ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন (১৭৫৭-১৯৪৭) অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ Honours 2nd Year Political and Constitutional Development in British India (1757 to 1947) Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন (১৭৫৭-১৯৪৭) ২০২৪ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) পরীক্ষাটি আগামী ০৫ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
- বিষয়ঃ ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) সাজেশন
- বিষয় কোডঃ ২২১৯০১
ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১। কত সালে বাংলার রাজধানী ঢাকা থেকে দুর্শিদাবাদে স্থানান্তর করা হয়?
উত্তরঃ ১৭০২ সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়।
০২। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাংলার কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তরঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাংলার হরিহরপুটে বাণিজ্য কুঠি স্থাপন করে।
০৩। লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ ছিলেন ইংরেজ সেনাপতি ও
০৪। কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
অথবা, পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়।
০৫। ইজারাদারি প্রথা চালু করেন কে?
উত্তরঃ ইজারাদারি প্রথা চালু করেন ওয়ারেন হেস্টিংস।
০৬। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
০৭। স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তরঃ স্বত্ববিলোপ নীতি গভর্নর জেনারেল লর্ড ডালহৌসিক প্রবর্তন করেন।
০৮. ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ ফকির বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ।
০৯। সিপাহি বিপ্লব কবে সংঘটিত হয়?
অথবা, কত সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তরঃ সিপাহি বিপ্লব ১৮৫৭ সালের ২৯ মার্চ সংঘটিত হয়।
১০। নীলবিদ্রোহ কখন শুরু হয়?
অথবা, কখন নীলবিদ্রোহ শুরু হয়?
উত্তরঃ ১৮৬০ সালে ‘নীলবিদ্রোহ’ শুরু হয়।
১১। আলীগড় আন্দোলন কে শুরু করেন?
উত্তরঃ আলীগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদ খান শুরু করেন।
১২। ফরায়েজি আন্দোলনের অগ্রদূত কে?
উত্তরঃ ফরায়েজি আন্দোলনের অগ্রদূত ছিলেন হাজি শরীয়তুল্লাহ।
১৩। ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?
উত্তরঃ ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। ১৪। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ।
১৫। ‘The Spirit of Islam’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ ‘The Spirit of Islam’ গ্রন্থটির লেখক সৈয়দ আমির আলি।
১৬। ‘Muslim Politics in Bengal’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ‘Muslim Politics in Bengal’ গ্রন্থটির রচয়িতা ড. শিলা সেন।
১৭। কত সালে স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯০৫ সালে স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল।
১৮। কত সালে খেলাফত ও অসহযোগ আন্দোলন শুর হয়?
উত্তরঃ ১৯২০ সালে খেলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
২০। স্বাধীন ‘বাংলা রাষ্ট্র’ প্রতিষ্ঠার প্রস্তাব কে উপস্থাপন করেন?
অথবা, ‘অখন্ড স্বাধীন বাংলা’ রাষ্ট্র গঠনের প্রস্তাব কে উপত্থাপন করেন?
উত্তরঃ স্বাধীন ‘বাংলা রাষ্ট্র’ প্রতিষ্ঠার প্রস্তাব হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপস্থাপন করেন।
২১। কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল?
উত্তরঃ ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইনে সর্বপ্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়।
২২। লক্ষ্ণৌ চুক্তি কী?
উত্তরঃ ১৯১৬ সালে সর্বভারতীয় কংগ্রেস ও মুসলিম লীগ যুক্তভাবে শাসনতান্ত্রিক ব্যবস্থার দাবিতে লক্ষ্ণৌ শহরে যে চুক্তি সম্পাদন করে তাই লক্ষ্ণৌ চুক্তি নামে পরিচিত।
২৩। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
২৪। ১৯১৯ সালের ভারত শাসন আইনের অপর নাম কী?
উত্তরঃ ১৯১৯ সালের ভারত শাসন আইনের অপর নাম মন্টেগু- চেমসফোর্ড সংস্কার আইন।
২৫। কার একান্ত প্রচেষ্টায় বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয়?
উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একান্ত প্রচেষ্টায় বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয়।
২৬। নেহেরু রিপোর্টের প্রধান রূপকার কে ছিলেন?
উত্তরঃ নেহেরু রিপোর্টের প্রধান রূপকার মতিলাল নেহেরু।
২৭। ‘Provincial Autonomy’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘Provincial Autonomy’ শব্দের অর্থ হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।
২৮। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
উত্তরঃ লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ. কে. ফজলুল হক।
২৯। লাহোর প্রস্তাবের মূলভিত্তি কী ছিল?
উত্তরঃ লাহোর প্রস্তাবের মূলভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব ।
৩০। ভারত ছাড় আন্দোলন কবে সংঘটিত হয়?
উত্তরঃ ভারত ছাড় আন্দোলন ১৯৪২ সালের ৮ আগস্ট সংঘটিত হয়েছিল।
৩১. লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
উত্তরঃ লাহোর প্রস্তাব ১৯৪০ সালে উত্থাপিত হয়।
৩২। ‘India Wins Freedom’ গ্রন্থটি কার?
উত্তরঃ ‘India Wins Freedom’ গ্রন্থটি মাওলানা আবুল কালাম আজাদের।
৩৩। মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা কত ছিল?
উত্তরঃ মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যসংখ্যা ৩ জন ছিল।
ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভারতে কীভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়?
২। অন্ধকূপ হত্যা কাণ্ড কী?
৩। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
অথবা, ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
৪। দ্বৈতশাসন ব্যবস্থা বলতে কী বুঝ?
৫। পাঁচসালা বন্দোবস্ত কী?
৬। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বর্ণনা কর।
৭। আলীগড় আন্দোলন কী?
৮। আলীগড় আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, আলীগড় আন্দোলন কী? এর তাৎপর্য ব্যাখ্যা কর।
০৯। সমাজসংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ কর।
১০। সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখ।
১১। ফরায়েজি আন্দোলন বলতে কী বুঝ?
অথবা, ফরায়েজি আন্দোলন বলতে কী বুঝায়?
১২। “ব্রাহ্মসমাজ” কী?
১৩। ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
১৪। মোহামেডান লিটারেরি সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?
১৫। বঙ্গভঙ্গ কেন রদ করা হয়?
১৬। ভাগ কর শাসন কর’ নীতিটি ব্যাখ্যা কর।
১৭। জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব’ ব্যাখ্যা কর।
১৮। খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লেখ।
১৯। বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে শেরে বাংলার অবদান কী ছিল?
২০। জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব’ ব্যাখ্যা কর।
২১। প্রাদেশিক স্বায়ত্তশাসন কী?
অথবা, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বুঝ?
২২। ক্রিপস মিশন কী?
২৩। মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা কর।
২। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
অথবা, ১৭৫৭ সনের পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
৩। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা কর।
অথবা, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা
কর।
৪। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
৫। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা কর।
৬। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
অথবা, ১৯০৬ সালে ‘সর্বভারতীয় মুসলিম লীগ’ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর ।
৭। উপমহাদেশের মুসলিম রাজনীতির ওপর খেলাফত আন্দোলনের প্রভাব আলোচনা কর।
অথবা, খেলাফত আন্দোলনের কারণ কী? উপমহাদেশের মুসলিম রাজনীতির ওপর এর প্রভাব আলোচনা কর।
৮। অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
৯। বাংলায় কৃষকদের ভাগ্যোন্নয়নে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান আলোচনা কর।
১০। যুক্ত বাংলা গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা আলোচনা কর।
১১। ১৯০৯ সালের মর্লি-মিন্টো আইনের ধারাসমূহ বর্ণনা কর।
অথবা, ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনের ধারাসমূহ উল্লেখ কর।
১২। লক্ষ্ণৌ চুক্তির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১৩। ভারতীয় উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে ১৯১৬ সালের লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব বর্ণনা কর।
১৪। ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, বেঙ্গল প্যাক্টের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
১৫। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৬। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা পরীক্ষা কর ।
অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা মূল্যায়ন কর ।
অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা কর।
১৭। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। তুমি কি মনে কর যে, এর মধ্যে বাংলাদেশের অভ্যুদয়ের বীজ নিহিত ছিল?
১৮। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৯। ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ।
অথবা, ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২০। মন্ত্রিমিশন পরিকল্পনা কী? এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?
অথবা, ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার ব্যর্থতার কারণসমূহ বর্ণনা কর।
শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।