রমজান নিয়ে স্ট্যাটাস উক্তি শুভেচ্ছা বার্তা হাদিস কিছু কথা

রমজান নিয়ে স্ট্যাটাস উক্তি শুভেচ্ছা বার্তা হাদিস কিছু কথা। রমজান হলো  সারাবিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় ও গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস পাপ মোচনের মাস।

এই মাসে মুসলমানরা পুরো এক মাস ধরে রোজা রাখেন। রমজান মাসের শেষে মুসলিমরা ঈদ-উল-ফিতর উদযাপন করে থাকেন। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে রমজান হলো আরবি মাসের ৯ম মাস যা শাবানের ঠিক পরে আসে।

 

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম

আল হাদিস

 

উড়ছে পাখি গাচ্ছা গান। মাহে রমজানের আহবান। ওরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরান। কোরান পড় বেশি বেশি শেয়ার করো বেশি বেশি

 

দেখো ঐ পর্ব গগণে উঠছে চাঁদ শুরু হল রমজান মাস… রমজানের আগমনে রহমতের দোয়ার খোলে… সবাই মিলে শপথ করি রোজা রাখবো ৩০টি.. রমজান মোবারক

 

যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।

 

দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও, মনের রোগের ঔষধ আল কোরআনে আছে।

 

দুনিয়ার মসজিদ গুলো এতো সুন্দর, না জানি আল্লাহর জান্নাত কত সুন্দর।

 

বড্ডো মিস করি এখনো। শীতের সকালে কাঁপতে কাঁপতে কুরআন পড়তে যাওয়ার দিনগুলো।

 

শপথ নিলাম আজকে সবাই

রাখবো সকল রোজা

মিথ্যে কথা বলবো না আর

কমবে পাপের বোঝা।

 

 

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করবেন

আল হাদিস

 

বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে

তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে

পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে

সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।

 

প্লান একটাই,

এই রমজানে ৩০টি রোযা রাখবো।

আর আল্লাহর কাছে গুনাহ্ মাফ চাইবো।

আরো পড়ুন: রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪

 

ওই দেখো। বন্ধু সকল… ঐযে অমূল্য ধনের খনি। আজকে কে নেবে বলো হীরে, পান্না, জোহরত আর মনি। পারো যদি নিতে নিজের করে, তবে হবে আখেরাতের ধনী। হবে নাকি কেউ আখেরাতের ধনী ?? চাও নাকি কেউ অমূল্য ধনের খনি ???

 

তুমি ফিরে যাও আল্লাহর দিকে। সৌভাগ্য ফিরবে তোমার দিকে।

 

গোলাপে এতো সুগন্ধ কেন ?? নবীজির এক ফোটা ঘাম মোবারক পরেছিল তাই।

 

কখনো ব্যর্থ হলে সিজদায় পরে যাও, সফলতার পথ আল্লাহ দেখাবেন।

 

তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। —- হজরত আলী (রহঃ)

 

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত

আল হাদিস

 

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন

আল হাদিস

আরো পড়ুন: নামাজ নিয়ে উক্তি 

 

আমি পহেলা বৈশাখের অপেক্ষায় নয়,

পবিত্র রমজান মাসের অপেক্ষায় আছি।

২রা এপ্রিল দিবাগত রাতে সেহরি শুরু এবং প্রথম রোযা

 

তিনটি প্রেমে কোনো কষ্ট নেই….1. আল্লাহর সাথে (2) রাসূল (সঃ) এর সাথে। (3) মা-বাবার সাথে।

  কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪

 

গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়। আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়।

 

মাঝরাতে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তাহলে ভেবে নেবেন আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার ইশারা করেছেন।

 

অপেক্ষায় আছি পবিত্র রমজান মাসের জন্য। ভালোবাসা দিবসের জন্য না।

 

সবচেয়ে খুশির সংবাদ হলো।

আল্লাহর রাগের চেয়ে। দয়ার পরিমাণ অনেক বেশি ।

 

মসজিদ হলো দুনিয়ার জান্নাত ।

যেখানে জান্নাতী খুবই কম ।

রমজান মোবারক।

 

সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ। এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.

 

নেশা-কে নয়, নামাজ-কে আকড়ে ধরো। সুন্দরভাবে বাঁচতে শেখো।

 

দুনিয়ায় 4000-এর বেশি ভাষা থাকলেও, আজানের ধ্বনি কিন্তু এক, সুবহানআল্লাহ।

 

নবীজির কণ্ঠে কুরআন তেলাওয়াত এতই মধুর ছিল। আবু জাহেলও লুকিয়ে-লুকিয়ে শুনতো।

 

সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। —- আল হাদিস

 

রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। —– আল হাদিস।

 

ফজরের নামাজ বিহীন, একটি সকাল কখনোই শুভ হতে পারে না।

 

পৃথিবীতে সেই সবচেয়ে কৃপণ, যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে। —– হযরত মোহাম্মদ ( সাঃ )

 

শিশুরা যখন কথা বলতে শুরু করে, তখন তাকে কালেমা শিক্ষা দাও। —- হযরত মোহাম্মদ ( সাঃ )

 

এক-এক করে যাচ্ছে চলে মাহে রমজান, কি করে দেব আমি তার প্রতিদান। ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত। কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।

 

প্ল্যান একটাই, এই রমজানে 30টি রোজা রাখবো। আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো।

 

আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা ছলনা ছলেও মিথ্যা কথা বলো না।

 

নিজেকে কখনো দুর্বল বা অসহায় মনে করো না। ভুলো না আমাদের প্রতিপালক সর্বশক্তিমান।

 

ধৈর্য হারিও না। নিশ্চই আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন।

 

ভালোবাসা কাকে বলে ? আল্লাহ কে না দেখে প্রতিটি সিজদাতে, আল্লাহকে অনুভব করার নামই ভালোবাসা।

 

আল্লাহ তওবাকারীদের কে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। ( সূরা বাকারা )

 

তিন বেলা খাবার যতটা গুরুত্বপূর্ণ। পাঁচ ওয়াক্ত নামাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

 

যে আমার সুন্নতকে ভালোবাসলে, সে আমাকে ভালোবাসলো। —- হযরত মোহাম্মদ ( সঃ )

 

এক এক করে যাবে চলে মাহে রমযান,

কি করে দিবো আমি তার প্রতিদান.

ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত। কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত

 

আল্লাহর কাছে বেশি কিছু চাই না। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।

 

যদি কাঁদতে চাও, তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো। কারণ, তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন।

  মাগুরা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪

 

কা’বা ঘরে এক রাকাত নামাজ পড়লে, এক লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়।

 

রাগ মানুষের ঈমানকে নষ্ট করে। হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে। আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। —- হযরত মোহাম্মদ ( সাঃ )

 

মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু’চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো, সে হবে পর। আপন হবে নামাজ, রোজা অন্ধকার কবর।

আরো পড়ুন: জুম্মা মোবারক স্ট্যাটাস 

 

মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু’চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো, সে হবে পর। আপন হবে নামাজ, রোজা অন্ধকার কবর।

 

মা এতটাই দামি যে, আল্লাহ জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছেন।

 

প্রত্যেকটি মহল্লায় কোরআনের তাফসিরের ডাক দাও। হয়তো হেরে যাবে মহামারী, জিতে যাবে ঈমানের শক্তি।

 

যে পরিবারে নামাজ নেই, সেই পরিবারে আল্লাহর রহমত নেই।

 

মুসলিমের সিয়াম এলো

যাতে করে দম পান।

 

শান্তি পাবে সবাই তবে

৩০ দিনের সিয়াম,

কুরআন হাসিস পড়ে সবাই

করো নামাজ কায়েম।

 

মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতো এবং শুনতে পেতো, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। —- হযরত মোহাম্মদ ( সঃ )

 

মানুষের মধ্যে সর্বাপ্রেক্ষা অক্ষম ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম। অর্থাৎ দোয়া করে না। হযরত মোহাম্মদ ( সঃ )।

 

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ( সাঃ )। যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো। —- হযরত মোহাম্মদ ( সঃ )

 

রমজানের 1 মাস, রহমত 4 সপ্তাহ, এফডিসির এর 30 দিন, বরকত এর 720 ঘন্টা, QABULIAT এর 43200 মিনিট, MAGHFIRAT এর 2592000 সেকেন্ড।

 

রমজানের 1 মাস, রহমত 4 সপ্তাহ, এফডিসির এর 30 দিন, বরকত এর 720 ঘন্টা, QABULIAT এর 43200 মিনিট, MAGHFIRAT এর 2592000 সেকেন্ড।

 

ভালোবাসাটা যদি নামাজের হয়, তাহলে ফলাফলটা হবে জান্নাত।

 

পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হল, নিজে সংশোধন হওয়া। আর সব চাইতে সহজ কাজ হলো, অন্যের সমালোচনা করা। (হজরত আলী রাঃ)

 

একটি মশার ভয়ে আপনি যদি মশারির ভিতরে ঢুকতে পারেন। তাহলে, দোজকের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ???

 

নিশ্চই নামাজ মানুষকে, সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। —– রোজা মোবারক।

 

এসো বন্ধু নিয়ত করি,

আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি….

 

কোরআন পড়ুন,নামাজ পড়ুন

রাখুন ত্রিশ রোজা

কাঁধ থেকে নেমে যাবে

পাপের সকল বোঝা।

 

শুভ রজনী, শুভ দিন রাখো রোযা ৩০দিন,

  সিরাজগঞ্জ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪

১১মাসের পাপ ১ মাসে করো ছাপ,

দিন যায় দিন আসে রোযা পাবেনা প্রতি মাসে…

তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো?

সবাইকে জানাই {পবিত্র রমজান মোবারক}

 

সামনে আসছে রােজা , হালকা কর গােনাহের বােঝা , যদি কর পাপ চেয়ে নাও মাফ . এসাে নিয়তকরি , আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি . .

 

বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে

তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে

পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে

সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।

 

যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে।

 

আলিম হব, জাহিল থাকবো না। দাড়ি রাখবো, মিছা কথা বলবো না। মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখবো। মসজিদ আবাদ করবো, জ্বলে উঠুন ঈমানী শক্তিতে।

 

যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, তিনি হলেন হযরত মোহাম্মদ ( সঃ )।

 

আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার দ্বারা কেউ যেন কোনোদিন কষ্ট না পায়।

 

আমি দোয়া করি, আল্লাহ যেন সবাইকে নামাজি বানিয়ে দেয়।

 

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা।

 

পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি জানেন ??? একটা পর্দাশীল নারী এবং তার ইজ্জত।

 

প্রিয়জন তো তারাই যারা মৃত্যুর পর কবরের পাশে গিয়ে একটু সময় দেবে।

 

রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান

সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান!

আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !

 

রমজান” এর 1 মাস

“রহমত” 4 সপ্তাহ

“এফডিসির” এর 3o দিন

“বরকত” এর 72O H0urs

“QABULIAT” এর 4320O মিনিট

“MAGHFIRAT” এর 2592O0O সেকেন্ডের

 

শুভ রজনী, শুভ দিন রাখো রোযা ৩০দিন,

১১মাসের পাপ ১ মাসে করো ছাপ,

দিন যায় দিন আসে রোযা পাবেনা প্রতি মাসে…

তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো?

সবাইকে জানাই {পবিত্র রমজান মোবারক}

 

আম্মুকে আজ বলছে খোকা

রাখবে ত্রিশ রোজা,

চাইবে ক্ষমা করতে জমা

ভালো কাজের বোঝা।

 

** ১ টা দিন, ১ টা রাত। আজকে হলো শবে-বরাত। সকলকে দাও নামাজ এর দাওয়াত। আল্লাহ কে ডেকো সারা রাত। মাফ হবে সকল পাপ। তা হলে পাবে জান্নাত। “শুভ শবে-বরাত”।

মাহে রমজান মোবারক …

 

**যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।

মাহে রমজান মোবারক …

একজন মুসলিম হিসেবে অবশ্যই এই রমজান মাসকে কাজে লাগানোর চেষ্টা করবেন এই রমজান এর উসিলায় নিজের সকল পাপ মোচনের চেষ্টা করবেন। যাইহোক রমজান নিয়ে স্ট্যাটাস গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের তথ্যগত ভুল থাকলে অবশ্যই আমাদের বলবেন।

Leave a Comment