দক্ষিন এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত) সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year History of South Asia upto 1204 Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য দক্ষিন এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত) সাজেশন অনার্স ১ম বর্ষ খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ১ম বর্ষ ইতিহাস সাজেশন
- বিষয়ঃ দক্ষিন এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত)
- বিষয় কোডঃ ২১১৫০৭
দক্ষিন এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত) সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১) প্রাচীন ভারতের ইতিহাস রচনার উৎস কী কী?
উত্তরঃ প্রাচীন ভারতের ইতিহাস রচনার উৎসগুলো হলো ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, প্রাচীন লিপিমালা, ঐতিহাসিক গ্রন্থ, ধর্মশাস্ত্র প্রভৃতি।
০২) মহাভারতের রচয়িতা কে?
উত্তরঃ মহাভারতের রচয়িতা বেদব্যাস।
০৩) হরিষেণ কে ছিলেন?
উত্তরঃ হরিষেণ সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন।
০৪) কৌটিল্য কে ছিলেন?
উত্তরঃ কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী।
০৫) ‘হর্ষচরিত’ এর রচয়িতা কে?
উত্তরঃ ‘হর্ষচরিত’ এর রচয়িতা বাণভট্ট।
০৬) ‘রাজতরঙ্গিণী’ কে রচনা করেন?
উত্তরঃ ‘রাজতরঙ্গিণী’ কলহণ রচনা করেন।
০৭) ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা মেগাস্থিনিস।
০৮) ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা আল বেরুনি।
০৯) ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন?
উত্তরঃ ইবনে বতুতা মরক্কোর পর্যটক ছিলেন।
১০) কোন পর্বত ভারতকে দু’ভাগে বিভক্ত করেছে?
উত্তরঃ বিন্ধ্যপর্বত ভারতকে দু’ভাগে বিভক্ত করেছে।
১১) ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তরঃ ভারতের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা।
১২) হরপ্পা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি ৯৯ জেলায় অবস্থিত ।
১৩) মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী?
উত্তরঃ মহেঞ্জোদারো শব্দটির অর্থ মড়ার ঢিবি বা মৃতদের ঢিবি।
১৪) সিন্ধু সভ্যতা অন্য কী নামে পরিচিত?
উত্তরঃ সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত।
১৫) ‘আর্য’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘আর্য’ শব্দের অর্থ একই বংশজাত ব্যক্তি।
১৬. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তরঃ আর্যদের আদি বাসস্থান ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণে কিরঘিজ তৃণভূমি অঞ্চলে।
১৭) আর্যদের মূল পেশা কী ছিল?
উত্তরঃ আর্যদের মূল পেশা ছিল পশুপালন।
১৮) ‘বেদ’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘বেদ’ শব্দের অর্থ পরম জ্ঞান ।
১৯) বৌদ্ধধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ।
২০) বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কী?
উত্তরঃ বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক।
২১) মহাবীর কে ছিলেন?
উত্তরঃ মহাবীর ছিলেন জৈনধর্মের প্রবর্তক।
২২) জৈনধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ জৈনধর্মের প্রবর্তক মহাবীর।
২৩) প্রাচীন ভারতে কয়টি মহাজনপদ ছিল?
উত্তরঃ প্রাচীন ভারতে ১৬টি মহাজনপদ ছিল।
২৪) মগধের রাজধানীর নাম কী?
উত্তরঃ মগধের রাজধানীর নাম ছিল রাজগৃহ বা গিরিব্রজ।
২৫) সেলিউকাস কে ছিলেন?
উত্তরঃ সেলিউকাস ছিলেন গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি।
২৬) আলেকজান্ডার কাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন?
উত্তরঃ আলেকজান্ডার পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন।
২৭) চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
২৮) চন্দ্রগুপ্ত মৌর্যের জন্মস্থান কোথায়?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যের জন্মস্থান পাটলিপুত্র।
২৯) সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন?
উত্তরঃ সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন।
৩০) সম্রাট অশোক কোন যুদ্ধে অংশ নিয়েছিলেন?
উত্তরঃ সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে অংশ নিয়েছিলেন।
৩১) অশোকের কোন লিপিতে ধম্ম কথাটির উল্লেখ পাওয়া যায়?
উত্তরঃ অশোকের মাস্কি লিপিতে ধম্ম কথাটির উল্লেখ পাওয়া যায়।
৩২) কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
উত্তরঃ কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কণিষ্ক।
৩৩) কুষাণ সম্রাট কণিষ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ কুষাণ সম্রাট কণিষ্কের রাজধানী ছিল পুরুষপুর।
৩৪) গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত।
৩৫) চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্রে।
৩৬) ‘এলাহাবাদ প্রশস্তির’ রচয়িতা কে?
উত্তরঃ ‘এলাহাবাদ প্রশস্তির’ রচয়িতা হরিষেণ।
৩৭) কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়।
৩৮) আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
উত্তরঃ আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা ছিলেন দাহির।
৩৯) ‘চাচ্নামা’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উত্তরঃ ‘চাচ্নামা’ গ্রন্থটি আরবি ভাষায় রচিত।
৪০) কে সিন্ধু বিজয় করেন?
উত্তরঃ মুহম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন।
৪১) সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল কোনটি?
উত্তরঃ সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল সোমনাথ মন্দির আক্রমণ।
৪২) সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ সোমনাথ মন্দির ভারতের গুজরাটের কাথিয়াগড়ের সমুদ্রতীরে অবস্থিত।
৪৩) সবুক্তগীন কে ছিলেন?
উত্তরঃ সবুক্তগীন ছিলেন আলপ্তগীনের জামাতা এবং সুলতান মাহমুদের পিতা।
৪৪) ‘শাহনামা’ রচনা করেন কে?
উত্তরঃ ‘শাহনামা’ রচনা করেন মহাকবি ফেরদৌসি।
৪৫) ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন কে?
উত্তরঃ ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন মুহম্মদ ঘুরি।
৪৬) ভারতে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ভারতে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক।
৪৭) কুতুবমিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ কুতুবমিনার দিল্লিতে অবস্থিত।
৪৮) কুতুবমিনার নামকরণ হয় কার নামানুসারে?
উত্তরঃ কুতুবমিনার নামকরণ হয় প্রখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে।
৪৯) কাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?
উত্তরঃ ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।
৫০) সুলতান ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন?
উত্তরঃ সুলতান ইলতুৎমিশ দাস বংশের শাসক ছিলেন।
৫১) দিল্লি সালতানাতের একমাত্র মহিলা সুলতান কে?
উত্তরঃ দিল্লি সালতানাতের একমাত্র মহিলা সুলতান সুলতান রাজিয়া।
৫২) সুলতান রাজিয়া কোন বংশের শাসক ছিলেন?
উত্তরঃ সুলতান রাজিয়া দাস বংশের শাসক ছিলেন।
৫৩) খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি।
৫৪) মালিক কাফুর কে ছিলেন?
উত্তরঃ মালিক কাফুর ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির প্রধানমন্ত্রী ও সেনাপতি।
৫৫) কে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজি মূলা নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন।
৫৬) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক।
৫৭) মুহম্মদ বিন তুঘলক রাজধানী কোথায় স্থানন্তর করেন?
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন ।
৫৮) ‘প্রতীক তাম্রমুদ্রা’ কে প্রবর্তন করেন?
উত্তরঃ ‘প্রতীক তাম্রমুদ্রা’ মুহম্মদ বিন তুঘলক প্রবর্তন করেন।
৫৯) ফিরোজ শাহ তুঘলক কতটি কর বাতিল করেছিলেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক ২৪টি কর বাতিল করেছিলেন।
৬০) লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি।
৬১) দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি।
৬২) দিল্লি সালতানাতের পতন হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৬৩) পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।
দক্ষিন এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত) সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১) প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলো কী কী?
০২) ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্রের গুরুত্ব লেখ।
০৩) ভারতের ইতিহাস পুনর্গঠনে শিলালিপি ও মুদ্রার গুরুত্ব বর্ণনা কর।
০৪) ভারতীয় উপমহাদেশে নদনদীর প্রভাব আলোচনা কর।
০৫) সিন্ধু সভ্যতার সময়কাল নির্দেশ কর।
০৬) আর্যদের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।
অথবা, বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।
০৭) বৈদিক যুগের ধর্মীয় অবস্থার বর্ণনা দাও।
০৮) চতুরাশ্রম বলতে কী বুঝ?
০৯) বৌদ্ধধর্ম বিকাশের প্রেক্ষাপট আলোচনা কর।
১০) বৌদ্ধধর্মের মূলনীতিগুলো লেখ।
১১) জৈনধর্মের মূলনীতিগুলো আলোচনা কর।
১২) আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ বর্ণনা কর।
১৩) আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল লেখ।
অথবা, আলেকজান্ডারের ভারত আক্রমণের তাৎপর্য ব্যাখ্যা কর।
১৪) কলিঙ্গের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
১৫) কুষাণ কারা?
১৬) কণিষ্ক কে ছিলেন?
১৭) গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে আলোচনা কর।
অথবা, গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল?
১৮) সমুদ্রগুপ্তের পরিচয় দাও।
১৯) সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয় কেন?
২০) গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?
২১) আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণের বিবরণ দাও।
২২) আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল কী ছিল?
২৩) সিন্ধু বিজয়ের সাংস্কৃতিক ফলাফল কী ছিল?
২৪) সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ছিল?
২৫) সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল?
২৬) সুলতান মাহমুদের সোমনাথ বিজয়ের বিবরণ দাও।
২৭) মুহম্মদ ঘুরির কৃতিত্ব আলোচনা কর।
২৮) তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধর।
২৯) চল্লিশ চক্র কী?
৩০) বলবনের রক্ত ও লৌহনীতি ব্যাখ্যা কর।
৩১) খলজি বিপ্লব বলতে কী বুঝ?
৩২) আলাউদ্দিন খলজির সামরিক সংস্কার আলোচনা কর।
৩৩) মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করেছিলেন কেন?
৩৪) মুহম্মদ বিন তুঘলক কেন প্রতীক তাম্রমুদ্রা প্রচলন করেছিলেন?
৩৮) তুঘলক বংশের পতনের জন্য ফিরোজ শাহ তুঘলক কতটুকু দায়ী ছিলেন?
৩৬) পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা কর।
অথবা, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখ।
দক্ষিন এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত) সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১) প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের উপাদান হিসেবে শিলালিপি ও মুদ্রার গুরুত্ব নিরূপণ কর।
অথবা, ভারতের ইতিহাস পুনর্গঠনে শিলালিপি ও মুদ্রার গুরুত্ব বর্ণনা কর।
০২) সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও।
অথবা, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে একটি নিবন্ধ লেখ।
০৩) সিন্ধু সভ্যতার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
০৪) সিন্ধু সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
০৫) বৈদিক যুগের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
০৬) বৈদিক যুগের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা কর।
০৭) কক বৈদিক যুগের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আলোচনা কর।
০৮) বৌদ্ধধর্মের উদ্ভব ব্যাখ্যা কর। এ ধর্মের মূলনীতিগুলো উল্লেখ কর।
০৯) গৌতম বুদ্ধের জীবন ও কর্ম আলোচনা কর।
অথবা, বৌদ্ধধর্মের প্রবর্তক হিসেবে গৌতম বুদ্ধের মূল্যায়ন কর।
১০. ষোড়শ মহাজনপদ কী? প্রাচীন ভারতে জনপদসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, ‘ষোড়শ মহাজনপদ’ সম্পর্কে একটি নিবন্ধ লেখ।
১১) আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১২) চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী ও কৃতিত্ব আলোচনা কর।
১৩) মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব বিচার কর।
১৪) শিলালিপির আলোকে অশোকের ধম্ম ব্যাখ্যা কর।
অথবা, অশোকের ধম্ম বলতে কী বুঝায়? তিনি ইহা প্রচারে কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
১৫) কৃষাণ সম্রাট কণিষ্কের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৬) সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয় কেন?
১৭) এলাহাবাদ প্রশস্তির আলোকে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় আলোচনা কর।
১৮) গুপ্ত যুগকে কেন প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়?
অথবা, গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন?
১৯) আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা কর।
২০) মুহম্মদ ঘুরির ভারত অভিযানগুলো সংক্ষেপে বর্ণনা কর।
২১) মুহম্মদ ঘুরির কৃতিত্ব আলোচনা কর।
২২) দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন কর।
২৩) দিল্লি সালতানাতের সংহতি সাধনে সুলতান ইলতুৎমিশের অবদান মূল্যায়ন কর৷
২৪) বলবনের ‘রক্ত ও লৌহনীতি’ ব্যাখ্যা কর। এ নীতি বাস্তবায়নে তিনি কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
২৫) সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা কর।
২৬) মুহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর ও তাম্রমুদ্রা প্রবর্তন পর্যালোচনা কর।
২৭) ফিরোজ শাহ তুঘলকের সংস্কারসমূহ আলোচনা কর।
২৮) দিল্লি সালতানাতের পতনের কারণসমূহ বর্ণনা কর।
অথবা, দিল্লি সালতানাতের পতনের মূলকারণসমূহ চিহ্নিত কর।
২৯) দিল্লি সালতানাতের আমলে আর্থসামাজিক অবস্থার একটি বিবরণ দাও।
পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস
- সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
- সাল ও তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
- অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
- বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
- বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।
উপসংহার
দক্ষিন এশিয়ার ইতিহাস সাজেশন (বিষয় কোডঃ ২১১৫০৭) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ ইতিহাস সাজেশন দক্ষিন এশিয়ার ইতিহাস ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।