জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তির বিস্তারিত খুঁটিনাটি আবেদনের নূন্যতম যোগ্যতা ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন ইউনিট বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা নিয়ে আজকে আলোচনা করবো।
একনজরে গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সমূহ:
”এ” ইউনিট আবেদন শুরু | ১১ই জানুয়ারী ২০২৪ |
”এ” ইউনিট আবেদন শেষ হবে | ৩১শে জানুয়ারী ২০২৪ |
ভর্তি পরীক্ষা | ২২শে ফেব্রুয়ারী ২০২৪ |
আবেদন ফী | ৯০০ টাকা (১.২% সার্ভিস চার্জ) |
প্রবেশপত্র ডাউনলোড | ১৭ই ফেব্রুয়ারী ২০২৪ থেকে |
আবেদন করার লিংক | juniv-admission.org |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট আবেদনের নূন্যতম যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট আবেদনের নূন্যতম যোগ্যতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা প্রকাশ করেছে।
এ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতাসমূহ:
- ২০২০ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২২ ও ২০২৩ সালের উচ্চমা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
- জি.সি.ই. ২০১৮ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ০ লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০২২ অথবা ২০২৩ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর O লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড / সমমান ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড/সমমান থাকতে হবে।
A লেভেল শিক্ষার্থীদের জন্য:
- A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
- প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন
সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাস মার্ক থাকবে মোট নম্বরের ৩৩%। এসএসসি ও এইচএসসির জিপিএর উপর ২০ নম্বর থাকবে (এসএসসি জিপিএ x ১.৫ এবং এইচএসসি জিপিএ x ২.৫)। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট করে সময় দেয়া হবে।
- পদার্থ বিজ্ঞান- ২২
- রসায়ন বিজ্ঞান- ২২
- গণিত- ২২
- ই্ংরেজী- ৩
- আইকিউ- ৮
নোট: Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও ভর্তি পরীক্ষার মানবন্টন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা রয়েছে বিশেষ করে এ ইউনিটে ভর্তি হওয়ার জন্য প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা সম্পন্ন হতে হবে। যদি কোন শিক্ষার্থীর উল্লেখিত সুনির্দিষ্ট যোগ্যতা না থাকে তাহলে সে উক্ত বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে না ।
ইউনিটের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিভাগের নাম | মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর নূন্যতম যোগফল | বিষয় সমূহের উপর নূন্যতম গ্রেড |
গণিত | মোট জিপিএ ৮.৫০ | গণিতে নূন্যতম A গ্রেড |
স্ট্যাটিস্টিকস এন্ড ডাটা সায়েন্স | মোট জিপিএ ৮.৫০ | পরিসংখ্যান/গণিতে নূন্যতম A গ্রেড |
রসায়ন | মোট জিপিএ ৮.৫০ | রসায়নে এবং গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড। |
পদার্থবিজ্ঞান | মোট জিপিএ ৮.৫০ | পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড। |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | মোট জিপিএ ৮.৫০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | মোট জিপিএ ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে A+ |
পরিবেশ বিজ্ঞান | মোট জিপিএ ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় পৃথকভাবে নূন্যতম A গ্রেড |
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি | মোট জিপিএ ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে নূন্যতম A গ্রেড। |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক ইউনিট আসন সংখ্যা (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
বিভাগ | ছাত্র | ছাত্রী | আসন সংখ্যা | |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ২৫ | ২৫ | ৫০ | |
রসায়ন | ৩৫ | ৩৫ | ৭০ | |
পদার্থবিজ্ঞান | ৩৫ | ৩৫ | ৭০ | |
গণিত | ৪০ | ৩৫ | ৭৫ | |
স্ট্যাটিস্টিকস এন্ড ডাটা সায়েন্স | ৩৫ | ৩০ | ৬৫ | |
পরিবেশ বিজ্ঞান | ২০ | ২০ | ৪০ | |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | ২০ | ২০ | ৪০ | |
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি | ২৮ | ২৮ | ৫৬ | |
মোট আসন সংখ্যা | ২৩৮ | ২২৮ | ৪৬৬ |
নোট: আসন সংখ্যা কমবেশি হতে পারে।