সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ (১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর)

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ আজকের এই লেখায় ১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৪ এর প্রকাশিত সকল সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছে। বাংলাদেশ এবং বিশ্বের সম-সাময়ীক ঘটনাবলী সবসময়ই চাকরির পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসে থাকে সে কারনেই ডেইলি শিক্ষা ওয়েবসাইটে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রকাশ করে থাকি।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০ ডিসেম্বর ২০২৪

০১) সম্প্রতী বাংলাদেশের হয়ে খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন কে?

উত্তরঃ হামজা

০২) সম্প্রতি বাংলাদেশ সফর করা নভোচারীজোসেফ এম আকাবাকোন দেশের অধিবাসী?

উত্তরঃ যুক্তরাষ্ট্র

০৩) মুসলিমপ্রধান দেশের জোট ‘D-8-এর সাম্প্রতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ মিশর

০৪) পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ শাহবাজ শরিফ

০৫) ইরানের মুদ্রার নাম কী?

উত্তরঃ রিয়াল

০৬) ‘ মাতৃভাষায় যাহার ভক্তি নাই, সে মানুষ নহেউক্তিটি কার?

উত্তরঃ মীর মশাররফ হোসেন

০৭) ওয়াটারগেট কেলেঙ্কারিতে (Watergate scandal) জড়িত ছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট?

উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন

০৮) ‘A Christmas Carol’ কার রচিত উপন্যাস?

উত্তরঃ চার্লস ডিকেন্স

০৯) প্রধান উপদেষ্টা . ইউনূস মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন কবে?

উত্তরঃ ১৯ ডিসেম্বর

১০) ঢাকা থেকে পদ্মা সেতুকাশিয়ানী জংশন হয়ে খুলনা বেনাপোলজোড়া ট্রেন চলাচল শুরু হবে কবে থেকে?

উত্তরঃ ২৪ ডিসেম্বর

১১) আলুটিলা গুহা কোথায় অবস্থিত?

উত্তরঃ খাগড়াছড়িতে।

১২) ডি-৮ এর সদস্যরাষ্ট্রগুলো কি কি?

উত্তরঃ বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৯ ডিসেম্বর ২০২৪

০১) সম্প্রতিফিফা দ্য বেস্টহয়েছেন কে?

উত্তরঃ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র

০২) জেসমিন বিপ্লব (Jasmine Revolution) কোন দেশে হয়েছিল?

উত্তরঃ তিউনিশিয়া

০৩) সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড়ের শিকার হওয়া মায়োত দ্বীপপুঞ্জকোন দেশের নিয়ন্ত্রনাধীন ?

উত্তরঃ ফ্রান্স

০৪) প্রতিষ্ঠাকালীন মুক্ত বাণিজ্য জোট ‘NAFTA’-এর সদস্য দেশ কয়টি ছিল?

উত্তরঃ ৩টি

০৫) বিবিএসএর প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত ?

উত্তরঃ প্রায় ৪৫ শতাংশ

০৬) সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে কোন দেশের রাষ্ট্রপ্রধান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন?

উত্তরঃ পূর্ব তিমুর

০৭) সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয়েছিল?

উত্তরঃ পঞ্চদশ

০৮) মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন কে?

উত্তরঃ ভি. ভি. গিরি

০৯) কোন দেশ আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেইকে তার বংশের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করেছে?

উত্তরঃ ইতালি

১০) ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত?

উত্তরঃ ১৬.৫ কিঃ মিঃ

১১) কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়?

উত্তরঃ শিকাগো

১২) বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?

উত্তরঃ পুন্ড

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৮ ডিসেম্বর ২০২৪

০১) ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কে?

উত্তরঃ মুক্তিবাহিনীর উপপ্রধান গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার

০২) ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে কত মার্কিন ডলার?

উত্তরঃ ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার

০৩) সোয়াচ অব নো গ্রাউন্ড খাদটি কোথায় অবস্থিত?

উত্তরঃ বঙ্গোপসাগরে দুবলার চর দ্বীপের কাছাকাছি অবস্থিত

০৪) গত নভেম্বর মাসে সৌদি আরবে বাংলাদেশ থেকে কর্মী গেছে কতজন?

উত্তরঃ ৮৩ হাজার জন

০৫) পূর্ব তিমুরের বর্তমান নাম কি?

উত্তরঃ তিমুর লিসতে

০৬) তুরস্কের বার্তা সংস্থার নাম কি?

উত্তরঃ আনাদোলু

০৭) প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের সূত্র অনুসারে, পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কবে?

উত্তরঃ ২০২৫ এর শেষার্ধ থেকে ২০২৬ এর প্রথমার্ধ এর মধ্যে

০৮) ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে গঠিত হবে কী?

উত্তরঃ জাতীয় ঐক্যমত কমিশন

০৯) চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট প্রকল্প বরাদ্দ রয়েছে কত টাকা?

উত্তরঃ ১ হাজার ৩৫২টি

১০) ফ্রান্স শাসিত মায়োতে দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?

উত্তরঃ ভারত মহাসাগরে আফ্রিকা মহাদেশ সংলগ্ন

১১) মায়োতে দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?

উত্তরঃ মামোউদজৌউ

১২) বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র কোনটি?

উত্তরঃ ভারত (প্রায় ১৪৫ কোটি)

১৩) দেশের সর্বশেষ বিভাগ কোনটি?

উত্তরঃ ময়মনসিংহ

১৪) ‘Emma’ কার রচিত উপন্যাস?

উত্তরঃ জেন অস্টিন

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৭ ডিসেম্বর ২০২৪

০১) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন কে?

উত্তরঃ ইফাদ গ্রুপের ভাইস-চেয়ারম্যান তাসকিন আহমেদ

০২) সম্প্রতি নতুন গ্যালাক্সি বা ছায়াপথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা তার নাম কি?

উত্তরঃ ফায়ারফ্লাই স্পার্কল। (আবিষ্কার করা এই বিজ্ঞানীদের এই দলে আছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. লামিয়া আশরাফ মওলা।)

০৩) সিলেট জেলার পূর্ব নাম কি ছিল?

উত্তরঃ জালালাবাদ

০৪) বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি?

উত্তরঃ ধান

০৫) কোন বিভাগে উপজাতি নেই?

উত্তরঃ বরিশাল

০৬) লবণ পর্বত কোথায় অবস্থিত?

উত্তরঃ পাকিস্তান

০৭) প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন জেলাকে?

উত্তরঃ নারায়ণগঞ্জ 

০৮) বজ্রপাতের দেশ কাকে বলা হয়?

উত্তরঃ ভূটানকে

০৯) বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী?

উত্তরঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ

১০) পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি?

উত্তরঃ গ্রিনল্যান্ড 

১১) সম্রাট হুমায়ুন বাংলার কি নাম দিয়েছিলেন?

উত্তরঃ জান্নাতাবাদ

১২) ডন কোন দেশের পত্রিকা?

উত্তরঃ পাকিস্তান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৬ ডিসেম্বর ২০২৪

০১) সম্প্রতী বাংলাদেশ কূটনৈতিক সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি সই করেছে কোন দেশের সাথে?

উত্তরঃ পূর্ব তিমুর

০২) কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

উত্তরঃ ইরাক

০৩) ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত করা হয় কত সালে?

উত্তরঃ ১৮৭৪ সালের ১লা জুন

০৪) রুপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালু হতে পারে কবে থেকে?

উত্তরঃ মার্চ, ২০২৫ সাল থেকে

০৫) গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস ্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প চালু হয়েছে কবে থেকে?

উত্তরঃ ১৫ ডিসেম্বর থেকে

০৬) ঢাকাজয়দেবপুর চার জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয় কবে থেকে?

উত্তরঃ ১৫ ডিসেম্বর থেকে

০৭) বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি কোন সংস্থা করে?

উত্তরঃ দ্যা সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড

০৮) পরবর্তী কপ সম্মেলন (COP-30 ) কোন দেশে অনুষ্ঠিত হবে ?

উত্তরঃ ব্রাজিল

১০) ‘দিলিকোন দেশের রাজধানী ?

উত্তরঃ পূর্ব তিমুর

১১) ‘আর্টেমিস-১’ কোন দেশের তৈরি মহাকাশযান?

উত্তরঃ যুক্তরাষ্ট্রে

১২) ‘ময়নামতীর চরকার রচিত কাব্য?

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

১৩) বাংলা সাহিত্যের কোন কবিকেপ্রেম দ্রোহের কবি বলা হয়?

উত্তরঃ হেলাল হাফিজ

১৪) ঢাকায় অবস্থিত নান্দনিক স্থাপনাসার্ক ফোয়ারা নকশাকার কে?

উত্তরঃ নিতুন কুণ

১৫) ‘পিসার হেলানো টাওয়ারকোন দেশে অবস্থিত?

উত্তরঃ ইতালি

১৬) বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে?

উত্তরঃ ৪টি

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৫ ডিসেম্বর ২০২৪

০১) ব্লুমবার্গের ২০২৪ সালের ধনী পরিবারের তালিকায় শীর্ষে রয়েছে কোন পরিবার?

উত্তরঃ ওয়াল্টন পরিবার (তাদের সম্পদের পরিমাণ ৪৩২.৪ বিলিয়ন ডলার)

০২) ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে?

উত্তরঃ ফ্রাঙ্কোইস বায়রো

০৩) বিশ্বের প্রথম কার্বননিরপেক্ষ শিশু কে?

উত্তরঃ আদাভি

০৪) ভারতের জন্য বরাদ্দ বিশেষ সুবিধামোষ্ট ফেভারড নেশনবা এমএফএন তকমা বাতিল করেছে কোন দেশ?

উত্তরঃ সুইজারল্যান্ড

০৫) ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধকোথায় অবস্থিত?

উত্তরঃ মিরপুর, ঢাকা

০৬) রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তরঃ ফরিদ উদ্দিন আহমেদ ও জামী আল সাফি

০৭) বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শাহাদাত বরণ করেন কে ?

উত্তরঃ মহিউদ্দীন জাহাঙ্গীর

০৮) দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম কী?

উত্তরঃ ন্যাশনাল অ্যাসেম্বলি

০৯) চলতি বছরেচারজন প্রধানমন্ত্রীরশাসন দেখেছে কোন দেশ?

উত্তরঃ ফ্রান্স

১০) ‘দক্ষিণ মেরুকোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ অ্যান্টার্কটিকা

১১) ‘প্রস্থান’, ‘নিষিদ্ধ সম্পাদকীয়কবিতাগুলোর রচয়িতা কে?

উত্তরঃ হেলাল হাফিজ

১২) আরব বসন্তের সূচনা হয় কোন দেশ থেকে?

উত্তরঃ তিউনিশিয়া থেকে

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৪ ডিসেম্বর ২০২৪

০১) উখিয়া টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা কত?

উত্তরঃ সাড়ে ১২ লাখ

০২) বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের ঘটনা ঘটে কত সালে?

উত্তরঃ ১৯৭৪ সালে

০৩) আরব বসন্তের সূচনা ঘটে কত সালে?

উত্তরঃ ২০১০ সালে

০৪) সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনা ঘটে কি কেন্দ্র করে?

উত্তরঃ দারা শহরে স্কুলছাত্রদের দেয়ালে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে

০৫) ‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ –কার রচিত পঙক্তি?

উত্তরঃ হেলাল হাফিজ

০৬) এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি?

উত্তরঃ পূর্ব তিমুর

০৭) ‘রিপোর্টাস উইদাউট বর্ডারসএর সাম্প্রতিক প্রতিবেদনে, সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের কততম ?

উত্তরঃ তৃতীয়

০৮) টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ২০২৪ সালেরবর্ষসেরা ব্যক্তি কে?

উত্তরঃ ডোনাল্ড ট্রাম্প

০৯) ‘UNICEF’ কোন সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪৬ সালে

১০) দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন কে?

উত্তরঃ ডোম্মারাজু ওকেশ

১১) দক্ষিণ এশিয়া অঞ্চল থেকেগ্র্যান্ডমাস্টারখেতাব পাওয়া প্রথম দাবাড়ু কে?

উত্তরঃ নিয়াজ মোর্শেদ

১২) পাম তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ ইন্দোনেশিয়া

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৩ ডিসেম্বর ২০২৪

০১) আয়তনের দিক থেকে ইউক্রেন ইউরোপের কততম দেশ?

উত্তরঃ ২য়

০২) ‘গ্রেট হলকোথায় অবস্থিত?

উত্তরঃ চীন

০৩) দেশের ৫৪তম নদীবন্দর কোনটি?

উত্তরঃ সন্দ্বীপ, চট্টগ্রাম

০৪) দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর এর নাম কী?

উত্তরঃ সন্দ্বীপ

০৫) বাংলাদেশে প্রতিবছর মাছ উৎপাদিত হয় কত টন?

উত্তরঃ ৪.৭ মিলিয়ন টন

০৬) মৎস্য খাত থেকে দেশে রপ্তানি আয়ের কত অংশ আসে?

উত্তরঃ ১.০৫%

০৭) ২০৩০ ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক দেশ কারা?

উত্তরঃ স্পেন, পর্তুগাল ও মরক্কো

০৮) ২০৩০ বিশ্বকাপেবিশ্বকাপের শতবর্ষউদযাপনের জন্য তিনটি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ উরুগুয়ে,প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়

০৯) অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান . মুহাম্মদ ইউনুসকে সম্প্রতি ‘The Revolutionary Economist’ উপাধি দিয়েছে কোন সাময়িকী?

উত্তরঃ নেচার ম্যাগাজিন

১০) সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে?

উত্তরঃ ইউএনএইচআরসি

১১) জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কখন?

উত্তরঃ ২০০৬ সালে

১২) জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তিকিয়োটো প্রটোকলকোথায় স্বাক্ষরিত হয়?

উত্তরঃ জাপান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১২ ডিসেম্বর ২০২৪

০১) যুক্তরাজ্য থেকে প্রকাশিত বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিননেচার এর শীর্ষ দশে স্থান পেয়েছেন কে?

উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস

০২) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?

উত্তরঃ জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন

০৩) বিসিএস প্রার্থীদের জন্য আবেদন ফি কত টাকা করে প্রজ্ঞানপনে  জারী করা হয়েছে?

উত্তরঃ সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে

০৪) সম্প্রতি ঢাকায় কয়টি দেশের ব্যাডমিন্টন উৎসব শুরু হয়েছে?

উত্তরঃ ১৯ দেশের

০৫) বিশ্বের শীর্ষ ধনী নারীদের তালিকায় প্রথমে কে রয়েছেন?

উত্তরঃ ফ্রাঁসোয়া বেতনক্যুঁ (ফরাসি প্রসাধনসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লরিয়ালের উত্তরাধিকারী সম্পদের পরিমাণ ৯ হাজার ৯৫০ কোটি মার্কিন ডলার)

০৬) চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কত এসেছে।

উত্তরঃ প্রায় ৬২ কোটি মার্কিন ডলার

০৭) ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ?

উত্তরঃ সৌদি আরব

০৮) GenCast নামে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটি AI মডেল চালু করেছে কোন সংস্থা?

উত্তরঃ গুগল

০৯) সুবারু টেলিস্কোপ কোন দেশ দ্বারা পরিচালিত হচ্ছে?

উত্তরঃ জাপান

১০) মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?

উত্তরঃ চামড়া

১১) আজাদী স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত?

উত্তরঃ ইরান

১২) চেঙ্গিস খান কত সালে এশিয়া জয় শুরু করেন?

উত্তরঃ ১২০৬ সালে

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১১ ডিসেম্বর ২০২৪

০১) “বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়?

উত্তরঃ ১০ ডিসেম্বর

০২) জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা আছে?

উত্তরঃ ৩০টি

০৩) জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?

উত্তরঃ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর

০৪) জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রকেমানবতার ম্যাগনা কার্টাহিসেবে অভিহিত করেছেন কে?

উত্তরঃ এলিনর রুজভেল্ট

০৫) সিরিয়ার রাজধানী শহর কোনটি?

উত্তরঃ দামেস্ক

০৬) তেলগ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি?

উত্তরঃ বাপেক্স

০৭) সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারীসেলমা লেগার্লফকোন দেশের সাহিত্যিক?

উত্তরঃ সুইডেন

০৮) নোবেল পুরস্কার কোন সাল থেকে দেয়া হয়?

উত্তরঃ ১৯০১ সাল

০৯) বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয় কাকে?

উত্তরঃ অ্যাডা লাভলেস

১০) ‘Because I Could not Stop for Death’ কার রচিত কবিতা?

উত্তরঃ এমিলি ডিকিন্‌সন

১১) সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হয়েছেন?

উত্তরঃ মোহাম্মদ আল-বশির (০১ মার্চ ২০২৫ পর্যন্ত)

১২) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কোন দেশ?

উত্তরঃ বাংলাদেশ

আরো পড়ুনঃ

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ (১ থেকে ১০ ডিসেম্বর)

এখানে ১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৪ এর প্রকাশিত সকল সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে এছাড়াও আপনি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন।

Leave a Comment