রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাজেশন অনার্স ইতিহাস ২য় বর্ষ Honours 2nd Year Political organization and The Political system of UK and USA Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা পরীক্ষাটি আগামী ০৮ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ২য় বর্ষ ইতিহাস সাজেশন
- বিষয়ঃ রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
- বিষয় কোডঃ ২২১৯০৯
রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১) সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?
উত্তরঃ সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার। যথা ১. সুপরিবর্তনীয় ও ২. দুষ্পরিবর্তনীয়।
০২) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোনটি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
০৩) “Constitution is the way of life the state has chosen for itself.” — উক্তিটিকে করেছেন?
উত্তরঃ “Constitution is the way of life the state has chosen for itself.” — উক্তিটি করেছেন এরিস্টটল।
০৪) “শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি” – মন্তব্যটি কার?
উত্তরঃ “শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি”– মন্তব্যটি টি.এইচ. গ্রিনের।
০৫) ‘Demos’ এবং ‘Kratia’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘Demos’ অর্থ জনগণ এবং ‘Kratia’ অর্থ ক্ষমতা বা শাসন।
০৬) Demos শব্দটির অর্থ কী?
উত্তরঃ Demos শব্দটির অর্থ হলো জনগণ।
০৭) ‘Federal Government’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ‘Federal Government’ গ্রন্থের লেখক কে. সি. হুইয়ার (K. C. Wheare)।
০৮) সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে?
অথবা, সংসদীয় সরকারব্যবস্থা চালু আছে এমন দুটি রাষ্ট্রের নামলেখ।
উত্তরঃ সংসদীয় সরকার পদ্ধতি বাংলাদেশ ও ভারত প্রচলিত আছে।
০৯) সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, এমন তিনটি রাষ্ট্র নাম লেখ।
উত্তরঃ সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, এমন তিনটি রাষ্ট্র ১. বাংলাদেশ, ২. ভারত ও ৩. পাকিস্তান।
১০) ‘Foedus’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘Foedus’ শব্দের অর্থ সন্ধি বা মিলন।
১১) সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্রের জনক জন লক।
১২) ‘Sovereignty’ শব্দের উৎস কী?
উত্তরঃ ‘Sovereignty’ শব্দের উৎস ‘Superanus’.
১৩) রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তরঃ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।
১৪) ‘The Spirit of Laws’ গ্রন্থটির প্রণেতা কে?
অথবা, ‘The Spirit of Laws’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ ‘The Spirit of Laws’ গ্রন্থটির প্রণেতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
১৫) সরকারের অঙ্গ কতটি?
উত্তরঃ সরকারের অঙ্গ বা বিভাগ তিনটি। যথা : ১. আইনবিভাগ,. ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।
১৬) সরকারের অঙ্গসমূহ কী কী?
উত্তরঃ সরকারের অঙ্গ বা বিভাগগুলো হলো— ১. আইন বিভাগ,২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।
১৭) অধ্যাদেশ কী?
উত্তরঃ দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করেন তা অধ্যাদেশ নামে পরিচিত।
১৮) ভোটাধিকার নাগরিকের কী ধরনের অধিকার?
উত্তরঃ ভোটাধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার।
১৯) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তরঃ সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচকমণ্ডলী।
২০) “Electorate is the main basis of representative democracy.’— উক্তিটি কার?
উত্তরঃ “Electorate is the main basis of representative democracy.”— – উক্তিটি ডব্লিউ এফ. উইলোবীর (W. F. Willoughby)।
২১) দ্বিদলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে?
উত্তরঃ দ্বিদলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে আছে।
২২) জনমতের তিনটি বাহনের নাম লেখ।
উত্তরঃ জনমতের তিনটি বাহনের নাম হলো- ১. সভাসমিতি, ২ সংবাদপত্র এবং ৩. রাজনৈতিক দল।
২৩) “Voice of the people is the voice of God”—উক্তিটি কার?
উত্তরঃ “Voice of the people is the voice of God”
২৪) পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
২৫) গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী ?
উত্তরঃ গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম- United Kingdom of Great Britain and Northern Ireland.
২৬) ম্যাগনাকার্টা কী?
উত্তরঃ ম্যাগনাকার্টা হলো ব্রিটিশ গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার ভিত্তি।
২৭) গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
অথবা, ব্রিটেনের ‘গৌরবময় বিপ্লব’ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
অথবা, ব্রিটেনের গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তরঃ ‘গৌরবময় বিপ্লব’ ১৬৮৮ সালে সংঘটিত হয়।
২৮) যুক্তরাজ্যের সরকার প্রধান কে?
উত্তরঃ যুক্তরাজ্যের সরকার প্রধান প্রধানমন্ত্রী।
২৯) ব্রিটিশ কমন্সসভার সদস্য সংখ্যা কত জন?
অথবা, কমন্সসভার সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ ব্রিটিশ কমন্সসভার সদস্য সংখ্যা ৬৫০ জন।
৩০) ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লেখ।
উত্তর ; ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম – ১. শ্রমিক দল ও ২. রক্ষণশীল দল।
৩১) কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল?
উত্তরঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল।
৩২) মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি কোন ধরনের?
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসনব্যবস্থা চালু রয়েছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু রয়েছে।
৩৩) মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়?
উত্তরঃ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ‘Electoral College’ এর সদস্যদের ভোটে পরোক্ষভাবে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন।
৩৪) মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইলেকটোরাল কলেজের’ সদস্য সংখ্যা কত?
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা কত?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের’ সদস্য সংখ্যা ৫৩৮ জন ।
৩৫) মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল চার বছর।
৩৬) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হলেন জর্জ ওয়াশিংটন।
৩৭) মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো জো বাইডেন।
৩৮) মার্কিন রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতির নাম কী?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট বা অভিশংসন বলে।
৩৯) মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে?
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
৪০) ভেটো কী?
উত্তরঃ ভেটো অর্থ হলো “আমি ইহা মানি না” বা “মানি না”। অর্থাৎ ভেটো’ হলো আইনসভার কোনো বিল বা প্রস্তাবকে রহিত করার পদ্ধতি।
৪১) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
৪২) মার্কিন আইনসভার নাম কী?অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
উত্তরঃ মার্কিন আইনসভার নাম কংগ্রেস।
৪৩) মার্কিন সিনেটের সদস্য সংখ্যা কত?
উত্তরঃ মার্কিন সিনেটের সদস্য সংখ্যা ১০০ জন।
৪৪) মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তরঃ মার্কিন সিনেটের সদস্যগণ ৬ বছরের জন্য নির্বাচিত হন।
৪৫) মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম রিপাবলিকান পার্টি।
রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১) সংবিধান বলতে কী বুঝ?
অথবা, সংবিধানের সংজ্ঞা দাও।
০২) সংবিধানের শ্রেণিবিভাগ আলোচনা কর।
০৩) একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
০৪) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝায়?
০৫) গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
০৬) রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ?
০৭) যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
০৮) বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
০৯) চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কী?
১০) ব্রিটেনের সংবিধানের উৎসগুলো কী কী?
অথবা, ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী?
১১) ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতিগুলো কী কী?
১২) সাংবিধানিক আইন কাকে বলে?
১৩) “রাজা কোনো অন্যায় করতে পারে না।”-ব্যাখ্যা কর।
১৪) রাজকীয় বিশেষাধিকার বলতে কী বুঝ?
১৫) যুক্তরাজ্যের আইনসভার গঠন ব্যাখ্যা কর।
১৬) ‘ক্যাবিনেটের একনায়কত্ব’ কী?
১৭) মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা কর।
১৮) “সিনেটের সৌজন্য বিধি” বলতে কী বুঝ?
১৯) মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন?
২০) বিচার বিভাগীয় পর্যালোচনা কী?
২১) মার্কিন যুক্তরাষ্ট্রে ‘Spoil System’ কী?
রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১) সংবিধানের সংজ্ঞা দাও। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
০২) সাংবিধানিক সরকারের সংজ্ঞা দাও। সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
০৩) গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের সফলতার শর্তগুলো লেখ।
০৪) গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা কর।
০৫) যুক্তরাষ্ট্রীয় সরকারের পূর্বশর্তগুলো ব্যাখ্যা কর।
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্বশর্ত আলোচনা কর।
০৬) যুক্তরাষ্ট্রীয় সরকার কী? যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা ‘ কর।
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে? যুক্তরাষ্ট্রীয় সরকারের ২ বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
০৭) বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ? বিচার বিভাগের স্বাধীনতারক্ষার উপায়সমূহ আলোচনা কর।
০৮) নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীরভূমিকা আলোচনা কর।
০৯) রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলেরভূমিকা বিশ্লেষণ কর।
১০) ব্রিটিশ সংবিধান গড়ে ওঠার ক্রমবিকাশমান ধারা ব্যাখ্যা কর।
১১) প্রথা বলতে কী বুঝ? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেনমান্য করা হয়?
১২) ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর।
১৩) “ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম।”—উক্তিটি ব্যাখ্যা কর।
১৪) জাতীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা বর্ণনা কর।
অথবা, জাতীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা লেখ।
১৫) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৬) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনাকর।
১৭) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৮) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ডসভার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
১৯) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ডসভা মধ্যে পার্থক্য আলোচনা কর।
২০) মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রেক্ষাপটে বিচার বিভাগের . স্বাধীনতা ব্যাখ্যা কর।
২১) ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা কর।
শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ ইতিহাস সাজেশন রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।