রসায়ন ১ম পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন ২০২৫ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য রসায়ন ১ম পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ১ম বর্ষ রসায়ন ১ম পত্র যার বিষয় হলো: ভৌত রসায়ন এর ১ম বর্ষ সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোড:
- ডিগ্রি ১ম বর্ষ রসায়ন ১ম পত্র
- বিষয়: ভৌত রসায়ন
- বিষয় কোড : ১১২৮০১
ডিগ্রি ১ম বর্ষ রসায়ন ১ম পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. বৈধ- বিন্দু (Triple-point) কী?
উত্তর: যে বিন্দুতে কঠিন, তরল ও গ্যাস এ তিনটি দশাই বিদ্যমান ও পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে, সে বিন্দুকেই ত্রৈধবিন্দু বলা হয়।
২. স্বাতন্ত্র্য্যমাত্রা বা ফ্রিডম সংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো সিস্টেম বা ধারার বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য যে ন্যূনতম স্বাধীনভাবে পরিবর্তনীয় অপেক্ষক যেমন- তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির প্রয়োজন হয় তাদের সংখ্যাকে স্বাতন্ত্র্য্যমাত্রা বলা হয়। একে দ্বারা সূচিত করা হয়।
৩. শক্তির সমবণ্টন নীতি কী?
উত্তর: অণুর মোট গতিশক্তি তার সম্ভাব্য সব স্বাতন্ত্র্য্যমাত্রা বা ফ্রিডম সংখ্যার মধ্যে সমানভাবে বণ্টিত হওয়ায় নীতিকে শক্তির সমবণ্টন নীতি বলে।
৪. C.G.S. এককে R এর মান লিখ।
উত্তর: e
৫. সংঘর্ষ ফ্রিকুয়েন্সি কী? [ডিগ্রি পাস-২০১৬) (
উত্তর: ম্যাসাণুর প্রতি সেকেন্ডের সংঘর্ষ সংখ্যাকে সংঘর্ষ ফ্রিকুয়েন্সি বলা হয়।
৬. মোলার গ্যাস ধ্রুবক R এর তাৎপর্য লিখ।
উত্তর: চাপ স্থির রেখে । mole আদর্শ গ্যাসের তাপমাত্রার । ডিগ্রি বা IK বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয়, তা গ্যাস ধ্রুবক R এর সমান।
৭. গড় মুক্ত পথ কাকে বলে?
উত্তর: কোনো গ্যাসের একটি অণু পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে, তাকে মুক্ত পথ বলে। সকল মুক্ত পথের গড়কে গড় মুক্ত পথ বলে।
৮. সংকট তাপমাত্রা/সন্ধি তাপমাত্রা/ক্রান্তি তাপমাত্রা।
উত্তর: যে তাপমাত্রার উপর ইচ্ছামতো বা যথেচ্ছ চাপ প্রয়োগ করেও কোনো গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা যায় না অথচ ঐ তাপমাত্রা ও তার নিচে সে গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, তাকে সে পদার্থের ক্রান্তি/সন্ধি/ সংকট তাপমাত্রা বলে। একে To দ্বারা প্রকাশ করা হয়। যেমন- কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা, Te – 31.1 °C
৯. অনুব্যাপন কাকে বলে?
উত্তর: উচ্চ চাপের প্রভাবে কোনো একটি গ্যাস পাত্রের দেয়ালের স্বাভাবিক ছিদ্র পথে না এসে অন্য কোনো কৃত্রিম ছিদ্রের মধ্য দিয়ে একমুখীভাবে নিষ্ক্রান্ত হওয়ার ঘটনাকে ছিদ্র ব্যাপন বা অনুব্যাপন বা নিঃসরণ বলে।
১০. পরম শূন্য তাপমাত্রা কাকে বলে?
উত্তর: যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে।
১১. আদর্শ গ্যাসের একটি বৈশিষ্ট্য লিখ। । ডিগ্রি পাস-২০১৮) (558
উত্তর: আদর্শ গ্যাসসমূহ সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, চাপ ও অ্যাভোগ্যাড্রোর সূত্র সঠিকভাবে মেনে চলে।
১২. RMS কী?
উত্তর: কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বা RMS বলে।
১৩. সন্ধি দ্রবণ তাপমাত্রা কাকে বলে?
উত্তর: যে তাপমাত্রার উপর ইচ্ছামতো বা যথেচ্ছ চাপ প্রয়োগ করেও কোনো গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা যায় না অথচ ঐ তাপমাত্রা ও তার নিচে সে গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, তাকে সে পদার্থের ক্রান্তি / সন্ধি / সংকট তাপমাত্রা বলে। একে T দ্বারা প্রকাশ করা হয়। যেমন- কার্বন ডাই অক্সাইডের সংকট তাপমাত্রা, T = 31.1 °C 1
১৪. ভ্যান্ডার ওয়ালস সমীকরণ লিখ।
উত্তর: p+ (v-nb) = nRTএটিই n মোল গ্যাসের জন্য ভ্যান্ডারওয়ালস সমীকরণ।
১৫. গড় মুক্ত পথ কী?
উত্তর: পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি অণু যতটুকু পথ অতিক্রম করে তাকে মুক্তপথ বলে এবং এই সকল পথের গড়কে গড় মুক্ত পথ বলে।
১৬. পৃষ্ঠতল টান কী?
উত্তর: কোনো তরলের পৃষ্ঠতলের 1cm দীর্ঘ কল্পিত সরলরেখার উপর লম্বভাবে এবং একই তলে ক্রিয়ারত যে বল তরলের পৃষ্ঠতলের সম্প্রসারণকে বাধা দেয়া, তাকে পৃষ্ঠতল টান বলে।
১৭. ডাইপোল মোমেন্ট কাকে বলে?
উত্তর: কোনো পোলার অণুতে সৃষ্ট চার্জের পরিমাণ (ধনাত্মক ও কণাত্মক) এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে অণুটির ডাইপোল মোমেন্ট বলে।
১৮. বাষ্প চাপ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্প তার তরলের সাথে সাম্যাবস্থায় থেকে তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে, তাকে ঐ তাপমাত্রায় তরলের বাষ্প চাপ বলে।
১৯. সান্দ্রতা কী?
উত্তর: তরল পদার্থ প্রবাহকালে বাধার সম্মুখীন হয়। প্রবাহকালীন এ বাধাকেই সান্দ্রতা বলে।
২০. সান্দ্রতা গুণাংক কাকে বলে?
উত্তর: প্রতিবর্গমিটার ক্ষেত্রফলের উপর নিউটনে প্রকাশিত যে স্পর্শক বল এক মিটার দূরত্বে পাশাপাশি ও সমান্তরালভাবে অবস্থিত কোনো তরলের দুটি স্তরের মধ্যে এক মিটার প্রতি সেকেন্ড বেগ ব্যবধান উৎপন্ন করে, তাকে সান্দ্রতা গুণাংক বলে। একে দ্বারা প্রকাশ করা হয়।
২১. দ্রাব্যতা গুণাঙ্ক কী?
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতা গুণাঙ্ক বলে।
২২. রুদ্ধ ধারা কী?
উত্তর: রুদ্ধ ধারায় বেষ্টনী বন্ধ, অন্তরিত নয়।
উদাহরণ: একটি বন্ধ নলে নির্দিষ্ট পরিমাণ গরম পানি একটি রুদ্ধ ধারার উদাহরণ। যদিও এই ধারা হতে পানি বাষ্প পরিবেশে গমন করতে পারে না তথাপি নলের দেয়ালের মাধ্যমে তাপ (শক্তি) পরিবেশে গমন করতে পারে। সুতরাং ধারাটি নিঃসন্দেহে একটি রুক্ষ ধারার উদাহরণ।
২৩. অন্তরিত ধারা কী?
উত্তর: মনে করি, একটি বন্ধ নলে বাষ্পসহ 100 মিলি পানির একটি ধারা অন্তরিত অবস্থায় আছে। এখন যেহেতু নলটি বন্ধ, সেহেতু এই ধারা হতে কোনো পানি বাষ্প (পদার্থ) বের হতে পারে না। আবার যেহেতু নলটি অন্তরিত (অর্থাৎ, ফ্লাস্কের ন্যায়) সেহেতু এই ধারা হতে কোনো তাপ (শক্তি) পরিবেশের সাথে বিনিময় হতে পারে না। আবার মনে করি- একটি পদার্থ যেমন ফুটন্ত পানি একটি থার্মোফ্লাস্কে আছে। হ্যাঁ এই ধারাটিও একটি অন্তরিত ধারার উদাহরণ।
২৪. রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী?
উত্তর: যে প্রক্রিয়ায় ধারা ও পরিবেশের মধ্যে তাপ বিনিময় হয় না, তখন সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq=0। এই প্রক্রিয়া দেখা যায় যদি কোনো গরম পানি কে একটি থার্মোফ্লাস্কে রাখা যায়।
২৫. তাপগতীয় সাম্যাবস্থা কাকে বলে?
উত্তর: যে ধারাতে অবস্থা চল যেমন চাপ (P), তাপমাত্রা (T), আয়তন (V), ভর এবং সংযুক্তি এর মান ধারার সর্বাংশে নির্দিষ্ট থাকে, সেই ধারাটি তাপগতীয় সাম্যাবস্থায় আছে বলা হয়।
উদাহরণ: একটি গ্যাস একটি সিলিন্ডারে ঘর্ষণবিহীন পিষ্টন দ্বারা আবদ্ধ আছে। যদি পিষ্টন স্থির রাখা হয়, তাহলে সিলিন্ডারের গ্যাসকে নির্দিষ্ট মানের চাপ ও আয়তন দ্বারা প্রকাশ করা যায়। আর এই ধারাটি একটি তাপগতীয় সাম্যাবস্থায় আছে।
২৬. উভমুখী বা পরাবর্ত প্রক্রিয়া কাকে বলে? [ডিগ্রি পাস-২০১৮] (658
উত্তর: কোনো ধারা বা সিস্টেম খুব ধীরে সংঘটিত হয় এবং এক ধাপ থেকে অন্য ধাপে নিয়ে যাওয়ার সময় তখন সিস্টেম ও পরিবেশে যে পরিবর্তন ঘটে এবং সিস্টেমটিকে বিপরীত দিকে পরিচালনা করা হলে একই পরিবর্তন ঘটে, তাহলে সে পরিবর্তনকে উভমুখী প্রক্রিয়া বলা হয়।
২৭. এনট্রপি কী? | ডিগ্রি পাস ২018, 2019, 2020 5
উত্তর: এনট্রপি(Entropy) হলো কোন সিস্টেমের বিশৃঙ্খলা অবস্থা। এটি পরিসংখ্যানিক বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ রাশিও বটে।যা কোন ভৌত ব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলার মাত্রাকে এনট্রপির সাহায্যে প্রকাশ করা হয়। কোন প্রক্রিয়ায় (process) আগাগোড়াই যদি তাপীয় সাম্যাবস্থা সংরক্ষিত থাকে তাহলে সেখানে এনট্রপির মানও অপরিবর্তিত থাকে।
২৮. এনথালপি কী?
উত্তর: এনথালপি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি (U) এর সাথে সিস্টেমের চাপ (p) ও আয়তনের (v) গুণফল (pv) যোগ করলে মোট যে শক্তি পাওয়া যায়, তাকেই সিস্টেমের এনথালপি বলে। একে দ্বারা প্রকাশ করা হয়।
গাণিতিক সমীকরণ H = U+ pv
২৯. মুক্ত শক্তি কী?
উত্তর: মুক্ত শক্তি কোনো বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ধারণের জন্য মুক্ত শক্তি ব্যবহার করা হয় যা এনথালপি এবং এন্ট্রপি উভয় অপেক্ষককে অন্তর্ভুক্ত করে।
মুক্ত শক্তি হলো এমন একটি তাপগতীয় অপেক্ষক যার হ্রাস দ্বারা বোঝা যায় কোনো একটি প্রক্রিয়া সংগঠিত হলে সিস্টেমটি কি পরিমাণ বহিঃস্থ কার্য সম্পাদন করতে সক্ষম।
গাণিতিকভাবে, নির্দিষ্ট তাপমাত্রায় মুক্ত শক্তির পরিবর্তন,
AG = AH – TAS
৩০. অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?
উত্তর: প্রতিটি যৌগ বা গ্যাসের মধ্যে নিজস্ব কিছু সঞ্চিত শক্তি বিদ্যমান থাকে, এই সঞ্চিত শক্তিতে অভ্যন্তরীণ শক্তি বলে একে (U) দ্বারা প্রকাশ করা হয়।
৩১. জুল-থমসন প্রভাব কী?
উত্তর: উচ্চ চাপে আবদ্ধ গ্যাসীয় অণুসমূহকে যদি হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বড় পাত্রে সম্প্রসারিত হতে দেয়া হয়। তাহলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এ প্রক্রিয়াই জুল থমসন প্রভাব ।
৩২. মোল ভগ্নাংশ বা মোলাংশ কাকে বলে?
উত্তর: দ্রবণে কোনো উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত সকল দ্রব ও দ্রাবকের মোট মোল সংখ্যার অনুপাতকে, ঐ উপাদানের মোল ভগ্নাংশ বা মোলাংশ বলা হয়। একে দ্বারা প্রকাশ করা হয়।
৩৩. দ্রাব্যতা কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1000 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, দ্রবের সে পরিমাণকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে।
৩৪. অসমোসিস কী?
উত্তর: দুটি অসমান ঘনমাত্রার দ্রবণের মধ্যে স্থাপিত একটি অর্ধ প্রবেশ্য পর্দার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিম্নতর ঘনমাত্রা হতে উচ্চতর ঘনমাত্রার দিকে দ্রাবক অণুর অতিক্রমকে অসমোসিস বলে।
৩৫. আদর্শ প্রবণ কাকে বলে?
উত্তর: যে সব দ্রবণ সকল তাপমাত্রায় ও সংযুক্তিতে রাউন্টের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে, তাদেরকে আদর্শ দ্রবণ বলে।
৩৬. ডাইপোল মোমেন্ট কাকে বলে?
উত্তর: কোনো পোলার অণুতে সৃষ্ট চার্জের পরিমাণ (ধনাত্মক ও কণাত্মক) এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে অণুটির ডাইপোল মোমেন্ট বলে।
৩৭. কালিগেটিভ ধর্ম কী?
উত্তর: যে সকল ধর্ম দ্রবণে উপরিস্থ দ্রবের রুণা সংখ্যার (অণু বা আয়ন) ওপর নির্ভর করে, কিন্তু দ্রব্যের প্রকৃতির ওপর নির্ভর করে না, তাদেরকে কলিগেটিভ ধর্ম বলে।
৩৮. অসমোটিক চাপ কী?
উত্তর: যে অতিরিক্ত চাপ দ্রাবকের উপর প্রয়োগের ফলে তার বাষ্পীয় চাপ দ্রবণের বাষ্পীয়চাপের সমান হয় তাকে অসমোটিক চাপ বলে।
৩৯. কাকে বলে?
উত্তর: গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদন পদার্থগুলোর সক্রিয় ভরের পরিবর্তে আংশিক চাপ ব্যবহার করে যে সাম্যধ্রুবক পাওয়া যায়, তাকে সাম্যধ্রুবক বলে।
৪০. কাকে বলে?
উত্তর: কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ পদার্থগুলোর মোলার গাঢ়ত্বের গুণফল এবং বিক্রিয়ক পদার্থগুলোর মোলার গাঢ়ত্বের গুণফলের অনুপাতকে সাম্যধ্রুবক বলে।
৪১. সাম্যাংক কাকে বলে?
উত্তর: অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক ও পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবকের অনুপাতকে সাম্যাংক বলে।
৪২. ভরক্রিয়া সূত্রটি লিখ।
উত্তর: “যে হারে কোনো বিক্রিয়ক বিক্রিয়া করে তা উক্ত বিক্রিয়কের সক্রিয় ভরের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ সমানুপাতিক এবং কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মূহুর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ঐ মূহুর্তে ও ঐ তাপমাত্রায় উপস্থিত বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক।”
৪৩. এর মধ্যে সবকটি লিখ।
উত্তর: (RT)
৪৪. সমআয়ন প্রভাব কাকে বলে?
উত্তর: যে প্রভাবের কারণে সমআয়ন বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থসমূহের পরস্পরের উপস্থিতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন হ্রাস ঘটে, তাকে সমআয়ন প্রভাব বলা হয় ।
৪৫. বাফার দ্রবণ কী?
উত্তর: যে দ্রবণে সামান্য অ্যাসিড ও ক্ষার যোগ করার পরও দ্রবণের pH এর মান পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলা হয়।
৪৬. pH কী?
উত্তর: হাইড্রোজেন আয়নের [ ] মোলার ঘনমাত্রার কণাত্মক লগারিদমকে pH বলে। pH = -log [ ]
৪৭. দশা কী?
উত্তর: কোনো একটি System এর একটি নির্দিষ্ট অংশ যার সকল ভৌত ও রাসায়নিক ধর্ম একই অর্থাৎ যেই অংশ রাসায়নিক ও ভৌত ধর্ম একটি তল বা সীমারেখা দ্বারা পৃথক থাকে এবং এর ভিতরে ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকে, তাকে দশা (phase) বলা হয়।
উদাহরণ: CaCO = CaO + CO2
৪৮. উপাদান সংখ্যা বলতে কী বুঝ? [ডিগ্রি পাস-০৬, ০৮, ১৫]
উত্তর: উপাদান সংখ্যা সাম্যাবস্থায় সর্বনিম্ন যতগুলো স্বাধীন রাসায়নিক সত্ত্বার সাহায্যে ঐ সিস্টেম এর প্রত্যেক দশার বা দশার গঠন সরাসরি বর্ণনা করা যায় অথবা কোনো রাসায়নিক সংকেত বা রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়, তাকে উপাদান সংখ্যা বা Number of Component বলা যায়। যেমন- CaCO) এর বিয়োজন CCOC.O+CD।
৪৯. দশা বা ফেজ সূত্রটি লিখ।
উত্তর: দশা সূত্র: ফেজ সূত্র অসমসত্ত্ব সাম্যের বৈশিষ্ট্য বিশ্লেষণের জন্য একটি তাৎপর্যপূর্ণ সূত্র। যে কোনো রকম সিস্টেমের সাম্যাবস্থার ক্ষেত্রে এর দশা উপাদান ও ফ্রিতম সংখ্যার মধ্যে ইউলার্ড 1874 সালে যে সম্পর্ক আবিষ্কার করেন তা দশা সূত্র নামে পরিচিত।
৫০. ত্রৈধবিন্দু কাকে বলে?
উত্তর: বৈধ বিন্দু যে বিন্দুতে তিনটি দশা (কঠিন, তরল ও বাষ্প) পরষ্পর সাম্যাবস্থায় থাকে, তাকে বৈধ বিন্দু (Triple point) বলে।
ডিগ্রি ১ম বর্ষ রসায়ন ১ম পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. আদর্শ গ্যাসের ক্ষে্ত্রে প্রমাণ কর যে, PV= nRT.
২. S. I. এককে R-এর মান নির্ণয় কর।
৩. গ্রাহামের ব্যাপন সূত্রটি লিখ এবং প্রতিপাদন কর।
৪. গড়বেগ, বর্গমূল গড় বর্গবেগ ও সম্ভাব্যতম বেগ কাকে বলে? এদের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ এবং কেন?
৫. 88 gm কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য ভ্যান্ডারওয়ালস্ সমীকরণটি লিখ।
৬. ক্রান্তিক তাপমাত্রা ও ক্রান্তিক চাপ বলতে কি বুঝ?
৭. গড় মুক্ত পথ কাকে বলে? গড় মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন কর।
৮. ভ্যান্ডারওয়ালস কেন ও কীভাবে আদর্শ গ্যাস সমীকরণটি সংশোধন করেছিলেন?
৯. দেখাও যে পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
১০. অতি নিম্নচাপে ও অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন?
১১. বর্গমূল-গড়-বর্গবেগ।
১২. পৃষ্ঠতল টানের আণবিক ব্যাখ্যা দাও।
১৩. পৃষ্ঠতল টান নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা কর।
১৪. একাভিমুখী ও উভমুখী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।
১৫. একটি সিস্টেমের এনট্রাপির সংজ্ঞা দাও। একে কেন স্টেট ফাংশন বলা হয়?
ডিগ্রি ১ম বর্ষ রসায়ন ১ম পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. গিবস-হেলমোজ সমীকরণ।
২. মোলারিটি, মোলালিটি, নরমালিটির সংজ্ঞা দাও এবং এদের একক লিখ।
৩. নার্নস্টের বন্টন সূত্র কি? ব্যাখ্যা কর। এর সীমাবদ্ধতা লিখ।
৪. প্রমাণ দ্রবন কী? ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা কর।
৫. কলিগেটিভ ধর্ম কাকে বলে? কলিগেটিভ ধর্মাবলি কি কি?
৬. বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত রাউন্টের সূত্রের বিবৃত ও ব্যাখ্যা কর। রাউন্টের সূত্রের সীমাবদ্ধতা লিখ।
৭. স্ফুটনাংক উন্নয়ন কী? স্পুটনাংক উন্নয়ন সম্পর্কিত রাউন্টের সূত্রদ্বয় বর্ণনা ও ব্যাখ্যা করা।
৮. তাপগতীয়ভাবে স্ফুটনাংক উন্নয়নের রাউন্টের সূত্রটি উপপাদন কর।
৯. বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
অথবা, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
অথবা, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
১০. দশা বা ফেজ সূত্রটি লিখ। এর একটি সমীকরণ প্রতিপাদন কর।
অথবা, F= C-p+2 সমীকরণটি প্রতিপাদন কর।
১১. দুই উপাদান বিশিষ্ট সিস্টেমের দশাচিত্র আলোচনা কর।
১২. বিভিন্ন প্রকার পরিশোষণ সমতাপ রেখার বর্ণনা দাও।
১৩. ডায়ালাইসিস ও ইলেকট্রো ডায়ালাইসিস।
১৪. জেল।
অথবা ইমালসন।
১৫. রাসায়নিক বিক্রিয়ার ক্রম ও আণবিকত্বের মধ্যে পার্থক্য লিখ।
শিক্ষার্থী বন্ধুরা রসায়ন ১ম পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।