ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ২০২৪ Degree 3rd Year Social Work 5th Paper Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য সমাজকর্ম ৫ম পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের সমাজকর্ম ৫ম পত্র পরীক্ষাটি আগামী ০৮ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের সমাজকর্ম ৫ম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি যার বিষয় হলোঃ সামাজিক গবেষণা ও পরিসংখ্যান।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন
- বিষয়ঃ সামাজিক গবেষণা ও পরিসংখ্যান
- বিষয় কোডঃ ১৩২১০১
ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. শ্রেণী মধ্যবিন্দু কি?
উত্তরঃ কোনো শ্রেনির উচ্চ সীমা ও নিম্ন সীমার যোগফলকে ২ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে শ্রেণির মধ্যবিন্দু বলে।
২. গড় কত প্রকার?
উত্তরঃ গড় হলো তিন প্রকার।
৩. গড় ব্যবধান কী?
উত্তরঃ কোন তথ্য সারির কেন্দ্রীয় মান হতে তথ্যসমূহের চিহ্ন বর্জিত ব্যবধান গলোর গড় ব্যবধান বলে।
৪. উপাত্তের সংজ্ঞা দাও।
উত্তরঃ উপাত্ত হলো কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জ্ঞাত তথ্য। যা গবেষক মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে।
৫. চলক কী?
উত্তরঃ চলমান রাশির গতিপথকে চলক বলে। বা পরিবর্তনশীল রাশির মানকে চলক বলে।
৬. নির্ভরশীল চলক কী?
উত্তরঃ যে চলক অন্য চলকের উপর নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে।
৭. ডকুমেন্টেস কী?
উত্তরঃ The source document is the original record of a transaction.
৮. সমাজকর্ম কোন ধরনের পেশা?
উত্তরঃ সাহায্যকারী পেশা।
৯. মাধ্যমিক তথ্য কী?
উত্তরঃ প্রাথমিকভাবে সংগৃহীত উপাত্তসমূহকে যখন নির্দিষ্ট উদ্দেশ্যে বিনস্তকরণ করা হয় তখন তাকে মাধ্যমিক তথ্য বলে।
১০. মাধ্যমিক তথ্যের উৎসগ কী কী?
উত্তরঃ পাঠ্যপুস্তক, চলচিত্র, লিখিত দলির দস্তাবেজ, পরিব্রাজকদের ভ্রমণ কাহিনী, সমৃদ্ধ ও প্রভাবাশীলদের জীবনী।
১১. সামাজিক গবেষণায় কে কেস স্টাডি পদ্ধতির প্রথম প্রয়োগ করেন?
উত্তরঃ Fredric le Paly.
১২. পরীক্ষণ পদ্ধতি কী?
উত্তরঃ যে পদ্ধতি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পরিবেশ উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করার প্রক্রিয়াকে পরীক্ষণ বলে।
১৩. কেস স্টাডি পদ্ধতি কী?
উত্তরঃ কেস স্টাডি হলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর একটি ব্যাপক এবং নিবিড় গবেষণা পদ্ধতি।
১৪. সামাজিক জরিপ কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ জন হাওয়ার্ড।
১৫. সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?
উত্তরঃ সমস্যা নির্বাচন ও নির্ধারণ।
১৬. ফলিত গবেষণা কী?
উত্তরঃ যে গবেষণা বাস্তব কোন সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলে।
১৭. প্রত্যয় কাকে বলে?
উত্তরঃ যে শব্দগুলো ব্যবহার করে কোনো CAT বিষয়কে ব্যক্ত বা উপস্থাপন করা হয় তাকে প্রত্যয় বলে।
১৮.PRA এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ Participatory Rural Appraisal.
১৯. স্বাধীন চলক কী?
উত্তরঃ যে চলক অন্য কোনো চলকের সাহায্য ছাড়া কোনো কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে।
২০. নমুনায়ন কী?
উত্তরঃ যে পদ্ধতিতে নমুনা চয়ন করা হয় তাকে নমুনায়ন বলে।
২১. পরিসংখ্যান কী?
উত্তরঃ পরিসংখ্যান বলতে বিভিন্ন কলাকৌশল বা পদ্ধতির সমন্বয়ে এমন একটি বিজ্ঞানকে বুঝায় যা সংখ্যা বা রাশি তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে।
২২. নিচের প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় কর। ৫০, ৭৫, ১২০, ১০০,
১২০, ১০৫, ৮০।
উত্তরঃ ১২০ প্রচুরক
২৩. গনসংখ্যা নিবেশন কী?
উত্তরঃ শ্রেনিব্যক্তি অনুসারে তথ্যাদি বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণির গণসংখ্যা প্রদর্শন করে তথ্যাদির উপস্থাপনকে গণসংখ্যা নিবেশন বলে।
২৪. তথ্য বিশ্ব কী?
উত্তরঃ পরিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান বা বস্তুওর সমাহার হলো সমগ্ৰক বা তথ্য বিশ্ব।
২৫. গবেষণার সর্বশেষ ধাপ কোনটি?
উত্তরঃ প্রতিবেদন।
২৬. গবেষণা নকশা কী?
উত্তরঃ গবেষণার যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নিদের্শনা।
২৭. সাক্ষাৎকার কী?
উত্তরঃ সাক্ষাৎকার হলো উপাত্ত, মনোভাব, সংবাদ, অনুভূতি আদান-প্রদানের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সামনা সামনি অবস্থায় মৌখিক আলাপ।
২৮. মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দাও ।
উত্তরঃ মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ হলো কোন গবেষক কৃষির তথ্য “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো” কর্তৃক প্রকাশিত “বাংলাদেশ কৃষিবর্ষ গ্রন্থ” হতে সংগ্রহ করে, তবে এই প্রকাশিত তথ্যই মাধ্যমিক তথ্য।
২৯. মাধ্যমিক তথ্যের উৎস কি কি?
উত্তরঃ মাধ্যমিক তথ্যের উৎস হচ্ছে-(১) প্রকাশিত উৎস (২) অপ্রকাশিত উৎস।
৩০. চলক কি?
উত্তরঃ কোন কিছুর পরিবর্তনশীল রাশিকে চলক বলা হয়৷
৩১. স্বাধীন চলক কি?
উত্তরঃ যে চলক অন্য কোন চলকের সাহায্য ছাড়া কোন কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলা হয়৷
৩২. Scientific Social Survey and Research গ্রন্থের লেখক কে?
উত্তরঃ Scientific Social Survey and Research গ্রন্থের লেখক P.V. Young.
৩৩. অনুমান কাকে বলে?
উত্তরঃ অনুমান বলতে বোঝায় এমন কিছু উপাত্ত যা গবেষণার জন্য তৈরি হয় এর জন্য কোন পরীক্ষণের প্রয়োজন হয় না।
ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. বিভিন্ন ধরনের সহ-সম্বন্ধ আলোচনা কর।
২. সামাজিক গবেষণার সংজ্ঞা দাও।
৩. কেস স্টাডি পদ্ধতি সমূহ কি কি?
৪. বিস্তার পরিমাপ বলতে কি বুঝায়?
৫. অনুমান ও অনুকল্পের পার্থক্য লিখ।
৬. সামাজিক জরিপের সংজ্ঞা দাও।
৭. সাক্ষাৎকারের ৫টি সুবিধা লেখ।
অথবা, সাক্ষাৎকার পদ্ধতির পাঁচটি সুবিধা লিখ।
৮. সাক্ষাৎকারের পূর্বশর্তগুলো কি কি?
৯. সামাজিক গবেষণার মূল্যবোধ বলতে কি বুঝ?
১০. সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার বর্ণনা কর।
অথবা, সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার ও সমস্যা আলোচনা কর।
১১. শ্রেণিবদ্ধকরণের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখ।
অথবা, উত্তম শেণিকরণের বৈশিষ্ট্যগুলি কি?
১২. গণসংখ্যার নিবেশন প্রস্তুতের ধাপগুলো লিখ।
১৩. ক্রমযোজিত গণসংখ্যা কি?
নিচের উপাত্ত থেকে গড় নির্ণয় করঃ
500, 1000, 1500, 2000, 3000, 1500, 500
১৪. কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কোন গড়টি উৎকৃষ্ট এবং কেন?
অথবা, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উত্তম পদ্ধতি কোনটি এবং কেন?
অথবা, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পদ্ধতি কোনটি এবং কেন?
১৫. নিম্নের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় করঃ
৭, ১৩, ১০, ৫, ১১, ২, ১৮, ১৫।
১৬. নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করঃ
৫, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৬, ১৮, ২০
১৭. সংশ্লেষণ ও নির্ভরাংকের মধ্যে সম্পর্ক লিখ। ৯৯%
অথবা, সংশ্লেষণ ও নির্ভরাংকের মধ্যে সম্পর্ক কি?
১৮. সংশ্লেষাংক বলতে কি বুঝায়?
১৯. বই থেকে পরিমিত ব্যবধান নির্ণয় কর।
২০. বই থেকে পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক নির্ণয় কর।
২১. সংশ্লেষ কাকে বলে? সংশ্লেষ কত প্রকার ও কি কি?
২২. পরম ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য দেখাও।
অথবা, অনপেক্ষ ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য দেখাও।
অথবা, অনপেক্ষ ও আপেক্ষিক বিস্তার পরিমাপের বৈসাদৃশ্য আলোচনা কর।
২৩. প্রদত্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করঃ
10, 12, 15, 18, 20, 22, 25,301
২৪. নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করঃ
7, 10, 12, 15, 181
ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. সামাজিক গবেষণার সীমাবদ্ধতা লিখ।
২. সামাজিক জরিপ কি? বাংলাদেশে সামাজিক জরিপ পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা কর।
অথবা, সামাজিক জরিপের সংজ্ঞা দাও।
৩. সামাজিক জরিপ পদ্ধতির অসুবিধা বর্ণনা কর।
৪. অনুসন্ধানমূলক গবেষণার উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
৫. ঘটনা অনুধ্যান কী? এর সুবিধা অসুবিধাসমূহ আলোচনা কর।
৬. গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা কর।
৭. গবেষণা নকশার গুরুত্ব আলোচনা কর ।
৮. গবেষণা প্রতিবেদন লিখন এর প্রচলিত রীতি সমূহ খোলোচনা কর ।
৯. বাংলাদেশের সামাজিক গবেষণার সমস্যাসমূহ বর্ণনা কর।
১০. সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহারের সীমাবদ্ধতা আলোচনা কর।
১১. মাধ্যমিক তথ্য কি? মাধ্যমিক তথ্য সংগ্রহের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
১২. গণসংখ্যা নিবেশন কাকে বলে? নিম্নের উপাত্তগুলোর মাধ্যমে উপযুক্ত শ্রেণি ব্যাপ্তি সহ গণসংখ্যা নিবেশন প্রস্তুত করঃ
৪০, ৩৮, ৪৪, ২৮, ৬০, ২১, ৩৫, ৪২, ৪০, ৩৬
৫০, ৬৭, ২৫, ৫৮, ৩০, ৪৮, ৬৫, ৩৫, ৫৫, ৩৯
৭২, ৪৪, ৭০, ৫৫, ৫৩, ২১, ৭৬, ৪৬, ৫৭, ৬৭
৫১, ৩৪, ৪১, ৫৬, ৬২, ৪২, ৬৪, ৭৩, ৩৮, ৪১,
১৩. সামাজিক গবেষণায় তথ্য সংগ্রেহর পদ্ধিত কী? তথ্য সংগ্রেহর পদ্ধিত হিসেবে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
১৪. তালিকাবদ্ধকরণ কী? তালিকাবদ্ধকরণের প্রকারভেদ আলেচনা কর।
১৫. বাংলাদেশের পরিবেশ নীতি পর্যালোচনা কর।
১৬. সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ধাপগুলো পর্যালোচনা কর।
১৭. সামাজিক গবেষণার প্রকারভেদ আলোচনা কর।
১৮. সামাজিক জরিপের সুবিধা ও অসুবিধা আলোচনা কর ।
১৯. কেস স্টাডি বলতে কি বুঝায়? কেস স্টাডি পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।
অথবা, কেস স্টাডির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
অথবা, কেস স্টাডি পদ্ধতির সুবিধাসমূহ লিখ।
২০. সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা কর।
২১. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো আলোচনা কর।
২২. ‘জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব পরিবেশ অবনমনের জন্য বহুলাংশে দায়ী’।- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
২৩. বইয়ের যাবতীয় গাণিতিক গড় মধ্যমা নির্ণয় কর ও প্রচুরক নির্ণয় কর।
২৪. অনপেক্ষ বিস্তার পরিমাপ কি? অনপেক্ষ বিস্তার পরিমাপ কত প্রকার ও কি কি? আলোচনা কর।
২৫. কেন্দ্রীয় প্রবণতা আদর্শ পরিমাপক কোনটি এবং কেন আলোচনা কর।
শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।