অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা ২০২৪

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা নিয়ে আজকের এই লেখা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা নিয়ে পড়বে তাদের জন্য ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানা খুবই জরুরী।

অনার্স পড়তে গেলে তোমরা তিনটা বিষয় সম্পর্কে প্রায় শুনে থাকবে তা হলো:

  • মেজর সাবজেক্ট-
  • নন মেজর সাবজেক্ট-
  • বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট-

১) মেজর সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী সেই বিভাগে ভর্তি সময় যে নির্দিষ্ট সাবজেক্ট নিয়েছিলে সেই সাবজেক্টের যতগুলো বিষয় রয়েছে সেগুলো হচ্ছে তোমার জন্য মেজর সাবজেক্ট।

২) নন মেজর সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী সেই বিভাগের নির্দিষ্ট সাবজেক্ট ব্যতীত যেসব বিষয় পড়তে হয় সেগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট।

৩) বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী হও না কেন একটি নির্দিষ্ট সাবজেক্ট সবাইকে পড়তে হবে সেটাই হলো বাধ্যতামূলক সাবজেক্ট। যেমন: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা নিম্নে দেওয়া হলো:

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের মেজর সাবজেক্ট বইয়ের তালিকা

Introduction to Business – ব্যবসায় পরিচিতি (২১২৬০১)

Principles of Management – ব্যবস্থাপনা নীতিমালা (২১২৬০৩)

Principles of Accounting – হিসাববিজ্ঞান নীতিমালা (২১২৬০৫)

Principles of Marketing – বাজারজাতকরণ নীতিমালা (২১২৬০৭)

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের নন মেজর সাবজেক্ট বইয়ের তালিকা

Micro-Economics – ব্যষ্টিক অর্থনীতি (২১২৬০৯)

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট বইয়ের তালিকা

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১৫০১

  অনার্স ১ম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৪

শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে আমাদের এই লেখা থেকে জানতে পেরেছো কোন ধরনের জিজ্ঞাসা যদি থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।

Leave a Comment