এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সাজেশন ২০২৪ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা। এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সাজেশন থেকে পরীক্ষার পূর্বে অনুশীলন করলে আশা করি এখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই পরীক্ষার পূর্বে এখান থেকে প্রস্তুতি নিতে পারবে।
- বিষয়: বাংলা ১ম পত্র
- বিষয় কোড: ১০১
- প্রশ্নের ধরন: বহুনির্বাচনি
- পূর্ণমান: ৩০ লিখিত
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সাজেশন ২০২৪
১) “সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য”- ‘বিলাসী’ গল্পের এ বাক্যে ‘শ্বশুর’ বলতে কাকে বুঝানো হয়েছে?
ক. নালতের মিত্তিরকে
খ.. মৃত্যুঞ্জয়কে
গ. ন্যাড়াকে
ঘ. বিলাসীর বাবাকে
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ১৯৩৩ সালে
খ. ১৯৩৪ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯৩৬ সালে
৩. মাসি-পিসি জলে কী ভিজিয়ে রাখে?
ক. পুরনো বালিশ
খ. ছেঁড়া কাঁথা
গ. কাঁথা-বালিশ
ঘ. কাঁথা-কম্বল
৪. বায়ান্নর ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় বঙ্গবন্ধুর জেলসঙ্গী কে?
ক. মহিউদ্দিন আহমদ
খ.. খোন্দকার মোশতাক
গ. তাজউদ্দীন আহমেদ
ঘ. মওলানা ভাসানী
৫. ‘রেইনকোট’ গল্পে কে দরজায় প্রবল কড়া নাড়ছিল?
ক. মিলিটারি
গ. নুরুল হুদা
খ. ইসহাক মিয়া
ঘ. আবদুস সাত্তার
৬) “ দেখ, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে”- এ বাক্যে ‘দৈর্ঘ্যের তুলনা’ কিসের ইঙ্গিত বহন করে?
ক. উচ্চতার তুলনা
গ. সাহসের তুলনা
খ. ব্যক্তিত্বের তুলনা
ঘ. হৃদ্যতার তুলনা
৭. ‘আমি শ্যামের হাতের বাঁশরী’- ‘বিদ্রোহী’ কবিতায় শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. মহাদেবকে
গ. কৃষ্ণকে
খ. বিষ্ণুকে
ঘ. নারায়ণকে
৮. ‘নেহারি’ শব্দের অর্থ কী?
ক. হার না মানা
খ. অনুসন্ধান করা
গ. প্রত্যক্ষ করে
ঘ. মাথা নত করে
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
“সবাই যখন বুদ্ধি জোগায়
আমরা করি ভুল,
সাবধানীরা বাঁধ বাঁধে সব
আমরা ভাঙি কূল।”
৯) উদ্দীপকের ভাবের সঙ্গে নিচের কোন চরণটির মিল রয়েছে?
ক. আঠারো বছর বয়স ভয়ংকর
খ. এ বয়সে কানে আসে কত মন্ত্রণা
গ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
ঘ. এ বয়স জানে রক্তদানের পুণ্য
১০. উদ্দীপকে ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন ভাবটি প্রকাশিত হয়েছে?
ক. যন্ত্রণা
গ. সম্ভাবনা
খ. দুঃসাহস
ঘ. সতর্কতা
১১. ‘একুশের কৃষ্ণচূড়া কিসের প্রতীক?
ক. আমাদের সংগ্রামের
খ.. আমাদের ভালোবাসার
গ. আমাদের চেতনার
ঘ. আমাদের বিজয়ের
১২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ কিসে ভরপুর?
ক. স্মৃতিগন্ধে
খ. স্মৃতিকথায়
গ. স্মৃতিচেতনায়
ঘ. স্মৃতিমালায়
১৩. “আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো”— এখানে ‘তার’ বলতে কবি কার কথা বুঝিয়েছেন?
ক. নিজেকে
খ. পূর্বপুরুষকে
গ. মুক্তিযোদ্ধাকে
ঘ. ভাইকে
১৪. উনোনের আগুনে কী আলোকিত হয়ে ওঠে?
ক. জানালা
খ. দরজা
গ. ঘরের চালা
ঘ. উঠোন
১৫. নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কে?
ক. ওয়াটস
খ. ক্লেটন
গ. ডেক
ঘ. হলওয়েল
১৬. ‘যত বড় মুখ নয় তত বড় কথা”- এ উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে—
i. বাঙালিদের কথা ইংরেজদের পছন্দ হয় না
ii. ইংরেজদের কাছে বাঙালি তুচ্ছ জাতি
iii. ইংরেজদের দৃষ্টিতে বাঙালি কাপুরুষ।
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. iiii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. আমার শেষ যুদ্ধ পলাশিতেই” – উক্তিটি কার?
ক. মোহনলালের
খ. সিরাজউদ্দৌলার
Iঘ. সাফের
গ. মিরমদানের
১৮. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
কোনটি?
ক. মানসী
গ. বনফুল
খ. সোনার তরী
ঘ. চিত্রা
১৯. “ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন”— এই ফল্গু নদীর বৈশিষ্ট্য কী?
ক. অন্তঃসলিলা
খ. খরস্রোতা
গ. জোয়ার-ভাটাহীন
ঘ. শান্ত
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও : বিষয় সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে যেসব শিক্ষার্থী এসেছিল কেবল তারাই শ্রেণিকক্ষের পাঠদান বুঝতে পারল। বোঝানোর জন্য শিক্ষক তো আছেনই, এই ভরসায় যারা শ্রেণিকক্ষে গিয়েছিল তাদের অর্জন শূন্য।
২০. উদ্দীপকের শিক্ষক ‘আমার পথ’ প্রবন্ধের কার
সাথে সাদৃশ্যপূর্ণ ?
ক. কর্ণধার
গ. প্রাবন্ধিক
খ. গান্ধীজি
ঘ. পথপ্রদর্শক
২১. উদ্দীপকটি ‘আমার পথ’ প্রবন্ধের যে অনুষঙ্গকে ধারণ করে তা হলো-
- দাসত্ব ii. স্বাবলম্বন iii. পরাবলম্বন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii
ঘ. ii ও iiii
২২. মানব কল্যাণের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য?
ক. মানবাধিকারের
খ. মানবিকতার
গ. মানবধর্মের
ঘ. মানব মর্যাদার
২৩. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. নাট্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. কাব্যগ্রন্থ
ঘ. দিনলিপি
২৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির গঠনরীতি কোন বৈশিষ্ট্যের?
ক. বর্ণনাত্মক
খ. নাটকীয়
ঘ. শোকধর্মী
গ. স্মৃতিধর্মী
২৫. “যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান” এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. আত্মত্যাগ
খ. সর্বংসহা মনোভাব
গ. পারস্পরিক সৌহার্দ
ঘ. নির্বুদ্ধিতা
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও : জামিল সাহেব তার সমস্ত সঞ্চয় দিয়ে নিজ গ্রামে দাতব্য চিকিৎসালয়সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেন। প্রায় দুই যুগ আগে তিনি মারা গেলেও মানুষ তাঁর কৃতকর্মের কারণে আজও উপকৃত হচ্ছে।
২৬. উদ্দীপকের জামিল সাহেবের কীর্তি ‘সোনার তরী’ কবিতার কিসের প্রতীক?
ক. সোনার নৌকা
খ.. অচেনা মাঝি
গ. সোনার ধান
ঘ. খরস্রোতা ভরা নদী
২৭. উদ্দীপকের মূলভাব প্রকাশক চরণ নিচের কোনটি?
- এখন আমারে লহো করুণা করে।
- সকলি দিলাম তুলে ধরে বিধরে
- iii. আমারি সোনার ধানে গিয়েছে ভরি। নিচের কোনটি সঠিক?
ক. i
খ. iii
গ. ii ও iii
ঘ. ii
২৮. “কলমা জান মিঞা” মজিদ কার উদ্দেশে এই প্রশ্নটি করেছিল?
ক. তাহের-কাদেরের বাপকে
খ. দুদু মিঞাকে
গ. আক্কাসকে
ঘ. ধলা মিঞাকে
২৯. মহব্বতনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র কার মাধ্যমে?
ক. রহিমা
গ. আমেনা
খ.. জমিলা
ঘ. হাসুনির মা
৩০. জমরা মানুষ জিন্দা হয় ক্যামনে”- উক্তিটি কার?
ক. খালেক ব্যাপারীর
খ. মতলুব খার
গ. কাদেরের
ঘ. মজিদের
আরো কিছু সাজেশন:
দোয়া করি তোমাদের এইচএসসি পরীক্ষায় কাংখিত ফলাফল করতে পারো এবং নিজেদের পছন্দমতো ভর্সিটিতে ভর্তি হতে পারবে।