ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪| Dental Admission Circular

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ প্রকাশিত হয়েছে। আপনি কি BDS ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩-২৪ সম্পর্কে সকল তথ্য জানতে চান? বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ২০২৪ সালে তাদের ওয়েবসাইটে ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ এখানে দেওয়া হয়েছে। ডেন্টালে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ। সকল তথ্য পেতে নীচে দেওয়া ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটি ভালো করে মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

এক নজরে ডেন্টাল ভর্তি পরীক্ষার সকল তথ্য

এক নজরে ডেন্টাল ভর্তি পরীক্ষার সকল তথ্য নিম্নে দেওয়া টেবিল থেকে দেখে নিতে পারেন। আপনি যদি ডেন্টাল কোর্সে ভর্তি হতে আগ্রহী হন তবে এই সকল তথ্যাদি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অনলাইন আবেদন শুরু হবে ১৫ই জানুয়ারী ২০২৪
অনলাইন আবেদন করার শেষ সময় ০৩রা ফেব্রুয়ারী ২০২৪
আবেদন ফী ১,০০০ টাকা
আবেদন ফী জমাদানের শেষ সময় ০৪ই ফেব্রুয়ারী ২০২৪
অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৫শে ফেব্রুয়ারী থেকে ২৭শে ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত
পরীক্ষার তারিখ ০৮ই মার্চ ২০২৪
ওয়েবসাইট www.dgme.gov.bd

image

 

ডেন্টাল BDS ভর্তি পরীক্ষা আবেদনের যোগ্যতা ২০২৩-২০২৪

  • প্রথমত আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশী হতে হবে তবে বিদেশিরাও সংরক্ষিত আসনে ভর্তি হতে পারবে।
  • ২০২০ অথবা ২০২১ সালে এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২২ অথবা ২০২৩ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ৯.০০ হতে হবে এবং আলাদাভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই S.C উভয় ক্ষেত্রেই পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান থাকতে হবে। এবং H.S.C তে তাদের অবশ্যই জীববিজ্ঞানে ন্যূনতম ৪.০০ থাকতে হবে।

বিস্তারিত জানার জন্য, নিচের ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

2024 01 14 15 54 9ef75f3d92f056953158accbcdffdea1 page 0001

2024 01 14 15 54 9ef75f3d92f056953158accbcdffdea1 page 0002

 

ডেন্টাল BDS ভর্তি পরীক্ষার মানবন্টন|ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন পদ্ধতি

পরীক্ষা হবে ১০০ নম্বরের MCQ এবং সময় মাত্র ০১ ঘন্টা। ডেন্টাল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো অনুষ্ঠিত হয় মোট ৩০০ নাম্বারে এর মধ্যে  ২০০ নাম্বার দেওয়া হয়ে থাকে এসএসসি বা দাখিল ও এইচএসসি বা আলিম পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর উপর ভিত্তি করে।

  খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি যোগ্যতা ও আসন সংখ্যা ২০২৪

লিখিত পরীক্ষা:

  • জীববিজ্ঞান- ৩০
  • পদার্থবিদ্যা- ২০
  • রসায়ন- ২৫
  • ইংরেজি- ১৫
  • সাধারণ জ্ঞান- ১০

বি:দ্র:

  • লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
  • লিখিত পরীক্ষায় পাস মার্ক ৪০।

ডেন্টাল কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্য ও সার্টিফিকেট এর মূল কপি ভর্তির সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে।

  • S.C এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং H.S.C. সমমানের পরীক্ষা
  • S.C এর সার্টিফিকেট বা প্রশংসাপত্র এবং H.S.C. সমমানের পরীক্ষা
  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

ডেন্টাল কলেজের নাম ও কলেজ কোড

কলেজের নাম এবং কোডগুলি নীচের টেবিলে উল্লেখ করা হয়েছে। এই কোড এবং কলেজের নাম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আবেদন এবং ফি প্রদানের সময় এগুলোর দরকার হবে।

image

 

ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২০২৩-২৪

অনলাইনে ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন করা খুবই সহজ। আপনি কি অনলাইনে ডেন্টাল ভর্তির জন্য আবেদন করতে চান? আবেদন করার প্রক্রিয়া নিম্নে দেওয়া বিজ্ঞপ্তি দেখে দেখেই করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলি ভালোভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুয়ায়ী সতর্কতার সাথে দাখিল করতে হবে। ভর্তি ফরম পুরণের যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

Website এ আবেদনপত্র পূরণের পূর্বে নিম্নেবর্ণিত তথ্য ও অন্যান্য উপকরণ সাথে রাখতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১০০০ টাকা পরীক্ষার ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর দাখিলকৃত আবেদনপত্রের কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে ।

300×300 pixel মাপের নিজের একটি রঙ্গিন ছবি (jpg) আপলোড দিতে হবে। ফাইলের সাইজ 100 kb এর বেশী হবে না। (স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা )

300×80 pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর

উল্লিখিত বিষয় (ছবি ও স্বাক্ষর) প্রয়োজনীয় মাপে তৈরি করা ও মিলিয়ে দেখার জন্য Home Page এ একটি Link দেয়া আছে। ২৩.৪ এজন্য ২৩.৩- এ বর্ণিত ছবি ও স্বাক্ষর কম্পিউটারে (যে কম্পিউটার থেকে Website-এ ঢুকবেন) অথবা Pendrive-এ পূর্ব থেকে সংরক্ষণ করতে হবে।

ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা (জেলা, থানা/উপজেলা, পোস্ট কোড ইত্যাদি) লিখিতভাবে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

  নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

ভর্তিচ্ছু মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখে রাখা প্রয়োজন। এটা করার আগে অভিভাবক/স্বজনদের সাহায্য নেয়া যেতে পারে। কলেজ কোডগুলো ৭১ থেকে ৮২ (সরণি-২ দ্রষ্টব্য) জানা থাকতে হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন দাখিলের সময় প্রার্থীর সরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের সকল পছন্দক্রম উল্লেখ করা বাধ্যতামূলক।

image

 

ডেন্টাল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ PDF

এখানে ডেন্টাল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ PDF ফাইল দেওয়া হয়েছে। আশা করি আপনাদের কাজে লাগবে।

ডেন্টাল কলেজে আবেদন ফি জমাদানের নিয়ম

শুধুমাত্র ভর্তি পরীক্ষার আবেদন ফি টেলিটক প্রিপেইড এর মাধ্যমে প্রদান করা যাবে।

  • টেলিটক প্রিপেইড মেসেজ অপশনে যান এবং BDS <স্পেস> FRLGCT পাঠিয়ে দিন 16222 [FRLGCT is the user I.D. obtained by filling out the form]
  • তারপর আপনি একটি পিন নম্বর পাবেন তারপর আবার একটি মেসেজ পাঠাতে হবে।
  • BDS <স্পেস>YES<space> P.I.N. <>EXAM Center Code and Send 16222.

উদাহরণ: DGHS YES 456581 72,73,80,82

image

 

ডেন্টাল কলেজের মোট আসন সংখ্যা

ডেন্টাল কলেজের মোট আসন সংখ্যা ৫৪৫ টি নিম্নে বিস্তারিত দেওয়া হলো।

সাধরাণ আসন ৫৩০ মোট সীট:৫৪৫ টি
মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আসন ০১
উপজাতি (০৩ পার্বত্য জেলার জন্য) ০৩
উপজাতি (অন্যান্য জেলার জন্য) ০২

ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল

মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়মে। গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণে থাকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল আর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণে থাকে সাস্থ মন্ত্রনালয়ের সচিব এবং প্রতিনিধি দল।

  • মোট ৩০০ মার্ক এর পরিক্ষা অনুষ্ঠিত হয় মেডিকেলে যার ২০০ মার্ক নির্ধারিত থাকে এসএসসি ও এইচএসসি রেজাল্ট এবং ১০০ মার্ক এর পরিক্ষা।
  • এসএসসি জিপিএ এর উপর ৭৫ মার্ক এবং এইচএসসি জিপিএ এর উপর ১২৫ মার্ক নির্ধারিত।
  • অর্থাৎ এসএসসি বা দাখিল পরিক্ষার প্রাপ্ত জিপিএ কে ১৫ দ্বারা এবং এইচএসসি বা আলিম পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ২৫ দিয়ে গুণ করা হয়।
  • মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হলে সর্বনিম্ন ৪০ নাম্বার পেতে হবে।
  কবি নজরুল সরকারি কলেজ আসন সংখ্যা ২০২৪ (৭কলেজ অধিভুক্ত)

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ এর নাম্বার যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশের ডেন্টাল কলেজ এর তালিকা

বাংলাদেশে মোট ২২টি ডেন্টাল কলেজ রয়েছে। সাধরনত মেডিকেল কলেজ গুলো স্বতন্ত্র এবং শুধুমাত্র সাস্থ মন্ত্রনালয়ের অধীনে হলেও বাংলাদেশের ডেন্টাল কলেজ গুলো স্বতন্ত্র নয়। বাংলাদেশের সরকারি ডেন্টাল কলেজ গুলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে থাকে এবং সাস্থ-মন্ত্রনালয় ও বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল এর প্রতক্ষ ত্বত্তাভধানে পরিচালিত হয়ে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজ সমুহের তালিকা

  • ঢাকা ডেন্টাল কলেজ
  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  • ময়মনসিংহ মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  • শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  • আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতাল
  • পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতাল
  • বাংলাদেশ ডেন্টাল কলেজ
  • সিটি ডেন্টাল কলেজ
  • ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
  • সাপ্রো ডেন্টাল কলেজ
  • হালনাগাদ ডেন্টাল কলেজ
  • মার্ক্স ডেন্টাল কলেজ
  • সাফেনা উইমেন’স ডেন্টাল কলেজ
  • মান্ডি ডেন্টাল কলেজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজ সমুহের তালিকা

  • চট্টগ্রাম মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  • চট্টগ্রাম ইন্টারন্যাশানাল ডেন্টাল কলেজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজ সমুহের তালিকা

  • রাজশাহী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  • রংপুর মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  • রংপুর ডেন্টাল কলেজ
  • উদয়ন ডেন্টাল কলেজ,রাজশাহী

শাবিপ্রবি এবং সাস্ট-এর অধিভুক্ত ডেন্টাল কলেজ সমূহের তালিকা

  • এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)

ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩-২৪

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সম্প্রতি বিডিএস কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিস খোলা থাকাকালীন সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

বিডিএস কোর্সে নির্বাচিত প্রার্থীদের ভর্তি আগামী 2024 থেকে 2024 পর্যন্ত হবে। আপনি যদি নির্বাচিত প্রার্থী হন তবে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে করে নিতে হবে।

 

আমি আশা করি ডেন্টাল মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ এই লেখাটি আপনার জন্য কাজে দিবে। আপনার যদি আরও কোন ধরনের তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাদের অফিশিয়াল ওয়েবসাইট dgme.gov.bd ভিজিট করে  দেখুন।

Leave a Comment