বাংলা উপন্যাস ১ অনার্স ১ম বর্ষ সাজেশন Honours 1st Year Bangla Uponnas-1 Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলা উপন্যাস ১ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, অধ্যায়ভিত্তিক সাজেশন ও প্রস্তুতির টিপস।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ১ম বর্ষ বাংলা সাজেশন
- বিষয়ঃ বাংলা উপন্যাস ১
- বিষয় কোডঃ ২১১০০৭
বাংলা উপন্যাস ১ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১। পদ্মানদীর মাঝির লেখক কে?
০২। সিন্ধুপার উপন্যাসে গিরিবালার ভূমিকা কী?
০৩। “চাঁদের অমাবস্যা” উপন্যাস কোন ঘটনার ওপর ভিত্তি করে লেখা?
০৪। “সুরঞ্জনা” উপন্যাসে প্রেম ও বাস্তবতা কীভাবে উপস্থাপিত?
০৫। “স্মৃতি বিস্মৃতি বিদ্রোহ” কিসের প্রতীক?
বাংলা উপন্যাস ১ সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১। কুবের চরিত্র বিশ্লেষণ কর।
০২। চাঁদের অমাবস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
০৩। হাসান আজিজুল হকের উপন্যাসে বিদ্রোহের চিত্রায়ন কেমন?
০৪। “সিন্ধুপার”-এ সমাজব্যবস্থার প্রতিফলন।
০৫। নবকুমারের সাথে কপালকুন্ডলার প্রথম সাক্ষাতের বর্ণনা দাও?
০৬। নবকুমার এর সংক্ষিপ্ত বিবরণ দাও?
০৭। অধিকারী কে? সংক্ষেপে তার পরিচয় দাও?
০৮) তুমি অধম তাই বলিয়া আমি উওম না হইব কেন? উক্তিটি ব্যাখ্যা কর?
০৯) প্রদীপ নিবিয়া গেল ব্যাখ্যা কর?
১০) যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসীত্ব তবে কদাপি বিবাহ করিতাম না কপাল কুন্ডলা কেন উক্তিটি করেছিল ৷
১১। বিষাদ সিন্ধু উপন্যাস সকল ধর্মের মানুষের কাছে জনপ্রিয় কেন?
১২। হোসেনের পরিচয় দাও
১৩। আব্দুল জব্বার কেন জয়নাবকে ত্যাগ করল
১৪। জগৎ দেখুক আমি কি অবস্হায় চলিলাম কে কোন প্রসঙ্গে কেন এ উক্তিটি করেছে
১৫। এজিদের শেষ পরিনিতি কী ছিল
১৬। সংক্ষেপে মারওয়ানের পরিচয় দাও?
১৭। পাএস্হ শির ক্রমে উঠিতে লাগিল
১৮। রাজলক্ষ্মী চরিএের সংক্ষিপ্ত পরিচয় দাও?
১৯। যতদিন তুমি না মরিবে তত দিন আমার প্রত্যাশাও মরিবে না আমিও নিষ্কৃতি পাইব না ব্যাখ্যা কর
২০। রাজলক্ষ্মী অন্মপূর্ণার কাছে ক্ষমা চায় কেন
২১। মহেন্দ্র বাড়ি ছেড়ে চলে যায় কেন?
২২। কাজের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্হায়ী হয় না৷ ব্যাখ্যা কর।
২৩। স্মৃতি লাশ জেন্দা করে তোলে ৷কে কাকে এবং কাকে বলেছেন?
২৪। তাতারী কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও?
২৫। হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি ব্যাখ্যা কর ।
বাংলা উপন্যাস ১ সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১। পদ্মানদীর মাঝি উপন্যাসে সমাজ ও অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ কর।
০২। “সুরঞ্জনা” উপন্যাসে নারীর প্রতিরোধ ও সংগ্রাম।
০৩। চাঁদের অমাবস্যায় যুদ্ধ ও মানসিক দ্বন্দ্বের রূপায়ন।
০৪। স্মৃতি বিস্মৃতি বিদ্রোহ: শিরোনামের তাৎপর্য ও রাজনৈতিক দর্শন।
০৫। রোমান্সধর্মী উপন্যাস হিসেবে কপাল কুন্ডলা উপন্যাসের সার্থকতা নিরুপণ কর৷।
০৬। কপালকুন্ডলা উপন্যাসের ভাষা কাব্যধর্মী বিশ্লেষণ কর৷।
০৭। কপালকুন্ডলা উপন্যাসের আঙ্গিক বৈশিষ্ট্য অনবদ্য আলোচনা কর।
০৮। প্রকৃতির সাথে মানব জীবনের এক দুর্বোধ্য সম্পর্কের চিএ রুপায়িত হয়েছে কপালকুন্ডলা উপন্যাসে আলোচনা কর।
০৯। বিষাদ সিন্ধুর শ্রেষ্ট সম্পদ এর ভাষা শৈলী আলোচনা কর
১০। সকল ধর্মের মানুষের কাছে বিষাদ সিন্ধু উপন্যাসের গ্রহণযোগ্যতার কারণগুলো আলোচনা কর
১১। বিষাদ সিন্ধু উপন্যাস অবলম্মনে ইমাম হাসানেপ চরিএ আলোচনা কর
১২। চোখের বালি উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর।
১৩। চোখের বালি উপন্যাসের নামকরনের স্বার্থকতা বিচার কর।
১৪। চোখের বালি উপন্যাসের পরিণতি যে মানসিক সংকট তৈরি হয় তার স্বরুপ বিশ্লেষণ।
১৫। মহেন্দ্র চরিএ সৃষ্টিতে রবীন্দ্রনাথ শিল্প দৃষ্টির পরিচয় দিয়েছেন আলোচনা কর।
১৬। চোখের বালি উপন্যাসের মধ্যে দিয়ে বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে আলোচনা,
১৭। ক্রীত দাসের হাসি উপন্যাসে প্রতিফলিত সমকালীন জীবনের প্রতি ব্যঙ্গ বিদ্রুপের স্বরুপ আলোচনা কর ।
১৮। উপন্যাস হিসেবে ক্রীতদাসের হাসির শিল্পগুণ বিচার কর৷।
১৯। ক্রীতদাসের হাসি উপন্যাসের হারুনর রশীদের চরিএ বিশ্লেষণ কর ।
প্রস্তুতিমূলক পরামর্শঃ
- প্রতিটি উপন্যাস ভালোভাবে পড়ে মূল বিষয়বস্তু বুঝে ফেলো।
- চরিত্র ও ঘটনার সময়কাল মনে রাখো।
- প্রতীক, রূপক ও লেখকের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তোলো।
- পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করো।
- লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও সাহিত্যিক অবদান মুখস্থ রাখো।
সর্বশেষ কথা
বাংলা উপন্যাস ১ অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১১০০৭) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ বাংলা সাজেশন বাংলা উপন্যাস ১ নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।