সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন ও সমাধান

সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন ও সমাধান নিয়ে হাজির হয়েছি। সমাজসেবা অধিদপ্ত প্রতিবছর বিভিন্ন খালি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাই যারা সমাজসেবা অধিদপ্তরের পরিক্ষা দিতে চান তারা পরিক্ষার পূর্বে বিগত সালের প্রশ্ন গুলোর সমাধান দেখে নিলে পরিক্ষার হলে খুব সহজেই প্রশ্ন সমাধান করা সম্ভব।

সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন পদের প্রশ্ন সমাধান ২০২৪

সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন পদের প্রশ্ন সমাধান দেখে নিন কারন এখান থেকেই সমাজসেবা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে। তাই নিম্নে দেওয়া বিগত সালের সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন পদের প্রশ্ন সমাধান দেখে নিন।

সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন ও সমাধান

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের প্রশ্ন সমাধান ২০২৪

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা ২১শে অক্টোবর ২০২২ অনুষ্ঠিত হয়েছিল সেটির পূর্ণাঙ্গ সমাধান এখানে দেওয়া হলো:

১. x – y = 2 এবং xy= 24 হলে (x + y) 2 এর মান কত?

ক. ১০

খ. ৯০

গ. ১০০

ঘ. ২০

উত্তর: গ

২. কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

ক. ৬/৫

খ. ১/২

গ. ১/২

ঘ. ১১/১২

উত্তর: ক

৩. কোনটি বড়?

ক. ০.০৫

খ. ০.৫

গ. ০.২৫

ঘ. ০.৫৫

উত্তর: ঘ

৪. ল.সা.গু এর পূর্ণরূপ কী?

ক. লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক

খ. লঘিষ্ঠ সাধারণ গুণফল

গ. লঘিষ্ঠ সাধারণ গুণিতক

ঘ. লঘিষ্ঠ সাধারণ গুণক

উত্তর: গ

৫. বৃত্তের দৈর্ঘ্যেকে কী বলে?

ক. জ্যা

খ. ব্যাস

গ. পরিধি

  প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাংক ও সমাধান ২০২৪

ঘ. বৃত্তচাপ

উত্তর: গ

৬. কোনটি বর্ণসংখ্যা নয়?

ক. ১

খ. ৩

গ. ৫

ঘ. ৬

উত্তর: গ

৭. দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুইটি কত?

ক. ৪ ও ৯

খ. ১ ও ২

গ. ১৬ ও ২৫

ঘ. ৩৬ ও ৪৯

উত্তর: খ

৮. কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?

ক. ১০০০

গ. ১৮০০

খ. ১৪০০

ঘ. ২২০০

উত্তর: ক

৯. ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ৭%

খ. ৯%

গ. ৮%

ঘ. ৬%

উত্তর: গ

১০. কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

ক. ৮ মিটার

গ. ১২ মিটার

খ. ৪ মিটার

ঘ. ২ মিটার

উত্তর: ক

১১. x = 2, y = 4 হলে 7x – 3y = ?

ক. 2

খ. 4

গ. 7

ঘ. 1

উত্তর: ক

১২. কোনো আসল সরল সুদে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

ক. ২০%

খ. ১০%

গ. ৫%

ঘ. ৩০%

উত্তর: ক

১৩. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ?

ক. সমবাহু

খ. সূক্ষ্মকোণী

গ. সমকোণী

ঘ. চুলকোণী

উত্তর: গ

১৪. সমবাহু ত্রিভূজের প্রতিটি কোণের পরিমাণ-

ক. ৬০°

  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট প্রশ্ন সমাধান ২০২২

খ. ৩০°

গ. ৭০°

ঘ. ৮০°

উত্তর: ক

১৫. দুইটি কোণের সমষ্টি ৯০° হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?

ক. সম্পূরক কোণ

খ. পূরক কোণ

গ. সরলকোণ

ঘ. স্থুলকোণ

উত্তর: খ

১৬. চীন দেশের কোন ভ্রমকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

ক. আই সিং

খ. ফা-হিয়েন

গ. হিউয়েন সাং

ঘ. ইবনে বতুতা

উত্তর: খ

১৭. ইখতিয়ার উদ্দিন মোহম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন?

ক. ১২০০ সালে

খ. ১২০৪

গ. ১২১২ সালে

ঘ. ১২১১

উত্তর: খ

১৮. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?

ক. হুমায়ূন

খ. বাবর

গ. আকবর

ঘ. জাহাঙ্গীর

উত্তর: ক

১৯. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?

ক. ইব্রাহিম খান

গ. শায়েস্তা খান

খ. ইসলাম খান

ঘ. জাহাঙ্গীর

উত্তর: খ

২০. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়-

ক. ১ জুলাই, ২০১৯

খ. ১ জুলাই, ১৯২১

গ. ১ জুলাই, ১৯১৯

ঘ. ১ জুলাই, ১৯২৩

উত্তর: খ

২১. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক. ১৯১৬

গ. ১৯২০

খ. ১৯০৫

ঘ. ১৯১১

উত্তর: ঘ

২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে?.

ক.১৫ বার

খ. ১৬ বার

গ. ১৭ বার

ঘ.১৮ বার

উত্তর: গ

২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?

ক. ১৫২

খ. ১৫১

গ. ১৪৮

ঘ. ১৫৩

উত্তর: ঘ

 

Leave a Comment