ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৪ (উত্তরসহ pdf)

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৪ Political science 3rd Paper Suggestion Degree 2nd Year নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র যার বিষয় হলোঃ বাংলাদেশের সরকার ও রাজনীতি এর সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোডঃ

  • ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় সাজেশন
  • বিষয়ঃ বাংলাদেশের সরকার ও রাজনীতি
  • বিষয় কোডঃ ১২১৯০১

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১. জাতীয়তাবাদের জনক কে?

উত্তরঃ জাতীয়তাবাদের জনক নিকোলো ম্যাকিয়াভেলি

২. মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

উত্তরঃ ৩০ ডিসেম্বর, ১৯০৬ সালে

৩. বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয়?

উত্তরঃ বঙ্গভঙ্গ ১৯০৫ সালে সংঘটিত হয়

৪. জাতীয়তার তিনটি উপাদানের নাম লিখ।

উত্তরঃ ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা ও সাহিত্যের ঐক্য প্রভৃতি

৫. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ

৬. বঙ্গবঙ্গ রদ করা হয় কোন সালে?

উত্তরঃ ১৯১১ সালের ১২ ডিসেম্বর

৭. ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইন কী নামে পরিচিত?

উত্তরঃ মর্লি-মিন্টো সংস্কার আইন

৮. কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয়?

উত্তরঃ ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে

৯. ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রে দ্বৈতশাসন ব্যবস্থা চালু হয়?

উত্তরঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইনে

১০. কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়?

উত্তরঃ খিলাফত আন্দোলন ১৯১৯ এবং অসহযোগ আন্দোলন ১৯২০ সালে শুরু হয়

১১. দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ মুহাম্মদ আলী জিন্নাহ

১২. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেনা?

উত্তরঃ অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৩. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?

উত্তরঃ ১৯৪৭ সালের ১ অক্টোবর

১৪.বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

উত্তরঃ বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার এক ছাত্র সমাবেশে উত্তোলন করা হয়

১৫. স্ট্যাফোর্ড ক্রীপস কবে ভারতে পদার্পণ করেন?

উত্তরঃ ১৯৪২ সালের ২৩ মার্চ

১৬. মন্ত্রিমিশন পরিকল্পনা কি?

উত্তরঃ ভারতের শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য স্যার স্ট্যাফোর্ড ক্রীপস-এর নেতৃত্বে গঠিত পরিকল্পনাই হলো মন্ত্রিমিশন পরিকল্পনা।

১৭. ১৯৪৬ সালের মন্ত্রিমিশনের প্রধান কে ছিলেন?

উত্তরঃ স্যার স্টাফোর্ড ক্রীপস।

১৮. মল্লিমিশনের সদস্য সংখ্যা কত ছিল?

উত্তরঃ মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল ৩ জন

১৯. বৃটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল হলেন- লর্ড মাউন্ট ব্যাটেন

২০. কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাস হয়?

উত্তরঃ ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন পাস হয়

২১. কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল?

উত্তরঃ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল

২২. পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন?

উত্তরঃ ইস্কান্দার মির্জা।

২৩. PODO -এর পূর্ণরূপ কি?

উত্তরঃ PODO-এর পূর্ণরূপ হলো- Public Offic Diaqualification Order.

২৪. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

উত্তরঃ স্যার ফ্রেডরিক চালমার্স বোর্ন

২৫. যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছিল?

উত্তরঃ ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।

২৬. ২০১১ যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফা কি ছিল?

উত্তরঃ যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফা ছিল- বাংলায় পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দান।

২৭. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টো প্রতীক কি ছিল?

উত্তরঃ ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।

২৮. ঐতিহাসিক ছয়-দফা দাবি কে উত্থাপন করেন?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৯.. ঐতিহাসিক “ছয়-দফা” – কোথায় ঘোষিত হয়?

উত্তরঃ ১৯৬৬ সালে ৫ ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়।

৩০. ‘এগার দফা’- কখন ঘোষণা করা হয়?

উত্তরঃ ১৯৬৯ সালে

৩১. ছয়-দফার প্রথম দফা কি ছিল?

উত্তরঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশনরূপে গড়তে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে

৩২. কোন দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়?

উত্তরঃ ১৯৬৬ সালের ছয় দফা দাবি বা কর্মসূচিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়

৩৩. আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?

উত্তরঃ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৪. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?

উত্তরঃ ১৬৭টি

৩৫. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার অষণটি কোথায় দেন?

উত্তরঃ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত

৩৬. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?

উত্তরঃ ২ মার্চ, ১৯৭১ সালে

৩৭. অপারেশন সার্চলাইট’ কি?

উত্তরঃ পাক হানাদার বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রমকে ‘অপারেশন সার্চলাইট’ বলে

৩৮. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তরঃ ১১টি সেক্টরে

৩৯. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ

৪০. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?

উত্তরঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ

৪১. দু’জন মহিলা বীর প্রতীক কে কে?

উত্তরঃ তারামন বিবি ও ড. সেতারা বেগম

৪২. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

৪৩. কত তারিখে সংবিধান কার্যকর হয়?

উত্তরঃ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

৪৪. বাংলাদেশের সংবিধানে কয় কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে?

উত্তরঃ বাংলাদেশের সংবিধানে এককক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে

৪৫. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?

উত্তরঃ ১৫৩টি ধারা বা অনুচ্ছেদ

৪৬. বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম?

উত্তরঃ (১৭) সতেরতম সংশোধনী।

৪৭. সংবিধানের ১ম সংশোধনী বিলটি সংসদে কবে উত্থাপিত হয়?

উত্তরঃ ১৯৭৩ সালের ১২ জুলাই

৪৮. কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয়?

উত্তরঃ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয় ২০১০ সালের ২৫ মার্চ

৪৯. কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল কার্যক্রম শুরু করে?

উত্তরঃ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইবুন্যাল কার্যক্রম শুরু করে ২০১০ সালের ২৬ জুলাই

৫০. বাংলাদেশ সংবিধানের কোন কোন সংশোধনীর দ্বারা সরকার ব্যবস্থার পরিবর্তন করা হয়?

উত্তরঃ চতুর্থ ও দ্বাদশ সংশোধনী

৫১. পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতিতে কি কি পরিবর্তন করা হয়েছিল?

উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার-এ অর্থে সমাজতন্ত্র

৫২. রাষ্ট্রপতি সপ্তম সংশোধন বিলটি কত তারিখে অনুমোদন করেন? ৯৯%

উত্তরঃ ১০ নভেম্বর, ১৯৮৬

৫৩. নবম সংবিধান সংশোধনীতে কোন তফসিল সংশোধন করা হয়?

উত্তরঃ সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয়।

৫৪. কত তারিখে সংবিধানের একাদশ সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয়?

উত্তরঃ ১৯৯১ সালের ২ জুলাই।

৫৫. কত তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসনীয় ব্যবস্থা চালু করা হয়?

উত্তরঃ দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসনীয় ব্যবস্থা চালু করা হয়।

৫৬. বাংলাদেশে এ পর্যন্ত কতটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ ১১টি।

৫৭. ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ কত সালে গঠিত হয়?

উত্তরঃ ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর

৫৮. থানাকে উপজেলায় উন্নীত করেন কে?

উত্তরঃ জেনারেল এইচ. এম. এরশাদ থানাকে উপজেলায় উন্নীত করেন

৫৯. বাকশাল কী?

উত্তরঃ ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ রাজনৈতিক দলের সৃষ্টি হয়, তাই বাকশাল নামে পরিচিত।

৬০. বঙ্গবন্ধু কত সালে বাকশাল গঠন করেন?

উত্তরঃ ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি

৬১. বাকশাল (BAKSAL) এর পূর্ণরূপ কি?

উত্তরঃ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (Bangladesh Krishak Sramik Awami League).

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১. বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝ?

২. বঙ্গভঙ্গের কারণগুলো লেখ।

৩. বঙ্গভঙ্গের ফলাফল কি ছিল?

৪. দ্বৈত শাসন বলতে কী বুঝায়?

৫. খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লিখ।

৬. লাহোর প্রস্তাব কী?

৭. লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি?

৮. ক্রীপস মিশন কী?

৯. মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি?

১০. সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।

১১. ভাষা আন্দোলনের কারণগুলো লেখ।

১২. যুক্তফ্রন্ট কী?

১৩.. ছয়দফা কর্মসূচি কী?

১৪. ছয়দফা কর্মসূচিকে বাঙালির ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কেন?

১৫. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল লিখ।

১৬. অপারেশন সার্চলাইট কী?

১৭. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলি সম্পর্কে সংক্ষেপে লিখ।

১৮. বাংলাদেশের সংবিধানের মূলনীতি বলতে কী বুঝায়?

১৯. বাংলাদেশের সংবিধান কিভাবে সংশোধন করা হয়?

২০. বাকশাল কি?

ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১. ১৯০৬ সালের মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর।

২. ১৯৩৫ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

৩. লাহোর প্রস্তাব কী? তুমি কি মনে করে যে লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বীজ নিহিত ছিল?

৪. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল আলোচনা কর।

৫. ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ। এর ব্যর্থতার কারণ আলোচনা কর।

৬. ১৯৪০ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৭. ১৯৫৬ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কী কী?

৮. বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান আলোচনা কর। ৯. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।

১০. ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের ফলাফল আলোচনা কর।

১১. আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা কর।

১২. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।

১৩. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।

১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধর।

১৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর।

১৬. বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনীসমূহ আলোচনা কর।

১৭. যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন কর।

১৮. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

১৯. বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

২০. বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা কর।

২১. বাংলাদেশে এত অধিক সংখ্যক রাজনৈতিক দল গড়ে উঠার কারণ কী? উপযুক্ত উদাহরণসহ বিশ্লেষণ কর।

২২. বাংলাদেশে ১৯৯০ সালের গণঅভ্যূত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর।

আরো পড়ুনঃ ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৪ (উত্তরসহ pdf)

শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment