এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩ । বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩ যেভাবে করবেন তা আজকে এই লেখায় তুলে ধরবো। যেসকল শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষায় আশানুরুপ ফলাফল পাননি তারা এসএসসি পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষন করতে পারেন যাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ ও বলে থাকি।

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৩

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু : ২৯ শে জুলাই ২০২৩
  • আবেদন শেষ: ৪ ই আগষ্ট ২০২৩
  • আবেদন ফি : ১২৫ টাকা 
  • পুনঃনিরীক্ষণফলাফল প্রকাশ:

বি: দ্র: প্রতিটি পত্রের জন্য এবং ১ম পত্র ও ২য় পত্র সংবলিত বিষয়ে একটির জন্য আবেদন করলেই হবে। সেক্ষেত্রে ১ম পত্রের বিষয় কোড করতে হবে

এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের পদ্ধতি

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০২৩ সালের পরীক্ষার্থীগণ এর মধ্যে যারা উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে ইচ্ছুক তারা টেলিটক মোবাইল থেকে এরএমএস এর মাধ্যমে ২৯শে জুলাই ২০২৩ তারিখ থেকে ০৪ই আগষ্ট ২০২৩ তারিখের মধ্যে নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে।

এসএসসি বোর্ড চ্যালেন্জ ২০২৩

এসএসসি বোর্ড চ্যালেন্জ ২০২৩ এর জন্য আবেদন করতে শুধুমাত্র টেলিটক মোবাইল এর Message অপশনে গিয়ে

RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড

 

উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101

 

এরপর পাঠিয়ে দিতে হবে প্রিপেইড টেলিটক সিম হতে 16222 নাম্বারে।

যেমন: RSC JES 259663 101 Send 16222

 

Send করার পরে টেলিটক থেকে Pin Code সহ একটি Message আসবে এবার Pin Codeটি তুলে নিতে হবে।

  এসএসসি গণিত প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড)

দ্বিতীয়বার Message অপশনে গিয়ে RSC লিখে Space দিয়ে yes লিখে Space দিয়ে Pin Code লিখে Space দিয়ে নিজের মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে Send করতে হবে।

RSC <space> Yes <space> Pin Number <space> Your Phone Number

এরপর পাঠিয়ে দিতে হবে প্রিপেইড টেলিটক সিম হতে 16222 নাম্বারে।

যেমন- RSC<স্পেস>Yes<স্পেস>259663<স্পেস>01800000000 Send 16222

 

এবার টেলিটক নম্বর থেকে ট্র্যাকিং কোড সহ মেসেজ গ্রহণের একটি বার্তা আসবে।

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ

RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107 এবং Send করতে হবে 16222 নম্বরে

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

 

ফিরতি এসএমএস এ কত টাকা চার্জ নেওয়া হবে তা জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর

উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 259663 এবং আপনার মোবাইল নম্বর 01800000000 সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ

RSC<স্পেস>YES<স্পেস>259663<স্পেস>01800000000 এবং Send করতে হবে 16222 নম্বরে

এসএসসি পরীক্ষার পরীক্ষার বিষয় কোড ২০২৩

BANGLA – 101

ENGLISH – 107

MATHEMATICS – 109

GEOGRAPHY AND ENVIRONMENT – 110

ISLAM AND MORAL EDUCATION – 111

  এসএসসি কৃষি শিক্ষা প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড)

HIGHER MATHEMATICS – 126

SCIENCE – 127

AGRICULTURE STUDIES – 134

PHYSICS – 136

CHEMISTRY – 137

BIOLOGY – 138

CIVICS AND CITIZENSHIP – 140

BUSINESS ENTREPRENEURSHIP – 143

ACCOUNTING – 146

PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147

HOME SCIENCE – 151

FINANCE AND BANKING – 152

HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153

INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154

CAREER EDUCATION – 156

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩

প্রকাশ হবার সাথে সাথে সকল শিক্ষাবোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এখানে সংযুক্ত করা হবে। এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল দেখতে নিম্নের দেওয়া টেবিল থেকে আপনার বোর্ড এর রেজাল্ট এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।

ঢাকা বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পিডিএফ ডাউনলোড
বরিশাল বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল পিডিএফ ডাউনলোড
চট্টগ্রাম বোর্ড এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল পিডিএফ ডাউনলোড
সিলেট বোর্ড এসএসসি রেজাল্ট চ্যালেঞ্জ ফলাফল পিডিএফ ডাউনলোড
কুমিল্লা বোর্ড এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল পিডিএফ ডাউনলোড
মাদ্রাসা বোর্ড দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল পিডিএফ ডাউনলোড
দিনাজপুর বোর্ড এসএসসি ফলাফল খাতা চ্যালেঞ্জ রেজাল্ট পিডিএফ ডাউনলোড
রাজশাহী বোর্ড এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল পিডিএফ ডাউনলোড
ময়মনসিংহ বোর্ড খাাতা চ্যালেন্জ রেজাল্ট পিডিএফ ডাউনলোড
কারিগরী বোর্ড রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফলাফল পিডিএফ ডাউনলোড
যশোর বোর্ড এসএসসি ফলাফল চ্যালেঞ্জ ফলাফল পিডিএফ ডাউনলোড

নোট: পুনঃনিরীক্ষণের ফলাফল মূল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে প্রকাশ হয়ে থাকে। তাই ২০২৩ সালের এসএসসি পুনঃনিরীক্ষণ এর ফলাফল ২৮ সেপ্টেম্বর এর মধ্যে প্রকাশ হতে পারে।

  এসএসসি বিজ্ঞান প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড)

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে কোন প্রকার জিজ্ঞাসা থাকলে কল করুন টেলিটক হেলপলাইন নাম্বার: ১২১

Leave a Comment