মুসলমানদের ইতিহাস ৭৫০-১২৫৮ সাজেশন অনার্স ১ম বর্ষ

মুসলমানদের ইতিহাস ৭৫০-১২৫৮ সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year History of the Muslims (750-1258) the Abbasids and the Regional Dynasties Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮) আব্বাসি খিলাফত ও আঞ্চলিক রাজবংশসমূহ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ১ বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন
  • বিষয়ঃ মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০) আব্বাসি খিলাফত ও আঞ্চলিক রাজবংশসমূহ
  • বিষয় কোডঃ ২১১৬০৩

মুসলমানদের ইতিহাস ৭৫০-১২৫৮ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) কার নামানুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়?

উত্তরঃ আব্বাসি বংশের নামকরণ করা হয় হযরত মুহম্মদ (সা.) এর চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামানুসারে।

০২) আব্বাসি আন্দোলনের সূচনা করেন কে?

অথবা, আব্বাসি আন্দোলনের উদ্যোগ কে?

উত্তরঃ আব্বাসি আন্দোলনের সূচনা করেন হযরত মুহম্মদ (সা.) এর চাচা আল আব্বাসের বংশধর মুহম্মদ বিন আলি।

০৩) আন নাফস উজ-জাকিয়া (পবিত্র আত্মা) কার উপনাম?

উত্তরঃ নাফস উস জাকিয়া ইমাম হাসান (রা.) এর প্রপৌত্র মুহম্মদের উপনাম বা উপাধি।

০৪) আব্বাসি খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ আব্বাসি খিলাফত ৭৫০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

০৫) আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ।

০৬) আব্বাসি খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ আবাসি খিলাফতের প্রথম রাজধানী কৃফায় ছিল।

০৭) আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর আল মনসুর।

০৮) আব্বাসি বংশে কতজন খলিফা ছিলেন?

উত্তর: আব্বাসি খিলাফতের খলিফার সংখ্যা ৩৭ জন।

০৯) আবু মুসলিম কে ছিলেন?

উত্তরঃ আবু মুসলিম ছিলেন আব্বাসি আন্দোলনের প্রধান সেনাপতি।

১০) জাব নদী কোথায় অবস্থিত?

উত্তরঃ জাব নদী ইরাকের টাইগ্রিস অববাহিকায় অবস্থিত।

১১) আব্বাসীয় খলিফা আবু জাফরের কী উপাধি ছিল?

উত্তরঃ আবু জাফরের উপাধি ছিল আল মনসুর।

১২) ‘আল মনসুর’ শব্দের অর্থ কী?

উত্তরঃ আল মনসুর শব্দের অর্থ হলো বিজয়ী।

১৩) আব্বাসিদের রাজধানী বাগদাদে স্থানান্তর করেন কোন খলিফা?

অথবা, কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?

উত্তরঃ আব্বাসিদের রাজধানী বাগদাদে স্থানান্তর করেন খলিফা আবু জাফর আল মনসুর।

১৪) সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন?

উত্তরঃ সানবাদ পারস্যের মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন।

১৫) বাগদাদ শব্দের অর্থ কী?

উত্তরঃ বাগদাদ শব্দের অর্থ ন্যায়বিচারের উদ্যান।

১৬) ‘দারুস সালাম’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘দারুস সালাম’ শব্দের অর্থ ‘শান্তিনিবাস’।

১৭) কোন নগরীকে ‘শান্তিনিবাস’ বলে অভিহিত করা হতো?

উত্তরঃ বাগদাদ নগরীকে ‘শান্তিনিবাস’ বলে অভিহিত করা হতো।

১৮) রুসাফা কী?

উত্তরঃ আব্বাসি দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক নির্মিত একটি ভবনের নাম হলো রুসাফা।

১৯) খলিফা হারুন অর রশিদের মাতার নাম কী?

উত্তরঃ খলিফা হারুন অর রশিদের মাতার নাম খায়জুরান।

২০) নহরে জুবাইদা কী?

উত্তরঃ আব্বাসি খলিফা হারুন অর রশিদের স্ত্রী জুবাইদা হজ পালন করার সময় মক্কায় আগত মুসলমানদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য যে খাল খনন করেন তাই নহর ই জুবাইদা নামে পরিচিত।

২১) ‘আরবীয় জোয়ান অব অর্ক’ বলা হয় কাকে?

উত্তরঃ খারিজি নেতা ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে ‘আরবীয় জোয়ান অব আর্ক বলা হয়।

২২) খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কী?

উত্তরঃ খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম ফজল বিন সাহল।

২৩) ‘আরব্য রজনী’ কে সংকলন করেন?

উত্তরঃ ‘আরব্য রজনী’ সংকলন করেন আব্বাসি খলিফা হারুন অর রশিদ ।

২৪) বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ বায়তুল হিকমা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন

২৫) নাইসিফোরাস কে ছিলেন?

উত্তরঃ নাইসিফোরাস ছিলেন বাইজান্টাইন সম্রাট।

২৬) বার্মাকি উজির পরিবারের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ বার্মাকি উজির পরিবারের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাক।

২৭) সামাররা শব্দের অর্থ কী?

উত্তরঃ সামাররা শব্দের অর্থ হলো দর্শকদের আনন্দদানকারী।

২৮) কোন আব্বাসি খলিফাকে আরবদের নিরো’ বলা হয়?

উত্তরঃ আব্বাসি খলিফা আল মুতাওয়াক্কিলকে ‘আরবদের নিরো’ বলা হয়।

২৯) আব্বাসি বংশের শেষ খলিফার নাম লেখ।

উত্তরঃ আব্বাসি বংশের শেষ খলিফা আল মুসতাসিম।

৩০) হালাকু খান কে?

উত্তরঃ হালাকু খান ছিলেন মোঙ্গল নেতা ও চেঙ্গিস খানের পৌত্র।

৩১) কে বাগদাদ নগরী ধ্বংস করেন?

উত্তরঃ বাগদাদ নগরী মোঙ্গল নেতা হালাকু খান ধ্বংস করেন।

৩২) ইসলামি রাষ্ট্রের প্রথম উজির কে ছিলেন?

উত্তরঃ ইসলামি রাষ্ট্রের প্রথম উজির ছিলেন আবু সালামা।

৩৩) মাওয়ালি কারা?

উত্তরঃ উমাইয়া ও আব্বাসি শাসনামলে অনারব মুসলমানদেরকে মাওয়ালি বলা হতো।

৩৪) আরব্য দার্শনিক কাকে বলে?

অথবা, আরবদের দার্শনিক কাকে বলা হতো?

অথবা, কাকে আরবদের দার্শনিক বলা হয়?

উত্তরঃ আরবদের দার্শনিক বলা হয় আল কিন্দিকে।

৩৫) আরবদের ‘হেরোডোটাস’ কাকে বলা হয়?

উত্তরঃ আরবদের ‘হেরোডোটাস’ বলা হয় আল মাসুদিকে।

৩৬) ইতিহাসে প্রথম শিয়া বংশ কোনটি?

অথবা, ইসলামের ইতিহাসে প্রথম শিয়া মতানুসারী রাজবংশ কোনটি?

উত্তরঃ ইতিহাসে প্রথম শিয়া বংশ হলো ইদ্রিসি বংশ।

৩৭) ইদ্রিসি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: ইদ্রিসি বংশের প্রতিষ্ঠাতা হলেন ইদ্রিস ইবনে আব্দুল্লাহ।

৩৮) ইদ্রিসি বংশ কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ইদ্রিসীয় বংশ উত্তর আফ্রিকার মরক্কোতে প্রতিষ্ঠিত হয়।

৩৯) আগলাবি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ আগলাবি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইব্রাহিম বিন আগলাব।

৪০) আগলাবি বশের রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ আগলাবি বংশের রাজধানী ছিল কায়রোয়ানে

৪১) আগলাবিয় বংশের শেষ শাসক কে ছিলেন?

উত্তরঃ আগলাবীয় বংশের শেষ শাসক তৃতীয় জিয়াদাতুল্লাহ (৯০৩-৯০৯ খ্রি.।

৪২) ইখশিদি রাজ বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ ইখশিদি রাজ বংশের প্রতিষ্ঠাতা মুহম্মদ বিন তুগজ।

৪৩) সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ সামানী বংশের প্রতিষ্ঠাতা হলেন নুুসর বিন আহমদ।

৪৪) তাহিরি বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ তাহিরি বংশ ৮২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

৪৫) গজনবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ গজনবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন আলপ্তগিনের জামাতা সবুক্তগিন।

৪৬) বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মুইজ উদ দৌলা।

৪৭) আতাবেগ কার উপাধি ছিল।

উত্তরঃ ‘আতাবেগ’ নিজামুল মুলকের উপাধি।

৪৮) জালালি পঞ্জিকা কে তৈরি করেন?

উত্তরঃ জালালি পঞ্জিকা সেলজুক শাসক মালিক শাহ তৈরি করেন।

৪৮) “সিয়াসতনামা’ গ্রন্থের লেখক কে?

উত্তরঃ “সিয়াসতনামা’ গ্রন্থের লেখক নিজামুল মুলক।

৪৯) ’পর্বতের বৃদ্ধ লোক’ কে ছিলেন?

উত্তরঃ গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা ও প্রতিষ্ঠাতা হাসান বিন সাবাহ পর্বতের বৃদ্ধ লোক ছিলেন।

৫০) ‘ক্রুসেড’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘ক্রুসেড’ শব্দের অর্থ ধর্মযুদ্ধ।

মুসলমানদের ইতিহাস ৭৫০-১২৫৮ সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) আব্বাসি বংশের পরিচয় দাও।

০২) জাবের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।

০৩) খলিফা আবুল আব্বাসকে ‘আস-সাফফাহ’ বলা হয় কেন?

০৪) নাসিবিন যুদ্ধ সম্পর্কে কী জান।

অথবা, নাসিবিন যুদ্ধ সম্পর্কে একটি ধারণা দাও।

০৫) আবু মুসলিম খোরাসানি কে ছিলেন?

০৬) আবু মুসলিম খোরাসানি কীভাবে নিহত হয়েছিলেন?

০৭) কাকে ‘কুরাইাশদের বাজপাখি’ বলা হয় এবং কেন?

০৮) আব্বাসি শাসক আবু জাফর আল মনসুরের স্থাপত্যকীর্তির বিবরণ দাও।

০৯) বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস লেখ।

১০) রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা?

১১) শিয়া সম্পর্কে কী জান?

১২) আল আমিন ও আল মামুনের মধ্যে গৃহযুদ্ধের কারণ লেখ।

১৩) ‘বায়তুল হিকমা’ সম্পর্কে টীকা লেখ।

১৪) নাইসিফোরাসের পরিচয় দাও।

১৫) নাইসিফোরাসের সাথে খলিফা হারুন অর রশিদের সম্পর্ক আলোচনা কর।

১৬) আব্বাসি বংশের পতনের জন্য খলিফা আল মুসতাসিম কতটুকু দায়ী?

১৭) আব্বাসি শাসনের চারটি বৈশিষ্ট্য লেখ।

১৮) মাওয়ালিদের পরিচয় দাও।

১৯) আরব্য রজনী সম্পর্কে সংক্ষেপে লেখ।

২০) শাহনামার সম্পর্কে একটি টীকা লেখ।

২১) ইবনে সিনার পরিচয় দাও।

অথবা, ইবনে সিনার ওপর টীকা লেখ।

২২) মুতাজিলা কারা

২৩) সাফৃফারি বংশ সম্পর্কে কী জানো

২৪) সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য আলোচনা কর।

২৫) বুয়াইয়াদের পরিচয় দাও।

অথবা, বুয়াইয়া কারা? সংক্ষেপে আলোচনা কর।

২৬) সেলজুকদের সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।

অথবা, সেলজুক কারা?

২৭) তু্ঘ্রিল বেগ সম্পর্কে যা জান লেখ।

অথবা, তু্ঘ্রিল বেগের পরিচয় দাও।

২৮) নিজামুল মুলকের ওপর একটি টীকা লেখ?

অথবা, নিজামুল মুলক সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

২৯) নিজামুল মুলকের কৃতিত্ব লেখ।

৩০) গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে ধারণা দাও।

৩১) ‘পর্বতের বৃদ্ধ ব্যক্তি’ সম্পর্কে টীকা লেখ।

৩২) জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন?

মুসলমানদের ইতিহাস ৭৫০-১২৫৮ সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) আব্বাসি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

০২) আবু জাফর আল মনসুরকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? ব্যাখ্যা কর।

০৩) খলিফা আল মাহদির রাজত্বকাল বর্ণনা কর।

০৪) খলিফা হারুন আর রশিদের গৌরবোজ্জ্বল রাজত্বের বর্ণনা দাও।

০৫) খলিফা হারুন-আর-রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন?

০৬) খলিফা আল আমিন ও আল মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের কারণ উল্লেখ কর।

০৭) খলিফা আল আমিন ও আল মামুনের মধ্যকার উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ ও ফলাফল বর্ণনা কর।

অথবা, খলিফা আল আমিন ও আল মামুনের মধ্যকার গৃহযুদ্ধের বিবরণ দাও।

অথবা, আল আমিন ও আল মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা কর।

০৮) জ্ঞান-বিজ্ঞানে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন কর।

অথবা, জ্ঞানবিজ্ঞানে খলিফা আল মামুনের অবদান মূল্যায়ন কর ।

০৯) খলিফা আল-মামুনের রাজত্বকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?

১০) বার্মাকি পরিবারের উত্থান-পতন আলোচনা কর।

১১) আব্বাসি বংশের পতনের কারণসমূহ ব্যাখ্যা কর।

১২) বাগদাদ ধ্বংসের কারণ ও এর প্রভাবসমূহ উপস্থাপন কর।

১৩) ১২৫৮ খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের ফলাফল আলোচনা কর।

১৪) ইদ্রিসী বংশের উত্থান ও পতনের ইতিহাস লেখ।

১৫) আগলাবি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব নিরূপণ কর

অথবা, আগলাবি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব মূল্যায়ন কর।

১৬) তুলনীয় বংশের ইতিহাস সংক্ষিপ্তাকারে লেখ।

১৭) জনকল্যাণকামী শাসক হিসেবে আহমদ ইবনে তুলুনের কৃতিত্ব মূল্যায়ন কর।

অথবা, আহমদ ইবনে তুলুনের জনকল্যাণমূলক কাজের বর্ণনা দাও।

১৮) তাহিরি বংশের প্রতিষ্ঠার ইতিহাস লেখ।

১৯) বুয়াইয়াদের উৎপত্তি ও কার্যাবলি আলোচনা কর।

২০) “আজদ উদ দৌলা কেবল শ্রেষ্ঠ বুয়াইয়াই ছিলেন না, তার সময়ে সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন।” উক্তিটি বিশ্লেষণ কর।

অথবা, বুয়াইয়াদের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে আজদ উদ দৌলার কৃতিত্ব মূল্যায়ন কর।

২১) সেলজুকদের উত্থান ও পতনের ইতিহাস লেখ।

অথবা, সেলজুক তুর্কিদের উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস লেখ।

২২) সেলজুক সুলতান মালিক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।

২৩) আইয়ুবি বংশের উত্থানে সালাউদ্দিন আইয়ুবির ভূমিকা নিরূপণ কর।

২৪) ক্রুসেড কী? ক্রসেডের কারণসমূহ উল্লেখ কর।

২৫) ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর।

পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস

  • সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
  • সাল  তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
  • অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
  • বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
  • বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

উপসংহার

মুসলমানদের ইতিহাস ৭৫০-১২৫৮ অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোডঃ ২১১৬০৩) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮) আব্বাসি খিলাফত ও আঞ্চলিক রাজবংশসমূহ নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment