বিশ্বের বিভিন্ন বিষয়ের জনকের নাম

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনকের নাম। কোন ব্যাক্তি কোন বিষয়ের জনক ছিলো এবং তাদের সেই বিষয়টি কি ছিলো সেগুলো নিয়ে আজকের এই লেখা। বন্ধুরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের জনকের আমাদের জানার দরকার হয়ে পড়ে আর সে জন্যই গুরুত্বপূর্ন কিছু বিষয় এবং তার জনকদের নাম নিয়ে আজকে হাজির হয়েছি।

১। প্রশ্নঃ অংকের জনক কে?

উত্তরঃ অংকের জনক — আর্কিমিডিস।

২।প্রশ্নঃ জ্যামিতির জনক কে?

উত্তরঃ জ্যামিতির জনক — ইউক্লিড।

৩। প্রশ্নঃ বীজ গনিতের জনক কে?

উত্তরঃবীজ গণিতের জনক — আল খাওয়াজমী।

৪। প্রশ্নঃ জীববিজ্ঞানের জনক কে?

উত্তরঃজীববিজ্ঞানের জনক — এরিস্টটল।

৫। প্রশ্নঃ প্রানীবিজ্ঞানের জনক কে?

উত্তরঃপ্রাণীবিজ্ঞানের জনক — এরিস্টটল।

৬। প্রশ্নঃ রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃরসায়ন বিজ্ঞানের জনক — জাবির ইবনে হাইয়ান।

৭। প্রশ্নঃ পদার্থবিজ্ঞানের জনক কে?

উত্তরঃপদার্থবিজ্ঞানের জনক — আইজ্যাক নিউটন।

৮।প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তরঃআধুনিক কম্পিউটারের জনক — চার্লস ব্যবেজ।

৯।প্রশ্নঃ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ বিজ্ঞানের জনক — থ্যালিস।

১০।প্রশ্নঃ সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃসমাজ বিজ্ঞানের জনক — অগাষ্ট কোঁৎ।

১১।প্রশ্নঃ হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃহিসাব বিজ্ঞানের জনক — লুকাপ্যাসিওলি।

১২। প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তরঃচিকিৎসা বিজ্ঞানের জনক — ইবনে সিনা।

১৩। প্রশ্নঃ ইতিহাসের জনক কে?

উত্তর ইতিহাসের জনক — হেরোডোটাস।

১৪। প্রশ্নঃ দর্শন শাস্ত্রের জনক কে?

উত্তরঃ দর্শন শাস্ত্রের জনক — সক্রেটিস।

১৫। প্রশ্নঃ ভূগোলের জনক কে?

উত্তরঃ ভূগোলের জনক — ইরাটস থেনিস।

১৬।প্রশ্নঃ রাষ্টবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-রাষ্ট্রবিজ্ঞানের জনক — এরিস্টটল।

১৭।প্রশ্নঃ অর্থনীতির জনক কে?

উত্তরঃঅর্থনীতির জনক — এডাম স্মিথ।

১৮।প্রশ্নঃ মেডিসিনের জনক কে?

উত্তরঃমেডিসিনের জনক — হিপোক্রটিস।

১৯।প্রশ্নঃ বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?

উত্তরঃবিবর্তনবাদ তত্ত্বের জনক — চার্লস ডারউইন।

২০। প্রশ্নঃ সনেটের জনক কে?

উত্তরঃ সনেটের জনক — পের্ত্রাক।

২১। প্রশ্নঃ সামাজিক বিবর্তনবাদের জনক?

উত্তরঃ সামাজিক বিবর্তনবাদের জনক — হার্বাট স্পেন্সর।

২২। প্রশ্নঃ বংশগতির বিদ্যার জনক কে?

উত্তরঃবংশগতি বিদ্যার জনক — গ্রেডার জোহান মেনডেল।

২৩। প্রশ্নঃ শ্রেনী বিদ্যার জনক কে?

উত্তরঃ শ্রেণীকরণ বিদ্যার জনক — কারোলাস লিনিয়াস।

২৪। প্রশ্নঃ শরীর বিদ্যার জনক কে?

উত্তরঃশরীর বিদ্যার জনক — উইলিয়াম হার্ভে।

২৫। প্রশ্নঃ ক্যালকুলাসের জনক কে?

উত্তরঃ ক্যালকুলাসের জনক — আইজ্যাক নিউটন।

২৬। প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ বাংলা গদ্যের জনক — ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

২৭। প্রশ্নঃ বাংলা কবিতার জনক কে?

উত্তরঃবাংলা কবিতার জনক — মাইকেল মধুসুদন দত্ত।

২৮। প্রশ্নঃ বাংলা উপন্যাসের জনক কে?

উত্তরঃ বাংলা উপন্যাসের জনক — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৯। প্রশ্নঃ বাংলা নাটকের জনক কে?

উত্তরঃ বাংলা নাটকের জনক — দীনবন্ধু মিত্র।

৩০।প্রশ্নঃ বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ বাংলা সনেটের জনক — মাইকেল মধু সুদন দত্ত।

৩১।প্রশ্নঃ ইংরেজি কবিতার জনক কে?

উত্তরঃ ইংরেজী কবিতার জনক — খিউ ফ্রে চসার।

৩২। প্রশ্নঃ মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃমনোবিজ্ঞানের জনক — উইলহেম উন্ড।

৩৩। প্রশ্নঃ জীবাণু বিদ্যার জনক কে?

উত্তরঃ জীবাণু বিদ্যার জনক — লুই পাস্তুর

৩৪। প্রশ্নঃ বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ বাংলা চলচিত্রের জনক — হীরালাল সেন।

৩৫। প্রশ্নঃবাংলা মুক্ত ছন্দের জনক কে?

বাংলা মুক্ত ছন্দের জনক — কাজী নজরুল ইসলাম।

৩৬। প্রশ্নঃ বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ বাংলা গদ্য ছন্দের জনক — রবীন্দ্রনাথ ঠাকুর।

যদি কোন ধরনের তথ্যগত ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই লেখাটি কিছুটা সংগ্রহ কিছুটা জানা এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহিত এর মধ্যে থেকে কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।

Leave a Comment