মধ্যযুগের কবিতা সাজেশন অনার্স বাংলা ২য় বর্ষ Honours 2nd Year Modhojuger Kobita Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য মধ্যযুগের কবিতা সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের মধ্যযুগের কবিতা পরীক্ষাটি আগামী ০৮ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য মধ্যযুগের কবিতা সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন
- বিষয়ঃ মধ্যযুগের কবিতা সাজেশন
- বিষয় কোডঃ ২২১০০৩
মধ্যযুগের কবিতা সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। কবিকঙ্কন কোন কবির উপাধি?
উত্তরঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি।
২। মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি প্রদান করেন কে?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি প্রদান করেন জমিদার রঘুনাথ রায়।
৩। চণ্ডীমঙ্গল কাব্য কয়টি খণ্ডে বিভক্ত?
উত্তরঃ চণ্ডীমঙ্গল কাব্য তিনটি খণ্ডে বিভক্ত।
৪। ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের মর্ত্য খণ্ডের নাম কী?
উত্তরঃ ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের মর্ত্য খণ্ডের নাম আক্ষেটিক খণ্ড।
৫। দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে মর্ত্যলোকে কে আগমন করে?
উত্তরঃ শিবভক্ত ইন্দ্রপুত্র নীলাম্বর শাপগ্রস্ত হয়ে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে মর্ত্যলোকে আগমন করে।
৬। মর্ত্যে কালকেতুর মায়ের নাম কী?
উত্তরঃ মর্ত্যে কালকেতুর মায়ের নাম নিদয়া।
৭। কালকেতু নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয়?
উত্তরঃ কালকেতু নাম ধারণ করে পৃথিবীতে স্বর্গের নীলাম্বর জন্ম নেয়।
৮। ফুল্লরা কিসের প্রতীক?
উত্তরঃ ফুল্লরা দুখিনী নারীর প্রতীক।
৯। কালকেতুর প্রতিষ্ঠিত নগরের নাম কী?
উত্তরঃ কালকেতুর প্রতিষ্ঠিত নগরের নাম গুজরাট।
১০। “সোনা-রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল” —উক্তিটি কার?
উত্তরঃ উক্তিটি কালকেতু উপাখ্যানের বেনে-মুরারি শীলের।
১১. বারোমাস্যা কী?
উত্তরঃ মঙ্গলকাব্যে বর্ণিত নায়ক-নায়িকার বারোমাসের দুঃখের বিবরণকে বারোমাস্যা বলে।
১২। ‘অন্নদামঙ্গল’ কাব্যের প্রকাশকাল লেখ।
উত্তরঃ ‘অন্নদামঙ্গল’ কাব্যের প্রকাশকাল ১৮১৬ খ্রিস্টাব্দ।
১৩। ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তরঃ ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ।
১৪। মানসিংহ-ভবানন্দ উপাখ্যান কতটি অনুচ্ছেদে বিভক্ত?
উত্তরঃ মানসিংহ-ভবানন্দ উপাখ্যান ৪৫টি অনুচ্ছেদে বিভক্ত।
১৫। কোন তিথিতে অন্নদা দেবীর পূজা হয়ে?
উত্তরঃ চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নদা দেবীর পূজা হয়।
১৬। হরিহোড়ের বাবার নাম কী?
উত্তরঃ হরিহোড়ের বাবার নাম বিষ্ণুহোড়।
১৭। ভবানন্দ মজুমদারের গ্রামের নাম কী?
উত্তরঃ ভবানন্দ মজুমদারের গ্রামের নাম আন্দুলিয়া।
১৮। স্বর্গে ভবানন্দের নাম কী ছিল?
উত্তরঃ স্বর্গে ভবানন্দের নাম ছিল নলকবর।
১৯। ঈশ্বরী পাটুনী কে?
উত্তরঃ ঈশ্বরী পাটুনী গাঙ্গিনী নদীর খেয়া পারাপারের মাঝি
২০। ঈশ্বরী পাটুনী দেবীর কাছে কী বর চেয়েছিল?
উত্তরঃ ঈশ্বরী পাটুনী দেবীর কাছে তার সন্তান দুধে ভাতে থাকার বর চেয়েছিল।
২১। প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন?
উত্তরঃ প্রতাপাদিত্য যশোরের রাজা ছিলেন।
২২। অন্নদার সখীর নাম কী?
উত্তরঃ অন্নদার সখীর নাম বিজয়া।
২৩। ‘লায়লী-মজনু’ কাব্য সম্পাদনা করেন কে?
উত্তরঃ ‘লায়লী-মজনু’ কাব্য সম্পাদনা করেন আহমদ শরীফ।
২৪। লায়লী-মজনু কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ লায়লী-মজনু কাব্য ১৯৫৭ সালে প্রকাশিত হয়।
২৫। লায়লী-মজনু কাব্য কে সম্পাদনা করেন?
উত্তরঃ লায়লী-মজনু কাব্য আহমদ শরীফ সম্পাদনা করেন।
২৬। ‘লায়লী-মজনু’ কোন ধরনের কাব্য?
উত্তরঃ ‘লায়লী-মজনু’ বিয়োগান্ত রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য।
২৭। ‘আসক’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘আসক’ শব্দের অর্থ আল্লাহর প্রেমিক।
২৮। মজনুর প্রকৃত নাম কী?
উত্তরঃ মজনুর প্রকৃত নাম কএস।
২৯। মজনু শব্দের অর্থ কী?
উত্তরঃ মজনু শব্দের অর্থ পাগল বা উন্মাদ
৩০। লায়লীর বাবার নাম কী?
উত্তরঃ লায়লীর বাবার নাম মালিক।
৩১। কার সঙ্গে লায়লীর বিবাহ হয়েছিল?
উত্তরঃ ইবনে সালামের পুত্রের সাথে লায়লীর বিয়ে হয়েছিল।
৩২। হেতুবতী কে?
অথবা, ‘লায়লী-মজনু’ কাব্যে হেতুবতী কে?
উত্তরঃ বিয়েতে লায়লীকে অনুপ্রাণিত করতে লায়লীর মা যাকে নিয়োগ করেছিল তার নাম হেতুবতী।
৩৩। নয়ফলরাজের সঙ্গে মজনুর কোথায় দেখা হয়েছিল?
উত্তরঃ নয়ফলরাজের সঙ্গে মজনুর নজদ বনে দেখা হয়েছিল।
৩৪। আলাওল কত খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন?
অথবা, আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যের রচনাকাল উল্লেখ কর।
উত্তরঃ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যের রচনাকাল ১৬৪৮ খ্রিস্টাব্দে।
৩৫। পদ্মাবতী কাব্য কোন ভাষা থেকে অনূদিত?
উত্তরঃ পদ্মাবতী কাব্য হিন্দি ভাষা থেকে অনূদিত ।
৩৬। আলাওলের পৃষ্ঠপোষক কে?
উত্তরঃ আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
৩৭। “তাম্বুল রাতুল হৈল অধর পরশে” –চরণটির অর্থ লেখ।
উত্তরঃ “তাম্বুল রাতুল হৈল অধর পরশে” —চরণটির অর্থ হলো ঠোটের স্পর্শে পান লাল হলো।
৩৮। ‘পদ্মাবতী’ কাব্যে কতটি দ্বীপের উল্লেখ রয়েছে?
উত্তরঃ ‘পদ্মাবতী’ কাব্যে ৯টি দ্বীপের উল্লেখ রয়েছে।
৩৯। সমুদ্রে ভাসমান পদ্মাবতীকে কে রক্ষা করে?
উত্তরঃ সমুদ্রে ভাসমান পদ্মাবতীকে সমুদ্রকন্যা লক্ষ্মী রক্ষা করে।
৪০। পদ্মাবতী কোন রাজ্যের রাজকন্যা?
উত্তরঃ পদ্মাবতী সিংহল দ্বীপের রাজ্যের রাজকন্যা।
৪১। রাঘবচেতনকে পদ্মাবতী কী দিয়েছিলো?
উত্তরঃ রাঘবচেতনকে পদ্মাবতী হাতের কঙ্কন দিয়েছিল ।
৪২। রত্নসেনের প্রথম স্ত্রীর নাম কী?
উত্তরঃ রত্নসেনের প্রথম স্ত্রীর নাম নাগমতি।
৪৩। চিতোরের রাজা কে?
উত্তরঃ চিতোরের রাজা রত্নসেন।
মধ্যযুগের কবিতা সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলা হয় কেন?
অথবা, মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন।
২। কালকেতুর বিবাহের বর্ণনা দাও ।
৩। কালকেতুর ভোজনের বর্ণনা দাও।
অথবা, কালকেতুর ভোজন পর্বের বর্ণনা দাও।
৪। ফুল্লরার পরিচয় দাও।
অথবা, ফুল্লরার চরিত্র সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ফুল্লরা চরিত্রের বাস্তবতা ও বৈশিষ্ট্য
৫। “আছিলাম একাকিনী বসিয়া কাননে।
আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে৷”- কোন প্রসঙ্গে, কে, কাকে এ কথা বলেছে?
অথবা, “আছিলাম একাকিনী বসিয়া কাননে।
°আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে৷”- কে, কেন বলেছে?
৬। কালকেতর ধন প্রাপ্তির বর্ণনা দাও।
৭। “সোনা-রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল।
ঘসিয়া মাজিয়া বাপু করাছ উজ্জল৷৷” —বিশ্লেষণ কর।
৮। “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়”- ব্যাখ্যা কর।
৯। ভবানন্দ মজুমদারের জন্ম ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর।
১০। দেবী অন্নদার ভবানন্দের গৃহে যাত্রার কারণ কী?
১১। “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” -এ উক্তিটির তাৎপর্য লেখ।
১২। মানসিংহের বাংলায় আগমনের কারণ কী?
১৩। দাসু-বাসু কে? সংক্ষেপে তাদের পরিচয় দাও।
অথবা, দাসু-বাসু কাহিনি সংক্ষেপে লেখ ।
১৪। যাবনী মিশাল ভাষা কী?
অথবা, ‘যাবনী মিশাল’ ভাষা বলতে কী বুঝ?
অথবা, ‘যাবনী মিশাল’ ভাষা কী? ব্যাখ্যা কর ।
অথবা, ‘অন্নদামঙ্গল’ কাব্যে কবি ‘যাবনী মিশাল’ ভাষা ব্যবহার করেছেন –এই প্রসঙ্গে কবির অভিমত ব্যাখ্যা কর।
১৫। কয়েস চরিত্রে শিশুকালে কী কী বৈশিষ্ট্য দেখা যায়?
১৬. লায়লীর রূপ বর্ণনা কর।
১৭। গৃহবন্দী লায়লীর সাথে মজনু কতবার এবং কীভাবে দেখা করেছিল?
অথবা, লায়লী গৃহবন্দী হলে মজনু তার সঙ্গে দেখা করার জন্য কী কী কৌশল অবলম্বন করে?
অথবা, গৃহবন্দি লায়লীর সাথে মজনু কীভাবে দেখা করেছিল?
১৮। লায়লীর জন্য পাগলপ্রায় মজনুকে বিজ্ঞ চিকিৎসক কী কী পরামর্শ দিয়েছিলেন?
১৯। নজদবনে লায়লী-মজনুর মধ্যে কী কথোপকথন হয়েছিল?
২০। চৌতিশা কী? ‘লায়লী-মজনু’ কাব্যে চৌতিশার বিষয়গুলো আলোচনা কর।
২১। রত্নসেনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২২। নাগমতি কে? তার পরিচয় দাও।
২৩। ‘পদ্মাবতী’ কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও।
অথবা, পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের পরিচয় দাও।
অথবা, সংক্ষেপে সিংহল দ্বীপের বর্ণনা দাও।
২৪। চিতোরের শেষ পরিণতি কী হয়েছিল? বর্ণনা কর।
মধ্যযুগের কবিতা সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ‘কালকেতু উপাখ্যান’ অবলম্বনে মুকুন্দরাম চক্রবর্তীর কবিধর্ম ও শিল্পকর্মের পরিচয় দাও।
অথবা, মুকুন্দরাম কী জীবন রসিক কবি? আলোচনা কর।
অথবা, মুকুন্দরাম চক্রবর্তীর কবি-প্রতিভার পরিচয় দাও।
২। “মুকুন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন।” –আলোচনা কর।
৩। “মধ্যযুগে কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর মত এতবড় বাস্তবধর্মী জীবনবাদী কবি আর জন্মগ্রহণ করেননি।” কালকেতু উপাখ্যান অবলম্বনে আলোচনা কর।
অথবা, “মুকুন্দরাম ছিলেন গ্রামীণ সমাজের রূপকার।” উপাখ্যান
অবলম্বনে উক্তিটির সত্যতা বিচার কর।
৪। ‘কালকেতু উপাখ্যান’ অবলম্বনে কালকেতুর চরিত্র বিশ্লেষণ কর।
অথবা, কালকেতু উপাখ্যান অবলম্বনে কালকেতুর চরিত্র বিস্তারিত আলোচনা কর।
অথবা, কালকেতুর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর।
৫। ‘কালকেতু উপাখ্যান’ অবলম্বনে মুরারী শীল চরিত্রটি বিশ্লেষণ কর।
অথবা, কালকেতু উপাখ্যান অবলম্বনে মুরারি শীলের চারিত্রিক বৈশিষ্ট্য উপস্থাপন কর ।
৬। ‘মানসিংহ-ভবানন্দ’ উপাখ্যান অবলম্বনে কবি ভারতচন্দ্রের শিল্প সফলতার পরিচয় দাও।
অথবা, ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’-এ ভারতচন্দ্র রায়গুণাকরের ভাষা-ছন্দ ও অলংকারের শৈল্পিক ব্যবহারের পরিচয় দাও।
অথবা, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের শিল্পকুশলতার পরিচয় দাও।
৭। “ভারতচন্দ্র বাগবৈদগ্ধ্যের কবি”—উক্তিটির সত্যাসত্য বিচার কর।
অথবা, “ভারতচন্দ্র ছিলেন মূলত নাগরিক বৈদগ্ধ্যের কবি।”— উক্তিটি বিচার কর।
৮। “ভারতচন্দ্রের রস, রুচি ও জীবনবোধে আঠার শতকের সামাজিক অবক্ষয়ের চিহ্ন প্রকটিত হয়েছে।”- ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’ অবলম্বনে এ উক্তির সত্যতা যাচাই কর।
অথবা, ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’ অবলম্বনে ভারতচন্দ্রের ব্যঙ্গরস নৈপুণ্যের পরিচয় দাও।
৯। ‘মানসিংহ-ভবানন্দ’ উপাখ্যানে বিধৃত তৎকালীন সমাজ সংস্কৃতির পরিচয় দাও।
অথবা, ‘মানসিংহ-ভবানন্দ’ উপাখ্যানে বিধৃত তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও।
১০। “উচ্চবর্ণের চরিত্র অপেক্ষা নিম্নবর্ণের চরিত্র অঙ্কনে ভারতচন্দ্র অধিক সাফল্য দেখিয়েছেন।” — আলোচনা কর।
অথবা, ““মানসিংহ-ভবানন্দ’ উপাখ্যানে উচ্চবর্ণের চরিত্র অপেক্ষা নিম্নবর্ণের চরিত্রগুলো অধিক জীবন্ত ও সার্থক। ” আলোচনা কর।
১১। দৌলত উজির বাহরাম খানের শিল্পরুচি, কবিত্ব ও মনীষার বৈশিষ্ট্য নিরূপণ কর।
১২। ‘লায়লী-মজনু’ কাব্যের নাট্যগুণ আলোচনা কর।
১৩। ‘লায়লী-মজনু’ কাব্য কি সার্থক ট্র্যাজেডি? যুক্তিসহ আলোচনা কর।
অথবা, রস বিচারে ‘লায়লী-মজনু’ কাব্যকে সার্থক ট্র্যাজেডি বলা যায় কী? তোমার মতামত দাও।
১৪। লায়লী-মজনুকে কেন রোমান্স কাব্য বলা হয়েছে? আলোচনা কর।
অথবা, রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে ‘লায়লী-মজনু’ কাব্যের সার্থকতা বিচার কর।
অথবা, রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে ‘লায়লী-মজনু’ কাব্যের পরিচয় উপস্থাপন কর।
১৫। “লায়লী-মজনু’ কাব্যে মজনু অপেক্ষা লায়লীই অধিক সক্রিয়।” উক্তির যৌক্তিকতা দেখাও ৷
অথবা, “লায়লী-মজনু’ কাব্যে মজনু অপেক্ষা লায়লীই অধিক সক্রিয়।” আলোচনা কর ।
১৬। ““পদ্মাবতী ’ অনুবাদ কাব্য হলেও মৌলিক।”— আলোচনা কর।
অথবা, “পদ্মাবতী অনুবাদ কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক।” –এ উক্তিটির যৌক্তিকতা বিচার কর।
অথবা, “পদ্মাবতী অনুবাদ কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক”। —আলোচনা কর।
১৭। “পদ্মাবতী মূলত মানবপ্রেমের কাব্য।” –বিশ্লেষণ কর।
১৮। আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যে বর্ণিত বাঙালি সংস্কৃতির পরিচয় দাও।
১৯। পদ্মাবতীর রূপ বর্ণনা কর।
অথবা, পদ্মাবতীর রূপ বর্ণনায় আলাওলের কবিকৃতি আলোচনা কর।
২০। “নাগমতির চরিত্র ট্র্যাজিক বেদনায় আচ্ছন্ন।”— আলোচনা কর।
২১। ‘পদ্মাবতী’ কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও।
২২। ‘পদ্মাবতী’ অবলম্বনে আলাওলের কবিধর্ম ও শিল্পকুশলতার পরিচয়দাও।
শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন মধ্যযুগের কবিতা নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।