বাংলাদেশের সকল শিক্ষা কমিশনসমূহের তালিকা

বাংলাদেশের সকল শিক্ষা কমিশনসমূহের তালিকা। ১৯৪৭ এর আগ পর্যন্ত ব্রিটিশ শাসনামল এই শাসনামল এ মোট ৭ টি শিক্ষা কমিশন হয়। পাকিস্তান শাসনামল  ১৯৪৭ সালের পর ১৯৬৯ সাল পর্যন্ত মোট ৫ টি শিক্ষা কমিশন হয়। এরপর বাংলাদেশ এ এখন পর্যন্ত মোট ৭ টি শিক্ষা কমিশন হয়। 

 

ব্রিটিশ শাসনামল

লর্ড ম্যাকল-এর নিম্নগামী পরিস্রবণ নীতি (১৮১৩):

উইলিয়াম অ্যাডাম শিক্ষা কমিশন (১৮৩৫)

উড-এর ডেসপ্যাচ (১৮৫৪)

উইলিয়ম হান্টার শিক্ষা কমিশন (১৮৮২)

লর্ড কার্জন-এর শিক্ষা সংস্কার সম্মেলন (১৯০১)

মাইকেল স্যাডলার কমিশন (১৯১৭)

সার্জেন্ট কমিশন (১৯৪৪)

 

পাকিস্তান শাসনামল

মওলানা মুহাম্মদ আকরাম খাঁ শিক্ষা কমিশন (১৯৪৯)

আতাউর রহমান খান শিক্ষা কমিশন (১৯৫৭)

এসএম শরীফ শিক্ষা কমিশন (১৯৫৮)

হামুদুর রহমান ছাত্র সমস্যা ও ছাত্রকল্যাণ বিষয়ক কমিশন (১৯৬৪)

নূর খান শিক্ষা কমিশন (১৯৬৯)

 

বাংলাদেশ শাসনামল

জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২)

জাতীয় কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন কমিটি (১৯৭৬)

জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটি (১৯৭৮)

মজিদ খান শিক্ষা কমিশন (১৯৮৩)

মফিজউদ্দীন আহমদ শিক্ষা কমিশন (১৯৮৭)

এম এ বারী শিক্ষা কমিশন (২০০১)

কবির চৌধুরী শিক্ষা কমিশন (২০০৯)

Leave a Comment