পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাজেশন অনার্স ১ম বর্ষ

পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year Western Political Thought Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ১ বর্ষ বাংলা সাজেশন
  • বিষয়ঃ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
  • বিষয় কোডঃ ২১১৯০৩

পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) রাষ্ট্রচিন্তার ‘মাতৃভূমি’ বলা হয় কোন দেশকে?

উত্তরঃ রাষ্ট্রচিন্তার ‘মাতৃভূমি’ বলা হয় গ্রীসকে।

০২) প্রত্যক্ষ গণতন্ত্র প্রাচীন গ্রীসের কোথায় ছিল?

উত্তরঃ প্রত্যক্ষ গণতন্ত্র প্রাচীন গ্রীসের এথেন্স শহরে ছিল।

০৩) “সদগুণই জ্ঞান।” –উক্তিটি কার?

উত্তরঃ উক্তিটি সক্রেটিসের।

০৪) প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম কি?

উত্তরঃ প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম একাডেমি।

০৫) প্লেটো তার রাজনৈতিক দর্শনে কোন পদ্ধতি অনুসরণ করেছেন?

উত্তরঃ প্লেটো তার রাষ্ট্রদর্শন বিশ্লেষণে অবরোহ বা কাল্পনিক পদ্ধতি অনুসরণ করেছেন।

০৬) এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?

উত্তরঃ এরিস্টটলের মতে উত্তম সরকার ‘পলিটি’ বা মধ্যতন্ত্র।

০৭) এরিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি অনসরন করেন।

উত্তরঃ এরিস্টটল তার আলোচনায় আরোহ পদ্ধতি অনুসরণ করেন।

০৮) ‘The Politics’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ ‘The Politics’ গ্রন্থের রচয়িতা এরিস্টটল।

০৯) রাষ্ট্রবিজ্ঞানকে ‘’ হিসেবে অভিহিত করেছেন কে?

উত্তরঃ

১০) “Man is by nature a political being,” উক্তিটি কার?

উত্তরঃ “Man is by nature a political being,” উক্তিটি এরিস্টটলের।

১১) রাষ্ট্রকে মানবদেহের সাথে কে তুলনা করেছেন?

উত্তরঃ রাষ্ট্রকে মানবদেহের সাথে এরিস্টটল তুলনা করেছেন।

১২) রাষ্ট্রচিন্তায় রোমের সবচেয়ে বড় অবদান কী?

উত্তরঃ রাষ্ট্রচিন্তায় রোমের সবচেয়ে বড় অবদান ধর্মনিরপেক্ষ আইন ব্যবস্থার প্রবর্তন।

১৩) ‘The History of Rome’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘The History of Rome’ গ্রন্থটির রচয়িতা পলিবিয়াস ।

১৪) দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন।

১৫) ‘বিধাতার রাষ্ট্র’ ধারণাটি কে দিয়েছেন?

উত্তরঃ ‘বিধাতার রাষ্ট্র’ ধারণাটি দিয়েছেন সেন্ট অগাস্টিন।

১৬) মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?

উত্তরঃ মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

১৭) ‘Summa Theologica’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ ‘Summa Theologica’ গ্রন্থের রচয়িতা সেন্ট টমাস একুইনাস।

১৮) সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?

উত্তরঃ সেন্ট টমাস একুইনাসের মতে আইন ৪ প্রকার ।

১৯) একুইনাসের মতে আইন কত প্রকার কী?

উত্তরঃ একুইনাসের মতে আইন ৪ প্রকার। যথা- ১। চিরন্তন আইন, ২। প্রাকৃতিক আইন, ৩। মানবিক আইন, ৪। ঐশ্বরিক আইন।

২০) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?

উত্তরঃ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি।

২১) “শাসককে হতে হবে শেয়ালের মত মূর্ত ও সিংহের মত সাহসী।”-এটি কে বলেছেন?

উত্তরঃ “শাসককে হতে হবে শেয়ালের মত ধূর্ত ও সিংহের মত সাহসী।”- এটি ম্যাকিয়াভেলি বলেছেন ।

২২) নৈতিকতার দ্বৈত মানের কথা কে বলেছেন?

উত্তরঃ নৈতিকতার দ্বৈত মানের কথা ম্যাকিয়াভেলি বলেছেন।

২৩) চুক্তিবাদী দার্শনিক কারা?

উত্তরঃ চুক্তিবাদী দার্শনিকরা হলেন টমাস হবস, জন লক, রুশো প্রমুখ।

২৪) একজন চুক্তিবাদী দার্শনিকের নাম লেখ।

উত্তরঃ একজন চুক্তিবাদী দার্শনিকের নাম টমাস হবস।

২৫) আধুনিক গণতন্ত্রের জনক কাকে বলা হয়?

উত্তরঃ আধুনিক গণতন্ত্রের জনক জন লক।

২৬) উদারনীতিবাদের প্রবক্তা কে?

উত্তরঃ উদারনীতিবাদের প্রবন্তা জন লক।

২৭) সংসদীয় গণতন্ত্রের জনক কে?

উত্তরঃ সংসদীয় গণতন্ত্রের জনক জন লক।

২৮) কখন ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল?

উত্তরঃ ১৬৮৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ‘গৌরবময় বিপ্লব হয়েছিল।

২৯) ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য’ নীতি প্রথম ব্যাখ্যা করেন কে?

উত্তরঃ ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রথম ব্যাখ্যা করেন মণ্টেস্কু।

৩০) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবন্ধা কে?

উত্তরঃ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মণ্টেছ।

৩১) রুশোর প্রকৃত ইচ্ছা ও বাস্তব ইচ্ছার মধ্যে দুটি পার্থক্য লেখ।

উত্তরঃ রুশের প্রকৃত ইচ্ছা ও বাস্তব ইচ্ছার মধ্যে দুটি পার্থক্য প্রথমত, রুশোর প্রকৃত ইচ্ছার সাধারণ বা সমষ্টিগত স্বার্থ। অন্যদিকে, তার বাস্তব ইচ্ছা ব্যক্তিগত স্বার্থের পক্ষপাতি। দ্বিতীয়ত, রুশোর প্রকৃত ইচ্ছা স্থায়ী, অবিভাজ্য ও সর্বজনীন। অপরপক্ষে তার বাস্তব ইচ্ছার বৈশিষ্ট্য হলো, এটি অভ্রান্ত বা সর্বজনীন নয়।

৩২) কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

উত্তরঃ ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

৩৩) “The Republic is possible the finest treatise on education that was ever written”-উক্তিটি কার?

উত্তরঃ “The Republic is possible the finest treatise on education that was ever written”-উক্তিটি রুশো

পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের ঘটনাবলি আলোচনা কর।

০২) রাষ্ট্রে মানুষের শ্রেণি বিভাজন সম্পর্কিত প্লেটোর মতবাদটি ব্যাখ্যা কর ।

০৩) প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্য উল্লেখ কর।

অথবা, প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি বর্ণনা কর।

০৪) প্লেটোর ন্যায়বিচার বলতে কী বুঝ?

০৫) প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য নির্ণয় কর।

০৬) এরিস্টটল ‘পলিটি’ কে কেন বাস্তবায়নযোগ্য সর্বোত্তম সরকার বলেছেন? ব্যা

০৭) এরিস্টটলের দাসতত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।

০৮. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।

০৯) দুই তরবারি’ তত্ত্বটি ব্যাখ্যা কর।

১০) একুইনাসের আইন তত্ত্বটি আলোচনা কর ।

১১) সেন্ট টমাস একুইনাসকে কেন মধ্যযুগের এরিস্টটল বলা হয়?

১২) রাষ্ট্রচিন্তায় মার্সিনিও অব পাদুয়ার অবদান আলোচনা কর ।

১৩) ম্যাকিয়াভেলিবাদ কী?

অথবা, ম্যাকিয়াভেলিবাদের ধারণা ব্যাখ্যা কর।

১৪) ম্যাকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড’ কী?

১৫) প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।

১৬) মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণাটি ব্যাখ্যা কর।

১৭) জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?

১৮) জন লকের সম্মতি তত্ত্বটি ব্যাখ্যা কর।

১৯) জন লকের সম্পত্তি তত্ত্ব সম্পর্কে কী জান?

২০) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে মন্টেস্কুর ধারণা ব্যাখ্যা কর।

২১) স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা ব্যাখ্যা কর।

২২) রুশোর সামাজিক চুক্তি মতবাদটি সংক্ষেপে বর্ণনা কর।

২৩) রুশোর ‘সাধারণ ইচ্ছা’ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর।

পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) প্লেটোর শিক্ষা ব্যবস্থাটি ব্যাখ্যাপূর্বক আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা কর।

০২) সমালোচনাসহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর।

০৩) “প্লেটোর দি রিপাবলিক সর্বাত্মকবাদের নীল নকশা” উক্তিটি বিশ্লেষণ কর।

০৪) রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান আলোচনা কর।

০৫) এরিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা কর ।

০৬) এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর।।

০৭) তুমি কি মনে কর এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ।

০৮) “ইউরোপের মধ্যযুগ ছিল অরাজনৈতিক।” -উক্তিটি ব্যাখ্যা কর।

০৯) সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা কর ।

১০) সেন্ট অগাস্টিনের ন্যায়বিচার তত্ত্ব আলোচনা কর।

১১ সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্বটি আলোচনা কর।

১২) আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান আলোচনা কর।

১৩) ম্যাকিয়াভেলির সমকালীন ইউরোপের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।

১৪) ম্যাকিয়াভেলির ধর্ম, নৈতিকতা ও রাজনীতির পৃথকীকরণ সম্পর্কে আলোচনা কর।

১৫) টমাস হবসের সার্বভৌমত্ব তত্ত্বটি আলোচনা কর।

১৬) জন লকের সম্পত্তি তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।

১৭) জন লকের সম্মতি তত্ত্বটি ব্যাখ্যা কর।

১৮) জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক হিসেবে বিবেচনা করা হয়? বিশ্লেষণ কর।

১৯) মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটি বিশ্লেষণ কর।

২০) রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সমালোচনাসহ বর্ণনা কর ।

২১) রুশোর সামাজিক চুক্তি মতবাদটি সমালোচনাসহ বিশ্লেষণ কর।

২২) সামাজিক চুক্তি সম্পর্কে টমাস হবস, জন লক ও জ্যা জ্যাক রুশোর ধারণার তুলনামূলক আলোচনা কর।

পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস

  • সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
  • সাল  তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
  • অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
  • বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
  • বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

উপসংহার

পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১১৯০৩) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment