা

চুয়েট কুয়েট রুয়েট আবেদন যোগ্যতা সম্পর্কে আবেদন করার আগে আপনার তাদের বলা নির্দিষ্ট যোগ্যতার দরকার হবে তবে ইউনিট অনুসারে তা পরিবর্তিত হতে পারে।

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি যোগ্যতা সমূহ নিম্নে দেওয়া হলো এখান থেকে দেখে নিতে পারেন:

  • প্রার্থীদের অবশ্যই ২০২২ বা ২০২৩ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও তাদের ২০২০ বা ২০২১ সালে এসএসসি বা সমমানের পরীক্ষাও পাস করতে হবে।
  • বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
  • ব্যবসায় শিক্ষা গ্রুপের শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৭.৫০ পেতে হবে এবং কোনোটিতে ৩.৫০ এর কম জিপিএ থাকলে হবে না।
  • মানবিক গ্রুপের প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৭.০০ থাকতে হবে এবং যেকোন একটিতে তাদের ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
  ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান স্কুল ও কলেজ পর্যায়

নোট: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন প্রকাশ করেছে। ”ক” ইউনিটে ভর্তি পরীক্ষায় মোট ৫০০ নম্বর থাকবে। গ্রুপ ”খ” ইউনিটে MCQ এর জন্য ৫০০ নম্বর এবং অংকন এর জন্য ২০০ নম্বরসহ সর্বমোট ৭০০ নম্বর থাকবে।

 

গ্রুপ ক

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
গণিত ২৫ ১৫০
পদার্থবিজ্ঞান ২৫ ১৫০
রসায়ন ২৫ ১৫০
ইংরেজি ২৫ ৫০
মোট নম্বর =  ৫০০

 

গ্রুপ খ

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
গণিত ২৫ ১৫০
পদার্থবিজ্ঞান ২৫ ১৫০
রসায়ন ২৫ ১৫০
ইংরেজি ২৫ ৫০
মুক্তহস্ত অংকন ০৪ ২০০
মোট নম্বর =  ৭০০

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি ফরম পূরণ করার নিয়ম

আপনি যদি সমন্বিত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করতে চান তাহেল ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে আপনাকে পূরণ করতে হবে। চুয়েট কুয়েট রুয়েট ভর্তি ফরম পূরণ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য তুলে ধরছি।

অনলাইনে আবেদন ফরম যেভাবে করবেন?

  • প্রথমে তাদের অফিশিয়াল ওয়েবসাইট https://admissionckruet.ac.bd এ যেতে হবে এবং Apply now button এ Click করতে হবে। Important instruction ভালভাবে পড়ে Yes, I understand all Instructions check box এ Click করে Proceed করতে হবে।
  • SSC ও HSC বোর্ড এর নাম রোল পাশের সাল সবকিছু পূরণ করে Continue দিতে হবে।
  • এই ধাপে এসে application submission ফরম পাওয়া যাবে। আবেদনকারীর সকল তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর গ্রুপ select করতে হবে (ক অথবা খ) এবং পরীক্ষা কেন্দ্রের চয়েস দিতে হবে এবং এই চয়েস তিনটি আলাদা আলাদা কেন্দ্র হতে হবে। যদি আপনার Quota থাকে তাহলে এর জন্য Quota select করতে হবে।
  • এরপর আবেদনকারীর সদ্যতোলা রঙ্গিন ছবি এবং স্বাক্ষর upload করতে হবে এরপর agree check box click করতে হবে। প্রার্থী ইচ্ছা করলে Preview দেখতে পারবে এবং সকল তথ্য সঠিকভাবে পূরণ করা নিশ্চিত হয়ে Submit করতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে “Application submitted Successfully” দেখা যাবে।
  • এরপর প্রার্থীর Application ID ও Password দেখানো হবে যা পরবর্তিতে লগইন করার জন্য শিক্ষার্থীদের কাছে সংরক্ষন করে রাখতে হবে।
  • প্রার্থীকে Debit Card/Credit Card /Mobile Banking অথবা Internet Banking এর মাধ্যমে নিম্নবর্ণিত ছক অনুযায়ী নির্ধারিত আবেদন ফি পরিশােধ করতে হবে। সঠিকভাবে Payment সম্পন্ন হলে “Payment is successful” দেখাবে এবং সেখান থেকে Pay slip download করা যাবে।
  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৪

আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফী পরিশোধ করতে হবে।

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষার ফি পরিশোধ করার নিয়ম

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষার ফি বাবাদ শিক্ষার্থীদের গ্রুপ ‘ক’ এর জন্য পরীক্ষার ফি বাবদ ১৩৫০ টাকা এবং গ্রুপ ‘খ’ এর জন্য পরীক্ষার ফি বাবদ ১৪৫০ টাকা টাকা পরিশোধ করতে হবে।

আপনি বিকাশ, রকেট এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে সমন্বিত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি পরিশোধ করতে পারবেন।

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচী

চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষা মূলত দুইটি গ্রুপে অনুষ্ঠিত হবে ইউনিট দুটি হলো ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ।

ভর্তি পরীক্ষার সময়সূচী ক গ্রুপ

  • পরীক্ষার তারিখ: ০৩রা মার্চ ২০২৪ (সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত)
  • মোট নম্বর: ৫০০

ভর্তি পরীক্ষার সময়সূচী খ গ্রুপ

  • পরীক্ষার তারিখ: ০৩রা মার্চ ২০২৪ (সকাল ১০.০০ টা থেকে দুপুর ০১.০০টা পর্যন্ত)
  • মোট নম্বর: ৭০০

নোট: “ক” এবং “খ” গ্রুপের জন্য গনিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের উপর Multiple Choice Questions (MCQ) পদ্ধতিতে এবং গ্রুপ “খ” এর স্থপত্য বিভাগের জন্য অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চুয়েট কুয়েট রুয়েটের প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম

আপনি সমন্বিত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল www.admissionckruet.ac.bd থেকে আপনার চুয়েট কুয়েট রুয়েট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ভর্তি পরীক্ষার শুরু হবার ১০ দিন আগে থেকে পাওয়া যাবে।

  • প্রথমে ভর্তির ওয়েবসাইট admissionckruet.ac.bd এ যান।
  • ‘অ্যাডমিট কার্ড’ মেনুতে প্রবেশ করুন।
  • যদি না পান ওয়েবসাইটে ‘অ্যাডমিট কার্ড’ মেনুটি সন্ধান করুন। এটি সাধারনত হোমপেজে দেখা যায় বা একটি ড্রপ-ডাউন মেনুতে পাওয়া যেতে পারে।
  • এরপর এটিতে ক্লিক করুন অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • এরপর আপনার প্রবেশপত্র ডাউনলোড করুন।
  • ডাউনলোড করে প্রবেশপত্রটি কালার প্রিন্ট করে রাখুন।

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩–২০২৪

নোট: শুধুমাত্র যারা যোগ্য তারাই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তাই যোগ্য প্রার্থীদের প্রকাশিত তালিকা আগে চেক করুন।

  অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৪

চুয়েট কুয়েট রুয়েট আসন সংখ্যা

চুয়েট কুয়েট রুয়েটের তিনটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে মোট ৩,২৩১টি আসন রয়েছে। চুয়েটে ৯৩১টি, কুয়েটে ১০৬৫টি এবং রুয়েটে ১২৩৫টি আসন রয়েছে। অতিরিক্তভাবে, চুয়েটে ১১টি এবং রুয়েট এবং কুয়েটে প্রতিটিতে ০৫টি সহ মোট ২১টি সংরক্ষিত আসন রয়েছে৷

বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা

বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা সংরক্ষিত আসন সংখ্যা মোট আসন সংখ্যা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৯২০ ১১ ৯৩১
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় {কুয়েট} ১০৬০ ০৫ ১০৬৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় {রুয়েট} ১২৩০ ০৫ ১২৩৫
সর্বমোট আসন সংখ্যা ৩২১০ ২১ ৩২৩১

চুয়েট কুয়েট রুয়েট এর সিট প্লান ২০২৩-২৪

চুয়েট কুয়েট রুয়েট এর সম্মিলিত ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। আপনি এটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.admissionckruet.ac.bd থেকে পেয়ে যাবেন। সিট প্ল্যান মেনুতে তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটির জন্য পৃথক আসন পরিকল্পনা দেওয়া রয়েছে।

সমন্বিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

সমন্বিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ নোটিশ এখান থেকে দেখে ‍নিন।

আশা করি শিক্ষার্থী বন্ধুরা চুয়েট কুয়েট রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ সম্পর্কে আপনারা পূর্নাঙ্গ গাইডলাইন আমাদের এই লেখা থেকে। কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Leave a Comment