ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৪র্থ পত্র সাজেশন ২০২৪ Management 4th Paper Suggestion Degree 2nd Year নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ২য় বর্ষ পত্র যার বিষয় হলো: ব্যবসায় যোগাযোগ এর সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোড:
- ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৪র্থ পত্র
- বিষয়: ব্যবসায় যোগাযোগ
- বিষয় কোড: ১২২৬০৩
ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৪র্থ পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. ব্যবসায় যোগাযোগ কাকে বলে?
উত্তর: ব্যবসায় সংক্রান্ত বিষয়ে দুই বা ততোধিক পক্ষের মধ্যে সংঘটিত যোগাযোগকে ব্যবসায় যোগাযোগ বলে।
২. যোগাযোগের সাত C কী?
উত্তর: ১. স্পষ্টতা (Clarity), ২. সম্পূর্ণতা (Completeness), ৩. সংক্ষিপ্ততা (Conciseness ), 8. বস্তুনিষ্ঠতা (Concreteness) ৫. সৌজন্যতা (Courtesy), ৬. সঠিকতা (Correctness) ও ৭. বিবেচনা (Consideration)।
৩. ফলাবর্তন বলতে কী বুঝ?
উত্তর: ফলাবর্তন বলতে প্রাপ্ত সংবাদের বিষয়ে প্রেরকের নিকট প্রাপকের প্রেরিত প্রতিক্রিয়া বা মনোভাবকে বুঝায়।
৪. মৌখিক যোগাযোগ কাকে বলে?
উত্তর: মুখে শব্দ উচ্চারণের মাধ্যমে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে মৌখিক যোগাযোগ বলে।
৫. মেমো কী?
উত্তর: মেমো হলো অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে একটি লিখিত দলিল। যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য উপাদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬. কোরাম কী?
উত্তর: একটি সভা আইনগতভাবে বৈধ হওয়ার জন্য যে ন্যূনতম সংখ্যক সদস্য উপস্থিত থাকবে, তাকে কোরাম বলা হয়।
৭. গণযোগাযোগের অর্থ কী?
উত্তর: ‘গণ’ অর্থ পুরোপুরি বা সমস্ত এবং ‘যোগাযোগ’ অর্থ হচ্ছে প্রেরক কর্তৃক গ্রাহকের কাছে পাঠানো তথ্য বুঝে গ্রহণ করা।
৮. ইন্টারনেট বলতে কী বুঝ?
উত্তর: ইন্টারনেট বলতে একটি আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক বুঝায় যা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগতভাবে ব্যবহৃত কম্পিউটারসমূহকে সংযুক্ত করে।
৯. বাজার প্রতিবেদন কাকে বলে?
উত্তর: বাজারে কোন পণ্যের সংঘটিত লেনদেন বিষয়ক যাবতীয় তথ্যের লিখিত বিবরণই হলো বাজার প্রতিবেদন।
১০. বার্ষিক প্রতিবেদন কী?
উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রত্যেক হিসাব বছরের শেষে কোম্পানির নিরীক্ষিত হিসাব, পরিচালকমণ্ডলী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং কোম্পানির আর্থিক ও কার্য সম্পাদনগত বিভিন্ন তথ্যের সমন্বয়ে যে প্রতিবেদন প্রণয়ন করা হয় তাকে বার্ষিক প্রতিবেদন বলে।
১১. প্রচারপত্র কাকে বলে?
উত্তর: যে পত্র একই সাথে একই তথ্য ব্যাপক সংখ্যক লোকের নিকট প্রচার করে তাকে প্রচারপত্র বলে।
১২. সাক্ষাৎকার কী?
উত্তর: সাক্ষাৎকার হচ্ছে এমন পদ্ধতি যেখানে তথ্যের বিনিময় ঘটে।
১৩. যোগাযোগের সংজ্ঞা দাও?
উত্তর: যোগাযোগ বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান-প্রদানকে বুঝায়।
১৪. লিখিত যোগাযোগ কাকে বলে?
উত্তর: লিখিতভাবে সংঘটিত যোগাযোগকে লিখিত যোগাযোগ বলে।
১৫. ক্ষুদ্র দল কী?
উত্তর: ক্ষুদ্র দলের প্রসঙ্গে গবেষকদের ধারণা হলো কমপক্ষে তিন বা সর্বোচ্চ বারো অথবা পনেরো জন লোকের সম্মিলনকে ক্ষুদ্র দল বলে।
১৬. বিশ্লেষণাত্মক প্রতিবেদন কী?
উত্তর: যে প্রতিবেদন কোন ঘটনা বা পরিস্থিতি সংক্রান্ত তথ্যের বিস্তারিত বর্ণনাসহ ঘটনা বা পরিস্থিতির সাথে জড়িত বিভিন্ন উপাদান বা চলকের ক্রিয়াগত সম্পর্কের প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ, প্রতিবেদকের মতামত ইত্যাদি উল্লেখ থাকে, তাকে বিশ্লেষণাত্মক প্রতিবেদন বলে।
১৭. অনুসন্ধান পত্র কী?
উত্তর: কোন ব্যবসায় প্রতিষ্ঠান অন্য কোন ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি, সুনাম, সততা ইত্যাদি বিষয় জানতে চেয়ে তৃতীয় কোন ব্যবসায় প্রতিষ্ঠানের নিকট যে পত্র লিখে তাকে ব্যবসায়িক যোগ্যতা অনুসন্ধান পত্র বলে ।
১৮. ই-মেইল কী?
উত্তর: E-mail শব্দটি ইংরেজি Electronic Mail শব্দের সংক্ষিপ্ত রূপ। এক কম্পিউটার থেকে ইন্টারনেটের মধ্য দিয়ে অন্য কম্পিউটারে যোগাযোগ করাকে ই-মেইল বলে।
১৯. প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে?
উত্তর: বাজারে কোন পণ্যের সংঘটিত লেনদেন বিষয়ক যাবতীয় তথ্যের লিখিত বিবরণই হলো বাজার প্রতিবেদন।
২০. বক্তৃতা কী?
উত্তর: বক্তৃতা বলতে সভা, সেমিনার বা কনফারেন্সে আগত বিপুল সংখ্যক মানুষের সামনে মৌখিক বচন ব্যবহার করে সংবাদ পরিবেশন করাকে বুঝার
২১. উলম্ব যোগাযোগ কী?
উত্তর: কোন সংগঠনের ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে সংঘটিত যোগাযোগকে উলম্ব যোগাযোগ বলে।
২২. বাজার প্রতিবেদন কী?
উত্তর: বাজারে কোন পণ্যের সংঘটিত লেনদেন বিষয়ক যাবতীয় তথ্যের লিখিত বিবরণই হলো বাজার প্রতিবেদন।
২৩. FAX -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: FAX এর পূর্ণরূপ হলো Fractional Airspace Xerox.
২৪. যোগাযোগের মাধ্যম কি?
উত্তর: যে পন্থা বা উপায়ে যোগাযোগ বার্তা প্রেরকের নিকট হতে প্রাপকের নিকট প্রেরিত হয় তাকে যোগাযোগ মাধ্যম বলে।
২৫. অভ্যন্তরীণ যোগাযোগ কি?
উত্তর: সাংগঠনিক কার্য সম্পাদনে সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মধ্যে সংঘটিত যোগাযোগকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে।
২৬. সাংগঠনিক যোগাযোগ কি?
উত্তর: সংগঠনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে সংগঠন সংশ্লিষ্ট বিষয়াদির আদান-প্রদানকেই সাংগঠনিক যোগাযোগ বলে।
২৭. ফলাবর্তন বলতে কি বুঝায়?
উত্তর: ফলাবর্তন বলতে প্রাপ্ত সংবাদের বিষয়ে প্রেরকের নিকট প্রাপকের প্রেরিত প্রতিক্রিয়া বা মনোভাবকে বুঝায়।
২৮. ব্যবসায় পত্র কি?
উত্তর: লিখিত উপায়ে ব্যবসায়ের লেনদেন পরিচালনার পদ্ধতিই হলো ব্যবসায়পত্র ।
২৯. ফরমায়েশ পত্র কি?
উত্তর: যে পত্রের মাধ্যমে পণ্য ক্রয়ের উদ্দেশ্য নিয়ে ক্রেতা, বিক্রেতার নিকট পণ্য সরবরাহের নির্দেশ দেয় বা অনুরোধ জানায় তাকে ফরমায়েশপত্র বলে।
৩০. টেলি কনফারেন্সিং কি?
উত্তর: পরস্পর ভৌগলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করা কয়েকজন ব্যক্তির সমন্বয়ে অনুষ্ঠিত সভা বা আলোচনা- অনুষ্ঠানকে টেলি কনফারেন্সিং বলে।
৩১. ইলেক্ট্রনিক যোগাযোগ কী?
উত্তর: ইলেক্ট্রনিক মাধ্যম বা কৌশল ব্যবহার করে সম্পাদিত যোগাযোগকে ইলেক্ট্রনিক যোগাযোগ বলে।
৩২. ঊর্ধ্বগামী যোগাযোগ কী?
উত্তর: সংগঠন কাঠামোর নিম্ন স্তরের কর্মচারীরা যখন ঊর্ধ্বতন কর্মচারীদের নিকট পরামর্শ, অভাব-অভিযোগ ইত্যাদি পেশ করে তখন, তাকে ঊর্ধ্বগামী যোগাযোগ বলা হয়।
৩৩. লিখিত যোগাযোগ কী?
উত্তর: লিখিতভাবে সংঘটিত যোগাযোগকে লিখিত যোগাযোগ বলে।
৩৪. সামনা-সামনি কথোপকথন কী?
উত্তর: সামনা-সামনি কথোপকথন বলতে লোকদের মধ্যে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলার শব্দ দ্বারা আনুষ্ঠানিক আলোচনা করাকে বুঝায়।
৩৫. সংবাদ কী?
উত্তর: সংবাদ হলো বার্তা যোগাযোগের একটি অপরিহার্য উপাদান। বার্তার বিষয়বস্তু বড় অথবা ছোটো হোকনা কেন সেটা ব্যাপার নয় অবশ্যই বার্তাটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া।
৩৬. গণযোগাযোগ কাকে বলে?
উত্তর: ভৌগোলিকভাবে বিস্তৃত, বৈচিত্রময় বৈশিষ্ট্যের অধিকারী, অধিক সংখ্যক গ্রাহকের নিকট বিভিন্ন যান্ত্রিক ও অযান্ত্রিক মাধ্যম ব্যবহার করে, দ্রুত এবং ব্যাপকভাবে কোনো তথ্য, সংবাদ বা মতামত প্রেরণ করা হলে তাকে গণযোগাযোগ বলে।
৩৭. কনফারেন্স কী?
উত্তর: কনফারেন্স শব্দটি ল্যাটিন শব্দ। ‘কনফার’ থেকে এসেছে। যার অর্থ একত্রিত আলোচনা করা। কনফারেন্স হলো কোনো কিছুর পরামর্শ,আলোচনা যার কোনো দৃষ্টিভঙ্গি বা মতামত সভা।
৩৮. মেমো কী?
উত্তর: মেমো হলো অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ক্ষেত্রে একটি লিখিত দলির। যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য উপাদান প্রদানের জেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩৯. কোরাম কী?
উত্তর: একটি সভা আইনগতভাবে বৈধ হওয়ার জন্য যে ন্যূনতম সংখ্যাক সদস্য উপস্থিত থাকবে তাকে কোরাম বলা হয়।
৪০. ব্যবসায় প্রতিবেদন কী?
উত্তর: ব্যবসায় প্রতিবেদন হলো ব্যবসায় উদ্দেশ্য ব্যবহৃত হয় এমন সঠিক তথ্যাবলির নিয়মতান্ত্রিক ও সংক্ষিপ্ত যোগাযোগ।
৪১. গ্রেপভাইন কী?
উত্তর: Grapevine একটি ইংরেজী শব্দ এর বাংলা অর্থ হলো, আঙ্গুর লতা। গল্পগুজবের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে যে যোগাযোগ হয়ে থাকে তাকে গ্রেপভাইন বলে।
৪২. ই-মেইল কী?
উত্তর: E-mail শব্দটি ইংরেজি Electronic Mail শব্দের সংক্ষিপ্ত রূপ। এক কম্পিউটার থেকে ইন্টারনেটের মধ্য দিয়ে অন্য কম্পিউটারে যোগাযোগ করাকে ই-মেইল বলে।
৪৩. কৃত্রিম উপগ্রহ কী?
উত্তর: বিশ্বব্যাপী যাবতীয় তথ্য ও প্রযুক্তি ধারণ ও সম্প্রসারণের জন্য কৃত্রিম উপায়ে তৈরি যে যন্ত্র মহাকাশে প্রেরণ কর হয় তাকে কৃত্রিম উপগ্রহ বলে।
৪৪. প্রচারপত্র কাকে বলে?
উত্তর: যে পত্রের মাধ্যমে তথ্য একই সাথে ব্যাপক সংখ্যক লোকের নিকট প্রচার করা হয় তাকে প্রচারপত্র বলে।
ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৪র্থ পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. যোগাযোগের আওতা বর্ণনা কর।
২. যোগাযোগ প্রক্রিয়ার পদক্ষেপগুলো বর্ণনা কর।
৩. মৌখিক যোগাযোগ ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও।
৪. মেমো ও চিঠির মধ্যে পার্থক্য কর।
৫. সভা কাকে বলে? সভার প্রকারভেদ দেখাও।
৬. উলম্ব যোগাযোগের সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
৭. গণযোগাযোগের মাধ্যমগুলোর বর্ণনা দাও।
৮. বাজার প্রতিবেদনের অত্যাবশ্যকীয় উপাদানগুলো বর্ণনা কর।
৯. বাংলাদেশে ব্যবসায় যোগাযোগের সমস্যাসমূহ লিখ?
১০. উর্ধ্বগামী যোগাযোগ ও নিম্নগামী যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও?
১১. সাক্ষাৎকারের প্রকারভেদ বর্ণনা কর?
১২. যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা আলোচনা কর?
১৩. মেমো ও চিঠির মধ্যে পার্থক্য লিখ?
১৪. তাগাদা পত্রের বিভিন্ন স্তর বর্ণনা কর?
১৫. অন্তঃব্যক্তিক যোগাযোগ বলতে কি বুঝ?
১৬. টেলি কনফারেন্সিং বলতে কি বুঝ?
১৭. যোগাযোগের আওতা বর্ণনা কর?
১৮. শাব্দিক যোগাযোগ বলতে কি বুঝায়?
১৯. মৌখিক যোগাযোগ ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও?
২০. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রতিবেদনের মধ্যে পার্থক্য দেখাও?
২১. মোবাইল ফোন যোগাযোগের সীমাবদ্ধতাসমূহ লেখ?
২২. উত্তম ব্যবসায় পত্রের গুণাবলি আলোচনা কর?
২৩. উত্তম বক্তৃতার বৈশিষ্ট্যসমূহ লিখ?
২৪. ব্যবসায় সম্পর্কিত সফ্টওয়্যারসমূহ আলোচনা কর?
২৫. ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর?
২৬. যোগাযোগ প্রক্রিয়ার পরিপূর্ণতার জন্য ফলাবর্তন কি অপরিহার্য? ব্যাখ্যা কর?
২৭. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও?
২৮. সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি আলোচনা কর?
২৯. একটি উত্তম প্রতিবেদনের গুণাবলি বর্ণনা কর?
৩০. দৃশ্যমান যোগাযোগের সীমাবদ্ধতাসমূহ বর্ণনা কর?
৩১. ইলেকট্রনিক যোগাযোগের চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর?
৩২. তাগাদা পত্রের বিভিন্ন স্তর বর্ণনা কর?
ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৪র্থ পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. ফলপ্রসূ যোগাযোগ বলতে কী বুঝ?
অথবা
ফলপ্রসূ যোগাযোগের উপাদানগুলো বর্ণনা দাও।
২. যোগাযোগের মডেল বলতে কী বুঝ?
অথবা
যোগাযোগের প্রক্রিয়া ও যোগাযোগ মডেলের মধ্যে পার্থক্য কর।
৩. দৃশ্যমান যোগাযোগ কী?
অথবা
দৃশ্যমান যোগাযোগের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
৪. ব্যবসায়পত্র কাকে বলে?
অথবা
উত্তম ব্যবসায়পত্রের গুণাবলি আলোচনা কর।
৫. সমান্তরাল যোগাযোগ কী?
অথবা
আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
৬. ইলেকট্রনিক যোগাযোগের সুবিধাগুলো বর্ণনা কর।
অথবা
ব্যবসায় সম্পর্কিত সফটওয়্যারসমূহ আলোচনা কর।
৭. প্রতিবেদনের শ্রেণিবিভাগ কর।
অথবা
নারায়ণগঞ্জের পাট বাজারের একটি সাপ্তাহিক বাজার প্রতিবেদন তৈরি কর।
৮. তাগাদাপত্রের গুরুত্ব বর্ণনা কর।
অথবা
কাল্পনিক তথ্য ব্যবহার করে একটি তাগাদাপত্র রচনা কর।
৯. আনুষ্ঠানিক যোগাযোগ কী?
অথবা
ব্যবসায় যোগাযোগের নীতিসমূহ বর্ণনা কর?
১০. মৌখিক যোগাযোগ কী?
অথবা
মৌখিক যোগাযোগের মাধ্যমসমূহ বর্ণনা কর?
১১. সভার নোটিশ কী?
অথবা
সভা পরিচালনার পদক্ষেপ বর্ণনা কর?
১২. ফরমায়েশ পত্র কী?
অথবা
কাল্পনিক তথ্য ব্যবহার করে বই ক্রয়ের একটি ফরমায়েশ পত্র রচনা কর?
১৩. ইলেক্ট্রনিক যোগাযোগ কী?
অথবা
ইলেক্ট্রনিক যোগাযোগের মাধ্যম বর্ণনা কর?
১৪. বাজার প্রতিবেদন কী?
অথবা
একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য আলোচনা কর?
১৫. গণযোগাযোগ বলতে কি বুঝ?
অথবা
গণযোগাযোগের বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৬. প্রচার পত্র কী?
অথবা
একটি নতুন পণ্যের বিপণনের জন্য একটি প্রচার পত্র রচনা কর?
১৭. ফলপ্রসূ যোগাযোগ বলতে কি বুঝায়?
অথবা
ফলপ্রসূ যোগাযোগের উপাদানগুলি বর্ণনা কর?
১৮. অনানুষ্ঠানিক যোগাযোগ বলতে কি বুঝায়?
অথবা
“অনানুষ্ঠানিক যোগাযোগ গুজব, অসত্য ও বিকৃত তথ্য খুব দ্রুত ছড়ায়”-ব্যাখ্যা কর?
১৯. মেমো বলতে কি বুঝায়?
অথবা
ব্যবসায় মেমোর গুরুত্ব বর্ণনা কর?
২০. দৃশ্যমান যোগাযোগ বলতে কি বুঝায়?
অথবা
দৃশ্যমান যোগাযোগের উদ্দেশ্যাবলি আলোচনা কর?
২১.ক্ষুদ্র দল বলতে কী বুঝায়?
অথবা
মানুষ কেন দলে যোগদান করে?
২২. প্রতিবেদন কি?
অথবা
নারায়ণগঞ্জের পাট বাজারের একটি সাপ্তাহিক বাজার প্রতিবেদন তৈরি কর?
২৩. তাগাদাপত্র কি?
অথবা
কাল্পনিক তথ্য ব্যবহার করে সর্বশেষ স্তরের একটি তাগাদাপত্র রচনা কর?
২৪. ইন্টারনেট কি?
অথবা
ব্যবসায় ক্ষেত্রে ইলেকট্রনিক যোগাযোগের সুবিধাগুলো বর্ণনা কর?
২৫. যোগাযোগ বলতে কী বুঝায়?
অথবা
ব্যবসায় যোগাযোগের গুরুত্ব আলোচনা কর?
২৬. লিখিত যোগাযোগের অসুবিধাগুলো বর্ণনা কর?
অথবা
লিখিত যোগাযোগকে কার্যকর করার উপায় বর্ণনা কর?
২৭. বৈধ সভার অপরিহার্য শর্তাবলি উল্লেখ কর?
অথবা
বিভিন্ন ধরনের সভার সংক্ষিপ্ত বর্ণনা দাও?
২৮. গণযোগাযোগের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর?
অথবা
গণযোগাযোগের মাধ্যমসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও?
২৯. মাল্টিমিডিয়া বলতে কী বুঝায়?
অথবা
মাল্টিমিডিয়ার ব্যবহার বর্ণনা কর?
৩০. প্রচারপত্র ও বিজ্ঞাপণের মধ্যে পার্থক্য দেখাও?
অথবা
একটি নতুন পণ্য বাজারে ছাড়া হয়েছে এ মর্মে একটি প্রচারপত্র লিখ?
৩১. প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে?
অথবা
৩২. কাল্পনিক তথ্য ব্যবহার করে বৈদ্যুতিক উপকরণ ক্রয়ের একটি ফরমায়েশপত্র তৈরি কর?
৩৩. ব্যবসায় যোগাযোগে প্রযুক্তির ভূমিকা বর্ণনা কর?
অথবা
ব্যবসায় সম্পর্কিত পাঁচটি সফটওয়্যার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর?
আরো পড়ুন: ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৩য় পত্র সাজেশন ২০২৪ (উত্তরসহ pdf)
শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ২য় বর্ষ ব্যবস্থাপনা ৪র্থ পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।