১০ টি উপায় ফেসবুক আইডি নিরাপদ রাখুন

১০ টি উপায় ফেসবুক আইডি নিরাপদ রাখুন। বর্তমানে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সারা পৃথিবী জুড়ে এর বিস্তার। বাংলাদেশও পিছিয়ে নেই। বর্তমানে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে। বর্তমানে অনেকেই ফেসবুক এর নিয়ম কানুন ভালভাবে জানেন না। এ জন্য অবশ্য অনেক বিরম্বনায় পড়তে হয় অনেক সময়। বিশেষ করে হয়রানির শিকার হয় মেয়েরা।

যেহেতু ফেসবুক এর মাধ্যমে অপরাধীকে খুজে পেতে অনেকটা কষ্টের ব্যাপার তাই ফেসবুক এ গোপনীয়তার অনেক অপশন আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ধরনের প্রাইভেসি সম্পর্কে ভালভাবে জানতে হবে।

 

ফেসবুক এ ব্যাকআপ রাখুন

যেকোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, এ জন্য আপনি আপনার ছবি, নোট, কিংবা জরুরী ফাইল এর ব্যকআপ রাখতে পারেন। ফেসবুক এ ব্যকআপ রাখার সুবিধা আছে। এর জন্য আপনাকে অ্যাকাউন্ট এ যেতে হবে তারপর অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করতে হবে।

এরপর Download a Copy এখানে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ আসবে সেখানে Start My Archive অপশনটি আসবে ওটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আসল প্রোফাইল এর মত একটি প্রোফাইল তৈরি হওয়া শুরু করবে। এই প্রোফাইলটাকে মূলত আমারা ব্যকআপ প্রোফাইল বলতে পারি।

এই প্রোফাইলটি তৈরি হয়ে গেলে আপনার এমেইল এ একটি মেইল যাবে। তখন আবার আপনাকে অ্যাকাউন্ট অপশন থেকে অ্যাকাউন্ট সেটিং এ যেতে হবে। সেখানে Download Copy অপশন এ ক্লিক করলেই আপনি আপনার প্রোফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা ফাইলটি জিপ ফরমেটে থাকবে। এটাকে আনজিপ করে নিতে হবে। এর মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট এর সবকিছু দেখতে পারবেন।

 

Security Question দিয়ে রাখুন

Security Question এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক নিরাপদ রাখতে পারেন। এজন্য আপনাকে অ্যাকাউন্ট এ ক্লিক করে অ্যাকাউন্ট সেটিং এ যেতে হবে। ওখানে কতগুলো প্রশ্ন দেখতে পাবেন, সেখান থেকে আপনার পছিন্দমত প্রশ্ন বাছাই করে তার উত্তর সেভ করে রাখুন। যদি কখনো আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে পারবেন।

  ইংরেজিতে কথা বলার সহজ উপায়

 

মোবাইল নম্বর দিয়ে রাখুন

আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ আপনার মোবাইল নম্বর যোগ করে রাখতে পারেন। যদি কখনো আপনার অ্যাকাউন্ট চুরি বা হ্যাক হয়ে যায় তখন আপনি মোবাইল নম্বর ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারবেন।

এ জন্য আপনাকে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করতে হবে, এর পর মোবাইল এ ক্লিক করুন। এরপর আপনি আপনার নম্বরটি যোগ করে দিন। যদি আপনার নম্বরটি যোগ না হয় তবে Add this phone number to my profile এর টিক চিহ্নটি তুলে দিন। আপনি আপনার মোবাইল থেকে F লিখে 32665 এই নম্বরে মেসেজ পাঠিয়ে দিন। কিছুক্ষন পরেই আপনার মোবাইল এ একটি ফিরতি মেসেজ আসবে সেখানে একটি কোড থাকবে সেটি আপনাকে বক্স এ লিখতে হবে এবং next ক্লিক করতে হবে।

 

Security code sent to my phone যুক্ত করুন

সবাই যদি আপনার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড জেনেও যায় তাহলেও তারা কেউ আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে পারবে না। এজন্য আপনাকে যা করতে হবে তা হল- প্রথমে লগইন করতে হবে, অ্যাকাউন্ট অপশন থেকে অ্যাকাউন্ট সেটিং অপশন এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি অপশন এ যেতে হবে এবং ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলে যাবে। তখন সেখানে লগইন নোটিফিকেশান অপশন এর দান পাশে এডিট বাটনে ক্লিক করতে হবে। তারপর ইমেইল এর পাশের বক্সের টিক চিহ্নটি তুলে দিয়ে changes এ ক্লিক করতে হবে।

  চিরতরে উকুন দূর করুন এই ৫ টি ঘরোয়া উপায়

এখন লগইন আপ্রভাল এর ডান পাশে এডিট এ ক্লিক করলে Require me to enter a security code sent to my phone এর টিক চিহ্নটি তুলে দিতে হবে। এরপর Set up now তে ক্লিক করতে হবে। এরপর ফোন নাম্বার বক্স এ আপনার নম্বরটি দিতে হবে, তারপর Continue তে ক্লিক করতে হবে।

এই সময় আপনার মোবাইল এ একটি কোড চলে আসবে সেই কোডটি কোড বক্সে লিখে দিয়ে continue তে ক্লিক করতে হবে। তারপর save change অপশন টিতে ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট টি লগআউট করে আবার লগইন করুন। দেখবেন নতুন একটি পেজ খুলে গেছে।

এখানে আপনাকে Add to your list of recognized devices বক্সের টিক চিহ্নটি তুলে দিয়ে continue তে ক্লিক করতে হবে। এটি করলে কেউ অন্য কম্পিউটার থেকে আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে পারবে না। কেউ যদি প্রবেশের চেষ্টা করে তাহলে আপনার মোবাইল এ একটি কোড চলে আসবে। এই কোড ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে পারবে না।

এর পাশাপাশি আপনার ইমেইল এ একটি মেইল যাবে, সেখানে থাকবে কে, কখন, কোন নামে, কোন আইপি থেকে আপনার অ্যাকাউন্ট এ ঢুকার চেষ্টা করা হয়েছিল।

 

See who have visited your profile

অনেক সময় অপ্রয়োজনীয় কিছু বিষয় চলে আসে যেমন- see who have visited your profile এই ধরনের কোনকিছুতে আপনি ক্লিক করবেন না। এতে ক্লিক করলে আপনার প্রোফাইল এ আপনাআপনি তাদের কিছু মেসেজ যুক্ত হয়ে যাবে। এগুলকে সবসময় এড়িয়ে চলুন।

 

কাউকে হুমকি দেবেন না

আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কাউকে হুমকি দেবেন না, কেননা যদি কেউ আপনার আইডির নামে রিপোর্ট করে তো আপনার আইডি আর নাও ফিরে পেতে পারেন।

  নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

 

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

আপনার অ্যাকাউন্ট এর নিরাপত্তার জন্য অনেক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। small letter ও Capital letter মিলে আপনি আপনার পাসওয়ার্ড তৈরি করতে পারেন, আবার এর সাথে কয়েকটি নম্বর ও যোগ করে দিতে পারেন। সবচেয়ে ভাল হয় যদি এই গুলো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি অন্তত ১০-১৫ অক্ষরের মধ্যে পাসওয়ার্ড দিতে পারেন।

 

একটা নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন

আপনি নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। এ ক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ড ফাসও হয়ে যায় তবুও কোন ভয় থাকবে না। কখনো পাসওয়ার্ড ভুলে গেলে forget password অপশন টি তো আছেই আপনার জন্য।

 

অপরিচিত কাউকে ফ্রেন্ড না বানানো

অপরিচিত ব্যক্তিকে বন্ধু না বানানই উচিৎ। তাই কাউকে বন্ধু বানাতে চাইলে তার প্রোফাইল এর ছবি ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে বন্ধু বানাবেন।

 

প্রোফাইল লক করে রাখুন

ফেইসবুক আপনার প্রোফাইলকে আরও সুরক্ষিত রাখার জন্য প্রোফাইল লক এর সুবিধা দিচ্ছে। আপনার প্রোফাইল এ আপনার ফেইসবুক ফ্রেন্ড ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

প্রথমে আপনার প্রোফাইল পিকচারে টাচ করে প্রোফাইলে ঢুকবেন এরপর Add to Story এর ডান দিকে ৩ টা ডট এ ক্লিক করবেন তারপর প্রোফাইল সেটিং এ প্রবেশ করে Lock Profile এ ক্লিক করবেন এর পর Lock your Profile এ ক্লিক করবেন ব্যাস হয়ে গেলো আপনার ফেইসবুক প্রোফাইল লক।

আপনার ফেইসবুক অ্যাকান্ট আরও সুরক্ষা করতে গিয়ে যদি কোথাও কোন ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Leave a Comment