বিকাশ অ্যাড মানি অফার ১০০ টাকা ক্যাশব্যাক

বিকাশ অ্যাড মানি অফার ১০০ টাকা ক্যাশব্যাক। বিকাশ তাদের গ্রাহকদের সারবছরই একটার পর একটা অফার দিয়ে থাকে। বিশেষ করে অ্যাড মানি অফার।

চলতি এপ্রিল মাস জুড়ে বিকাশ গ্রাহকগণ তাদের বিকাশ অ্যাপে ব্যাংক একাউন্ট অথবা কার্ড থেকে বিকাশ একাউন্টে দুইবার ৭,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ৫০টাকা করে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

বিকাশ অ্যাড মানি অফার ১০০ টাকা ক্যাশব্যাক অফারের বিস্তারিত

  • গ্রাহক তাদের ব্যাংক একাউন্ট বা কার্ড থেকে থেকে বিকাশ একাউন্টে ৭,৫০০ টাকা ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ এর মাধ্যমে অ্যাড মানি করলেই গ্রাহক ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
  • বিকাশের এই ক্যাম্পেইন চলাকালীন সময় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০+৫০ টাকা করে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বোনাস পাবেন।
  • একজন বিকাশ গ্রাহক সর্বোচ্চ দুইবার অ্যাড মানি করলে প্রতিবারে ৫০ টাকা করে মোট ২বার সর্বমোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বোনাস পাবেন।
  • এই অফার চলাকালীন সময় শুধুমাত্র ২ বার ৭,৫০০ টাকা অ্যাড মানি করলে যেকেউ এই অফারটি উপভোগ করতে পারবেন।

আজকের বিকাশ ক্যাশব্যাক অফার ১৪ টাকা ক্যাশব্যাক অফার

  • বিকাশ গ্রাহকগণ শুধুমাত্র তাদের ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ অ্যাড মানি করে এই ইন্সট্যান্স ক্যাশব্যাক বোনাস পাবেন।
  • এই অফার চলাকালীন সময়ে একজন বিকাশ গ্রাহক সর্বোচ্চ ২বার অফারটি পাবেন।
  • বিকাশ গ্রাহক যে বিকাশ একাউন্টে অ্যাড মানি করবেন, সেই একাউন্টেই এই ইন্সট্যান্স বোনাস দেওয়া হবে।
  • গ্রাহকগণ শুধুমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করেই এই অফারটি উপভোগ করতে পারবেন।
  বিকাশ ১১ টাকা রিচার্জ অফার ২০২২

বিকাশ অ্যাড মানি অফার ১০০ টাকা ক্যাশব্যাক শর্তাবলি

  • সচল ব্যাংক একাউন্ট থেকে এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্টে সফলভাবে অ্যাড মানি করে এই অফারটি উপভোগ করতে পারবেন।
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে বোনাস দেওয়াতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ৩বার বিরতিতে বোনাস প্রদানের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক বোনাস অফারের জন্য আর অন্তর্ভূক্ত বিবেচিত হবেন না।
  • বোনাস পেতে অফার চলাকালীন গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে।
  • এই অফারটি বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক এই অফারের অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের বোনাস সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

বিকাশ অফার ২০২২ (সর্বশেষ অফার)

  • কোনো গ্রাহক একাউন্টে প্রতারণামূলক কার্যকলাপ ধরা পড়লে বিকাশ উক্ত গ্রাহকের একাউন্ট বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • অজানা যেকোনো কারণে অফার পেতে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।বিকাশ অ্যাড মানি অফার
  বিকাশ অফার ২০২২ (সর্বশেষ অফার) bKash Offer 2022

এই অফারের মেয়াদ থাকবে পহেলা এপ্রিল থেকে ৩০শে এপ্রিল, ২০২২ পর্যন্ত।

বন্ধুরা এই লেখাটি বিকাশ এর অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে দয়া করে তাদের অফিশিয়াল বিকাশ অ্যাড মানি অফার ১০০ টাকা ক্যাশব্যাক এই পেইজে ভিজিট করতে পারেন।

Leave a Comment