বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ Honours 2nd Year Political Economy of Bangladesh Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন ২০২৪ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি পরীক্ষাটি আগামী ০৮ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
- বিষয়ঃ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন
- বিষয় কোডঃ ২২১৯০৩
বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। রাজনৈতিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ (Adam Smith)।
২। ‘পলিটিক্যাল ইকোনমি’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
অথবা, ‘রাজনৈতিক অর্থনীতি’ কথাটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তরঃ ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনি ডি মন্টেহেস্টিয়েন (Antonie de Montehrestcin) পলিটিক্যাল ইকোনমি (রাজনৈতিক অর্থনীতি) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন।
৩। ‘An Enquiry into the Nature and the Causes of the Wealth of Nation’ গ্রন্থটির লেখক কে?
অথবা, ‘The Wealth of Nations’ গ্রন্থের লেখক কে?
অথবা, ‘Wealth of Nation’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ ‘An Enquiry into the Nature and the Causes of [জা.বি. ২০২০ the Wealth of Nation’ গ্রন্থটির লেখক এডাম স্মিথ।
৪। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তরঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।
৫। মিশ্র অর্থনীতি কী?
উত্তরঃ সরকারি ও বেসরকারি উদ্যোগে যে অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে মিশ্র অর্থনীতি বলে।
৬। ‘মধ্যবর্তী শাসনব্যবস্থা’ ধারণাটির প্রবক্তা কে?
উত্তরঃ ‘মধ্যবর্তী শাসনব্যবস্থা’ ধারণাটির প্রবক্তা মাইকেল কালেচ্চি।
৭। অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লেখ।
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- ১. দক্ষ জনশক্তি, ২. উন্নত অর্থনৈতিক অবকাঠামো।
৮। ভারতবর্ষে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে কত সালে?
উত্তরঃ ভারতবর্ষে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে ১৯৫০ সালে।
৯। সুসম উন্নয়ন বলতে কী বুঝ?
উত্তরঃ সুসম উন্নয়ন বলতে দেশের মোট বিনিয়োগকে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে এমনভাবে বণ্টন বোঝায় যাতে তাদের মধ্যে ভারসাম্য বজায় থাকে।
১০। BADC এর পূর্ণরূপ কী?
উত্তরঃ BADC এর পূর্ণরূপ Bangladesh Agricultural Development Corporation.
১১। বাংলাদেশের কৃষিঋণের উৎস কয়টি?
উত্তরঃ বাংলাদেশের কৃষিঋণের উৎস ২টি। যথা: ১. প্রাতিষ্ঠানিক উৎস ও ২. অপ্রাতিষ্ঠানিক উৎস।
১২। কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৭ সালে কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়।
১৩। BRDB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ BRDB এর পূর্ণরূপ Bangladesh Rural Development Board.
১৪। স্বাধীন বাংলাদেশে প্রথম কখন ‘ভূমি সংস্কার আইন’ গৃহীত হয়?
উত্তরঃ স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয়।
১৫। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্ণওয়ালিস প্রবর্তন করেন।
১৬। মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দাও।
উত্তরঃ চিনিশিল্পে নিয়োজিত কর্মীরা আখের মৌসুম শেষ হয়ে গেলে বেকার হয়ে পড়ে।
১৭। পপুলেশন ডিভিডেন্ড দ্বারা কী বোঝায় ?
উত্তরঃ পপুলেশন ডিভিডেন্ড হলো কোনো দেশের কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ ১৫ থেকে ৬৪ বছর বয়সি জনসংখ্যার আধিক্য। যখন এ কর্মক্ষম জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের অধিক থাকে, তখন ঐ দেশে ডেমোগ্রাফিক বোনাসকালে অবস্থান করছে বলে ধরা হয়।
১৮। কীভাবে মুদ্রাস্ফীতি রোধ করা যায়?
উত্তরঃ মুদ্রাস্ফীতি রোধ করা যায় উদ্বৃত্ত বাজেট, কর বৃদ্ধি ও সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে।
১৯। সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাংলাদেশের নারী ও পুরুষের সংখ্যার পার্থক্য কত?
উত্তরঃ সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাংলাদেশের নারী ও পুরুষের সংখ্যার পার্থক্য ১০০: ৯৮.০৪।
২০। EPZ এর অর্থ কী?
উত্তরঃ EPZ বা Export Processing Zone এর অর্থ হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।
২১। ‘BCIC’-এর পূর্ণরূপ কী ?
উত্তরঃ BCIC-এর পূর্ণরূপ- Bangladesh Chemical Industries Corporation.
২২। বেসরকারিকরণ বোর্ড কখন গঠিত হয়?
উত্তরঃ বেসরকারিকরণ বোর্ড গঠিত হয় ১৯৯৩ সালে।
২৩। বাজেট কী?
উত্তরঃ বার্ষিক আর্থিক বিবরণীই বাজেট নামে পরিচিত।
২৪। ‘Social Security’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ‘Social Security’ গ্রন্থটির রচয়িতা W. A. Robson.
২৫। দারিদ্র্য কয় প্রকার?
উত্তরঃ দারিদ্র্য দুই প্রকার। যথা: ১. অনপেক্ষ দারিদ্র্য ও ২. আপেক্ষিক দারিদ্র্য।
২৬।. দারিদ্র্য সীমার সংজ্ঞা দাও ।
উত্তরঃ দারিদ্র্যসীমা কোনো ব্যক্তির আয়ের একটি সীমারেখা যা ঐ ব্যক্তির জীবনযাপনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় মৌলিক দ্রব্যসমূহের মূল্যের সমষ্টি।
২৭। “A country is poor because it is poor. “- উক্তিটি কার?
উত্তরঃ “A country is poor because it is poor. ” – উক্তিটি অধ্যাপক রাগনার নার্কসের।
২৮। সরকারি আয়ের প্রধান উৎস কী?
উত্তরঃ সরকারি আয়ের প্রধান উৎস কর রাজস্ব।
২৯। কর কী?
উত্তরঃ কোনোরূপ প্রত্যক্ষ প্রতিদানের আশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
৩০। ফি কী?
উত্তরঃ সরকার যখন কোনো ব্যক্তিকে কোনো বিশেষ সেবা বা সুবিধা প্রদানের জন্য তার নিকট থেকে যে অর্থ গ্রহণ করে, তখন তাকে ফি বলে।
৩১। VAT কী?
উত্তরঃ কাঁচামালের মূল্য এবং উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বা VAT বলে।
৩২। ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তরঃ ECNEC এর পূর্ণরূপ হলো- Executive Committee of the National Economic Council.
৩৩। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ।
৩৪। IMF কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ IMF প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৪ সালের ২২ জুলাই।
৩৫। IMF এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ IMF এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
৩৬। GDP এর অর্থ কী?
অথবা, GDP কী?
উত্তরঃ GDP বা Gross Domestic Product এর অর্থ হচ্ছে মোট দেশজ উৎপাদন।
৩৭। ADP কী?
উত্তরঃ ADP বা Annual Development Programme হলো বার্ষিক উন্নয়ন কার্যক্রম।
বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। অর্থনৈতিক ক্ষমতা কী?
২। রাজনৈতিক অর্থনীতি বলতে কী বুঝ?
৩। কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বুঝ?
৪। পুঁজিবাদ কী?
৫। সমাজতন্ত্র কী? ব্যাখ্যা কর।
অথবা, সমাজতন্ত্র কী?
৬। উন্নয়নশীল দেশ কাকে বলে?
৭। অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝ?
৮। ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
৯। কাম্য জনসংখ্যা বলতে কী বুঝ?
১০। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? ব্যাখ্যা কর।
১১। জনসংস্থা কী?
১২। শিল্প শ্রমিক কাকে বলে?
১৩। দারিদ্র্য বলতে কী বুঝায়?
১৪। দারিদ্র্য দূরীকরণে স্বকর্মসংস্থানের গুরুত্ব আলোচনা কর।
১৫। বাংলাদেশে ধনী ও দরিদ্র্যের বৈষম্য বেড়ে চলার কারণগুলো ব্যাখ্যা কর।
১৬। সরকারি অর্থব্যবস্থাপনা কী?
১৭। একটি উত্তম কর কাঠামোর বৈশিষ্ট্য লেখ।
১৮। অর্থ বিল কী?
১৯। বৈদেশিক সাহায্য কী?
২০। বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জসমূহ উল্লেখ কর।
বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২। রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৩। উন্নয়ন অর্থনীতি কী? উন্নয়ন অর্থনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৪। পুঁজিবাদ বলতে কী বুঝ? পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৫। মুক্তবাজার অর্থনীতি কী? মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৬। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যাসমূহ লেখ।
৭। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপায়সমূহ আলোচনা কর।
৮। বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের ভূমিকা আলোচনা কর।
৯। বাংলাদেশের কৃষিঋণের উৎসসমূহ আলোচনা কর।
১০। ভূমিসংস্কার কী? বাংলাদেশে ভূমিসংস্কারের গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশে ভূমিসংস্কারের গুরুত্ব আলোচনা কর।
১১। “জনসংখ্যা একটি দেশের সম্পদ এবং সমস্যা উভয়ই।”
১২। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপসমূহ মূল্যায়ন কর।
১৩। বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা
১৪। অর্থনৈতিক পরিকল্পনা কী? বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাসমূহ বর্ণনা কর ।
অথবা, বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাসমূহ আলোচনা কর ।
১৫। বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারের পদক্ষেপসমূহ বর্ণনা কর।
১৬। বাংলাদেশে দারিদ্র দূরীকরণে এনজিওগুলোর ভূমিকা আলোচনা কর।
১৭। দারিদ্র্য কী? দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচিসমূহ আলোচনা কর।
১৮। সরকারি অর্থব্যবস্থা ও বেসরকারি অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৯। বাংলাদেশে সরকারি আয় বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর।
২০। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর।
২১। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা পর্যালোচনা কর।
২২। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ কর।
২৩। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা কর।
শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।