বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন অনার্স বাংলা ২য় বর্ষ Honours 2nd Year Bangla Sahitter Itihas 1 Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস ১ পরীক্ষাটি আগামী ০৫ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন
- বিষয়ঃ বাংলা সাহিত্যের ইতিহাস ১ (প্রাচীন এবং মধ্যযুগ) সাজেশন
- বিষয় কোডঃ ২২১০০১
বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘চর্যা’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘চর্যা’ শব্দের অর্থ আচরণীয় বা পালনীয়।
২। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে আবিষ্কৃত হয়।
৩। চর্যার প্রাপ্ত পুথিতে মোট কতটি পদ পাওয়া গেছে?
উত্তরঃ চর্যার প্রাপ্ত পুথিতে মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
৪। ODBL এর পূর্ণরূপ কী?
উত্তরঃ O.D.B.L এর পূর্ণরূপ The Origin and Development of the Bengali Language.
৫। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতানুসারে চর্যাপদের রচনাকাল কত?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতানুসারে চর্যাপদের রচনাকাল ৯৫০ খ্রিস্টাব্দের থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে।
৬। চর্যাপদ রচনা করেন কারা?
উত্তরঃ চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়।
৭। কাহ্নপার কয়টি পদ চর্যাপদে গৃহীত হয়েছে?
উত্তরঃ কাহ্নপার ১৩টি পদ চর্যাপদে গৃহীত হয়েছে।
৮। অন্ধকার যুগের কালসীমা উল্লেখ কর।
উত্তরঃ অন্ধকার যুগের কালসীমা ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ।
৯। ‘সেক শুভোদয়া’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ‘সেক শুভোদয়া’ গ্রন্থের লেখক হলায়ুধ মিশ্র।
১০। বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা নির্দেশ কর?
উত্তরঃ বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা ১৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত।
১১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য ১৯০৯ সালে আবিষ্কৃত হয়।
১২। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কে আবিষ্কার করেন?
উত্তরঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ আবিষ্কার করেন।
১৩। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে মোট কতটি খণ্ড রয়েছে?
উত্তরঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে মোট তেরোটি খণ্ড রয়েছে।
১৪।. ব্রজবুলি কী?
উত্তরঃ ব্রজবুলি কৃত্রিম কবি ভাষা। এটি বাংলা এবং মৈথিলী ভাষার সংমিশ্রণে গঠিত।
১৫। মিথিলার রাজসভার সভাকবি কে?
উত্তরঃ মিথিলার রাজসভার সভাকবি বিদ্যাপতি।
১৬। রামায়ণের আদি রচয়িতা কে?
উত্তরঃ রামায়ণের আদি রচয়িতা বাল্মীকি।
১৭। শ্রীকৃষ্ণবিজয়-এর রচয়িতা কে?
উত্তরঃ শ্রীকৃষ্ণবিজয়-এর রচয়িতা মালাধর বসু
১৮। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী।
১৯। ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের আদিকবি কে?
উত্তরঃ চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মাণিক দত্ত।
২০। চন্দ্রাবতী কে?
অথবা, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কী?
উত্তরঃ চন্দ্রাবতী প্রথম বাঙালি নারী কবি। তিনি মনসামঙ্গ কবি দ্বিজ বংশীদাসের কন্যা ।
২১। রামায়ণের মহিলা অনুবাদক কে?
উত্তরঃ রামায়ণের মহিলা অনুবাদক চন্দ্রাবতী
২২। ‘শ্রীচৈতন্যভাগবত’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ ‘শ্রীচৈতন্যভাগবত’ গ্রন্থটি বৃন্দাবন দাস রচনা করেন।
২৩। ‘কড়চা’ কী জাতীয় রচনা?
অথবা, কড়চা কী?
উত্তরঃ ‘কড়চা’ বৈষ্ণব সাহিত্যে দিনলিপি বা রোজনামচা জাতীয় রচনাকে বুঝায়।
২৪. শূন্যপুরাণ কী?
উত্তরঃ শূন্যপুরাণ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ, গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য।
২৫। ‘গীতগোবিন্দ’ কার লেখা?
অথবা, গীতগোবিন্দ কাব্যের রচয়িতার নাম কী
উত্তরঃ গীতগোবিন্দ কাব্যের রচয়িতার নাম জয়দেব।
২৬। ‘সেক শুভোদয়া’ কে রচনা করেন?
অথবা, সেক শুভোদয়া কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ সেক শুভোদয়ার রচয়িতার নাম হলায়ুধ মিশ্র।
২৭। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম লেখ।
উত্তরঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম শাহ মুহম্মদ সগীর।
২৮। কোরেশী মাগন ঠাকুর রচিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ কোরেশী মাগন ঠাকুর রচিত গ্রন্থের নাম চন্দ্রাবতী।
২৯। ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কে রচনা করেন?
উত্তরঃ ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ রচনা করেন দৌলত কাজী।
৩০। আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
উত্তরঃ আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন।
৩১। ‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে ?
উত্তরঃ ‘রসুল বিজয়’ কাব্য একাধিক কবির রচনা। জৈনুদ্দিন, শাহ বারিদ খান, চাঁদ কাজি, সৈয়দ সুলতান, শেখ চান্দ প্রমুখ কবি একই বিষয় নিয়ে কাব্য রচনা করেন। তবে কবি জৈনুদ্দিন পনেরো শতকে প্রথম ‘রসুল বিজয়’ কাব্য রচনা করেন।
৩২। মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
উত্তরঃ মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকরকে নাগরিক কবি বলা হয়।
৩৩। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন ।
৩৪। ‘মৈমনসিংহ গীতিকা’র একটি পালার নাম লেখ ৷
উত্তরঃ ‘মৈমনসিংহ গীতিকা’র একটি পালার নাম মহুয়া।
৩৫। মৈমনসিংহ গীতিকাগুলো কে সংগ্রহ করেন?
অথবা, মৈনসিংহ গীতিকাগুলোর সংগ্রাহক কে ?
উত্তরঃ মৈমনসিংহ গীতিকাগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন।
৩৬। মধ্যযুগে মুসলিম কবিরা সাধারণত কোন জাতীয় সাহিত্য বেশি রচনা করেছিলেন?
উত্তরঃ মধ্যযুগে মুসলিম কবিরা সাধারণত কাহিনিকাব্য ও ধর্মীয় সাহিত্য বেশি রচনা করেছিলেন।
৩৭। ‘জঙ্গনামা’ কোন ধরনের কাব্য?
উত্তরঃ ‘জঙ্গনামা’ শোকগাথা কাব্য ।
৩৮। বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি?
অথবা, লোকসাহিত্যের প্রাচীন সৃষ্টি কী?
উত্তরঃ লোকসাহিত্যের প্রাচীন সৃষ্টি ছড়া।
৩৯। দোভাষী পুথি সাহিত্যের রচয়িতাগণ কী নামে পরিচিত?
উত্তরঃ দোভাষী পুথি সাহিত্যের রচয়িতাগণ শায়ের নামে পরিচিত।
৪০। পুথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবির নাম কী?
অথবা, পুথিসাহিত্যের সার্থক ও জনপ্রিয় একজন কবির নাম লেখ।
উত্তরঃ পুথিসাহিত্যের সার্থক ও জনপ্রিয় একজন কবির নাম সৈয়দ হামজা।
৪১। আঠারো শতকের বাংলা ভাষার একজন কবিয়ালের নাম লেখ।
উত্তরঃ আঠারো শতকের বাংলা ভাষার একজন কবিয়ালের নাম হরু ঠাকুর ।
৪২। টপ্পা গানের জনক কে?
উত্তরঃ টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত বা নিধু বাবু।
বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলোর পরিচয় দাও।
২। চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা কর।
অথবা, চর্যাপদের ধর্মমত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
৩। চর্যাপদের নামকরণের বিষয়টি সংক্ষেপে লেখ।
৪। চর্যাপদের চারজন পদকর্তার নাম লেখ।
৫. কাহ্নপা সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, চর্যাপদের দুজন পদকর্তার পরিচয় দাও।
৬।. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৭। শূন্যপরাণ কী? সংক্ষিপ্ত পরিচয় দাও।
৮। মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর পরিচয় দাও।
৯। মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? সংক্ষেপে তার পরিচয় তুলে ধর।
১০। চণ্ডীদাস সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১১। ব্রজবুলি কী?
১২। শ্রীচৈতন্যদেব সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৩। চৈতন্যচরিতামৃত কী? সংক্ষেপে আলোচনা কর।
১৪। মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন?
১৫। চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, চণ্ডীমঙ্গল কাব্যের বিভিন্ন রচয়িতার পরিচয় দাও।
১৬। ‘বারোমাস্যা’ বলতে কী বুঝ?
অথবা, ‘বারমাস্যা’ কী?
১৭। ‘বিদ্যাসুন্দর’ কাব্যের পরিচয় দাও।
১৮। মঙ্গলকাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, মঙ্গলকাব্যের চারটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৯। আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও।
অথবা, আলাওলের পরিচয় দাও।
২০। শাহ মুহম্মদ সগীরের কবিকীর্তির পরিচয় দাও।
২১। মধ্যযুগের মর্সিয়া সাহিত্যের পরিচয় দাও।
অথবা, মর্সিয়া সাহিত্যের পরিচয় দাও।
২২। ডাক ও খনার বচন বলতে কী বুঝ?
২৩। কবিগানের বৈশিষ্ট্য বর্ণনা কর ।
২৪। ‘ধাঁধা’ সম্পর্কে উদাহরণসহ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, বাংলা লোকসাহিত্যে ধাঁধা সম্পর্কে টীকা লেখ।
বাংলা সাহিত্যের ইতিহাস ১ সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর পরিচয় দাও।
২। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ সম্পর্কে পণ্ডিতদের অভিমত তুলে ধরে তোমার মতামত ব্যক্ত কর।
অথবা, বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ সম্পর্কে পণ্ডিতদের মতামত বিশ্লেষণ কর।
৩। পণ্ডিতদের মতামত উল্লেখপূর্বক চর্যাপদের কাল নির্ণয় কর।
অথবা, চর্যাপদের রচনাকাল সম্পর্কে বিভিন্ন পণ্ডিতের মতামত আলোচনা কর।
অথবা, চর্যাপদের রচনাকাল নির্ণয় কর।
৪। চর্যাপদে বিধৃত সমাজচিত্র আলোচনা কর।
অথবা, চর্যাগীতিকায় সেকালের বাংলাদেশের ও বাঙালি সমাজজীবনের যে চিত্র বিধৃত হয়েছে তার পরিচয় দাও।
৫। মধ্যযুগের বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার পরিচয় দাও।
৬। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে নাটকীয়তার স্বরূপ নির্দেশ কর।
৭। বৈষ্ণব পদাবলির মানবিক আবেদন তুলে ধর।
অথবা, বৈষ্ণব পদাবলির মানবিক আবেদন বর্ণনা কর।
৮। সুলতানী আমলে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের যে শ্রীবৃদ্ধি ঘটে তা আলোচনা কর।
অথবা, মধ্যযুগে রচিত জীবনী সাহিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৯। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের গুরুত্ব আলোচনা কর।
অথবা, মধ্যযুগে রচিত জীবনী-সাহিত্য সম্পর্কে আলোচনা কর।
১০। সুলতানী আমলে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের যে শ্রীবৃদ্ধি ঘটে তা আলোচনা কর।
অথবা, সুলতানি আমলে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় কীভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছে তা আলোচনা কর।
১১। ‘মনসামঙ্গল’ কাব্যধারার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
১২। মঙ্গলকাব্য কী? মনসামঙ্গল কাব্যধারার প্রধান প্রধান কবিদের পরিচয় দাও।
অথবা, মনসামঙ্গল কাব্যধারার কবিদের পরিচয় দাও।
অথবা, মঙ্গলকাব্য ধারার প্রধান কবিদের কাব্যকীর্তির পরিচয় দাও।
১৩। নাথ সাহিত্য ধারার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর ।
অথবা, ‘নাথসাহিত্য’ কী? মধ্যযুগে রচিত নাথসাহিত্যের পরিচয় দাও।
১৪। নাথ সাহিত্য কী? এ ধারার কবিদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
১৫। মধ্যযুগের বাংলা প্রণয়োপাখ্যানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
অথবা, মধ্যযুগের বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যানের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৬। শাহ মুহম্মদ সগীরের জীবন ও কবিকীর্তির পরিচয় তুলে ধর।
১৭। মধ্যযুগের বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও ৷
অথবা, লোকসাহিত্য কী? মধ্যযুগের বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও।
অথবা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও।
১৮। মৈমনসিংহ গীতিকার বৈশিষ্ট্যসমূহ নির্দেশ কর।
১৯. বাংলা দোভাষী পুঁথি সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, পুথি সাহিত্যের উদ্ভবের পটভূমি ও বিকাশের ধার আলোচনা কর।
অথবা, দোভাষী পুঁথি-সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা আলোচনা কর।
শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন বাংলা সাহিত্যের ইতিহাস ১ নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।