সমাজকর্ম পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ

সমাজকর্ম পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year Introduction to Social Work Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য সমাজকর্ম পরিচিতি সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয় ও বিষয় কোডঃ

  • অনার্স ১ম বর্ষ সমাজকর্ম সাজেশন
  • বিষয়ঃ সমাজকর্ম পরিচিতি
  • বিষয় কোডঃ ২১২১১১

সমাজকর্ম পরিচিতি সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) সমাজকর্ম কী?

উত্তরঃ সমাজকর্ম হলো ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করার এমন একটি পেশাগত কার্যক্রম যার লক্ষ্য তাদের সামাজিক কার্যাবলি পালন ক্ষমতা পুনরুদ্ধার বা গতিশীলকরণ এবং সামাজিক লক্ষ্যার্জনে ইতিবাচক সামাজিক পরিবেশ গঠন করা।

০২) সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?

উত্তরঃ সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন আর. এ. স্কিডমোর এবং এম. জি. থ্যাকারি।

০৩) সমাজকল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?

উত্তরঃ সমাজকল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ডব্লিউ এ. ফ্রিডল্যান্ডার।

০৪) সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?

উত্তরঃ সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন অ্যানা এল. ডয়েস।

০৫) ‘Social Diagnosis’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ ‘Social Diagnosis’ গ্রন্থের রচয়িতা মেরি রিচমন্ড ।

০৬) সমাজকর্মের ২টি বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ সমাজকর্মের ২টি বৈশিষ্ট্য হলো- ১. মানবসম্পদ উন্নয়ন ও ২. পদ্ধতিনির্ভর সমাজকর্ম ।

০৭) সমাজকর্ম মূল্যবোধ কী?

উত্তরঃ সমাজকর্মে অনুশীলিত মূল্যবোধই হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ ।

০৮) ‘সোসাইটি’ গ্রন্থের লেখক কে?

উত্তরঃ ‘সোসাইটি’ গ্রন্থের লেখক সমাজবিজ্ঞানী ম্যাকাইভার।

০৯) সমাজবিজ্ঞান কী?

উত্তরঃ মানবসমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান বস্তুনিষ্ঠভাবে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে।

১০) ‘Economics’ শব্দটি কোন শব্দ হতে উদ্ভূত?

অথবা, ‘ইকোনোমিক্স’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

উত্তরঃ ‘Economics’ শব্দটি গ্রিক Oikonomia শব্দ থেকে উদ্ভূত।

১১) মনোবিজ্ঞান কী?

উত্তরঃ মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যা প্রাণী ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে।

১২) কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?

উত্তরঃ ইংল্যান্ডকে সমাজকর্মের সূতিকাগার বলা হয় ।

১৩) কোন রাজার নামানুসারে ইংল্যান্ডে দরিদ্র আইন প্রণয়ন করা হয় এবং আইনটির নাম কী?

অথবা, ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কোনটি?

উত্তরঃ রাজা অষ্টম হেনরির নামানুসারে ইংল্যান্ডে দরিদ্র আইন প্রণয়ন করা হয় এবং আইনটির নাম অষ্টম হেনরি দরিদ্র আইন, ১৫৩১।

১৪) ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল?

উত্তরঃ ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার ১৮৩৪ সালে হয়েছিল।

১৫) ৪৩ এলিজাবেথ কী?

উত্তরঃ ৪৩ এলিজাবেথ হলো ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইন ।

১৬) সক্ষম দরিদ্র কারা?

অথবা, সক্ষম দরদ্র কাকে বলে?

উত্তরঃ যাদের শারীরিকভাবে কাজ করার সমর্থ আছে তারাই সক্ষম দরিদ্র।

১৭) ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন গঠিত হয়?

উত্তরঃ ইংল্যান্ডে দান সংগঠন সমিতি ১৮৬৯ সালে গঠিত হয়।

১৮) বিভারিজ রিপোর্ট কী?

উত্তরঃ বিভারিজ রিপোর্ট হচ্ছে সামাজিক কর্মসূচি প্রণয়নসংক্রান্ত এক প্রতিবেদন। যা ১৯৪২ সালে স্যার উইলিয়াম হেনরি বিভারিজ কর্তৃক প্রণীত হয় ।

১৯) বিভারিজ কে ছিলেন?

উত্তরঃ বিভারিজ ছিলেন ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ, আইনজ্ঞ এবং বিভারিজ রিপোর্টের প্রণেতা।

২০) পঞ্চদৈত্য কী কী?

উত্তরঃ বিভারিজ রিপোর্টে মানব কল্যাণের পথে ৫টি প্রতিবন্ধক অর্থাৎ অভাব, অজ্ঞতা, মলিনতা, অলসতা ও অসুস্থতাকে দৈত্যের সাথে তুলনা করা হয়েছে। বিভারিজ এগুলোকে পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন।

২১) আমেরিকায় সমাজকর্মের প্রথম প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব কে, কত সালে উত্থাপন করেন?

অথবা, আমেরিকার কে প্রথম সমাজকর্ম প্রশিক্ষণের প্রয়োজন উপলব্ধি করেন এবং কখন?

উত্তরঃ আমেরিকায় সমাজকর্মের প্রথম প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব অ্যানা এল. ডয়েস ১৮৯৩ সালে উত্থাপন করেন।

২২) আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়?

উত্তরঃ আমেরিকায় ১৮৭৩ ও ১৯২৯ সালে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়।

২৩) বাংলাদেশে কত সালে সমাজকর্ম শিক্ষার সূচনা হয়?

উত্তরঃ বাংলাদেশে ১৯৫৩ সালে সমাজকর্ম শিক্ষার সূচনা হয়।

২৪) রাজা রামমোহন রায় কে ছিলেন?

উত্তরঃ রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজসংস্কারক।

২৫) সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কখন পাস হয়?

উত্তরঃ সতীদাহ প্রথা উচ্ছেদ আইন ১৮২৯ সালের ৪ ডিসেম্বর পাস হয়।

২৬) ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?

উত্তরঃ ফরায়েজী আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ।

২৭) হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?

উত্তরঃ হাজী শরীয়তুল্লাহ ছিলেন একজন সমাজসংস্কারক ও ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা।

২৮) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ব্রাহ্মসমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন।

২৯) বাংলার বাঘ বলা হয় কাকে?

উত্তরঃ বাংলার বাঘ বলা হয় আবুল কাশেম ফজলুল হককে।

৩০) আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

অথবা, আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?

উত্তরঃ আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।

৩১) স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কী?

উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম আলীগড় আন্দোলন।

৩২) বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন।

৩৩) বেগম রোকেয়ার কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।

অথবা, বেগম রোকেয়ার দুটি বিখ্যাত বইয়ের নাম লেখ।

উত্তরঃ বেগম রোকেয়ার কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো ‘Sultana’s Dream’ ‘অবরোধবাসিনী’, ‘পদ্মরাগ’ প্রভৃতি।

৩৪) সামাজিক আইন কাকে বলে?

উত্তরঃ সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে যেসব নিয়মকানুন আবশ্যিকভাবে পালন করতে হয় তাকে সামাজিক আইন বলে।

৩৫) সামাজিক আইনের দুইটি বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ সামাজিক আইনের দুইটি বৈশিষ্ট্য হলো- ১. মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও ২. সামাজিক সংহতি স্থিতিশীলতা রক্ষা।

৩৬) বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সসীমা কত?

উত্তরঃ বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সসীমা সাত থেকে আঠার বছর।

৩৭) শিশুকল্যাণ কী?

উত্তরঃ শিশুদের জন্য প্রয়োজনীয় কল্যাণমূলক প্রচেষ্টাকে শিশুকল্যাণ বলে ।

৩৮) নারীকল্যাণ কী?

উত্তরঃ পেশা শব্দটির সাথে বৃত্তি শব্দের সম্পর্ক রয়েছে

উত্তরঃ নারীদের আর্থসামাজিক অধিকার প্রদান, তাদের মনোদৈহিক উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথ সুগম করাই নারীকল্যাণ ।

৩৯) পেশা শব্দটির সাথে কোন শব্দের সম্পর্ক রয়েছে?

উত্তরঃ পেশার দুটি বৈশিষ্ট্য হলো- ১. সুশৃঙ্খল জ্ঞান ও ২. তাত্ত্বিক ভিত্তি ।

৪০) বৃত্তি কী?

উত্তরঃ বৃত্তি হলো জীবনধারণের সাধারণ উপায়, যার জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের আবশ্যকতা নেই। ৪১) পেশার দুটি বৈশিষ্ট্য লেখ।

৪২) ধর্ম কী?

উত্তরঃ ধর্ম হলো অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস স্থাপন এবং সে অনুসারে কার্য সম্পাদন ।

৪৩) বাংলাদেশে সমাজকর্ম অনুশীলন শুরু হয় কত সালে?

অথবা, বাংলাদেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কবে?

উত্তরঃ বাংলাদেশে সমাজকর্ম অনুশীলন শুরু হয় ১৯৫৩ সালে ।

88) বিপ্লব অর্থ কী?

উত্তরঃ বিপ্লব অর্থ মানবসমাজের চিরাচরিত অবস্থাসমূহের ব্যাপক ও সুদূরপ্রসারী মৌলিক পরিবর্তন।

৪৫) শিল্পবিপ্লব কী?

উত্তরঃ শিল্পবিপ্লব হলো কৃষিভিত্তিক হস্তশিল্পনির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে শিল্পকেন্দ্রিক যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে উত্তরণ প্রক্রিয়া, যা ১৭৬০ থেকে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে সংঘটিত হয়।

৪৬) কোন দেশে প্রথম শিল্পবিপ্লবের সূত্রপাত ঘটে?

উত্তরঃ ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূত্রপাত ঘটে।

৪৭) ‘Problem’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তরঃ ‘Problem’ শব্দটির উৎপত্তি গ্রিক ‘Problema’ শব্দ থেকে ।

৪৮) সামাজিক সমস্যা কী?

উত্তরঃ সামাজিক সমস্যা হলো সমাজের অধিক সংখ্যক লোকের অবাঞ্ছিত ও আপত্তিজনক আচরণ, যে আচরণ পরিবর্তনের প্রয়োজন জনগণ অনুভব করে ।

৪৯) সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য লেখ।

অথবা, সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হলো- ১. সমাজের বৃহত্তর অংশের ওপর ক্ষতিকর প্রভাব, ২. পরিমাপযোগ্যতা ও ৩. পরিবর্তনশীলতা।

৫০) প্রবেশন কী?

উত্তরঃ আদালত কর্তৃক শাস্তি স্থগিত রেখে অপরাধীকে চরিত্র সংশোধনের সুযোগ দেওয়ার ব্যবস্থা হলো প্রবেশন।

৫১) প্যারোল কী?

উত্তরঃ বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তি কিছুদিন সাজাভোগের পর তার সাজার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বিশেষ শর্তাধীনে মুক্তিদানের ব্যবস্থাকে প্যারোল বলা হয়।

৫২) শহর সমাজসেবা কী?

উত্তরঃ শহর সমাজসেবা হলো শহর এলাকায় সুসামঞ্জস্যপূর্ণ এমন এক উন্নয়নমূলক পদক্ষেপ, যা সরকার ও জনগণের যৌথ উদ্যোগে জনগণের সমস্যার সমাধান, চাহিদা পূরণ এবং উন্নয়ন ত্বরান্বিত করে।

৫৩) গ্রামীণ সমাজসেবা কী?

উত্তরঃ যে বহুমুখী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ স্বল্প সুবিধা ভোগী জনগণের উন্নয়ন ও কল্যাণ সাধন করা হয় তাকে গ্রামীণ সমাজসেবা বলা হয়।

৫৪) গ্রামীণ সমাজসেবা কত সালে শুরু হয়েছিল?

উত্তরঃ গ্রামীণ সমাজসেবা ১৯৭৪ সালে শুরু হয়েছিল।

৫৫) BRAC-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ BRAC-এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee.

৫৬) AIDS এর পূর্ণরূপ লেখ।

উত্তরঃ AIDS এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome.

৫৭) সমাজকর্মে মৌলিক পদ্ধতিগুলোর নাম লেখ। অথবা, সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কী?

উত্তরঃ সমাজকর্মে মৌলিক পদ্ধতি তিন প্রকার। যথা: ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাজকর্ম ও ৩. সমষ্টি সমাজকর্ম

৫৮) সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী?

উত্তরঃ সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো হলো সামাজিক কার্যক্রম, সমাজকল্যাণ প্রশাসন ও সমাজকর্ম গবেষণা।

৫৯) সমাজকর্মে ব্যক্তি কে?

উত্তরঃ সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বুঝায়, যিনি সমস্যা সমাধানের জন্য সেবাপ্রার্থী ।

৬০) Rapport শব্দের অর্থ কী?

উত্তরঃ Rapport শব্দের অর্থ প্রেক্ষাগত সম্পর্ক।

৬১) ব্যক্তি সমাজকর্মের প্রাণ কী?

উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের প্রাণ হলো র‍্যাপো।

৬২) ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি।

৬৩) ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?

উত্তরঃ ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত মেরি রিচমন্ড।

৬৪) জনসমষ্টি কী?

উত্তরঃ জনসমষ্টি বলতে বুঝায় কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসরত একদল জনসাধারণকে যারা কতিপয় মৌলিক ও অভিন্ন স্বার্থের অংশীদার।

৬৫) সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লেখ।

উত্তরঃ সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম হলো সমাজকর্ম গবেষণা।

৬৬) কল্যাণরাষ্ট্রের জনক কে?

উত্তরঃ কল্যাণরাষ্ট্রের জনক স্যার উইলিয়াম বিভারিজ।

৬৭) UNDP এর পূর্ণরূপ লিখ।

উত্তরঃ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme.

৬৮) NASW এর পূর্ণরূপ লেখ।

উত্তরঃ NASW এর পূর্ণরূপ হলো National Association of Social Workers

সমাজকর্ম পরিচিতি সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) সমাজকর্ম বলতে কী বুঝায়?

০২) সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

০৩) সমাজকর্মের উদ্দেশ্যসমূহ লেখ।

০৪) সমাজকল্যাণ ও সমাজকর্মের পার্থক্য আলোচনা কর।

অথবা, সমাজকর্ম ও সমাজকল্যাণের মধ্যে পার্থক্য লেখ।

০৫) সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখ।

অথবা, সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক দেখাও।

০৬) সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও।

০৭) সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের পার্থক্য আলোচনা কর।

০৮) ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের পটভূমি লেখ।

অথবা, ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন কী?

০৯) ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

অথবা, এলিজাবেথীয় দরিদ্র আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী?

১০) ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের পটভূমি লেখ।

১১) ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের বৈশিষ্ট্যসমূহ লেখ।

অথবা, ১৮৩৪ সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

১২) দান সংগঠন সমিতি কী?

১৩) বিভারিজ রিপোর্টের বৈশিষ্ট্যগুলো কী?

১৪) বিভারিজ রিপোর্টের সুপারিশমালা লেখ।

১৫) ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা কী?

১৬) আধুনিক যুগে বাংলাদেশে সমাজকল্যাণমূলক কার্যক্রম লেখ।

১৭) সামাজিক আন্দোলন কাকে বলে?

১৮) সমাজসংস্কার আন্দোলন কী?

১৯) ফরায়েজি আন্দোলন কী?

২০) সমাজ সংস্কারে হাজী শরীয়তুল্লাহর অবদান লেখ।

২১) আলীগড় আন্দোলনের উদ্দেশ্যসমূহ লেখ।

২২) সামাজিক আইনের উদ্দেশ্য লেখ।

২৩) সামাজিক নিরাপত্তা বলতে কী বুঝ?

২৪) শিশুকল্যাণ বলতে কী বুঝ?

২৫) পেশা বলতে কী বুঝ?

২৬) পেশার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর ।

২৭) বৃত্তি ও পেশার পার্থক্য লেখ।

২৮) সামাজিক মূল্যবোধ বলতে কী বুঝ?

২৯) সমাজকর্মের দার্শনিক মূল্যবোধগুলো সংক্ষেপে লেখ ।

৩০) শিল্পায়নের নেতিবাচক প্রভাবগুলো উল্লেখ কর।

অথবা, শিল্পায়নের নেতিবাচক দিকগুলো বর্ণনা কর।

৩১) শিল্পায়ন ও নগরায়নের সংজ্ঞা দাও।

অথবা, শিল্পায়ন ও শহরায়ন বলতে কী বুঝ?

৩২) শিল্পায়ন ও শহরায়নের পার্থক্য লেখ।

৩৩. শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট সমস্যা কী কী?

অথবা, শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যাসমূহ উল্লেখ কর।

৩৪) কল্যাণরাষ্ট্র বলতে কী বুঝ?

৩৫) কল্যাণরাষ্ট্রের ভূমিকা উল্লেখ কর।

অথবা, কল্যাণরাষ্ট্রের কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।

৩৬) বাংলাদেশ কি একটি কল্যাণরাষ্ট্র? সংক্ষেপে লেখ।

৩৭) সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

৩৮. জনসংখ্যাস্ফীতি কী?

৩৯) বাংলাদেশে জনসংখ্যাস্ফীতির পাঁচটি কারণ লেখ।

৪০) বাংলাদেশে বেকারত্বের কারণগুলো লেখ।

৪১) সমাজসেবা কাকে বলে?

৪২) সমাজকর্ম পদ্ধতি বলতে কী বুঝ?

অথবা, সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও।

৪৩) ব্যক্তি সমাজকর্মের নীতিমালা উল্লেখ কর।

৪৪) দল সমাজকর্মের সংজ্ঞা দাও ।

৪৫) দল সমাজকর্মের উপাদানগুলোর বিবরণ দাও।

৪৬) সমষ্টি সমাজকর্মের উপাদানসমূহ লেখ।

৪৭) সমাজকর্ম গবেষণার সংজ্ঞা দাও।

সমাজকর্ম পরিচিতি সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) বাংলাদেশে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর।

অথবা, বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলোচনা কর।

০২) বাংলাদেশে সমাজকর্মের পরিধি আলোচনা কর।

০৩) সমাজকর্ম বলতে কী বুঝ? সমাজকর্মের পরিধি আলোচনা কর।

০৪) সামাজবিজ্ঞান কী? সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।

০৫) সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক লেখ।

০৬) মনোবিজ্ঞান কী? সমাজকর্মীদের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন? –ব্যাখ্যা কর।

০৭) ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের সবল ও দুর্বল দিকগুলো আলোচনা কর।

অথবা, ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর।

০৮) এলিজাবেথীয় দরিদ্র আইন বলতে কী বুঝ? বাংলাদেশে ১৬০১ সালের দরিদ্র আইনের প্রয়োগযোগ্যতা আলোচনা কর।

অথবা, এলিজাবেথীয় দ্ররিদ্র আইন কী? বাংলাদেশে দারিদ্র্য মোকাবিলায় এ আইন প্রয়োগের সম্ভাব্যতা যাচাই কর।

০৯) ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের প্রয়োজনীয়তা আলোচনা কর।

অথবা, ১৮৩৪ সালের দরিদ্র আইন সংস্কারের গুরুত্ব ব্যাখ্যা কর।

১০) আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস বর্ণনা কর।

১১) বাংলাদেশে সমাজকর্মের উদ্ভব ও বিকাশের বিবরণ দাও।

অথবা, সংক্ষেপে বাংলাদেশে সমাজকর্মের বিবর্তন ইতিহাস আলোচনা কর।

অথবা, বাংলাদেশে সমাজকর্মের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।

১২) সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান বর্ণনা কর।

১৩) ভারতীয় উপমহাদেশে সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান বর্ণনা কর।

অথবা, রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন? সমাজকল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।

১৪) সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বর্ণনা কর।

১৫) কৃষক মুক্তি আন্দোলনে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান আলোচনা কর।

অথবা, কৃষকের কল্যাণে এ. কে. ফজলুল হকের অবদান মূল্যায়ন কর।

১৬) সমাজকল্যাণ ও সমাজসংস্কার ক্ষেত্রে এ. কে. ফজলুল হকের অবদান

অথবা, এ. কে. ফজলুল হক কে ছিলেন? সমাজকল্যাণে তার অবদান বর্ণনা কর।

১৭) ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধর।

অথবা, সমালোচনাসহ মুসলিম পারিবারিক অধ্যাদেশ, ১৯৬১ এর ধারাসমূহ বর্ণনা কর।

অথবা, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের প্রধান প্রধান দিক উল্লেখ কর। পরিবার কল্যাণে

আইনের গুরুত্ব বর্ণনা কর।

১৮) নারী ও শিশু সুরক্ষায় ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩’ এর তাৎপর্য বর্ণনা কর ।

১৯) বাংলাদেশ সরকারের শিশুকল্যাণ কার্যক্রম আলোচনা কর।

২০) ১৯৭৪ সালের শিশু আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো আলোচনা কর।

অথবা, ১৯৭৪ সালের শিশু আইনের মূলধারাসমূহ বর্ণনা কর।

২১) পেশা কী? পেশার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

২২) পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর।

২৩) সমাজকর্মের সাধারণ মূল্যবোধসমূহ লেখ।

২৪) সমাজকল্যাণের বিকাশে প্রধান প্রধান ধর্মের অবদান আলোচনা কর।

২৫) ধর্ম কী? সমাজকর্মের বিকাশে ইসলাম ধর্মের অবদান বিশ্লেষণ কর।

২৬) সমাজকল্যাণ বিকাশে ইসলাম ও হিন্দুধর্মের অবদান আলোচনা কর।

২৭) NASW প্রদত্ত সমাজকর্মের নৈতিক মানদণ্ডসমূহ আলোচনা কর।

২৮) শিল্পবিপ্লব কী? শিল্পবিপ্লবের কারণগুলো আলোচনা কর।

২৯) সমাজজীবনে শিল্পবিপ্লবের প্রভাব আলোচনা কর।

অথবা, সমাজজীবনে শিল্পবিপ্লবের প্রভাব ব্যাখ্যা কর।

৩০) শিল্পবিপ্লবের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

অথবা, শিল্পবিপ্লব অবিমিশ্র আশীর্বাদ নয় – উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

৩১) শিল্পবিপ্লবের ফলে সৃষ্ট সমস্যাবলি আলোচনা কর।

৩২) কল্যাণরাষ্ট্র কী? কল্যাণরাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৩৩) দারিদ্র্য বলতে কী বুঝ? দারিদ্র্যের কারণসমূহ আলোচনা কর।

৩৪) বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে এনজিও-র ভূমিকা নির্ণয় কর।

৩৫) দারিদ্র্য কাকে বলে? দারিদ্র্য দূরীকরণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে বর্ণনা কর ।

অথবা, দারিদ্র্যের সংজ্ঞা দাও । বাংলাদেশের দারিদ্র্য নিরসনে সমাজকর্মীর ভূমিকা নির্ধারণ কর।

৩৬) বেকারত্ব কী? বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।

৩৭) বাংলাদেশে মাদকাসক্তির কারণ ও প্রতিকার বর্ণনা কর।

অথবা, বাংলাদেশে মাদকাসক্তির কারণ আলোচনা কর ।

অথবা, মাদকাসক্তি কী? বাংলাদেশে মাদকাসক্তির কারণসমূহ আলোচনা কর।

৩৮) কিশোর অপরাধ বলতে কী বুঝ? বাংলাদেশ কিশোর অপরাধের কারণসমূহ বর্ণনা কর।

৩৯) বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমসমূহ বর্ণনা কর।

৪০) গ্রামীণ সমাজসেবা কী? বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির বিবরণ দাও।

৪১) বাংলাদেশ শহর সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব বর্ণনা কর।

৪২) সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর।

৪৩) সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা কর।

অথবা, উদাহরণসহ ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা কর।

অথবা, ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ আলোচনা কর।

৪৪) সামাজিক দলে দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।

অথবা, সামাজিক দলে দল সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।

৪৫) দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

৪৬) সমষ্টি উন্নয়ন কাকে বলে? সমষ্টি উন্নয়নের উপাদানসমূহ বর্ণনা কর।

উপসংহার

সমাজকর্ম পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১২১১১) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন লোকপ্রশাসন পরিচিতি নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment