ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৪ Degree 3rd Year Sociology 5th Paper Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য সমাজবিজ্ঞান ৫ম পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের সমাজবিজ্ঞান ৫ম পত্র পরীক্ষাটি আগামী ০৮ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের সমাজবিজ্ঞান ৫ম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি যার বিষয় হলোঃ পরিবেশ সমাজবিজ্ঞান।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন
- বিষয়ঃ পরিবেশ সমাজবিজ্ঞান
- বিষয় কোডঃ ১৩২০০১
ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. পূর্ণরূপ লিখ-CFC, GAD, ZPG, WED, HDI, FAO, HPI.
২। বায়োম কি?
উত্তরঃ কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডলকে বায়োম বলে।
৩। টেকসই উন্নয়ন কি?
উত্তরঃ টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থানীয় ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে এবং সঠিক অর্থে জীবনের মানোন্নন ঘটায়।
৪। কোন তারিখে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়?
উত্তরঃ ৫ জুন।
৫। “Man and his Environment”-গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ গ্রন্থটি R.H. Lowise এর।
৬। ওজোন স্তর কি?
উত্তরঃ ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে।
৭। বিশ্ব ধরিত্রি সম্মেলন কোথায় প্রথম অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ব্রাজিলের রিওডি জেনিরোতে।
৮। পানিতে আসেনিকের সহনীয় মাত্রা কত?
অথবা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্ৰা কত?
উত্তরঃ ০.০৫ মি. গ্রা./লি. বা ০.০১ পিপিএম
৯। পরিবেশ আদালত কী?
উত্তরঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি পরিবেশ সংক্রান্ত বিধিবিধান ও আইন ভঙ্গ করে তাকে শাস্তি দেওয়ার জন্য যে বিশেষ আদালত রয়েছে তাকে পরিবেশ আদালত বলা হয়।
১০। সর্বশেষ পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ সর্বশেষ পরিবেশ সংরক্ষণ আইন ২০০২ সালে গৃহীত হয়
১১। বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তরঃ বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ ১৯৭৩ সালে জারি করা হয়।
১২। মাধ্যমিক খাদক কাকে বলা হয়?
উত্তরঃ মাংসাশীদেরকে।
১৩। বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়।
১৪। বাস্তুসংস্থানের দুটি উপাদান লিখ।
উত্তরঃ অজীব উপাদান ও সজীব উপাদানের সমন্বয়ে গঠিত।
১৫। জনসংখ্যা কি?
উত্তরঃ একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জন গোষ্ঠীর সমষ্টি হলো জনসংখ্যা।
১৬। ‘Ecology’ শব্দটি কোন কোন শব্দ হতে এসেছে এর অর্থ কি?
উত্তরঃ গ্রিক শব্দ Oikos এবং Logos থেকে। Oikos অর্থ বাড়ি বা বাসস্থান এবং Logos অর্থ জ্ঞান লাভ করা। ‘Ecology’ -শব্দের অর্থ বাস্তু বিদ্যা।
১৭. “Understanding global environment” গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ দাসগুপ্ত সমীর (Dasgupta Samir)
১৮। দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখ ৷ উত্তরঃ চিপকো আন্দোলন ও গ্রীনবেল্ট আন্দোলন।
১৯। বায়ু দূষণ কী?
উত্তরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, বায়ুমন্ডলে কোনো পদার্থ যখন এমন মাত্রায় অবস্থান করে যা মানুষ ও তার পরিবশের জন্য ক্ষতিকর তখন সেই অবস্থাকে বায়ু দূষণ বলে।
২০। কত সালে বাংলাদেশে পরিবেশ নীতি গ্রহণ করা হয়?
উত্তরঃ ১৯৯২ সালে।
২১। Eco-Faminism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম কখন শুরু হয়?
উত্তরঃ ‘Eco-Faminism’ প্রত্যয়টির ব্যবহার প্রথম ১৯৭৪ সালে শুরু হয়।
২২। লবণাক্ততা কী?
উত্তরঃ কোন স্থানে মাটি ও পানিতে আনুপাতিক হারে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে লবণাক্ততা বলে।
২৩। CFC গ্যাসের দুটি উৎসের নাম লিখ ৷
উত্তরঃ CFC গ্যাসের দুটি উৎসের নাম হলো ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, অ্যারোসল, ফোম ও প্লাস্টিক কারখানা প্রভৃতি।
২৪। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লিখ।
উত্তরঃ দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম হলো CO2 এবং CFC
২৫। কিয়োটো প্রটোকল কী?
উত্তরঃ কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি।
২৬। সবুজ কর কী?
উত্তরঃ গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর ওপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে।
২৭। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তরঃ পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হলো- সুন্দর বন।
২৮। বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত?
উত্তরঃ অজীব উপাদান ও সজীব উপাদানের সমন্বয়ে গঠিত।
২৯। অতিনগরায়ণ কি?
উত্তরঃ নগরায়ণের একটি বিরূপ প্রক্রিয়া।
৩০। ‘সুনামি’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? উত্তরঃ সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে উদ্ভূত।
৩১। ‘Ecology’ শব্দের প্রবক্তা কে?
উত্তরঃ জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল (Ernest Haeckel)
৩২। কম্যুনিটি বনায়ন কাকে বলে?
উত্তরঃ একটি সম্প্রদায়ের সকলের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে উঠা বনকে কমিউনিটি বনায়ন বলে।
৩৩. পরিবেশ কি?
উত্তরঃ পরিবেশ হলো মানুষের চারদিকের পারিপার্শ্বিক অবস্থা যা মানুষের উন্নয়ন বৃদ্ধিকে প্রভাবিত করে।
৩৪। পরিবেশ দূষণের প্রধান শিকার কারা?
উত্তরঃ পরিবেশ দূষণের প্রধান শিকার হলো- মানুষ ও জীববৈচিত্র্য।
৩৫। জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তরঃ UNESCO.
৩৬। দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কি কি? উত্তরঃ তিন প্রকার। ১. দুর্যোগপূর্ব পর্যায়, ২. দুর্যোগকালীন পর্যায় ও ৩. দুর্যোগ পরবর্তীকালীন পর্যায়।
৩৭। ‘World Population Centers Relations to Soil’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ গ্রন্থটির লেখক হলেন- Wolfenger.
৩৮। বাস্তুতন্ত্র সম্পর্কে কে প্রথম আলোচনা করেন?
উত্তরঃ জার্মান বিজ্ঞানী আনেস্ট হেগেল ১৮৬৯ সালে।
৩৯। ভৌত পরিবেশ কি?
উত্তরঃ ভৌত পরিবেশ বলতে বায়ুমণ্ডল, বারিমণ্ডল ও অশ্মমণ্ডল নিয়ে গঠিত পরিবেশকে বোঝায়।
৪০। “Environmental sociology is generally defined as the study of the interrelationships between society and the environment.” উক্তিটি কার?
উত্তরঃ অ্যালান স্নাইবার্গ (Allan Schnaiberg)
৪১। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদনের জন্য দায়ী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র বা USA
৪২। পানি দূষণ বলতে কি বুঝ?
উত্তরঃ জীবের উপর মন্দ প্রভাব সৃষ্টিকারী পানির যেকোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনকে পানি দূষণ বলে।
৪৩। নির্বনায়ন কি?
উত্তরঃ কৃত্রিম বা প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ বা যেকোনো কারণে কোনো বনভূমির বৃক্ষরাজি ধ্বংস হয়ে বৃক্ষহীন অঞ্চলে পরিণত হওয়া বা বৃক্ষরাজি হ্রাস পাওয়াকে নির্বনায়ন
বলে।
৪৪। ইকোস্ফিয়ার কি?
উত্তরঃ পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যেসব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে ইকোস্ফিয়ার একত্রে বলে।
৪৫। পরিবেশ সমাজবিজ্ঞান বলতে কী বোঝ?
উত্তরঃ পরিবেশ সমাজবিজ্ঞান হলো এমন একটি বিদ্যা যা সমাজ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক ও প্রভাব নিয়ে আলোচনা করে।
৪৬। দুর্যোগ কি কত প্রকার ও কি কি?
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশর, এক বা একাধিক উপাদানের অনাকাঙ্ক্ষিত কোন পরিবর্তনের ফলে যদি প্রচুর মানুষের জীবনহানি এবং অর্থনীতির দিক থেকে ব্যাপক প্রার্থীর সম্পত্তির ধ্বংস সাধন ঘটে, তবে তাকে দুর্যোগ বলে। দুর্যোগ ব্যবস্থাপনা ৩ প্রকার। যথা- ১. দুর্যোগপূর্ব পর্যায়, ২. দুর্যোগকালীন পর্যায় ও ৩. দুর্যোগ পরবর্তীকালীন পর্যায়।
৪৭। শিল্পায়ন কী শিল্পায়নের ইংরেজী প্রতিশব্দ কি?
উত্তরঃ শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তি গত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে। শিল্পায়নের ইংরেজী প্রতিশব্দ Industialization.
৪৮। ধরিত্রী সম্মেলন কি?
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ রিওড়ি জেনিরো ভিত্তিক আন্দোলনকে ধরিত্রী সম্মেলন বলা হয়।
৪৯। পরিবেশ নীতি কি?
উত্তরঃ পরিবেশর অবক্ষয় রোধকল্পে বিভিন্ন দেশের সরকার কর্তৃক গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপ বা নীতিমালাকে পরিবেশ নীতি বলে।
৫০। প্রাথমিক খাদক বলা হয় কাকে?
উত্তরঃ শাকাসী বা উদ্ভিদভোজীকে।
ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. সামাজিক বনায়ন কাকে বলে?
২। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়?
৩। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়?
৪। কামা জনসংখ্যা বলতে কি বোঝ?
৫। পরিবেশ নীতি বলতে কি বোঝায়?
৬। পরিবেশগত অবক্ষয় ও শরণার্থী কি?
অথবা, পরিবেশগত পরিকল্পনা কি?
৭। শিল্পায়ন ও নগরায়ণ বলতে কি বোঝ?
৮। বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য বলতে কী বোঝায়?
৯। টেকসই উন্নয়ন বলতে কি বুঝায়?
১০। পরিবেশ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।
১১। সামাজিক পরিবেশের পাঁচটি উপাদান লিখ।
১২। লবণাক্ততা অনুপ্রবেশের ফলে সৃষ্ট সমস্যাসমূহ লিখ।
১৩। সংরক্ষিত বন বলতে কি বুঝ?
১৪। জেন্ডার, প্রতিবেশ ও বায়ু দূষণ কী?
অথবা, “প্রতিবেশ কেন্দ্রিকতা” বলতে কি বুঝ?
১৫। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উতসসমূহ লিখ।
ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. পরিবেশ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
২। বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
অথবা, বাংলাদেশের মানুষের ওপর পানি দূষণের প্রভাব আলোচনা কর।
৩। দুর্যোগ ব্যবস্থাপনা কি? দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো বিশ্লেষণ কর।
অথবা, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ আলোচনা কর।
৪। “নারী ও শিশু পরিবেশ দূষণের প্রধান শিকার”-আলোচনা কর।
অথবা, নারী ও শিশুর উপর পরিবেশগত সমস্যার প্রভাব আলোচন কর।
৫। আর্সেনিক কী? আর্সেনিক দূষণের কারণসমূহ আলোচনা কর।
অথবা, আর্সেনিক দূষণের সামাজিক প্রভাবসমূহ বর্ণনা কর।
৬। পরিবেশ সংরক্ষণে নারীর ভূমিকা আলোচনা কর।
৭। বাংলাদেশে সামাজিক বনায়নের গুরুত্ব আলোচনা কর।
৮। পরিবেশের উপর শিল্পায়নের প্রভাব আলোচনা কর।
৯। বিশ্ব উষ্ণায়নরোধে গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
১০। পরিবেশ ও বাস্তুতন্ত্রের মধ্যেকার আন্তঃসম্পর্ক আলোচনা কর।
অথবা, দারিদ্র্য ও পরিবেশের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।
১১। পরিবেশ অবক্ষয়ের কারণসমূহ বিশদভাবে আলোচনা কর।
অথবা, বাংলাদেশের পরিবেশ নীতি পর্যালোচনা কর।
১২। পরিবেশের উপর উন্নয়নের নেতিবাচক প্রভাব আলোচনা কর।
১৩। জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ কর।
১৪। বাংলাদেশে নদী ভাঙনের প্রধান কারণগুলো উদাহরণসহ আলোচনা কর।
১৫। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরন আলোচনা কর।
শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।