জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তির বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তির বিস্তারিত খুঁটিনাটি আবেদনের নূন্যতম যোগ্যতা ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন ইউনিট বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা নিয়ে আজকে আলোচনা করবো।

একনজরে গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সমূহ:

”এ” ইউনিট আবেদন শুরু ১১ই জানুয়ারী ২০২৪
”এ” ইউনিট আবেদন শেষ হবে ৩১শে জানুয়ারী ২০২৪
ভর্তি পরীক্ষা     ২২শে ফেব্রুয়ারী ২০২৪
আবেদন ফী ৯০০ টাকা (১.২% সার্ভিস চার্জ)
প্রবেশপত্র ডাউনলোড ১৭ই ফেব্রুয়ারী ২০২৪ থেকে
আবেদন করার লিংক juniv-admission.org

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট আবেদনের নূন্যতম যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট আবেদনের নূন্যতম যোগ্যতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা প্রকাশ করেছে।

এ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতাসমূহ:

  • ২০২০ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২২ ও ২০২৩ সালের উচ্চমা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
  • জি.সি.ই. ২০১৮ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ০ লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০২২ অথবা ২০২৩ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর O লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড / সমমান ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড/সমমান থাকতে হবে।

A লেভেল শিক্ষার্থীদের জন্য:

  • A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
  • প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন

সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাস মার্ক থাকবে মোট নম্বরের ৩৩%। এসএসসি ও এইচএসসির জিপিএর উপর ২০ নম্বর থাকবে (এসএসসি জিপিএ x ১.৫ এবং এইচএসসি জিপিএ x ২.৫)। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট করে সময় দেয়া হবে।

  • পদার্থ বিজ্ঞান- ২২
  • রসায়ন বিজ্ঞান- ২২
  • গণিত- ২২
  • ই্ংরেজী- ৩
  • আইকিউ- ৮

নোট: Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও ভর্তি পরীক্ষার মানবন্টন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা রয়েছে বিশেষ করে এ ইউনিটে ভর্তি হওয়ার জন্য প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা সম্পন্ন হতে হবে। যদি কোন শিক্ষার্থীর উল্লেখিত সুনির্দিষ্ট যোগ্যতা না থাকে তাহলে সে উক্ত বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে না ।

ইউনিটের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিভাগের নাম মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর নূন্যতম যোগফল বিষয় সমূহের উপর নূন্যতম গ্রেড
গণিত মোট জিপিএ ৮.৫০ গণিতে নূন্যতম A  গ্রেড
স্ট্যাটিস্টিকস এন্ড ডাটা সায়েন্স মোট জিপিএ ৮.৫০ পরিসংখ্যান/গণিতে নূন্যতম A গ্রেড
রসায়ন মোট জিপিএ ৮.৫০ রসায়নে এবং গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড।
পদার্থবিজ্ঞান মোট জিপিএ ৮.৫০ পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড।
ভূতাত্ত্বিক বিজ্ঞান মোট জিপিএ ৮.৫০ পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং মোট জিপিএ ৯.০০ পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে A+
পরিবেশ বিজ্ঞান মোট জিপিএ ৮.৫০ গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় পৃথকভাবে নূন্যতম A গ্রেড
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি মোট জিপিএ ৯.০০ পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক ইউনিট আসন সংখ্যা (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)

বিভাগ ছাত্র ছাত্রী আসন সংখ্যা  
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ২৫ ২৫ ৫০  
রসায়ন ৩৫ ৩৫ ৭০  
পদার্থবিজ্ঞান ৩৫ ৩৫ ৭০  
গণিত ৪০ ৩৫ ৭৫  
স্ট্যাটিস্টিকস এন্ড ডাটা সায়েন্স ৩৫ ৩০ ৬৫  
পরিবেশ বিজ্ঞান ২০ ২০ ৪০  
ভূতাত্ত্বিক বিজ্ঞান ২০ ২০ ৪০  
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ২৮ ২৮ ৫৬  
মোট আসন সংখ্যা ২৩৮ ২২৮ ৪৬৬

নোট: আসন সংখ্যা কমবেশি হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

Leave a Comment