১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান স্কুল ও কলেজ পর্যায় নিয়ে আলোচনা করছি। যারা ১৭ তম এনটিআরসিএ পরীক্ষার প্রশ্নের সমাধান দেখতে চান তারা নিচে দেওয়া প্রশ্ন সমাধান দেখে নিতে পারেন।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (17th NTRCA Exam)
১৭ তম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারী পরীক্ষা গত ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২২ এ অনুষ্ঠিত হয়েছিল। ১৭ তম NTRCA পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি বিভাগ থেকে প্রশ্ন করা হয়েছিল। প্রতিটি বিষয়ে ২৫ টি প্রশ্ন করা হয়েছিল।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন স্কুল কলেজ পর্যায় দেওয়া হয়েছে।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান এখানে প্রকাশ করা হয়েছে। এখান থেকে পরীক্ষার্থীরা তাদের প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে দেখেতে পারবেন।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান (স্কুল পর্যায়)
১। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তরঃ (ক) ‘চ’ ধ্বনি
২। বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
উত্তরঃ (ক) শব্দ
৩। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য-
উত্তরঃ (খ) ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
৪। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
উত্তর: (ক) কমা
৫। ‘প্রথিত’ শব্দের অর্থ কী?
উত্তরঃ (গ) বিখ্যাত
৬। ‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ (গ) অবিলম্ব
৭। কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ (ঘ) উপর্যুক্ত
৮। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন? উত্তরঃ (খ) দীনতা প্রশংসনীয় নয়
৯। ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? উত্তর: (ক)পূর্বাহ্ণ
১০। “Look before you leap”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
উত্তরঃ (গ) দেখে পথ চলো, বুঝে কথা বলো।
১১। ‘Invoice’ এর বাংলা পরিভাষিক রূপ কোনটি?
উত্তরঃ (ক) চালান
১২। ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
উত্তরঃ (খ) প্রতি + আবর্তন
১৩। সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?
উত্তর: (ঘ) তালব্য
১৪। ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ (ঘ) অধিকরণে ৭মী বিভক্তি
১৫। “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ (খ) নিমিত্তার্থে ষষ্ঠী
১৬। ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? উত্তরঃ (ক) অন্যকাল
১৭। ‘মুজিববর্ষ’ কোন সমাস?
উত্তরঃ (গ) কর্ম ধারয় সমাস
১৮। ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ (ক) √মুচ+ক্তি
১৯। পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ (ঘ) অবনী
২০। ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ (ঘ) সিংহদার
২১। ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
উত্তরঃ (ক) ত্বরিৎকর্মা
২২। ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
উত্তরঃ (ঘ) বক্তব্য
২৩। ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর: (গ) √শ্রু + অন
২৪। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ (ঘ) সমা
২৫। ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তরঃ (গ) রজকিনী
২৬। If I had tried again –
উত্তর: (খ) I could have solved the problem
২৭। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উত্তরঃ (ঘ) Nowadays women are playing important role in all spheres of life.
২৮। I fancy I (turn) a trifle pale
উত্তরঃ ক) turned
২৯। He fell _ a trap.
উত্তর: (গ) into
৩০। I would rather die
উত্তর: (খ) than beg
৩১। The prince has no ambition __ the throne. উত্তরঃ (ঘ) for
৩২। Which is the noun of the word wise? উত্তরঃ (খ) Wisdom
৩৩। Ups and downs means-
উত্তর: (ঘ) rise and fall
৩৪। The verb form of ‘strong’ is
উত্তরঃ (ঘ) strengthen
৩৫। —best companions in life.
উত্তরঃ (ক) Books are men’s
৩৬। তিনি সৎ লোক ছিলেন, তাই না?
উত্তরঃ (ঘ) He was an honest man, wasn’t he?
৩৭। The synonym of ‘incredible’ is—
উত্তরঃ (ক) unbelievable
৩৮। The antonym of ‘Honorary’ is —
উত্তরঃ (গ) salaried
৩৯। ‘To end in smoke’ means —
উত্তরঃ (গ) to come to nothing
৪০। Kalam is as strong as Salam. (Comparative)
উত্তরঃ (ক) Salam is not stronger than Kalam
৪১। The synonym of ‘Prudent’ is —
উত্তরঃ (খ) insightful
৪২। Without working hard, you can not succeed. (Compound)
উত্তরঃ (খ) Work hard or you can not succeed.
৪৩। Over-flooding is one of the worst problems in our country. (Positive)
উত্তরঃ (গ) Very few problems in our country are as bad as over-flooding.
৪৪। What can no be cured must be endured. (Active)
উত্তরঃ (গ) We must endure what we can not cure.
৪৫। Let us love our country. (Simple)
উত্তরঃ (খ) We should love our country
৪৬। Noun form of the word ‘comfortable’ is —
উত্তরঃ (খ) comfort
৪৭। I look forward to (receive) a letter from you.
উত্তরঃ (ক) receiving
8৮। He is so dull that-
উত্তরঃ (গ) He can not understand anything
৪৯। I have left the room but he (enter) the room.
উত্তর: (ঘ) is entering
৫০। The man is — his son’s fault.
উত্তর: (ক) blind to
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান (স্কুল-২ পর্যায়)
১৭ তম শিক্ষক নিব ন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান (কলেজ পর্যায়)
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন স্কুল ও কলেজ পর্যায় নিয়ে কোন ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।