ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র সাজেশন ২০২৪ (উত্তরসহ pdf)

ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র সাজেশন ২০২৪ Marketing 4th Paper Suggestion Degree 2nd Year নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য মার্কেটিং ৪র্থ পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র যার বিষয় হলো: বাজারজাতকরণ ব্যবস্থাপনা এর সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোড:

  • ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র
  • বিষয়:বাজারজাতকরণ ব্যবস্থাপনা
  • বিষয়কোড : ১২২৩০৩

ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১. ক্রেতা ভ্যালু কী?

উত্তর: প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় তার জন্য যে ব্যয় করে এই দু’য়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে।

২. এসবিইউ (SBU) কী?

উত্তর: কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানির একটি মাত্র পণ্য, পণ্য লাইন বা বিভাগ যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত উদ্দেশ্যার্জনের জন্য পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়

৩. ভিশন ও মিশন কী?

উত্তর: ভিশন : সামগ্রিকভাবে কোম্পানি কী অর্জন করতে চায় সে সম্পর্কে কোম্পানির বিবৃতিকে ভিশন বলে।

মিশন: বৃহত্তর পরিবেশে একটি কোম্পানি কি অর্জন করতে চায় সে সম্পর্কে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিবৃতিকে ব্যবসায় মিশন বলে।

৪. মার্ক-আপ মূল্য কী?

উত্তর: পণ্যের ব্যয়ের সাথে পরিমিত পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণকে মার্ক-আপ মূল্য বলে।

৫. হাইপার মার্কেট কী?

উত্তর: আয়তনের দিক থেকে যে সুপার মার্কেট অনেক বৃহৎ তাকে হাইপার মার্কেট বলা হয়।

৬. ই-কমার্স কী?

উত্তর: ইলেকট্রনিক উপায়ে পণ্য ও সেবা-সামগ্রী ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।

৭. বাজার নীচার কী?

উত্তর: কোনো প্রতিষ্ঠান কোনো বাজারের সমগ্র অংশ দখলের চিন্তা না করে একটি বিভাগ দখলের চিন্তা করে অভিষ্ট লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার নীচার বলে ।

৮. বস্তুগত বণ্টন কী?

উত্তর: গ্রাহকের প্রয়োজনে মুনাফা লাভের প্রত্যাশায় কোনো বিষয়ের বাস্তব প্রবাহ এবং চূড়ান্ত মালামাল মূল কেন্দ্র হতে গ্রাহকের কাঝে স্থানান্তরের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণকে বস্তুগত বণ্টন বলে ।

৯. SWOT কী?

উত্তর: SWOT হলো কৌশলপূর্ণ পরিকল্পনা বা কোনো মানুষ বা ব্যবসার শক্তি, দূর্বলতা, সুযোগ ও হুমকিসমূহ চিহ্নিত করতে সাহায্য করে।

১০. ব্র্যান্ড ইক্যুইটি কী?

উত্তর: ব্র্যান্ড ইক্যুইটি হলো সকল কোম্পানির ইতিবাচক একটি পার্থক্যকৃত প্রভাব যা পণ্য বা সেবার ব্র্যান্ড নামের ভ্যালুর সম্পৃক্ত হয়ে ক্রেতারা সাড়া প্রদান করে।

১১. লেবেল কী?

উত্তর: প্যাকেটকৃত পণ্যের গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনকেই লেবেল বলা হয়।

১২. অযাচিত পণ্য কী?

উত্তর: যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না অথবা ধারণা থাকলেও ক্রেতারা ক্রয় করতে উৎসাহিত হয় না সেসব পণ্যই হলো অযাচিত পণ্য।

১৩. বাজারজাতকরণ ব্যবস্থাপনা কি?

উত্তর: বাজারজাতকরণের সঠিক কর্মকাণ্ডে ব্যবস্থাপনার নীতিমালা ও কার্যাবলির প্রয়োগকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলে ।

১৪. কৌশলগত পরিকল্পনা কি?

উত্তর: দীর্ঘমেয়াদি টিকে থাকা এবং প্রবৃদ্ধির জন্য কোম্পানির সার্বিক কৌশল নির্বাচনের জটিল কাজকেই কৌশলগত পরিকল্পনা বলা হয়। ১৫. পণ্য সারি বলতে কি বুঝ?

উত্তর: পণ্য সারি হচ্ছে গভীরভাবে সম্পর্কযুক্ত একগুচ্ছ পণ্য যারা একই ধরনের কাজ করে একই ক্রেতাদের নিকট বিক্রয় হয় এবং নির্দিষ্ট মূল্যের মধ্যে পড়ে।

১৬. মূল্যের সংজ্ঞা দাও ।

উত্তর: কোনো পণ্য বা সেবার বিনিময়কে অর্থের দ্বারা পরিমাপ করা হলে তাকে মূল্য বলে।

১৭. ট্রেডমার্ক কি?

উত্তর: ট্রেডমার্ক হলো একটি ব্র্যান্ড যা বিক্রেতা কর্তৃক গৃহিত হয় এবং আইন দ্বারা সংরক্ষিত হয়।।

১৮. ব্রেক ইভেন বিন্দু বলতে কি বুঝায়?

উত্তর: যে বিন্দুতে মোট আয় (TR) মোট ব্যয় (TC) পরস্পর সমান হয়, সেই বিন্দুকে ব্রেক ইভেন বিন্দু (Break even point) বলে।

১৯. বাজার নেতা কে?

উত্তর: বাজার নেতা হচ্ছে ঐ প্রতিষ্ঠান, যার নির্দিষ্ট বাজারে বৃহৎ অংশ রয়েছে এবং যে প্রভাবশালী কোম্পানি হিসেবে অবস্থান করে।

২০. প্রত্যক্ষ বাজারজাতকরণ কি?

উত্তর: তাৎক্ষণিক সাড়া পাওয়া এবং দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে টার্গেট ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগকে প্রত্যক্ষ বাজারজাতকরণ বলে।

২১. পণ্য মিশ্রণ কি?

উত্তর: কোন কোম্পানি বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে তার সমষ্টিকেই পণ্য মিশ্রণ বলে।

২২. বিক্রয় প্রসার কি?

উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য যেসব উদ্দীপনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বলা হয় বিক্রয় প্রসার।

২৩. অনলাইন মার্কেটিং বলতে কি বুঝ?

উত্তর: কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা বিক্রেতার মধ্যে আন্তঃক্রিয়াশীল যোগাযোগ প্রক্রিয়াকে অনলাইন বাজারজাতকরণ বা ইলেকট্রনিক কমার্স বলে।

২৪. বাজারজাতকরণ মতবাদ কী?

উত্তর: যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান বাজারজাত করণ কার্যাবলি পরিচালনার পথ নির্দেশনা হিসেবে ব্যবহার করে তাকে বাজারজাতকরণ মতবাদ বলে।

২৫. ক্রেতা ভ্যালু কী?

উত্তর: প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় তার জন্য যে ব্যয় করে এই দু’য়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে।

২৬. বাজারজাতকরণ প্রণালি কি?

উত্তর: বাজারজাতকরণ প্রণালি বা বণ্টন প্রণালি হচ্ছে আন্তঃনির্ভরশীল সংগঠনসমূহের একটি সেট যারা ভোক্তা বা ব্যবসায় ব্যবহারকারীর নিকট পণ্য বা সেবা ব্যবহার বা ভোগের জন্য সহজলভ্য করার প্রক্রিয়ায় জড়িত।

২৭. বিজ্ঞাপন কি?

উত্তর: ক্রেতা সাধারণকে আকৃষ্ট করার লক্ষ্যে অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোনো ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বলা হয় বিজ্ঞাপন।

২৮. গণসংযোগ কি?

উত্তর: প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত গণমুখী যেসব কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্পোরেট ইমেজ তৈরি করা হয় আর তাকে বলা হয় গণসংযোগ।

২৯. বাজারজাতকরণ লজিস্টিকস কী?

উত্তর: প্রাতিষ্ঠানিক সামগ্রিক উদ্দেশ্যার্জনের জন্য সঠিক স্থানে, সঠিক সময়ে পরিমিত পরিমাণে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মানবিক, আর্থিক এবং বস্তুগত সম্পদসমূহের সহজ এবং কার্যকরিতার উপর নির্ভরযোগ্য এক বা একাধিক প্রক্রিয়ায় সঠিকভাবে প্রাপ্যতাকে বলা হয়ে থাকে বাজারজাতকরণ লজিস্টিকস।

৩০. বাজার নীচার কী?

উত্তর: কোনো প্রতিষ্ঠান কোনো বাজারের সমগ্র অংশ দখলের চিন্তা না করে একটি বিভাগ দখলের চিন্তা করে অভিষ্ট লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার নীচার বলে।

৩১. নতুন পণ্য কি?

উত্তর: নব উদ্ভাবিত পণ্য, পুরাতন পণ্যের নবীনকরণ এবং পণ্য সারিতে নেই এই রকমের বাজারে চালু পণ্যের সংযোজনকে নতুন পণ্য বলা হয়।

৩২. প্রত্যক্ষ বাজারজাতকরণ কি?

উত্তর: তাৎক্ষণিক সাড়া পাওয়া এবং দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে টার্গেট ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগকে প্রত্যক্ষ বাজারজাতকরণ বলে।

৩৩. কৌশলগত ব্যবসায় একক কি?

উত্তর: কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানির একটি মাত্র পণ্য, পণ্য লাইন বা বিভাগ যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত উদ্দেশ্যার্জনের জন্য পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়।

৩৪. বাজারজাতকরণ ব্যবস্থাপনা কী?

উত্তর: বাজারজাতকরণের সঠিক কর্মকাণ্ডে ব্যবস্থাপনার নীতিমালা ও কার্যাবলির প্রয়োগকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলে ।

৩৫. বাজার বিভক্তিকরণ কী?

উত্তর: কোনো পণ্যের সামগ্রিক বাজারকে ভোক্তার বৈশিষ্ট্য অনুসারে পৃথক অংশে বিভক্ত করার প্রক্রিয়া হলো বাজার বিভক্তিকরণ।

৩৬. ‘4P’ বলতে কী বুঝ?

উত্তর: ৪ ‘পি’ বলতে বুঝায়-P = Product (পণ্য), P = Price (মূল্য), P = Place (স্থান) ও P Promotion (প্রসার)।

৩৭. বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কী সৃষ্টি করে?

উত্তর: বাজারজাতকরণ ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে।

৩৮. কর্পোরেট সংস্কৃতি কী?

উত্তর: কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তাদের চিন্তাধারা, মনোভাব, আত্ম-বিশ্লেষণ বিশ্বাস, মূল্যবোধ বিনিময়ের পদ্ধতি হচ্ছে কোম্পানির কর্পোরেট সংস্কৃতি।

৩৯. লোভনীয় পণ্য কী?

উত্তর: যেসব পণ্য যা তীব্র অভাব অনুভূত হওয়ার কারণে তাৎক্ষণিক অপরিকল্পিতভাবে ক্রয় করা হয় তাকে লোভনীয় পণ্য বলে ।

৪০. ব্র্যান্ড কী?

উত্তর: একটি পণ্যকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য কোন নাম, শর্ত, চিহ্ন বা নকশা ব্যবহার করাকে ব্র্যান্ড বলে।

৪১. বিভাগীয় বিপণি কী?

উত্তর: একক মালিকানার অধীনে গঠিত ও পরিচালিত এবং নিয়ন্ত্রিত একাধিক বিভাগের সমন্বয়ে গঠিত বিপণিকে বিভাগীয় বিপণি বলে।

৪২. VMS এর পূর্ণরূপ কী?

উত্তর: VMS-এর পূর্ণরূপ হচ্ছে- Vertical Merketing System (উলম্ব বাজারজাতকরণ পদ্ধতি)।

৪৩. বাজার অনুসারী কে?

উত্তর: যেসব প্রতিষ্ঠান বাজার নেতার সংঙ্গে প্রতিযোগিতা না করে বরং নিজেকে আলাদাভাবে উপস্থাপন করে বাজার শেয়ার ধরে রাখতে বাজার নেতাকে অনুসরণ করে তাকে বাজার অনুসারী বলে।

৪৪. মার্কেটিং কি?

উত্তর: বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় ও ব্যবসায়িক প্রক্রিয়া, যার মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছানো হয় এবং ভোক্তাদের সর্বাধিক সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়।

৪৫. পণ্য কি?

উত্তর: ক্রেতা বা ভোক্তার দৃষ্টি আকর্ষণের জন্য যা কিছু উপস্থাপন করা হয় তাই পণ্য ।

৪৬. ভ্যালু কি?

উত্তর: কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয়, এ দুইয়ের পার্থক্যকে ভ্যালু বলা হয়।

(ঘ) SBU কি?

উত্তর: কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানির একটি মাত্র পণ্য, পণ্য লাইন বা বিভাগ যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত উদ্দেশ্যার্জনের জন্য পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়।

৪৭. পণ্য সারি কি?

উত্তর: পণ্য সারি হচ্ছে গভীরভাবে সম্পর্কযুক্ত একগুচ্ছ পণ্য যারা একই ধরনের কাজ করে একই ক্রেতাদের নিকট বিক্রয় হয় এবং নির্দিষ্ট মূল্যের মধ্যে পড়ে।

৪৮. মূল্য কি?

উত্তর: কোনো পণ্য বা সেবার বিনিময়কে অর্থের দ্বারা পরিমাপ করা হলে তাকে মূল্য বলে।

৪৯. বাজার নীচার কে?

উত্তর: কোনো প্রতিষ্ঠান কোনো বাজারের সমগ্র অংশ দখলের চিন্তা না করে একটি বিভাগ দখলের চিন্তা করে অভিষ্ট লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার নীচার বলে।

৫০. প্রণালী দ্বন্দ্ব কী?

উত্তর: প্রণালি দ্বন্দ্ব হচ্ছে লক্ষ্য ও ভূমিকা নিয়ে বাজারজাতকরণ প্রণালি সদস্যদের মধ্যে সৃষ্ট মতপার্থক্য বা বিরোধ। (

৫১. ব্রেক-ইভেন বিশেষণ কী?

উত্তর: ব্রেক-ইভেন বিশেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠানের মুনাফা এবং ক্ষতির পরিমাণ এবং এর প্রভাব বিশেষণ করা হয় ।

৫২. পরিবেশবাদ কী?

উত্তর: পরিবেশের অবস্থা ও সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন উৎস থেকে যে মতামত ও চিন্তাধারার উৎপত্তি হয়েছে তাকে পরিবেশবাদ বলে।

৫৩. বিক্রয় প্রসার কী?

উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য যেসব উদ্দীপনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বলা হয় বিক্রয় প্রসার।

৫৪. নতুন পণ্য কী?

উত্তর: নব উদ্ভাবিত পণ্য, পুরাতন পণ্যের নবীনকরণ এবং পণ্য সারিতে নেই এই রকমের বাজারে চালু পণ্যের সংযোজনকে নতুন পণ্য বলা হয়।

ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১. বাজারজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও।

২. প্রতিযোগী বিশ্লেষণ বলতে কী বুঝায়?

৩. “কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা ছাড়া কোম্পানি সফল হতে পারে না”- কেন?

৪. সেবা বাজারজাতকরণকে প্রভাবিত করে এমন বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

৫. পণ্য মিশ্রণের সিদ্ধান্তসমূহ আলোচনা কর।

৬. কোন কোন পরিস্থিতিতে কোম্পানির মূল্য পরিবর্তন করা উচিত?

৭. কেন বাজারজাতকরণে মধ্যস্থকারবারী ব্যবহৃত হয়?

৮. বাজার অনুসারীর স্বরূপ ব্যাখ্যা কর।

৯. বাজারজাতকারী কেন মধ্যস্থকারবারী ব্যবহার করে?

১০. বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনসমূহ সংক্ষেপে আলোচনা কর।

১১. SWOT বিশ্লেষণ কি?

১২. ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্য

১৩. স্টাইল, ফ্যাশন ও ফ্যাড জীবনচক্র বলতে কি বুঝ

১৪. মূল্য নির্ধারণের গুরুত্ব ব্যাখ্যা কর।

১৫. বিজ্ঞাপনের বৈশিষ্ট্য কি?

১৬. ব্র্যান্ড ব্যবহারের সুবিধা বর্ণনা কর।

১৭. প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।

১৮. বাজারজাতকরণ বাস্তবায়ন প্রক্রিয়াটি বর্ণনা কর।

১৯. পণ্যের জীবন-চক্রের স্তরগুলো বর্ণনা কর।

২০. প্রণালি দ্বন্দ্ব কিভাবে সমাধান করা যায়?

২১. বিক্রয়কর্মীর গুণাবলি আলোচনা কর।

২২. বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য আলোচনা কর।

২৩. বিজ্ঞাপন কী অপচয়? ব্যাখ্যা কর।

২৪. পণ্য মিশ্রণ সিদ্ধান্তসমূহ লিখ।

২৫. বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখাও।

২৬. “বাজারজাতকরণ ব্যবস্থাপনা হলো চাহিদা ব্যবস্থাপনা”-ব্যাখ্যা কর। ২৭. মিশন ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

২৮. নতুন পণ্যের ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা কর।

২৯. স্টাইল, ফ্যাশন এবং ফ্যাড এর জীবন চক্র ব্যাখ্যা কর।

৩০. পণ্যের স্তরগুলো ব্যাখ্যা কর।

৩১. বিক্রয়িকতা কী শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।

৩২. প্রতিযোগী বিশ্লেষণের ধাপসমূহ ব্যাখ্যা কর।

৩৩. অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।

৩৪. বাজারজাতকরণ মতবাদ ও বিক্রয় মতবাদের পার্থক্য দেখাও।

৩৫. কৌশলগত ব্যবসায় একক কি?

৩৬. মূল্য নির্ধারণের উদ্দেশ্য কি কি?

৩৭. ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্যসমূহ লিখ।

৩৮. প্রণালী দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা কর।

৩৯. বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।

৪০. বিক্রয় প্রসারের গুরুত্ব আলোচনা কর।

৪১. বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনা”-ব্যাখ্যা কর।

৪২. কৌশলগত পরিকল্পনা গ্যাপ বলতে কী বুঝ?

৪৩. নতুন পণ্যের ব্যর্থতার কারণগুলো চিহ্নিত কর।

৪৪. পণ্য ও সেবার মধ্যে পার্থক্য দেখাও।

৪৫. মূল্য নির্ধারণের প্রভাববিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।

ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১. “বাজারজাতকরণ ব্যবস্থাপনা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনা”-ব্যাখ্যা কর।

২. কৌশলগত ব্যবসায় একক বিশ্লেষণে ব্যবহৃত বি.সি.জি. এ্যাপ্রোচ আলোচনা কর।

৩. পণ্য সারি বলতে কী বুঝায়? পণ্য সারি উন্নয়নের সময় কোম্পানি কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বর্ণনা কর।

৪. নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল আলোচনা কর।

৫. ব্রেক ইভেন বিশ্লেষণ কী? মূল্য নির্ধারণ পদ্ধতি হিসাবে ব্রেক ইভেন বিশ্লেষণ বর্ণনা কর।

৬. বণ্টন প্রণালি দ্বন্দ্বের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর।

৭. জনসংযোগ কী? জনসংযোগের হাতিয়ারসমূহ আলোচনা কর।

৮.  বাজার নেতা কে? একজন বাজার নেতা কিভাবে বাজার অংশ বৃদ্ধি এবং সংরক্ষণ করতে পারে?

৯. নতুন শতাব্দীর বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর ।

১০. বাজারজাতকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়াটি বর্ণনা কর।

১১. বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ বর্ণনা কর।

১২. পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে অনুসৃত বাজারজাতকরণ কৌশলসমূহ আলোচনা কর।

১৩. কৌশলগত পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।

১৪. নতুন পণ্য উন্নয়নের ধাপসমূহ আলোচনা কর

১৫. বিক্রয় প্রসারের হাতিয়ারসমূহ আলোচনা কর।

১৬. প্রতিযোগী বিশ্লেষণের ধাপসমূহের বর্ণনা দাও।

১৭. বাজার প্রতিদ্বন্দ্বীর আক্রমন কৌশলগুলো আলোচনা কর।

১৮. বাজারজাতকরণ পরিকল্পনার পদক্ষেপগুলো বর্ণনা কর ।

১৯. পণ্য সারি উন্নয়নের সময় কোম্পানি কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বর্ণনা কর।

২০. মূল্য নির্ধারণের সাধারণ অ্যাপ্রোচগুলো আলোচনা কর।

২১. নতুন পণ্যের মূল্য কৌশল আলোচনা কর।

২২. মার্কেটিং প্রমোশন কী? এর হাতিয়ারগুলো বর্ণনা কর।

২৩. বাজার নেতার বাজারজাতকরণ কৌশলগুলো আলোচনা কর।

২৪. ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়াটি আলোচনা কর।

২৫. বাজারজাতকরণ ব্যবস্থাপনার মৌলিক ধারণাসমূহ বর্ণনা কর।

২৬. বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনসমূহ বা মতবাদগুলো আলোচনা কর ।

২৭. কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নে ব্যবহৃত বিসিজি অ্যাপ্রোচ আলোচনা কর।

২৮. নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া ধাপসমূহ বর্ণনা কর।

২৯. মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ উপাদানসমূহ আলোচনা কর।

৩০. বিক্রয় প্রসারের কৌশলসমূহ আলোচনা কর।

৩১. অনলাইন বাজারজাতকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর ।

৩২. বাজার চ্যালেঞ্জারের বাজারজাতকরণ কৌশলসমূহ আলোচনা কর।

৩৩. বাজারজাতকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়াটি আলোচনা কর।

৩৪. পণ্যের জীবন-চক্রের বিভিন্ন স্তরে অনুসৃত বাজারজাতকরণ কৌশলসমূহ আলোচনা কর।

৩৫. নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশলসমূহ বর্ণনা কর।

৩৬. বাজারজাতকরণে প্যাকেজিং এর গুরুত্ব আলোচনা কর।

৩৭. বাজারজাতকারী কেন মধ্যস্থকারবারী ব্যবহার করে?

৩৮. বিজ্ঞাপন কি অপ্রয়োজনীয় এবং অপচয়?

৩৯. একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি আলোচনা কর।

৪০. বাজার নেতার প্রতিরক্ষামূলক কৌশলসমূহ ব্যাখ্যা কর।

৪১. কোম্পানিগুলো কীভাবে বাজারজাতকরণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে?-আলোচনা কর।

৪২. বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ বর্ণনা কর।

৪৩. নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া আলোচনা কর।

৪৪. মূল্য নির্ধারণ পদ্ধতি হিসেবে ব্রেক-ইভেন বিশেষণ আলোচনা কর।

৪৫. বণ্টনপ্রণালি ব্যবস্থাপনার সিদ্ধান্তগুলো আলোচনা কর।

৪৬. প্রত্যক্ষ বাজারজাতকরণের পন্থাসমূহ আলোচনা কর।

৪৭. বিক্রয় প্রসারের কৌশলসমূহ আলোচনা কর।

৪৮. বাজার চ্যালেঞ্জারের কৌশলসমূহ আলোচনা কর।

আরো পড়ুন: 

শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।

Leave a Comment