রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year Political Institution and Organization Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন ২০২৫ খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
- বিষয়ঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
- বিষয় কোডঃ ২১১৯০১
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১। কল্যাণমূলক রাষ্ট্রের দুইটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ কল্যাণমূলক রাষ্ট্রের দুইটি বৈশিষ্ট্য হলো- ১. জনকল্যাণ সাধন করা, ২. মৌলিক অধিকার সংরক্ষণ করা।
০২। “Man is born free but everywhere he is in chains”-উক্তিটি কার?
উত্তরঃ “Man is born free but everywhere he is in chains.” এটি জ্যাঁ জ্যাঁক রুশোর উক্তি।
০৩। রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন করা।
০৪। রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তরঃ রাষ্ট্রের উপাদান চারটি ।
০৫। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তরঃ রাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।
০৬। সামাজিক চুক্তিবাদী একজন দার্শনিকের নাম লেখ।
উত্তরঃ সামাজিক চুক্তিবাদী একজন দার্শনিকের নাম
০৭। সামাজিক চুক্তি মতবাদের প্রবন্ধ কারা?
উত্তরঃ সামাজিক চুক্তি মতবাদের প্রবন্ধা হলেন জন লক, টমাস হবস এবং জ্যা জ্যাক রুশো।
০৮। “শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। ” মন্তব্যটি কার?
উত্তরঃ “Will, not forced is the basis of the state.” উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী টি. এইচ. গ্রিনের।
০৯। ‘Prince’ গ্রন্থের রচয়িতার নাম কী?
উত্তরঃ “Prince’ গ্রন্থের রচয়িতা নিকোলো ম্যাকিয়াভেলি।
১০। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তরঃ রাষ্ট্রের উৎপত্তি বা বিবর্তনমূলক মতবাদ। হলো ঐতিহাসিক
১১। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবন্ধ কো
উত্তরঃ সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবন্ধ জন অস্টিন।
১২। ভোটাধিকার কোন ধরনের অধিকার?
উত্তরঃ ‘ভোটাধিকার’ নাগরিকদের রাজনৈতিক অধিকার।
১৩। A Grammar of Politics’ গ্রন্থটি রচয়িতা কে?
উত্তরঃ “A Grammar of Politics’ গ্রন্থটি অধ্যাপক লাঙ্কির লেখা।
১৪। জাতীয়তাবাদের জনক কে?
উত্তরঃ জাতীয়তাবাদের জনক নিকোলো ম্যাকিয়াভেলি।
১৫। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি?
উত্তরঃ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি ৪টি।
১৬। “Constitution is the way of life, the state has chosen for itself.” কে বলেছেন?
উত্তরঃ “Constitution is the way of life the state has chosen for itself.” উক্তিটি এরিস্টটলের।
১৭। “সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ংবেছে নিয়েছে।”- কে বলেছেন?
উত্তরঃ “সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।”- এরিস্টটল বলেছেন।
১৮। ‘টেকনোক্র্যাট মন্ত্রী কারা?
উত্তরঃ সৌখিন রাজনীতিবিদগণ, যারা পেশাদার বিশেষজ্ঞ, সংসদ সদস্য নন কিন্তু সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তাদেরকে ‘টেকনোক্র্যাট মন্ত্রী’ বলা হয়।
১৯। “Democracy is a government of the people, by the people and for the people. ” কে বলেছেন?
উত্তরঃ “Democracy is government of the people, by the people and for the people.”- উকিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের।
২০। আধুনিক সংসদীয় পদ্ধতির জনক কে?
উত্তরঃ আধুনিক সংসদীয় পদ্ধতির জনক জন লক।
২১। সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কো
উত্তরঃ সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান প্রধানমন্ত্রী।
২২। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা চালু আছে এমন দুটি দেশের নাম লেখ।
উত্তরঃ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কয়েকটি উদাহরণ ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র প্রকৃতি।
২৩. ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কী? [আছি ২০২০ উত্তরঃ ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হাউজ অব লর্ডস।
২৪। ভারতের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
উত্তরঃ ভারতের আইনসভা দুই কক্ষবিশিষ্ট। যথাঃ উচ্চকক্ষ লোকসভা এবং নিম্নকক্ষ বিধানসভা।
২৫। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবন্ধা কে?
অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবন্ধা কে?
উত্তরঃ ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবন্ধা মন্টেস্কু।
২৬। ‘The Spirit of Laws’ এর রচয়িতা কে?
উত্তরঃ ফরাসি দার্শনিক মন্টেছ ‘The Spirit of Laws’ এর রচনা করেছেন।
২৭। নারী ভোটাধিকার প্রথম কোন দেশে স্বীকৃত হয়?
উত্তরঃ নারীর ভোটাধিকার প্রথম স্বীকৃত হয় নিউজিল্যান্ডে (১৮৯৩)।
২৮। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তরঃ সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচকমণ্ডলী।
২৯। দ্বিগলীয় ব্যবস্থা বিদ্যমান একটি রাষ্ট্রের নাম কী?
উত্তরঃ দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান একটি রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র।
৩০। আমলাতন্ত্রের জনক কে?
উত্তরঃ আমলাতন্ত্রের জনক সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।
৩১। একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখ।
উত্তরঃ একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নাম ছাত্র সংসদ।
৩২। ‘The Ruling Class গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ The Ruling Class গ্রন্থটির রচয়িতা গেইটানো মসকা।
৩৩। “The mind and Society’ নামক গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ‘The mind and Society নামক গ্রন্থটি ইতালির সমাজবিজ্ঞানী ডিলফ্রেডো প্যারেটোর লেখা।
৩৪। এলিট আবর্তন তত্ত্বের প্রবন্ধা কে?
উত্তরঃ এলিট আবর্তন তত্ত্বের প্রবন্ধ ভিলফ্রেডো প্যারেটো।
৩৫। জনমত গঠনের দুটো বাহনের নাম লেখ।
উত্তরঃ জনমতের তিনটি বাহনের নাম হলো সংবাদপত্র, সভাসমিতি ও রাজনৈতিক দল।
৩৬। সুশীল সমাজের মূল আদর্শ কী?
উত্তরঃ সুশীল সমাজের মূল আদর্শ গণতান্ত্রিকতা।
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১। রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান? সংক্ষেপে আলোচনা কর।
০২। রাষ্ট্রের সংজ্ঞা দাও।
০৩। রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য লেখ।
০৪। সার্বভৌমত্ব কী?
০৫। জনগণ আইন মান্য করে কেন ?
০৬। স্বাধীনতার রক্ষাকবচগুলো কী কী?
০৭। রাজনৈতিক অধিকার বলতে কী বুঝ?
০৮। জাতীয়তাবাদ বলতে কী বুঝায়?
০৯। সাংবিধানিক সরকার কাকে বলে?
১০। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বুঝায়?
১১। শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ উল্লেখ কর।
১২. ক্যাবিনেটের একনায়কত্ব বলতে কী বুঝ?
১৩। অধ্যাদেশ বলতে কী বুঝ?
১৪। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
১৫। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?
১৬। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বুঝ?
১৭। নির্বাচকমণ্ডলী কী?
১৮। আমলাতন্ত্র কী?
১৯। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
২০। এলিটের আবর্তন তত্ত্ব আলোচনা কর।
২১। জনমতের সংজ্ঞা দাও।
২২। সুশীল সমাজ বলতে কী বুঝ?
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১। আধুনিক রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর।
০২। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর।
০৩। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদটি আলোচনা কর।
অথবা, রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা কর।
০৪। অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্ব মূল্যায়ন কর।
০৫। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচসমূহ আলোচনা কর।
০৬। “জাতীয়তাবাদ আধুনিক সভ্যতার প্রতি হুমকি স্বরুপ”। ব্যাখ্যা কর।
০৭। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ উল্লেখ কর।
০৮। উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
০৯। সাংবিধানিক সরকারের সমস্যা এবং সীমাবন্ধতা আলোচনা কর।
১০। গণতান্ত্রিক সরকারের সফলতার শর্তাবলি আলোচনা কর।
১১। “সংসদীয় সরকার অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে উত্তম।”- ব্যাখ্যা কর।
১২। রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মধ্যে পার্থক্য লেখ।
১৩। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলি আলোচনা কর।
১৪. সাম্প্রতিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণগুলো বিশ্লেষণ কর।
১৫। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ আলোচনা কর।
১৬। “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, কামাও নয়।” ব্যাখ্যা কর।
১৭। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলোচনা কর।
১৮। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর।
১৯। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২০। “অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ। -ব্যাখ্যা কর।
২১। জনমত গঠনের বাহনগুলো আলোচনা কর।
২২. উন্নয়নশীল দেশে গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস
- সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
- সাল ও তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
- অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
- বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
- বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।
উপসংহার
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১১৯০১) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।