প্রধান প্রধান বৈদেশিক সরকার সাজেশন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স

প্রধান প্রধান বৈদেশিক সরকার সাজেশন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স অনার্স ১ম বর্ষ Honours 1st Year Major foreign governments uk, usa & france Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য প্রধান বৈদেশিক সরকার সাজেশন ২০২৫ খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ১ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
  • বিষয়ঃ প্রধান বৈদেশিক সরকার সাজেশন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স
  • বিষয় কোডঃ ২১১৯০৩

প্রধান বৈদেশিক সরকার সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১। “ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান।”— উক্তিটি কার?

উত্তরঃ “ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান।” উক্তিটি এ.ভি. ডাইসির।

০২। ব্রিটেনের সাংবিধানিক নাম কী?  

উত্তরঃ গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম হলো United Kingdom of Great Britain and Northern Ireland.

০৩। ম্যাগনাকার্টা কী?

উত্তরঃ ম্যাগনাকার্টা হলো ব্রিটেনের রাজা জন কর্তৃক ১২১৫ খ্রি. প্রবর্তিত নাগরিকের ব্যক্তি অধিকারের সনদ।

০৪। বিল অব রাইটস কী?

উত্তরঃ বিল অব রাইটস হলো পার্লামেন্ট কর্তৃক আইনসংক্রান্ত বিষয়ে পার্লামেন্টের প্রাধান্য স্বীকৃত একটি বিধিবদ্ধ আইন, যা ১৬৮৯ খ্রিস্টাব্দে রাজা ও পার্লামেন্টের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে সম্পাদিত হয়।

০৫। “অ্যাক্ট অব সেটেলমেন্ট” কত সালে প্রণীত হয়েছিল?

উত্তরঃ “অ্যাক্ট অব সেটেলমেন্ট” ১৭০১ সালে প্রণীত হয়েছিল।

০৬। ব্রিটেনে কোন প্রতিষ্ঠানকে ‘ন্যায়বিচারের উৎস’ হিসেবে অভিহিত করা হয়?

উত্তরঃ ব্রিটেনে রাজা বা রানিকে ‘ন্যায়বিচারের উৎস’ হিসেবে অভিহিত করা হয়।

০৭। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে?

উত্তরঃ ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে।

০৮। ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে কোন প্রতিষ্ঠানকে?

উত্তরঃ ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে রাজা বা রাণীকে

০৯। প্রিভিকাউন্সিল কী?

উত্তরঃ প্রিভিকাউন্সিল হলো ইংল্যান্ডে রাষ্ট্রীয় ব্যাপারে পরামর্শদানের জন্য রাজা বা রাণি কর্তৃক নিয়োজিত পরিষদবিশেষ। তবে এখন এর সদস্যপদ মুখ্যত ব্যক্তিগত সম্মানের বিষয়মাত্র।

১০। লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?

উত্তরঃ লর্ডসভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর।

১১। ব্রিটিশ কমন্সসভার সদস্য সংখ্যা কত?

উত্তরঃ ব্রিটিশ কমন্সসভার সদস্য সংখ্যা ৬৫০ জন।

১২। ‘Parliamentary Government of Britain’ গ্রন্থটি কে রচনা করেছেন?

উত্তরঃ ‘Parliamentary Government of Britain’ গ্রন্থটির রচয়িতা H. J. Laski

১৩। কমন ল কী?

উত্তরঃ ব্রিটেনে প্রচলিত আইনব্যবস্থাই কমন ল নামে পরিচিত।

১৪। “মে-ফ্লাওয়ার”

উত্তর: “মে-ফ্লাওয়ার” একটি জাহাজের নাম।

১৫। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?

উত্তরঃ পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র।

১৬। কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু?

উত্তরঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবি চালু হয়েছিল।

১৭। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবক কে?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবক সুপ্রিমকোর্ট।

১৮। “The Government of the United States” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘The Government of the United States” গ্রন্থটির রচয়িতা ডাব্লিউ সে, কক

১৯। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়?

উত্তরঃ নির্বাচনে বিজয়ী হতে হলে রাষ্ট্রপতির ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

২০। মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল চার বছর।

২১। অভিশংসন কী?

উত্তরঃ গুরুতর নৈতিক স্থলন কিংবা রাষ্ট্রবিরোধী কাজের জন্য সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতিকে ইমপ্রিমেন্ট বা অভিশংসন বলে।

২২। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস।

২৩। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তরঃ মার্কিন প্রতিনিধিসভার বর্তমান সদস্য সংখ্যা ৪৩৫ জন।

২৪। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

উত্তরঃ মার্কিন সিনেটের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন।

২৫। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ব্যাখ্যাকারী কে?

উত্তরঃ মার্কিন সংবিধানের ব্যাখ্যাকারী হলো মার্কিন সুপ্রিম কোর্ট।

২৬। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম কী?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম হলো- ১. রিপাবলিকান পার্টি ও ২, ডেমোক্রেটিক পার্টি।

২৭। ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল?

উত্তরঃ ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

২৮। “আমিই রাষ্ট্র।”— কে বলেছিলেন?

উত্তরঃ “আমিই রাষ্ট্র”- বলেছিলেন সম্রাট চতুর্দশ লুই।

২৯। জেনারেল ‘দ্য গল কে ছিলেন?

উত্তরঃ জেনারেল দ্য গল ছিলেন ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি।

৩০। ফ্রান্সের সরকার প্রধান কে?

উত্তরঃ ফরাসি সরকার প্রধান প্রধানমন্ত্রী।

৩১। নেপোলিয়ন কে ছিলেন?

উত্তরঃ ফরাসি সামরিক জেনারেল এবং রাষ্ট্রনায়ক।

৩২। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?

উত্তরঃ ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।

প্রধান বৈদেশিক সরকার সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১। ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা কর।

০২। প্রথা বলতে কি বুঝায়?

০৩। আইন ও প্রথার মধ্যে পার্থক্য কি?

০৪। সাংবিধানিক রীতিনীতি বলতে কী বুঝ?

০৫। রাজকীয় বিশেষাধিকার বলতে কী বুঝ?

০৬। “রাজা রাজত্ব করেন, কিন্তু শাসন করেন না।” উক্তিটি ব্যাখ্যা কর।

০৭। ক্যাবিনেটের একনায়কত্ব বলতে কী বুঝ?

০৮। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব কী?

০৯। ব্রিটিশ লর্ডসভার গঠন সম্পর্কে আলোচনা কর।

১০। ব্রিটিশ বিচারব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর।

১১। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে কী বুঝ?

১২। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বুঝ?

১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বর্ণনা কর।

১৪। ইলেক্টোরাল কলেজ কী?

১৫। মার্কিন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আলোচনা কর।

১৬। মার্কিন সিনেটের গঠন পদ্ধতি আলোচনা কর।

১৭। “মার্কিন সিনেট বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ।”— কেন?

১৮। বিচার বিভাগীয় পর্যালোচনা কী?

১৯। অভিশংসন কী?

২০। ফরাসি সংবিধান কীভাবে সংশোধন করা হয়?

২১। ফরাসি মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলতে কী বুঝ?

২২। ফ্রান্সের দলীয় ব্যবস্থার বর্ণনা দাও।

প্রধান বৈদেশিক সরকার সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১। “ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, গড়ে উঠেছে”-ব্যাখ্যা কর ।

০২। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ।

০৩। আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির ধারণা সমালোচনাসহ আলোচনা কর।

০৪। প্রথা কী? ব্রিটেনে প্রথা কেন মান্য করা হয়?

০৫। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর।

০৬। ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কতন্ত্রের কারণ আলোচনা কর।

০৭। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা এ কার্যাবলি আলোচনা কর।

০৮। “ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম।” আলোচনা কর।

০৯। ব্রিটিশ কমন্সসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

১০। ব্রিটেনের দ্বিদলীয় ব্যবস্থার কারণ আলোচনা কর।

১১। মার্কিন সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

১২। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।

১৪। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কার্যকারিতা আলোচনা কর।

১৫। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

১৬। মার্কিন প্রতিনিধিসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

১৭। “মার্কিন সিনেট সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ।” আলোচনা কর।

১৮। বিচার বিভাগীয় পর্যালোচনা কী? মার্কিন সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা কীভাবে ভূমিকা রাখে?

অথবা, বিচার বিভাগীয় পর্যালোচনা কী? মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা সম্পর্কে আলোচনা কর।

১৯। “ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার সমন্বয়।” –আলোচনা কর।

২০। ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

২১। ফরাসি পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

২২। ফরাসি বিচারব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

২৩। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটিশ লর্ডসভার মধ্যকার তুলনামূলক আলোচনা কর।

পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস

  • সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
  • সাল  তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
  • অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
  • বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
  • বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

উপসংহার

প্রধান বৈদেশিক সরকার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১১৯০৩) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রধান বৈদেশিক সরকার নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment