ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৩য় পত্র সাজেশন ২০২৪ Marketing 3rd Paper Suggestion Degree 2nd Year নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য মার্কেটিং ৩য় পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৩য় পত্র যার বিষয় হলো: মার্কেটিং প্রমোশন এর ২য় বর্ষ সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোড:
- ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৩য় পত্র
- বিষয়:মার্কেটিং প্রমোশন
- বিষয় কোড : ১২২৩০১
ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৩য় পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. মার্কেটিং প্রমোশন বলতে কি বুঝায়?
উত্তর: মার্কেটিং প্রমোশন হচ্ছে সম্ভাব্য ক্রেতাদেরকে প্রভাবিত করার জন্য পণ্য এবং প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল প্ররোচনামূলক তথ্যের যোগাযোগ।
২. বিজ্ঞাপন কি?
উত্তর: ভোক্তা বা ক্রেতাদেরকে প্রভাবিত করার লক্ষ্যে অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।
৩. ফলাবর্তন কি?
উত্তর: সংবাদ গ্রাহকদের প্রতি উত্তর কোম্পানির নিকট পৌঁছানোকেই ফলাবর্তন বলে।
৪. ব্যক্তিক বিক্রয় বলতে কি বোঝায় ?
উত্তর: ব্যক্তিক বিক্রয় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রেতা কর্তৃক সরাসরিভাবে পণ্য বা সেবা বিক্রি করা হয়।
৫. সম্ভাব্য ক্রেতা অনুসন্ধান বলতে কি বুঝ?
উত্তর: কোম্পানির উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রকৃত ও সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করার প্রক্রিয়াকে প্রত্যাশিত ক্রেতা অনুসন্ধান বলে ।
৬. বিক্রয় প্রসার কাকে বলে?
উত্তর: বিক্রয় প্রসার বলতে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে স্বল্পকালীন ক্রয় উদ্দীপনামূলক কার্যক্রমকে বোঝায়।
৭. বিজ্ঞাপন বাজেট কি?
উত্তর: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিজ্ঞাপন ব্যয় নির্বাহ করার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে তার যে পূর্বনির্ধারিত বরাদ্দ বা প্রাক্কলন করা হয় তাকে বলা হয় বিজ্ঞাপন বাজেট।
৮. বিজ্ঞাপন বিন্যাস কি?
উত্তর: বিজ্ঞাপনের বিভিন্ন অংশকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করাকে বলা হয় বিজ্ঞাপন বিন্যাস বা অঙ্গসজ্জা।
৯. শিরোনাম কি?
উত্তর: দর্শক শ্রোতাদের দৃষ্ঠি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপনের উপরিভাগে বড় বড় অক্ষরে যে বার্তা উপস্থাপিত হয় তাকে বলা হয় বিজ্ঞাপন শিরোনাম ।
১০. ই-কমার্স কি?
উত্তর: অনলাইনের মাধ্যমে পণ্য ও সেবাসামগ্রী বিক্রয়ের জন্য ক্রেতা বা ভোক্তাদের নিকট উপস্থাপন করার প্রক্রিয়াকে ই-কমার্স বলে ।
১১. বাজারজাতকরণ যোগাযোগের সংজ্ঞা দাও।
উত্তর: বাজারজাতকারী এবং ভোক্তা বা ক্রেতার মধ্যে পণ্য বা সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা ধারণার আদান প্রদানবে বলা হয় বাজারজাতকরণ যোগাযোগ।
১২. বিজ্ঞাপনে প্রচারাভিযান বলতে কি বুঝায় ?
উত্তর: বিজ্ঞাপন প্রচার অভিযান বলতে বিজ্ঞাপনের উদ্দেশ্য অর্জনের জন্য যে সুসংগঠিত ও সমন্বিত উপায়ে বিজ্ঞাপনদ পরিকল্পনা বা কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বোঝায়।
১৩. প্রমোশন বাজেট বলতে কি বুঝায়?
উত্তর: প্রমোশন কর্মকান্ড সম্পাদন করার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ করাকে প্রমোশন বাজেট বলা হয়।
১৪. অযাচিত পণ্য কি?
উত্তর: যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না অথবা ধারণা থাকলেও ক্রেতারা ক্রয় করতে উদ্বুদ্ধ হয় না সেসব পণ্যই হলো অযাচিত পণ্য।
১৫. ভোক্তা বিজ্ঞাপন কি?
উত্তর: চূড়ান্ত ভোক্তাদের উদ্দেশ্যে যেসব বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে বলা হয় ভোক্তা বিজ্ঞাপন।
১৬. পোর্টফোলিও পরীক্ষা কি?
উত্তর: একাধিক সম্পদ, সিকিউরিটিজ শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্ত যাচাই করাকেই পোর্টফোলিও পরীক্ষা বলে ।
১৭. নির্বাচিত আবেদন কি?
উত্তর: কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের চাহিদা সৃষ্টি বা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপনে যে আবেদন প্রয়োগ করা হয় তাকে বলা হয়। নির্বাচিত আবেদন।
১৮. যৌক্তিক শিরোনাম কি?
উত্তর: যেসব শিরোনামে যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপন দ্বারা গ্রাহকদেরকে পন্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করা হয় তাকে। যৌক্তিক শিরোনাম বলা হয় ।
১৯. বিজ্ঞাপন প্রতিলিপি বলতে কি বুঝায়?
উত্তর: প্রতিলিপি হলো বিজ্ঞাপনের সে অংশ যার মাধ্যমে বিজ্ঞাপনদাতার মূল চিন্তা ভাবনা বা উদ্দেশ্য কিংবা বিজ্ঞাপিত বিষয়বস্তুকে শাব্দিক বার্তার আকারে ক্রেতা বা ভোক্তাদের দৃষ্টিগোচরে আনা হয়।
২০. পণ্যের জীবনচক্র কি?
উত্তর: একটি পণ্যের জীবদ্দশায় তাকে যেসব ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয় সেই পর্যায়গুলোকে পণ্যের জীবন চক্র বলে।
২১. প্র্যাক-অ্যাপ্রোচ বলতে কি বুঝায়?
উত্তর: চূড়ান্ত বিক্রয় সাক্ষাৎকারের পূর্ব প্রস্তুতি হিসেবে ব্যক্তিক বিক্রেতা কর্তৃক সম্ভাব্য ক্রেতা সম্পর্কে পূর্ব থেকে জেনে নেয়ার প্রক্রিয়াকে বলা হয় প্র্যাক অ্যাপ্রোচ।
২২. বিক্রয়োত্তর সেবা কি?
উত্তর: বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের যে সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রতিষ্ঠান দিয়ে থাকে তাকে বিক্রয়োত্তর সেবা বলে।
২৩. গণসংযোগের সংজ্ঞা দাও।
উত্তর: যেসব প্রসার কার্যক্রমের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করে প্রতিষ্ঠানের প্রতি অনুকূল ভাবমূর্তি সৃষ্টি ও বৃদ্ধির মধ্যে দিয়ে বিক্রয় বাড়ানোর চেষ্টা করা হয় তাকে বলা হয় গণসংযোগ।
২৪. প্রত্যক্ষ বাজারজাতকরণ বলতে কি বুঝায়?
উত্তর: প্রত্যক্ষ বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়।
২৫. মার্কেটিং প্রমোশন কী?
উত্তর: মার্কেটিং প্রমোশন হচ্ছে সম্ভাব্য ক্রেতাদেরকে প্রভাবিত করার জন্য পণ্য এবং প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল প্ররোচনামূলক তথ্যের যোগাযোগ।
২৬. শিরোনাম কী?
উত্তর: দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপনের উপরিভাগে বড় বড় অক্ষরে যে বার্তা উপস্থাপিত হয় তাকে বলা হয় বিজ্ঞাপন শিরোনাম।
২৭. প্রমোশন মিশ্রণ কী?
উত্তর: প্রমোশনের বিভিন্ন হাতিয়ারের সংমিশ্রণকে বলা হয় মার্কেটিং প্রমোশন মিশ্রণ।
২৮. নৈতিক আবেদন কী?
উত্তর: গ্রাহকদেরকে প্রভাবিত করার লক্ষ্যে বিজ্ঞাপন প্রতিলিপিতে যখন নীতি কথা উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় নৈতিক আবেদন।
২৯. অনলাইন মার্কেটিং কী?
উত্তর: কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে আন্তঃক্রিয়াশীল যোগাযোগ প্রক্রিয়াকে অনলাইন মার্কেটিং/ বাজারজাতকরণ বলে।
৩০. বাজারজাতকরণ যোগাযোগ কী?
উত্তর: বাজারজাতকারী এবং ভোক্তা বা ক্রেতার মধ্যে পণ্য বা সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা ধারণার আদান প্রদানকে বলা হয় বাজারজাতকরণ যোগাযোগ ।
৩১. ট্রানজিট বিজ্ঞাপন কী?
উত্তর: বিভিন্ন ধরনের যানবাহন এবং পরিবহণ, টার্মিনাল বা স্টেশনগুলোতে যে বিজ্ঞাপন প্রচারাভিযান চালানো হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে ।
৩২. বিজ্ঞাপন আবেদন কী?
উত্তর: বিজ্ঞাপন আবেদন বলতে বিজ্ঞাপন প্রতিলিপির অন্তর্নিহিত ক্রেতা আকর্ষণ ক্ষমতাকে বোঝায়।
৩৩. ব্যক্তিক বিক্রয় বলতে কী বুঝায়?
উত্তর: ব্যক্তিক বিক্রয় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রেতা কর্তৃক সরাসরিভাবে পণ্য বা সেবা বিক্রি করা হয়।
৩৪. প্রচারের সংজ্ঞা দাও ।
উত্তর: প্রচার বলতে পণ্য, সেবা ও প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোনো ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনা যা অর্থ প্রদান ব্যতীত কোনো গণমাধ্যমে সংবাদ আকারে স্থান পায় তাকে বোঝায়।
৩৫. ক্যাটালগ মার্কেটিং কী?
উত্তর: টার্গেট ক্রেতাদের কাছে পণ্যের ক্যাটালগ প্রেরণের মাধ্যমে পণ্য বিক্রয়ের প্রচেষ্ঠা গ্রহণ করাকে বলা হয় ক্যাটালগ মার্কেটিং।
৩৬. প্রতিলিপি কী?
উত্তর: প্রতিলিপি হলো বিজ্ঞাপনের সে অংশ যার মাধ্যমে বিজ্ঞাপনদাতার মূল চিন্তা ভাবনা বা উদ্দেশ্য কিংবা বিজ্ঞাপিত বিষয়বস্তুকে শাব্দিক বার্তার আকারে ক্রেতা বা ভোক্তাদের দৃষ্টিগোচরে আনা হয়।
৩৭. প্রমোশন পরিকল্পনা কী?
উত্তর: মার্কেটিং প্রমোশন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকর ভাবে সম্পাদন করার জন্য বাজারজাতকারী পূর্ব থেকেই যে কর্মপন্থা বা নকশা প্রণয়ন করে তাকে বলা হয় প্রমোশন পরিকল্পনা।
৩৮. সমন্বিত বাজারজাতকরণ কী?
উত্তর: যে ধারণার উপর ভিত্তি করে কোনো কোম্পানি তার প্রতিষ্ঠান ও পণ্য পরিষ্কার এবং সঙ্গতিপূর্ণ তথ্য দেয়ার জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সমন্বয়সাধন করে তাকে সমন্বিত বাজারজাতকরণ বলে।
৩৯. প্রত্যক্ষ বাজারজাতকরণ কী?
উত্তর: প্রত্যক্ষ বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়।
৪০. বিক্রয়োত্তর সেবা কী?
উত্তর: বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের যে সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রতিষ্ঠান দিয়ে থাকে তাকে বিক্রয়োত্তর সেবা বলে।
৪১. বিজ্ঞাপন বাজেট কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিজ্ঞাপন ব্যয় নির্বাহ করার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে তার যে পূর্বনির্ধারিত বরাদ্দ বা প্রাক্কলন করা হয় তাকে বলা হয় বিজ্ঞাপন বাজেট।
৪২. স্লোগান কী?
উত্তর: বিজ্ঞাপনে ব্যবহৃত যেসব ছন্দময় সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে পণ্যের প্রধান বৈশিষ্ট্য বা পণ্য ক্রয়ের যৌক্তিকতাকে জোরালোভাবে তুলে ধরা হয় তাকে শ্লোগান বলা হয় ।
৪৩. বিন্যাস কী?
উত্তর: বিজ্ঞাপনকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বিজ্ঞাপন প্রতিলিপির বিভিন্ন অংশ কোথায় কিভাবে উপস্থাপিত হবে। সে সম্পর্কিত নকশা প্রণয়নকে বিন্যাস বলে।
৪৪. শিরোনাম কী?
উত্তর: দর্শক শ্রোতাদের দৃষ্ঠি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপনের উপরিভাগে বড় বড় অক্ষরে যে বার্তা উপস্থাপিত হয় তাকে বলা হয় বিজ্ঞাপন শিরোনাম।
৪৫. অযাচিত পণ্য কী?
উত্তর: যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না অথবা ধারণা থাকলেও ক্রেতারা ক্রয় করতে উদ্বুদ্ধ হয় না সেসব পণ্যই হলো অযাচিত পণ্য।
৪৬. বিক্রয়কর্মী প্রেষণা কী?
উত্তর: স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য বিক্রয়কর্মীকে প্ররোচিত ও উদ্বুদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় বিক্রয়কর্মীর প্রেষণা। (ট) বিক্রয় প্রসার কী?
উত্তর: বিক্রয় প্রসার বলতে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে স্বল্পকালীন ক্রয় উদ্দীপনামূলক কার্যক্রমকে বোঝায়।
৪৭. টেলিমার্কেটিং কী?
উত্তর: ক্রেতাদের সাথে টেলিফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে টেলিমার্কেটিং বলা হয়।
৪৮. মার্কেটিং প্রমোশনের সংজ্ঞা দাও ।
উত্তর: মার্কেটিং প্রমোশন হচ্ছে সম্ভাব্য ক্রেতাদেরকে প্রভাবিত করার জন্য পণ্য এবং প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল প্ররোচনামূলক তথ্যের যোগাযোগ।
৪৯. বিজ্ঞাপন কী?
উত্তর : ভোক্তা বা ক্রেতাদেরকে প্রভাবিত করার লক্ষ্যে অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।
৫০. পণ্যের জীবন চক্র কী?
উত্তর : একটি পণ্যের জীবদ্দশায় তাকে যেসব ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয় সেই পর্যায়গুলোকে পণ্যের জীবন চক্র বলে।
৫১. ফলাবর্তন কী?
উত্তর: সংবাদ গ্রাহকদের প্রতি উত্তর কোম্পানির নিকট পৌঁছানোকেই ফলাবর্তন বলে।
৫২. বাজারজাতকরণ যোগাযোগ কী?
উত্তর: বাজারজাতকারী এবং ভোক্তা বা ক্রেতার মধ্যে পণ্য বা সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা ধারণার আদান প্রদানকে বলা হয় বাজারজাতকরণ যোগাযোগ ।
৫৩. বিজ্ঞাপন আবেদনের সংজ্ঞা দাও।
উত্তর: বিজ্ঞাপন আবেদন বলতে বিজ্ঞাপন প্রতিলিপির অন্তর্নিহিত ক্রেতা আকর্ষণ ক্ষমতাকে বোঝায়।
৫৪. চিত্রণ কী?
উত্তর: বিজ্ঞাপনের বক্তব্য বা আবেদনকে সহজভাবে তুলে ধরার জন্য বিজ্ঞাপন প্রতিলিপিতে যেসব চিত্র বা ছবি ব্যবহার করা হয় তাকে বলা হয় বিজ্ঞাপন চিত্রণ।
৫৫. ব্যক্তিক বিক্রয়ের সংজ্ঞা দাও ।
উত্তর: ব্যক্তিক বিক্রয় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রেতা কর্তৃক সরাসরিভাবে পণ্য বা সেবা বিক্রি করা হয়।
৫৬. প্রচার বলতে কী বুঝ ?
উত্তর: প্রচার বলতে পণ্য, সেবা ও প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোনো ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনা যা অর্থ প্রদান ব্যতীত কোনো গণমাধ্যমে সংবাদ আকারে স্থান পায় তাকে বোঝায়।
৫৭. গ্যারান্টি কার্ড কী?
উত্তর: গ্যারান্টি কার্ড হলো এমন কার্ড যেটার দ্বারা কোনো জিনিস ক্রয় করার পর সেটা নষ্ট হলে মেয়াদ থাকাকালীন সময়ে জিনিসটি ফেরত নিয়ে নতুনটা প্রদান করা।
৫৮. গণসংযোগ কী?
উত্তর: যেসব প্রসার কার্যক্রমের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করে প্রতিষ্ঠানের প্রতি অনুকূল ভাবমূর্তি সৃষ্টি ও বৃদ্ধির মধ্যে দিয়ে বিক্রয় বাড়ানোর চেষ্টা করা হয় তাকে বলা হয় গণসংযোগ।
৫৯. অনলাইন বাজারজাতকরণ কী?
উত্তর: কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে আন্তঃক্রিয়াশীল যোগাযোগ প্রক্রিয়াকে অনলাইন মার্কেটিং/ বাজারজাতকরণ বলে।
৬০. প্রমোশন মিশ্রণ কী?
উত্তর: প্রমোশনের বিভিন্ন হাতিয়ারের সংমিশ্রণকে বলা হয় মার্কেটিং প্রমোশন মিশ্রণ।
৬১. বিজ্ঞাপন মাধ্যম কী?
উত্তর: যে পন্থা বা বহনের সাহায্যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলা হয়।
৬২. প্রতিলিপি কী?
উত্তর: প্রতিলিপি হলো বিজ্ঞাপনের সে অংশ যার মাধ্যমে বিজ্ঞাপনদাতার মূল চিন্তা ভাবনা বা উদ্দেশ্য কিংবা বিজ্ঞাপিত বিষয়বস্তুকে শাব্দিক বার্তার আকারে ক্রেতা বা ভোক্তাদের দৃষ্টিগোচরে আনা হয় ।
৬৩. প্রত্যাশিত ক্রেতা অনুসন্ধান কী?
উত্তর: কোম্পানির উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রকৃত ও সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করার প্রক্রিয়াকে প্রত্যাশিত ক্রেতা অনুসন্ধান বলে ।
৬৪. প্রত্যক্ষ বাজারজাতকরণ কী?
উত্তর: প্রত্যক্ষ বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়।
৬৫. বিন্যাস কী?
উত্তর: বিজ্ঞাপনকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বিজ্ঞাপন প্রতিলিপির বিভিন্ন অংশ কোথায় কিভাবে উপস্থাপিত হবে সে সম্পর্কিত নকশা প্রণয়নকে বিন্যাস বলে।
৬৬. মুখোমুখী বিক্রয় কী?
উত্তর: ভোক্তাদের নিকট সরাসরি উপস্থিত হয়ে প্রদর্শন ও ব্যাখ্যার মাধ্যমে পণ্য ও সেবা সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টাকে মুখোমুখী বিক্রয় বলে ।
৬৭. বিক্রয় প্রসার কী?
উত্তর: বিক্রয় প্রসার বলতে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে স্বল্পকালীন ক্রয় উদ্দীপনামূলক কার্যক্রমকে বোঝায় ।
৬৮. বিজ্ঞাপন বার্তা কী?
উত্তর: বার্তার মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী সম্পর্কে গ্রাহকদের অবহিত করার প্রক্রিয়াই হলো বিজ্ঞাপন বার্তা ।
৬৯. সংকেতিকরণ কী?
উত্তর: কোনো চিন্তাধারাকে প্রতীকি রূপে উপস্থাপন করার প্রক্রিয়াই হরো সংকেতিকরণ।
৭০. নৈতিক আবেদন কী?
উত্তর: গ্রাহকদেরকে প্রভাবিত করার লক্ষ্যে বিজ্ঞাপন প্রতিলিপিতে যখন নীতি কথা উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় নৈতিক আবেদন।
ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৩য় পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. মার্কেটিং প্রমোশনের উদ্দেশ্যসমূহ কি?
২. বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়া বর্ণনা কর।
৩. বিজ্ঞাপন কি বিনিয়োগ না অপচয়?
৪. বিক্ৰয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত?
৫. উত্তম প্রতিলিপির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৬. একজন বিক্রয় কর্মীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্য সংক্রান্ত জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন?
৭. বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৮. প্রত্যক্ষ বাজারজাতকরণের প্রবৃদ্ধির কারণসমূহ বর্ণনা কর।
৯. মার্কেটিং প্রমোশনের হাতিয়ারসমূহ আলোচনা কর।
১০. বিজ্ঞাপন আবেদনে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ উল্লেখ কর।
১১. অভিযোগ ও আপত্তির মধ্যে পার্থক্য দেখাও।
১২. বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাও।
১৩. প্রত্যক্ষ বাজারজাতকরণের প্রধান পন্থাসমূহ উল্লেখ কর।
১৪. বাজারজাতকরণ যোগাযোগের উদ্দেশ্যসমূহ কি?
১৫. বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে?
১৬. অনলাইন বাজারজাতকরণের চ্যালেঞ্জ কি কি?
১৭. বিজ্ঞাপনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১৮. গণসংযোগ ও প্রচারের মধ্যে পার্থক্য কী?
১৯. উত্তম প্রতিলিপির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
২০. বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মলব্ধ?
২১. বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়া বর্ণনা কর।
২২. “বিজ্ঞাপন কি অপচয়” ব্যাখ্যা কর।
২৩. অভিযোগ নিষ্পত্তির কৌশলসমূহ বর্ণনা কর।
২৪. প্রত্যক্ষ বাজারজাতকরণের সুবিধা আলোচনা কর।
২৫. মার্কেটিং প্রমোশনের সামাজিক গুরুত্ব বর্ণনা কর।
২৬. বিজ্ঞাপন কি অপচয়? ব্যাখ্যা কর।
২৭. বাংলাদেশের বিজ্ঞাপনের সীমাবদ্ধতা বর্ণনা কর।
২৮. একজন বিক্রয়কর্মীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্য সংক্রান্ত জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন?
২৯. উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য আলোচনা কর।
৩০. গণসংযোগ ও প্রচারের মধ্যে পার্থক্য দেখাও।
৩১. অনলাইন বাজারজাতকরণের চ্যালেঞ্জ কী কী?
৩২. প্রতিকূল সংবাদ প্রচারের কারণ ব্যাখ্যা কর।
৩৩. মার্কেটিং প্রমোশনের হাতিয়ারগুলো বর্ণনা কর।
৩৪. বিজ্ঞাপন বাজেট প্রণয়নে কী কী বিষয় বিবেচনা করা হয়?
৩৫. উত্তম প্রতিলিপির বৈশিষ্ট্যগুলো কী?
৩৬. সম্ভাব্য ক্রেতা অনুসন্ধানের কৌশলসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
৩৭. ব্যক্তিক বিক্রয় ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কর।
৩৮. বিক্রয় প্রসার পরিকল্পনার পদক্ষেপগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩৯. প্রচারের উদ্দেশ্যগুলো কী?
৪০. অনলাইন বাজারজাতকরণ কীভাবে পরিচালনা করা হয়?
৪১. মার্কেটিং প্রমোশনের উদ্দেশ্যসমূহ কী?
৪২. ক্রেতার অভিযোগ নিষ্পত্তির কৌশলসমূহ বর্ণনা কর।
৪৩. বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য কর।
৪৪. অনলাইন মার্কেটিং এর চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।
৪৫. বিক্রয়কর্মী প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।
৪৬. বাজারজাতকরণ প্রসারের গুরুত্ব ব্যাখ্যা কর।
৪৭ উত্তম যোগাযোগের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
৪৮. প্রত্যক্ষ বাজারজাতকরণের সুবিধাগুলো আলোচনা কর।
ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৩য় পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. বাজারজাতকরণ প্রমোশন মিশ্রণের সংজ্ঞা দাও।
অথবা
প্রমোশন মিশ্রণ নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।
২. কার্যকর বাজারজাতকরণ যোগাযোগ উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।
৩. বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব আলোচনা কর।
অথবা
বিজ্ঞাপনের কার্যাবলি আলোচনা কর।
৪. প্রতিলিপি রচনার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়?
অথবা
প্রতিলিপির বৈশিষ্ট্যগুলো কি কি?
৫. বিজ্ঞাপন আবেদনের সংজ্ঞা দাও।
অথবা
বিজ্ঞাপন আবেদনের প্রকারভেদ আলোচনা কর।
৬. বিক্রয়কর্মীর বাধ্যবাধকতা বলতে কি বুঝায়?
অথবা
বিক্রয়কর্মীর বাধ্যবাধকতাসমূহ আলোচনা কর।
৭. জনসংযোগ বলতে কি বোঝায়?
অথবা
জনসংযোগের হাতিয়ারসমূহ আলোচনা করা।
৮. অনলাইন বাজারজাতকরণের সংজ্ঞা দাও।
অথবা
ক্রেতা ও বিক্রেতার দৃষ্টিকোণ থেকে অনলাইন বাজারজাতকরণের সুবিধা বর্ণনা
৯. প্রমোশন পরিকল্পনার সংজ্ঞা দাও।
অথবা
মার্কেটিং প্রমোশন পরিকল্পনার পদক্ষেপসমূহ আলোচনা কর।
১০. বিজ্ঞাপন মাধ্যম বলতে কি বুঝায়?
অথবা
বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা কর।
১১. বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ কি?
অথবা
বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপের বিভিন্ন পন্থা বর্ণনা কর।
১২. প্রতিষ্ঠান সংক্রান্ত জ্ঞান বলতে কি বুঝায়?
অথবা
বিক্রয়কর্মীর প্রতিষ্ঠান সংক্রান্ত জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৩. বিক্রয় প্রসার বলতে কি বুঝ?
অথবা
বিক্রয় প্রসারের হাতিয়ারসমূহ বর্ণনা কর।
১৪. বিজ্ঞাপন বাজেট কি? বিজ্ঞাপন বাজেট প্রণয়ন পদ্ধতি আলোচনা কর।
১৫. বিক্রয় উপস্থাপনা বলতে কি বুঝায়? সফল বিক্রয় উপস্থাপনার আবশ্যকীয় উপাদানসমূহ বর্ণনা কর।
১৬. বিক্রয় কর্মীর প্রেষণা কি? বিক্রয়কর্মীদের প্রেষণাদানের পদ্ধতি আলোচনা কর।
১৭. কার্যকর বাজারজাতকরণ যোগাযোগ উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।
১৮. বিজ্ঞাপন কী? বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা কর।
১৯. বিজ্ঞাপন বাজেট কী? বিজ্ঞাপন বাজেট প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
২০. প্রত্যাশিত ক্রেতা অন্বেষণ কী? প্রত্যাশিত ক্রেতা অন্বেষণের কৌশল বর্ণনা কর।
২১. বিক্রয়কর্মী সংগ্রহের সংজ্ঞা দাও। বিক্রয়কর্মী সংগ্রহ প্রক্রিয়া বর্ণনা কর।
২২. একজন বিক্রয়কর্মীর গুণাবলি আলোচনা কর।
২৩. প্রত্যক্ষ বাজারজাতকরণ কী? প্রত্যক্ষ বাজারজাতকরণের প্রবৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।
২৪. বিক্রয় সম্পন্নকরণ কী? সফল বিক্রম সম্পন্নকরণের নীতিমালা বা অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর।
২৫. বিজ্ঞাপন আবেদন কী? বিজ্ঞাপন আবেদনের প্রকারভেদসমূহ আলোচনা কর।
২৬. বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
২৭. বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
২৮. “শিরোনামবিহীন বিজ্ঞাপন অর্থহীন”-উক্তিটির আলোকে শিরোনামের গুরুত্ব বর্ণনা কর।
২৯. “একজন উত্তম বিক্রয়কর্মীকে বহুবিধ গুণাবলির অধিকারী হতে হয়।”-উক্তিটির আলোকে একজন উত্তম বিক্রয়কর্মীর শারীরিক ও মনস্তাত্ত্বিক গুণাবলি বর্ণনা কর।
৩০. “বিক্রয় প্রসার একটি স্বল্পমেয়াদি প্রণোদনা যা প্রতিষ্ঠানের বিজনা বৃদ্ধিতে দ্রুত কার্যকর ভূমিকা পালন করে।”-উক্তিটি মূল্যায়ন কর।
৩১. গণসংযোগের হাতিয়ারসমূহ বর্ণনা কর।
৩২. অনলাইন বাজারজাতকরণেরক সংজ্ঞা দাও। ক্রেতা ও বিক্রেতার দৃষ্টিকোণ থেকে অন-লাইন বাজারজাতকরণের সুবিধা বর্ণনা কর।
৩৩. মার্কেটিং প্রমোশন মিশ্রণ কী? প্রমোশন মিশ্রণ নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৩৪. কার্যকর বাজারজাতকরণ যোগাযোগ উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।
৩৫. বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ বলতে কী বুঝ? বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপের পূর্ব-পরীক্ষাগুলো ব্যাখ্যা কর ।
৩৬. বিজ্ঞাপনের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
৩৭. প্রতিলিপি কী? প্রতিলিপি লেখার পদ্ধতি আলোচনা কর।
৩৮. বিক্রয়কর্মী নির্বাচন বলতে কী বুঝ? বিক্রয়কর্মী নির্বাচনের প্রক্রিয়া বর্ণনা কর।
৩৯. বিক্রয় প্রসারের কৌশলগুলো আলোচনা কর।
৪০. প্রত্যক্ষ বাজারজাতকরণের ধরনগুলো আলোচনা কর।
৪১. প্রমোশন পরিকল্পনার পদক্ষেপসমূহ আলোচনা কর।
৪২. বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়াটি আলোচনা কর।
৪৩. বিজ্ঞাপন আবেদন কী? বিভিন্ন প্রকার বিজ্ঞাপন আবেদন আলোচনা কর।
৪৪. বিজ্ঞাপন বাজেট প্রণয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৪৫. ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়াটি আলোচনা কর।
৪৬. বিক্রয়কর্মী প্রেষণাদানের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৪৭. বিক্রয় প্রসার প্রক্রিয়ার পদক্ষেপসমূহ আলোচনা কর।
৪৮. জনসংযোগের হাতিয়াগুলো ব্যাখ্যা কর।
আরো পড়ুন: ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৪র্থ পত্র সাজেশন ২০২৪
শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ২য় বর্ষ মার্কেটিং ৩য় পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।