বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন অনার্স বাংলা ২য় বর্ষ

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন অনার্স বাংলা ২য় বর্ষ Honours 2nd Year Bangladesh society and culture Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি পরীক্ষাটি আগামী ০৮ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন (নন মেজর)
  • বিষয়ঃ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি
  • বিষয় কোডঃ ২২২১১৫

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন

০১) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উত্তরঃ বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’।

০২) বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উত্তরঃ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% (অর্থনৈতিক সমীক্ষা-২০২২) এবং জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী ১.২২%।

০৩) বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?

উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পঞ্চাশটি।

০৪) ‘Political Flites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘Political Flites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।

০৫) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?

উত্তরঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি।

০৬) স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?

উত্তরঃ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

০৭) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস।

০৮) ‘Dynamics of Bangladesh Society’ —গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘Dynamics of Bangiadesh Society’ গ্রন্থটির রচয়িতা ড. এ.কে. নাজমুল করিম।

০৯) পুশ ফ্যাক্টর কী?

উত্তরঃ গ্রামীণ দারিদ্র্য, কাজের অভাব ও অন্যান্য আর্থসামাজিক সংকট প্রভৃতি কারণে গ্রামীণ জনগোষ্ঠী শহরের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াই পশু ফ্যাক্টর।

১০) ‘Family’ শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে?

উত্তরঃ ‘Family’ শব্দটি ল্যাটিন ‘Familia’ প্রত্যয় থেকে এসেছে।

১১) পরিবার গঠনের পূর্বশর্ত কী?

উত্তরঃ পরিবার গঠনের পূর্বশর্ত বিবাহ।

১২) মাতৃতান্ত্রিক পরিবারের একটি উদাহরণ দাও।

উত্তরঃ বাংলাদেশের গারো ও চাকমা সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়।

১৩) নয়াবাস পরিবার কী?

উত্তরঃ বিবাহের পর স্বামী-স্ত্রী পিতৃগৃহ বা মাতৃগৃহে বসবাস না করে অন্য কোথাও বসবাস করলে তাকে নয়াবাস পরিবার বলে।

১৪) লেভিরেট বিবাহ কী?

উত্তরঃ মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীর বিবাহ হওয়াকে লেভিরেট বিবাহ বলে।

১৫) ‘Kinship’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ ‘Kinship’ প্রত্যয়টি সর্বপ্রথম মর্গান ব্যবহার করেন।

১৬) জ্ঞাতি সম্পর্ক প্রধানত কত প্রকার?

উত্তরঃ জ্ঞাতি সম্পর্ক প্রধানত চার প্রকার। যথা— ১. রক্ত সম্পর্কিত, ২. বৈবাহিক, ৩. কাল্পনিক ও ৪. প্রথাগত।

১৭) ভূমিস্বত্ব ব্যবস্থা কী?

উত্তরঃ যেসব বিধিবিধান ও রীতিনীতি দ্বারা ভূমি নিয়ন্ত্রণ, অধিকার, ভূমিতে জনসাধারণ ও রাষ্ট্রের মালিকানা, ভোগদখল সংক্রান্ত বিভিন্ন স্বত্ব নির্ধারিত হয়, সেগুলোর সমষ্টিকেই ভূমিস্বত্ব ব্যবস্থা বলে।

১৮) স্বাধীন বাংলাদেশে প্রথম কখন ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়?

উত্তরঃ স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয়।

১৯) বাংলাদেশে কত বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়?

উত্তরঃ সর্বশেষ ভূমি সংস্কার আইনানুসারে ২৫ বিঘা পর্যন্ত জমিরখাজনা মওকুফ করা হয়।

২০) কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়?

অথবা, কত সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়?

উত্তরঃ ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত বা উচ্ছেদ হয়।

২১) ‘Class, Status and Power’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘Class, Status and Power’ গ্রন্থটির রচয়িতা হলেন Max Weber এর।

২২) “No society is Classless or unstratified.” উক্তিটি কে করেছেন?

উত্তরঃ “No society is Classless or unstratified.” উক্তিটি কিংসলে ডেভিস এবং উইলবার্ট ই. ম্যুর-এর।

২৩) কে দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন?

উত্তরঃ গ্রিক দার্শনিক এরিস্টটল দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন।

২৪) লিঙ্গ এবং জেন্ডার এর মধ্যে মৌলিক পার্থক্য কী?

উত্তরঃ লিঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্ট পক্ষান্তরে জেন্ডার মানবসৃষ্ট।

২৫) সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী?

অথবা, সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলো কী?

উত্তরঃ সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনগুলো হলো- ১. দাসপ্রথা, ২. এস্টেট প্রথা, ৩. জাতিবর্ণ প্রথা ও ৪. সামাজিক শ্রেণি এবং পদমর্যাদা।

২৩) “A caste is doubtlessly a closed status group” উক্তিটি কার?

উত্তরঃ “A caste is doubtlessly a closed status group” —উক্তিটি ম্যাক্স ওয়েবার (Max Weber) এর।

২৭) বাংলাদেশে বসবাসরত দুটি উপজাতির নাম লেখ।

উত্তরঃ বাংলাদেশে বসবাসরত দুটি উপজাতি হলো চাকমা, রাখাইন।

২৮) বাংলাদেশে বসবাসরত বৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি?

অথবা, বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?

উত্তরঃ বাংলাদেশে বসবাসরত বৃহৎ এথনিক গোষ্ঠী চাকমা।

২৯) গারোদের ভাষার নাম কী?

উত্তরঃ গারোদের ভাষা হলো মান্দি ভাষা।

৩০) বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ।

৩১) সাংগ্রাই কোন এখনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?

উত্তরঃ মারমাদের নববর্ষ উৎসবের নাম সাংগ্রাই

৩২) সংস্কৃতির প্রধান দুটি ধরন কী?

উত্তরঃ সংস্কৃতি ২ প্রকার। যথা: ১. বন্ধুপত সংস্কৃতি ও ২, অবগত সংস্কৃতি।

৩৩) অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।

উত্তরঃ অবস্থগত সংস্কৃতির উদাহরণ হলো দক্ষতা, জ্ঞান, আচার, বিশ্বাস, রীতিনীতি, সংগীত, নৃত্যকলা ও চালচলন ইত্যাদি।

৩৪) বাংলাদেশে অতি নগরায়ণের যেকোনো একটি কারণ লেখ।

উত্তরঃ বাংলাদেশে অভি নারায়ণের একটি কারণ হলে অধিক জনসংখ্যা।

৩৫) মেগাসিটি কী?

উত্তরঃ যে শহরে এক কোটি লোক বসবাস করে সে শহরকে মেগাসিটি বলে।

৩৬) BRDB-র পূর্ণরূপ কী?

অথবা, BRDB-র পূর্ণরূপ লেখ?

উত্তরঃ BRDB-র পূর্ণরূপ । Bangladesh Rural Development Board

৩৭) BARD কোথায় অবস্থিত?

উত্তরঃ BARD কুমিল্লায় অবস্থিত।

৩৮) BARD এর পূর্ণ কী?

উত্তরঃ BARD এর পূর্ণরূপ হলো Bangladesh Academy for Rural Development.

৩৯) নগর দারিদ্র্য কী?

উত্তরঃ যে অবস্থায় নগরবাসী নিজেদের আরে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না তাদের, সে অবস্থাকে নগর দারিদ্র্য বলে।

৪০) তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?

উত্তরঃ তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।

৪১) WAD এর পূর্ণরূপ কী?

উত্তরঃ WAD এর পূর্ণরূপ Woman And Development.

৪২) আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?

অথবা, কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

উত্তরঃ প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো কী?

০২) সংস্কৃতির সংজ্ঞা দাও।

০৩) বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লেখ।

অথবা, বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতির উপাদানসমূহ দেখG

০৪) গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যাবলি কী?

০৫) সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও।

০৬) পরিবারের সংজ্ঞা দাও।

০৭) সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব সংক্ষেপে লেখ।

অথবা, বিবাহের সমাজতাত্ত্বিক গুরুত্ব লেখ।

০৮) শ্রেণিমূলক জ্ঞাতি সম্পর্ক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কাকে বলে?

০৯) খামার ব্যবস্থা কী?

১০) ভূমিসংস্কারের উদ্দেশ্য কী?

১১) ভূমিসংস্কারের গুরুত্ব সংক্ষেপে লেখ।

১২) গ্রামীণ উন্নয়নে পল্লি বিদ্যুৎ এর ভূমিকা উল্লেখ কর।

১৩) বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা কর।

১৪) বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ লেখ।

১৫) প্রবেশন কী?

১৬) মর্যাদা গোষ্ঠী প্রত্যয়টি ব্যাখ্যা কর।

১৭) শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

অথবা, বর্ণ প্রথা ও শ্রেণির মধ্যে পার্থক্য কর।

অথবা, শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য আলোচনা কর।

অথবা, শ্রেণি ও জাতিভেদ প্রথার মধ্যকার পার্থক্য নির্দেশ কর।

১৮) সুশীল সমাজ বলতে কী বুঝায়?

অথবা, সুশীল সমাজ বলতে কী বুঝ?

১৯) বুদ্ধিজীবী শ্রেণি বলতে কী বুঝ?

২০) আদিবাসী ও উপজাতিদের মধ্যে পার্থক্য নিরূপণ কর।

২১) বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ লেখ।

অথবা, সংক্ষেপে বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ লেখ।

অথবা, বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

২২) নগরায়ণ কী?অথবা, নগরায়ণের সংজ্ঞা দাও।

অথবা, নগরায়ণ কাকে বলে?

২৩) পল্লিউন্নয়নের উদ্দেশ্যসমূহ সংক্ষেপে লেখ।

২৪) কুমিল্লা মডেল কী?

অথবা, কুমিল্লা মডেলের উদ্দেশ্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

২৫) নগর দারিদ্র্য কী?

২৬) নারীর ক্ষমতায়নের বাধাসমূহ কী?

২৭) নারী উন্নয়নে ব্র্যাক এর কর্মসূচিগুলো কী কী?

অথবা, নারী উন্নয়নে ব্র্যাক এর কর্মসূচিগুলো কী?

২৮) লিঙ্গ বৈষম্য বলতে কী বুঝ?

২৯) ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ কী কী?

৩০) ইসলামি আদর্শ ও মূল্যবোধ বলতে কী বুঝ?

অথবা, ইসলামি আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে কী জান?

৩১) ধর্মনিরপেক্ষ শিক্ষা কী?

৩২) ইসলামি সংস্কৃতি কী?

অথবা, ইসলামি সংস্কৃতি বলতে কী বুঝ?

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) বাংলাদেশের জনগোষ্ঠীর নরগোষ্ঠীগত পরিচয় বিষদভাবে আলোচনাকর।

অথবা, বাংলাদেশের মানুষের জাতিতাত্ত্বিক পরিচয় দাও।

অথবা, বাংলাদেশের জনগোষ্ঠীর নৃগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা কর।

০২) বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।

অথবা, বাংলাদেশ উদ্ভবের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।

০৩) বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা কর।

০৪) বাংলাদেশের প্রেক্ষিতে কাম্য জনসংখ্যা তত্ত্বটি পর্যালোচনা কর।

০৫) বাংলাদেশে পরিবারের কার্যাবলি আলোচনা কর।

অথবা, আধুনিক পরিবারের কার্যাবলি বর্ণনা কর।

০৬) বাংলাদেশের বিবাহ ও পরিবারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।

অথবা, বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।

অথবা, সমকালীন বাংলাদেশে বিবাহ ও পরিবারের পরিবর্তনশীলরূপ আলোচনা কর।

০৭) বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

অথবা, বাংলাদেশের কৃষি কাঠামো আলোচনা কর।

০৮) বাংলাদেশের গ্রামীণ কৃষি সমাজের উৎপাদন পদ্ধতির প্রকৃতি আলোচনা কর।

অথবা, বাংলাদেশের গ্রামীণ সমাজে উৎপাদন কৌশল সম্পর্কে |আলোচনা কর।

০৯) বাংলাদেশের জন্য উপযোগী খামার ব্যবস্থা আলোচনা কর।

১০) বাংলাদেশের গ্রামীণ সমাজে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা কর।

অথবা, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনাকর।

১১) বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ ব্যাখ্যা কর।

১২) বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।

১৩) বাংলাদেশের নগর সমাজের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।

১৪) জাতিবর্ণ ও শ্রেণির মধ্যে পার্থক্য আলোচনা কর।

১৫) তৃতীয় বিশ্বের দেশসমূহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা কর।

১৬) আদিবাসী ও উপজাতিদের মধ্যে পার্থক্য নিরূপণ কর।

১৭) বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর শিল্পায়নের প্রভাব আলোচনা কর।

১৮) বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর নগরায়ণের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।

অথবা, বাংলাদেশে সমাজ ও সংস্কৃতিতে নগরায়ণের প্রভাব আলোচনাকর।

অথবা, সমকালীন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর নগরায়ণের প্রভাব আলোচনা কর।

১৯) বাংলাদেশের পল্লি উন্নয়নে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর।

২০) বাংলাদেশের দারিদ্র্য বিমোচন বেসরকারি সংস্থা সমূহের (NGO) ভূমিকা মূল্যায়ন কর।

২১) বাংলাদেশে নারীর ক্ষমতায়নে প্রধান প্রধান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

অথবা, বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ বিশ্লেষণকর।

অথবা, বাংলাদেশের নারীর ক্ষমতায়নের পথে প্রধান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

২২) বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশ গ্রহণ এবং নারীর প্রকৃত ক্ষমতায়নের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।

২৩) নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা কর।

অথবা, বাংলাদেশের নারীর ক্ষমতায়নে সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

২৪) বাংলাদেশের সমাজব্যবস্থার ওপর ইসলাম ধর্মের প্রভাব বর্ণনা কর।

শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment