ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে ২০২৪

ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে Degree Admission Fee  and Documents অনেক শিক্ষার্থীরাই তা জানতে চান। আজকের এই লেখায় আমরা ডিগ্রি ভর্তি হতে কতটাকা লাগতে পারে এবং যেসকল ডকুমেন্ট এর প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

গত ০০ ২০২৪ তারিখে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ১ম মেরিট এর তালিকা প্রকাশ করা হয়েছে এবং ০০ ২০২৪ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ডিগ্রি ভর্তি নেয়া শুরু হয়েছে এবং ০০ ২০২৪ পর্যন্ত চলতে থাকবে।

ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগবে?

ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগবে? এটা মূলত নির্ভর করে আপনি সরকারি কলেজে ভর্তি হবেন নাকি বেসরকারি কলেজ। কারণ সরকারি এবং বেসরকারি কলেজভেদে ভর্তি হতে টাকার পার্থক্য রয়েছে।

  • সাধরনত সরকারি কলেজে ভর্তি হতে সর্বোচ্চ ৪০০০ টাকা বা এর কম বেশি লাগতে পারে।
  • সাধরনত বেসরকারি কলেজে ভর্তি হতে ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা বা এর কম বেশি লাগতে পারে।

ডিগ্রিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে?

ডিগ্রিতে ভর্তি হতে সাধারনত সব কলেজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বলে দেওয়া কাগজপত্র চেয়ে থাকে।

  • অনলাইনে টাকা পরিশোধের মানি রিসিটের কপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল নম্বরপত্র ও সনদপত্র জমা দিতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পাশের নম্বরপত্র, সনদপত্র ও প্রসংশাপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  • শিক্ষা বিরতি সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২ কপি (পাসপোর্ট সাইজের ১টি ছবি নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে লাগাতে হবে।
  • ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ভর্তির আবেদন ফরম ও অন্যান্য কাগজপত্র ০২ সেট ফটোকপি করে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।
  • কোটায় ভর্তির জন্য মনোনীত হলে কোটা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে।
  • ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
  ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন ২০২৪ (উত্তরসহ pdf)

বিঃদ্র: প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠামো অনেক ঝামেলা।

প্রয়োজনীয় কাগজপত্র যেভাবে সাজাতে হবে

  • অনলাইন এ পূরণকৃত ভর্তির ফরম। (কলেজ কপি)
  • অনলাইনে টাকা পরিশোধের মানি রিসিটের কপি।
  • সেমিনার রসিদ ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের নম্বরপত্র, সনদপত্র ও প্রসংশাপত্রের সত্যায়িত ফটোকপি।
  • পাসপোর্ট সাইজ ছবি। (ছবির পিছনে শ্রেণী রোল লেখা সহ)
  • ছবির খামের ভিতরে ছবিগুলো শ্রেণি রোল লিখে আলাদা জমা দিতে হবে।
  • এইচ এস সির মূল মার্কসীট অবশ্যই জমা দিতে হবে এবং অবশ্যই ফটোকপি নিজের কাছে রাখতে হবে।

ডিগ্রি ভর্তির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ ২০২৪

image

ADM CIRCULAR DEGP page 0002

ADM CIRCULAR DEGP page 0003

ডিগ্রি সরকারি কলেজের ভর্তির নোটিশ নমুনা

শিক্ষার্থীদের সুবিধার্থে সরকারি তোলারাম কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি এখানে দেওয়া হলো:

 

সরকারি এবং বেসরকারি কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। তাই আপনি যে কলেজে ভর্তি হবেন তাদের নোটিশ বোর্ড এ দেখে নিবেন যে কি কি কাগজ ভর্তি হতে তাদের দিতে হবে।

তবে সাধরনত সকল কলেজ একই কাগজপত্র চেয়ে থাকে তবে উপরে আবশ্যিক যেসকল ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।

Leave a Comment