ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন ২০২৪ Degree 3rd Year Islamic History & Culture 5th Paper Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র পরীক্ষাটি আগামী ০৭ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি যার বিষয় হলোঃ জনবিজ্ঞান।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন
- বিষয়ঃ আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
- বিষয় কোডঃ ১৩১৬০১
ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তরঃ বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৮ সালে।
২. রেনেসাঁ প্রথম কোন দেশে শুরু হয়?
উত্তরঃ রেনেসাঁ প্রথম ইতালিতে শুরু হয়।
৩. কত খ্রিস্টাব্দে ইতালী একত্রিকরণ করা হয়?
উত্তরঃ ১৮৭০ সালে ইতালির ঐক্য সম্পন্ন হয়।
৪. ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৮৪৮ খ্রিস্টাব্দে।
৫. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তরঃ ষোড়শ লুই।
৬. বিসমার্ক কে ছিলেন?
উত্তরঃ জার্মানির চ্যান্সেলর।
৭. ফরাসি আইনসভাকে কি বলা হতো?
উত্তরঃ ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হতো।
৮. নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ এডলফ হিটলার।
৯. বাফার স্টেট কি?
উত্তরঃ বিবদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র, স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট (Buffer state) বলে।
১০. ‘The Social Contract’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ জ্যাঁ জ্যাক রুশো।
১১. ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৮৯ সালে।
১২. নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তরঃ নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়।
১৩. ইয়াং ইতালী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ জোসেফ ম্যাজিনি।
১৪. জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৮৩০ সালে।
১৫. কাকে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়?
উত্তরঃ তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়।
১৬. মেটারনিক কে ছিলেন?
উত্তরঃ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
১৭. ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯১৯ সালে৷
১৮. UNO কী?
উত্তরঃ UNO হলো বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন।
১৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর।
২০. ‘কূটনৈতিক জাদুকর’ কাকে বলা হয়?
অথবা, Policy of Blood and Iran এর প্রবক্তা কে?
উত্তরঃ বিসমার্ক।
২১. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৯১৪ সালের ২৮ জুলাই।
২২. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
উত্তরঃ ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।
২৩. বলকান লীগ কখন গঠিত হয়?
উত্তরঃ বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে।
২৪. টেইলি কি?
উত্তরঃ টেইলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত কর।
২৫. সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত?
উত্তরঃ সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় বলে।
২৬. নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উত্তরঃ নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়।
২৭. ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৮০৫ সালে।
২৮. দুই জার্মানি একত্রিকরণ করেন কে?
উত্তরঃ দুই জার্মানি একত্রিকরণ করেন বিসমার্ক।
২৯. কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয়?
উত্তরঃ বেলজিয়ামকে।
৩০. উড্রো উইলসন কে ছিলেন?
উত্তরঃ আমেরিকার ২৮ তম রাষ্ট্রপতি ছিলেন।
৩১. বন্ধান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ।
উত্তরঃ গ্রিস ও সার্বিয়া।
৩২. বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়েছিল৷
৩৩. ফরাসি বিপ্লব কোথায় সংঘটিত হয়?
উত্তরঃ ফ্রান্সে।
৩৪. ফরাসি বিপ্লব সংঘটনের দুইজন দার্শনিকের নাম লিখ।
অথবা, ফরাসি বিপ্লবে দু’জন দার্শনিকের নাম লিখ।
উত্তরঃ দার্শনিক রুশো এবং ভলতেয়ার।
৩৫. নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বীর এবং ১৭৯৯ সাল থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি সম্রাট।
৩৬. কোন সময়কালকে “মেটারনিকযুগ” বলা হয়?
উত্তরঃ অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক ১৮১৫-১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন তার এই সময় কালকে মেটারনিক যুগ বলে।
৩৭. পবিত্র চুক্তির (Holy Alliance) উদ্যোক্তা কে ছিলেন?
অথবা, পবিত্র সন্ধি (Holy Alliance) কার পরিকল্পনা?
অথবা, পবিত্র সন্ধির উদ্ভাবক কে?
উত্তরঃ রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
৩৮. জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কত দিন?
উত্তরঃ ৪ দিন।
৩৯. ‘নাগরিক রাজা’ কাকে বলা হয়?
উত্তরঃ প্রথম লুই ফিলিপকে৷
৪০. কোন সময়কালকে ‘বিসমার্কের যুগ’ বলা হয়?
উত্তরঃ ১৮৭১ থেকে ১৮৯০ সাল পর্যন্ত সময়কে বিসমার্কের যুগ বলা হয়৷
৪১. প্রাচ্য সমস্যা কি?
উত্তরঃ তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাই প্রাচ্য সমস্যা নামে পরিচিত।
৪২. বার্লিন শহরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ বার্লিন শহরটি জার্মানিতে অবস্থিত।
৪৩. প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তরঃ ১৯১২ সালে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়৷
৪৪. ফ্যাসিবাদ কি?/ফ্যাসিবাদের মুলকথা কি?
উত্তরঃ ফ্যাসিবাদ হল একটি দূর-ডান, কর্তৃত্ববাদী, অতি-জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ ও আন্দোলন। রাষ্ট্র দল অথবা শক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রকে দলের দ্বারা রক্ষা করতে হবে। এটাই ফ্যাসিবাদের মূলকথা।
৪৫. উইনস্টাইন চার্চিল কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. ‘জ্ঞানদিপ্তীর’ যুগ বলতে কি বুঝ?
২. ‘ত্রাসের রাজত্ব’ বলতে কি বুঝ?
৩. বুর্জোয়া শ্রেণি বলতে কি বুঝ?
৪. ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝ?
৫. পরিচয় দাওঃ কাউন্ট ক্যাভূর, হিটলার, ম্যাজিনি।
৬. জাতিসংঘ গঠনের উদ্দেশ্য লিখ।
৭. কোড নেপোলিয়ন সম্পর্কে ধারণা দাও।
৮. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।
৯. পবিত্র চুক্তি ও দ্বি শক্তি চুক্তি বলতে কি বুঝ?
১০. আলোকিত স্বৈরতন্ত্র বলতে কি বুঝ?
১১. ১৯১৯ সালের ভার্সাই সন্ধিকে ‘একতরফা সন্ধি’ কেন বলা হয়?
১২. প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণসমূহ কি ছিল?
১৩. তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কি ছিল?
১৪. ফ্রেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি ছিল?
১৫. সংক্ষেপে বল্কান যুদ্ধের তাৎপর্য আলোচনা কর।
১৬. গ্রিক যুদ্ধ সম্পর্কে যা জান লিখ।
অথবা, গ্রিক যুদ্ধ সম্পর্কে একটি টীকা লিখ।
১৭. মুহম্মদ আলী পাশার পরিচয় দাও।
অথবা, মুহম্মদ আলী পাশা কে ছিলেন?
১৮. ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ লিখ।
১৯. ১৮৫৬ সালের প্যারিস চুক্তির মূল ধারাগুলো ব্যাখ্যা করা।
অথবা, ১৮৫৬ সালের প্যারিস চুক্তির মূল ধারাগুলো লিখ৷
২০. বার্লিন চুক্তি (১৮৭৮) সম্পর্কে একটি টীকা লিখা।
অথবা, বাৰ্লিন সন্ধি কি?
২১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ লিখ।
২২. বলশেভিক বিপ্লব বলতে কি বোঝ?
২৩. এডলফ হিটলারের পরিচয় দাও।
অথবা, এডলফ হিটলারের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, এডলফ হিটলার-কে ছিলেন?
ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর।
২. ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ নির্দেশ কর। ইউরোপের ইতিহাসে এর গুরুত্ব নিরূপণ কর।
৩. ১৮৩০ খ্রিঃ জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ কর।
৪. ১৮৭৮ খ্রিঃ বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ কর।
৫. তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি আলোচনা কর।
৬. প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লিখ। এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানীর পক্ষে যোগ দিয়েছিল?
৭. ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমি পর্যালোচনা কর। ১০০%
৮. ১৯৩৩ সাল থেকে ১৯৩৯ সাল বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
৯. ‘মহাদেশীয় ব্যবস্থা’ কী? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য কতটুকু দায়ী ছিল? আলোচনা কর।
১০. ‘মেটারনিক যুগ’ বলতে কি বুঝ? ইহা কেন ব্যর্থ হয়েছিল?
১১. প্রাচ্য সমস্যা কি? ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এর ক্রমবিকাশ পর্যালোচনা কর।
১২. জার্মানির একত্রীকরণে বিসমার্কের অবদান মূল্যায়ন কর।
১৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো আলোচনা কর। এ যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী?
১৪. ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝ? এর কার্যাবলি ও ফলাফল আলোচনা কর।
১৫. ফরাসি বিপ্লবে স্টেটস জেনারেলের ভূমিকা পর্যালোচনা কর।
১৬. ভিয়েনা কংগ্রেসের মূলনীতিসমূহ বিশেষণ কর।
১৭. “ইউরোপীয় কনসার্ট” কী? এর কার্যকারিতা নিরূপণ করা।
অথবা, ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝ? এর কার্যকারিতা বর্ণনা করা
১৮. তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি মূল্যায়ন কর।
অথবা, তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি আলোচনা করা
১৯. মিশরের মুহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও। এর ফলাফল কী হয়েছিল?
অথবা, মিশরের মুহাম্মদ আলী পাশা এবং অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের কারণ ও ফলাফল আলোচনা
২০. ১৮৭৮ সালের বার্লিন চুক্তির প্রধান ধারাগুলো বিশ্লেষণ কর।
অথবা, বার্লিন চুক্তির শর্তাদির বিবরণ দাও।
পরীক্ষার প্রস্তুতির টিপসঃ
- সংক্ষিপ্ত নোট তৈরি করুন: প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের মূল পয়েন্ট নোট করুন।
- পূর্ববর্তী প্রশ্নপত্র সমাধান করুন: বিগত বছরগুলোর প্রশ্নপত্র দেখে চর্চা করুন।
- সময়ের ব্যবস্থাপনা শিখুন: সময় ভাগ করে অধ্যায়গুলো পড়ুন।
- গুরুত্বপূর্ণ টপিক মুখস্থ করুন: গুরুত্বপূর্ণ সাল, ঘটনা ও ব্যক্তিত্বের নাম মনে রাখুন।
শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।