ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন অনার্স ১ম বর্ষ

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year Political and Cultural History of Islam upto 1258 Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ১২৫৮ খ্রি সাজেশন অনার্স ১ম বর্ষ খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ১ বর্ষ ইতিহাস সাজেশন
  • বিষয়ঃ ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ১২৫৮ খ্রি. পর্যন্ত
  • বিষয় কোডঃ ২১১৫০৯

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) আরব কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ আরব আরবি শব্দ আরাবুন থেকে এসেছে।

০২) ‘জাজিরাতুল আরব’ এর অর্থ কী?

উত্তরঃ ‘জাজিরাতুল আরব’ এর অর্থ আরব উপদ্বীপ।

০৩) ‘জাজিরাতুল আরব’ বলতে কী বুঝায়?

উত্তরঃ ‘জাজিরাতুল আরব’ বলতে তিনদিকে জলরাশি এবং একদিকে স্থলভাগ পরিবেষ্টিত আরব উপদ্বীপকে বুঝায়।

০৪) কাকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তরঃ উটকে মরুভূমির জাহাজ বলা হয় ।

০৫) বেদুইন কাদেরকে বলা হয়?

উত্তরঃ যারা কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনা, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদেরকে বেদুইন বলা হয়।

০৬) ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ কী?

উত্তরঃ ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ অন্ধকার, কুসংস্কার বা অজ্ঞতার যুগ।

০৭) ইসলাম পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল?

উত্তরঃ ইসলাম পূর্ব যুগে কাবা গৃহে ৩৬০টি মূর্তি ছিল।

০৮) ‘ওকাজের মেলা’ কোন তারিখে অনুষ্ঠিত হতো?

উত্তরঃ ‘ওকাজের মেলা’ জিলকদ মাসের ১ তারিখে অনুষ্ঠিত হতো।

০৯. আরবের শেক্সপিয়র কাকে বলা হয়?

উত্তরঃ ইমরুল কায়েসকে ‘আরবের শেক্সপিয়র’ বলা হয়।

১০) কুরাইশ শব্দের অর্থ কী?

উত্তরঃ কুরাইশ শব্দের অর্থ বণিক বা সওদাগর।

১১) মুহম্মদ (সা.) শব্দের অর্থ কী?

উত্তরঃ মুহম্মদ (সা.) শব্দের অর্থ প্রশংসিত।

১২. হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ হিলফুল ফুজুল হযরত মুহম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন।

১৩) বিবি খাদিজা কে ছিলেন?

উত্তরঃ বিবি খাদিজা ছিলেন মহানবি (সা.) এর প্রথম স্ত্রী ৫% ১৪. হযরত মুহম্মদ (সা.) এর প্রথম স্ত্রীর নাম কী? উত্তরঃ হযরত মুহম্মদ (সা.) এর প্রথম স্ত্রীর নাম বিবি খাদিজা (রা.)।

১৫) ‘খাদিজাতুত তাহিরা’ কাকে বলা হয়? জা.বি. ২০২৩

উত্তরঃ খাদিজা (রা.) কে খাদিজাতুত তাহিরা বলা হয়।

১৬) মদিনার পূর্ব নাম কী ছিল?

অথবা, মদিনার প্রাচীন নাম কী ছিল?

উত্তরঃ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।

১৭) ইসলামের প্রথম মসজিদের নাম কী?

অথবা, ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কী?

উত্তরঃ ইসলামের প্রথম মসজিদের নাম মসজিদে কুবা।

১৮) পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি?

উত্তরঃ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ।

১৯) মদিনা সনদ কত খ্রিস্টাব্দে প্রণীত হয়?

উত্তরঃ মদিনা সনদ ৬২৪ খ্রিস্টাব্দে প্রণীত হয়।

২০) মদিনা সনদে কতটি শর্ত ছিল?

উত্তরঃ মদিনা সনদের শর্ত ৪৭টি।

২১) বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল।

উত্তরঃ বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন।

২২) খন্দক শব্দের অর্থ কী?

উত্তরঃ খন্দক শব্দের অর্থ পরিখা বা গর্ত ।

২৩) আসাদুল্লাহ শব্দের অর্থ কী?

উত্তরঃ আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ।

২৪) হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ হুদায়বিয়ার সন্ধি ৬২৮ সালে স্বাক্ষরিত হয়।

২৫) খলিফা শব্দের অর্থ কী?

উত্তরঃ খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

২৬. খোলাফায়ে রাশেদুন অর্থ কী?

উত্তরঃ খোলাফায়ে রাশেদুন অর্থ ন্যায়পথগামী প্রতিনিধিবর্গ।

২৭) ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?

উত্তরঃ ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর (রা.)।

২৮) রিদ্দা শব্দের অর্থ কী?

উত্তরঃ রিদ্দা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা।

২৯) বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ বায়তুল মাল হযরত ওমর (রা.) প্রতিষ্ঠা করেন।

৩০) জিজিয়া কী?

উত্তরঃ জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের রক্ষার্থে নিরাপত্তা কর ।

৩১) খারাজ কী?

উত্তরঃ খারাজ হলো ভূমিকর।

৩২ হিজরি সন কে প্রবর্তন করেন?

উত্তরঃ হিজরি সন হযরত ওমর (রা.) প্রবর্তন করেন।

৩৩) জুন্নুরাইন কার উপাধি?

উত্তরঃ জুন্নুরাইন হযরত ওসমান (রা.) এর উপাধি।

৩৪) ইসলামি সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উত্তরঃ ইসলামি সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবু জর আল গিফারিকে বলা হয়।

৩৫) দুমাতুল জান্দাল কী?

উত্তরঃ দুমাতুল জান্দাল হলো ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী একটি স্থানের নাম।

৩৬) খারিজি শব্দের অর্থ কী?

উত্তরঃ খারিজি শব্দের অর্থ দলত্যাগী।

৩৭) উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া।

৩৮) আরব নৌবহর গঠন করেন কে?

উত্তরঃ আরব নৌবহর গঠন করেন মুয়াবিয়া।

৩৯) কাকে Father of kings’ বলা হয়?

উত্তরঃ খলিফা আব্দুল মালিককে Father of kings বলা হয়।

৪০) কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হতো?

উত্তরঃ খলিফা ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হতো।

৪১) উমাইয়া বংশের শেষ খলিফা কে ছিলেন?

উত্তরঃ উমাইয়া বংশের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান।

৪২) আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ।

৪৩) ‘আল মনসুর’ অর্থ কী?

উত্তরঃ ‘আল মনসুর’ অর্থ বিজয়ী।

৪৪) আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর আল মনসুর।

৪৫) স্পেনে উমাইয়া শাসন কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরঃ স্পেনে উমাইয়া শাসন আল ওয়ালিদ প্রতিষ্ঠা করে ছিলেন।

৪৬) বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ বাগদাদ নগরী খলিফা আল মনসুর প্রতিষ্ঠা করেন।

৪৭) বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা খালিদ বিন বার্মাক।

৪৮) ‘বায়তুল হিকমা’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ‘বায়তুল হিকমা’ খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন।

৪৯) হালাকু খান কে ছিলেন? [

উত্তরঃ হালাকু খান ছিলেন চেঙ্গিস খানের পৌত্র ও মোঙ্গল নেতা।

৫০) কত সালে বাগদাদের পতন হয়?

উত্তরঃ ১২৫৮ সালে বাগদাদের পতন হয়৷

৫১) ক্রুসেড শব্দের অর্থ কী?

উত্তরঃ ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ।

৫২) আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?

উত্তরঃ আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?

অথবা, আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝায়?

০২) ওকাজ মেলা কী?

০৩) প্রাক ইসলামি আরব সংস্কৃতিতে ওকাজ মেলার গুরুত্ব কী?

০৪) হিলফুল ফুজুল কী?

০৫) হিজরতের কারণসমূহ লেখ।

অথবা, মহানবি (সা.) এর হিজরতের কারণসমূহ লেখ।

০৬) মুহাজির ও আনসার কারা?

०৭) মুদিনা সনদের শর্তাবলি সংক্ষেপে ব্যাখ্যা কর।

০৮) মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর।

০৯) বদরের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।

১০) বদর যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।

১১) হুদায়বিয়া সন্ধির শর্তাবলি উল্লেখ কর।

১২) হুদায়বিয়ার সন্ধির তাৎপর্য ব্যাখ্যা কর।

১৩) খোলাফায়ে রাশেদুন বলতে কী বুঝ?

১৪) ভণ্ড নবিদের পরিচয় দাও।

১৫) রিদ্দা যুদ্ধ সম্পর্কে কী জান?

অথবা, রিদ্দা যুদ্ধ কী?

১৬) হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

১৭) হযরত ওসমান (রা.)-কে জুন্নুরাইন বলা হয় কেন?

১৮) আবু জর আল গিফারি কে ছিলেন? তার মতবাদ লেখ।

১৯) আলি (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর দ্বন্দ্বের মূল কারণ কী?

২০) দুমাতুল জান্দালের সালিশ সম্পর্কে আলোচনা কর।

২১) খারিজি কারা?

অথবা, দুমার মীমাংসা কী?

২২) মুয়াবিয়া (রা.) এর পরিচয় দাও।

২৩) কারবালা যুদ্ধের গুরুত্ব লেখ।

অথবা, কারবালা ইসলামের ইতিহাসে এত বিখ্যাত কেন?

২৪) আল ওয়ালিদ সম্পর্কে যা জান লেখ।

অথবা, প্রথম ওয়ালিদ কে ছিলেন?

২৫) হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?

অথবা, হাজ্জাজ বিন ইউসুফের পরিচয় দাও।

২৬. উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হয় কেন?

২৭) ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলার কারণ কী?

অথবা, ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন?

২৮) ওমর বিন আব্দুল আজিজকে উমাইয়া সাধু বলার কারণ বর্ণনা কর।

২৯) কুব্বাতুস সাখরা সম্পর্কে লেখ।

৩০) আবুল আব্বাসকে আস সাফফাহ বলা হয় কেন?

অথবা, আবুল আব্বাসকে আস সাফফাহ কেন বলা হয়?

৩১) বাৰ্মাকি উজির পরিবার সম্পর্কে ধারণা দাও।

অথবা, বার্মাকিদের সম্পর্কে একটি টীকা লেখ ৷

৩২) ভ্রাতৃদ্বন্দ্বে খলিফা আল মামুনের জয়লাভের কারণগুলো লেখ।

৩৩) বায়তুল হিকমা সম্পর্কে একটি টীকা লেখ ।

৩৪) আব্বাসিদের পতনের পাঁচটি কারণ লেখ।

৩৫) ক্রুসেড বলতে কী বুঝায়?

৩৬) ক্রুসেডের ফলাফল সংক্ষেপে লেখ।

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) প্রাক ইসলামি যুগের আরবের সামাজিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা কর।

অথবা, প্রাক-ইসলামি যুগের আরবদের সামাজিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও।

০২) প্রাক ইসলামি যুগে আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা কর।

০৩) আইয়ামে জাহেলিয়া যুগে আরবদের আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থার বর্ণনা দাও।

০৪) মহানবি (সা.)-এর মদিনায় হিজরতের কারণ ও এর

গুরুত্ব আলোচনা কর।

অথবা, হিজরতের কারণ ও গুরুত্ব আলোচনা কর।

০৫) মদিনা সনদের প্রধান ধারাগুলো লেখ। ইসলামের ইতিহাসে এর গুরুত্ব নিরূপণ কর।

অথবা, মদিনা সনদের শর্তাবলি পর্যালোচনা কর।

০৬) বদর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

০৭) হুদায়বিয়ার সন্ধির প্রধান শর্তগুলো উল্লেখ কর। এ সন্ধির গুরুত্ব কী?

অথবা, হুদায়বিয়ার সন্ধির শর্তাবলি উল্লেখ কর। এ সন্ধির তাৎপর্য কী?

০৮) হুদায়বিয়ার সন্ধির শর্তাবলি উল্লেখ কর।

০৯) মহান সংস্কারক হিসেবে হযরত মুহম্মদ (সা.)-এর কৃতিত্ব মূল্যায়ন কর।

১০) হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন

অথবা, ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর (রা.)-এর মূল্যায়ন কর।

১১) হযরত ওমর (রা.)-এর শাসনব্যবস্থার পর্যালোচনা কর।

১২) হযরত ওসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বর্ণনা কর ।

১৩) হযরত ওসমান (রা.)-এর হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।

অথবা, খলিফা হযরত ওসমান (রা.) হত্যার কারণসমূহ আলোচনা কর। এর প্রতিক্রিয়া কী হয়েছিল?

১৪) হযরত আলি (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘর্ষের কারণগুলো বিশ্লেষণ কর।

অথবা, হযরত আলি (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘর্ষের কারণগুলো লেখ।

১৫) উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়া (রা.) এর কৃতিত্ব আলোচনা কর।

১৬) উমাইয়া শাসন সুদৃঢ়ীকরণে আব্দুল মালিকের অবদান

মূল্যায়ন কর।

অথবা, উমাইয়া সাম্রাজ্য সুদৃঢ়করণে আবদুল মালিকের অবদান ব্যাখ্যা কর।

১৭) খলিফা আল ওয়ালিদের রাজ্যবিস্তার সম্পর্কে আলোচনা কর।

অথবা, বিজেতা হিসেবে খলিফা প্রথম ওয়ালিদের মূল্যায়ন কর।

১৮) ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কার আলোচনা কর । তাকে পঞ্চম খলিফা বলা হয় কেন?

অথবা, ওমর বিন আব্দুল আজিজের সংস্কারসমূহ বিশ্লেষণ কর।

১৯) উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বর্ণনা কর।

২০) আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন কর।

অথবা, আবু জাফর আল মনসুরকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?

২১) খলিফা হারুন অর রশিদের রাজত্বকালকে আব্বাসি খিলাফতের স্বর্ণযুগ বলা হয় কেন? (

২২) খলিফা হারুন অর রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন? [

২৩) শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ণ কর।

অথবা, শিক্ষা ও জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন কর।

অথবা, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন কর।

২৪) আব্বাসি বংশের পতনের কারণসমূহ লেখ।

অথবা, আব্বাসীয় খিলাফতের পতনের কারণসমূহ ব্যাখ্যা কর।

২৫) ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর।

পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস

  • সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
  • সাল  তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
  • অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
  • বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
  • বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

উপসংহার

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন (বিষয় কোডঃ ২১১৫০৯) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ ইতিহাস সাজেশন ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment