লোকপ্রশাসন পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ

লোকপ্রশাসন পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year Introductjion to Public Administration Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য লোকপ্রশাসন পরিচিতি সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ১ বর্ষ বাংলা সাজেশন
  • বিষয়ঃ লোকপ্রশাসন পরিচিতি
  • বিষয় কোডঃ ২১১৯০৭

লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) ’প্রশাসন’ কী?

উত্তরঃ  ‘প্রশাসন’ হলো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একদল ব্যক্তি বা ব্যক্তিবর্গের কার্যাবলী।

০২) ‘Administration’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ ‘অ্যাডমিনিস্ট্রেশন’ শব্দটি ল্যাটিন ‘Ad’ এবং ‘Ministiare’ শব্দদ্বয় থেকে এসেছে।

০৩) বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য কী

উত্তরঃ বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা।

০৪) লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।

০৫) ASPA এর পূর্ণরূপ কী?

উত্তরঃ ASPA এর পূর্ণরূপ হলো American Society for Public Administration.

০৬) POSDCORB এর প্রবক্তা কে?

উত্তরঃ POSDCORB এর প্রবক্তা বলা হয় লুথার গুলিককে ।

০৭) CPA এর পূর্ণরূপ কী? [ জা.বি. ২০১০, ‘১৩, ১৭, ২১, ২৩

উত্তরঃ CPA এর পূর্ণরূপ হলো Comparative Public Administration

০৮) “The Study of Public Administration” গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ “The Study of Public Administration” গ্রন্থটির লেখক ডুয়েট ওয়ালড (Dwight waldo).

০৯. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ. ডব্লিউ টেইলর।

১০. সংগঠনের তত্ত্ব কয়টি?

উত্তরঃ সংগঠন সম্পর্কিত মতবাদ তিনটি। যথাঃ

১. সনাতন বা আনুষ্ঠানিক মতবাদ, ২. নব্য সনাতন বা অনানুষ্ঠানিক মতবাদ ও ৩. আধুনিক মতবাদ।

১১) সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি?

উত্তরঃ সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ ৪টি। যথা: ১. শ্রমবিভাগ, ২. কাঠামো ও কার্যগত প্রক্রিয়া, ৩. পদসোপান এবং ৪. নিয়ন্ত্রিত সীমা।

১২) আদশেগত ঐক্য কী?

উত্তরঃ কোনো অধস্তন কর্মকর্তা তার নিকটস্থ ঊর্ধ্বাতন কর্মকর্তা কর্তৃক প্রশাসনিক আদেশ বা নির্দেশ লাভ এবং তা পালন করাই আদেশগত ঐক্য।

১৩) ‘প্রপার চ্যানেল’ এর অর্থ কী?

উত্তরঃ প্রপার চ্যানেল অর্থ যথাযথ কর্তৃপক্ষ।

১৪) লাইন এজেন্সি কী?

উত্তরঃ সংগঠনের যে বিভাগ উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত থাকে তাকে লাইন এজেন্সি বলে।

১৫) নিয়ন্ত্রণ পরিধি কী?

উত্তরঃ একজন প্রশাসক যতজন অধস্তন ব্যক্তি বা যতগুলো কাজের ইউনিটকে ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারেন তার সংখ্যাকে নিয়ন্ত্রণ পরিধি বলে।

১৬) কর্তৃত্ব অর্পণ কী?

উত্তরঃ কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিম্ন পর্যায়ের কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট কর্তৃত্ব অর্পণ করাকেই কর্তৃত্ব অর্পণ বলে।

১৭) Delegation শব্দটির অর্থ কী?

উত্তরঃ Delegation শব্দটির অর্থ কর্তৃত্ব অর্পণ।

১৮) বিশেষজ্ঞ কে?

উত্তরঃ প্রশাসনিক কাজে নিয়োজিত বিজ্ঞানী, ভাজা, প্রকৌশলী, কৃষিবিদ বা অন্য কোনো বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিগণই হচ্ছে বিশেষজ্ঞ।

১৯) কর্তৃত্ব কী?

উত্তরঃ আইনসম্মত আদেশ প্রদান এবং উক্ত আদেশ ক্ষমতাই হলো কর্তৃত্ব।

২০) কেন্দ্রীকরণ কী?

উত্তরঃ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রশাসনিক কর্তৃত্ব ও ক্ষমতা কেন্দ্রীভূতকরণকে কেন্দ্রীকরণ বলে।

২১) বাংলাদেশে নীতি প্রণয়নকারী দুটি সাংবিধানিক সংস্থার নাম লেখ।

উত্তরঃ বাংলাদেশে নীতি প্রণয়নকারী চারটি সাংবিধানিক সংস্থা হলো- ১. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, ২. বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন ও ৪. মহাহিসাব নিরীক্ষক।

২২) BPATC এর পূর্ণরূপ কী?

উত্তরঃ BPATC এর পুরোনাম Bangladesh Public Administration Training Centre.

২৩) মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

উত্তরঃ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব।

২৪) সিদ্ধান্ত গ্রহণ কী?

উত্তরঃ কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত বিকল্পগুলোর মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে।

২৫) সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?

উত্তরঃ সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ।

২৬) যোগাযোগ নেটওয়ার্ক কী?

উত্তরঃ একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট নকশা বা পদ্ধতি অনুসারে তথ্যের আদানপ্রদান করতে সক্ষম হয় তখন তাকে যোগাযোগ নেটওয়ার্ক বলে।

২৭) যোগাযোগ পদ্ধতির আধুনিক প্রবন্ধা কে?

উত্তরঃ যোগাযোগ পদ্ধতির আধুনিক প্রবন্ধা হলেন ডেভিড কে. বার্লো (David K. Bario) |

২৮) “Leadership is an act of influencing others.” উক্তিটি কার?

উত্তরঃ “Leadership is an act of influencing others. উল্কিটি Robert Tetenbaum -এর।

২৯) “Leaders are born, not made.”- উক্তিটি কার?

উত্তরঃ “Leaders are born, not made. উত্তিটি ভিনচ লোমবার্ডিং (Vince Lombardi) |

৩০) আমলাতন্ত্রের জনক কে?

উত্তরঃ আমলাতন্ত্রের জনক সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

৩১) ‘Essays in Sociology’ কার লেখা?

উত্তরঃ ‘Essays in Sociology’ ম্যাক্স ওয়েবারের লেখা।

৩২) “Power corrupts and absolute power tends to corrupt absolutely.”—উক্তিটি কার?

উত্তরঃ “Power corrupt and absolute power corrupts absolutely.” — উক্তিটি লর্ড এন্টন (Lord Acton)-এর।

৩৩) ‘লাল ফিতার দৌরাত্ম্য’ কী?

উত্তরঃ লাল ফিতার দৌরাত্ম্য হলো পূর্ব নজিরকে অন্ধভাবে অনুসরণ ও মেনে চলা তথা আমলাদের কাজের দীর্ঘসূত্রতা।

৩৪) মার্কিন যুক্তরাষ্ট্রের ‘Spoil’ পদ্ধতি কী?

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে নতুন যে দল ক্ষমতায় আসে সেই দলের নেতাদেরকে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করাই হলো ‘Spoil’ পদ্ধতি।

৩৫) কে প্রথম ‘উন্নয়ন প্রশাসন’ শব্দটি ব্যবহার করেন?

উত্তরঃ ভারতীয়, পণ্ডিত গোস্বামী উন্নয়ন প্রশাসন’ শব্দটি প্রথম ব্যবহার করেন।

লোকপ্রশাসন পরিচিতি সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) লোকপ্রশাসনের সংজ্ঞা দাও।

০২) POSDCORB ধারণাটি ব্যাখ্যা কর।

০৩) লোকপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কী?

০৪) লোকপ্রশাসনের সাম্প্রতিক প্রবণতা সংক্ষেপে আলোচনা কর।

০৫) রাজনৈতিক নিরপেক্ষতা কী?

০৬) রাজনীতি ও প্রশাসনের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।

০৭) সংগঠনের সংজ্ঞা দাও।

০৮) আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য নির্দেশ কর।

০৯) সনাতন সংগঠনের বৈশিষ্ট্যসমূহ কী?

১০) প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বুঝায়?

১১) পদসোপান নীতি বলতে কী বুঝ?

১২) নিয়ন্ত্রণ পরিধির উপাদানগুলো লেখ।

১৩) কর্তৃত্ব অর্পণের নীতিসমূহ বর্ণনা কর।

১৪) ক্ষমতা ও কর্তৃত্ব কী?

১৫) কেন্দ্রীকরণের সুবিধাসমূহ বর্ণনা কর।

১৬) সমন্বয়সাধনের উপায়সমূহ কী কী?

১৭) সম্মোহনী নেতৃত্বের গুণাবলি বর্ণনা কর।

১৮) পরিকল্পনা বলতে কী বুঝায়?

১৯) যোগাযোগের প্রতিবন্ধকতাগুলো কী কী?

২০) প্রশাসনিক সংগঠনে যোগাযোগের মাধ্যমসমূহ কী কী?

২১) আমলাতন্ত্রের ত্রুটিসমূহ উল্লেখ কর।

২২) উন্নয়ন প্রশাসন কী?

২৩) সনাতন প্রশাসন এবং উন্নয়নমুখী প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

লোকপ্রশাসন পরিচিতি সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) লোকপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

০২) লোকপ্রশাসন অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।

০৩) লোকপ্রশাসন অধ্যয়ন করার পদ্ধতিসমূহ আলোচনা কর।

০৪)  সংগঠনের উপাদানসমূহ আলোচনা কর। (জা.বি. ২০২০

০৫) সংগঠনের আধুনিক তত্ত্ব আলোচনা কর।

০৬) সংগঠনের মৌলিক নীতিমালাসমূহ আলোচনা কর ।

০৭) পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর।

০৮) ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।

০৯) বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।

১০) বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা কর।

১১) স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যকার বৈসাদৃশ্য আলোচনা কর।

১২) প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের পদ্ধতিসমূহ আলোচনা কর।

১৩) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী উপাদানগুলো ব্যাখ্যা কর।

১৪) নেতৃত্ব কী? নেতৃত্বের কার্যাবলি আলোচনা কর।

১৫) “কর্ম বিভাগ যদি অপরিহার্য হয় তবে সমন্বয় অনিবার্য” ব্যাখ্যা কর।

১৬) প্রশাসনিক সংগঠনে সমন্বয়সাধনের প্রয়োজনীয়তা আলোচনা কর।

১৭) যোগাযোগের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

১৮) একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।

১৯) “অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ।” উক্তিটি ব্যাখ্যা কর।

২০) সমালোচনাসহ ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর।

২১) উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

২২) বাংলাদেশের প্রশাসন কি উন্নয়ন প্রশাসন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস

  • সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
  • সাল  তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
  • অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
  • বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
  • বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

উপসংহার

লোকপ্রশাসন পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১১৯০৭) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ বাংলা সাজেশন লোকপ্রশাসন পরিচিতি নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment