আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে সেটা নিয়েই আমরা কথা বলবো। স্বর্ন গোল্ড বা সোন আমরা যে নামেই ডাকিনা কেনো এর বাজার মূল্য সব সময় জানার আগ্রহ আমাদের থাকে। বিশেষ করে আজকের সোনার দাম কত হতে পারে আজকে স্বর্ন ক্রয় করা উচিত হবে কিনা কিংবা আগামীকাল স্বর্নের দাম বাড়বে নাকি কমবে ইত্যাদি সম্পর্কে আমাদের আগ্রহ অনেক বেশি থাকে।
সোনা কত ধরণের হয়ে থাকে
সোনা কত ধরণের হয়ে থাকে আমাদের সকলের মধ্যে জানার একটি আগ্রহ জন্মায় যদিও বাংলাদেশে সোনা ভরি হিসেবে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। আর্ন্তজার্তিক মান অনুযায়ী সোনা চার ধরনের হয়ে থাকে। সোনার এই ধরনকে ক্যারেট বলা হয় মূলত ক্যারেট অনুযায়ী সোনার মূল্য নির্ধারণ করা হয়ে থাকে নিচে ক্যারেট অনুযায়ী সোনার প্রকারভেদ দেওয়া হলো।
- ২৪ ক্যারেট সোনা
- ২২ ক্যারেট সোনা
- ২১ ক্যারেট সোনা
- ১৮ ক্যারেট সোনা
আরো পড়ুন:
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৪ দেখে নিন
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে আপনারা অনেকেই জানতে চান তাই বন্ধুরা এই লেখায় আমি আপনাদেরকে আজকের সোনার দাম কত তা জানাবো। এছাড়াও কত ক্যারেট সোনার দাম কত করে চলে সেটাও বিস্তারিত জানাবো।
১৮ ক্যারেট সোনার আজকের দাম কত ২০২৪ বাংলাদেশে
১৮ ক্যারেট সোনার আজকের দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ৮,২০৪ টাকা প্রতি গ্রাম।
২১ ক্যারেট সোনার আজকের দাম কত ২০২৪ বাংলাদেশে
২১ ক্যারেট সোনার আজকের দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ৯,৫৭১ টাকা প্রতি গ্রাম।
২২ ক্যারেট সোনার আজকের দাম কত ২০২৪ বাংলাদেশে
২২ ক্যারেট সোনার আজকের দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ১০,০২৭ টাকা প্রতি গ্রাম।
১ গ্রাম সোনার দাম কত ২০২৪ বাংলাদেশে
সোনার দাম নির্ধারন হয়ে থকে ক্যারেট উপর এক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম ১৮ ক্যারেট হলে এর দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ৮,২০৪ টাকা প্রতি গ্রাম, ২১ ক্যারেট হলে এর দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ৯,৫৭১ টাকা প্রতি গ্রাম, ২২ ক্যারেট হলে এর দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ১০,০২৭ টাকা প্রতি গ্রাম হবে।
১ ভরি সোনার দাম কত ২০২৪ বাংলাদেশে
১ ভরি সোনার দাম কত বাংলাদেশে তা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে কত গ্রামে এক ভরি হয়?
১ ভরি সোনা মূলত ১১.৬৬৪ গ্রামে হয়ে থাকে এরপর আপনার ক্যারেট অনুযায়ী দাম নির্ধারন করা হয়ে থাকে যেমন ১৮ ক্যারেট সোনার দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ৮,২০৪ টাকা প্রতি গ্রাম, ২১ ক্যারেট সোনার দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ৯,৫৭১ টাকা প্রতি গ্রাম, ২২ ক্যারেট সোনার আজকের দাম ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ১০,০২৭ টাকা প্রতি গ্রাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৪
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এই মূল্য যেকোন সময় ওঠ-নামা করতে পারে নিম্নে বাংলাদেশ জুয়েলার্স সমিতির দেওয়া স্বর্নের নির্ধারিত মূল্য দেওয়া হলো।
ক্যারেট | প্রতি গ্রামের মূল্যা (টাকা) |
২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) | ১০,০২৭ টাকা |
২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) | ৯,৫৭১ টাকা |
১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) | ৮,২০৪ টাকা |
সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্নের মূল্য | ৬,৭৮৩ টাকা |
বাংলাদেশ জুয়েলার্স সমিতি ওয়েবসাইট
বাংলাদেশ জুয়েলার্স সমিতি ওয়েবসাইট হলো https://www.bajus.org/
কত গ্রামে এক ভরি হয়?
১১.৬৬৪ গ্রামে এক ভরি হয়
বাংলাদেশের সোনার দাম কিভাবে নির্ধারিত হয়?
বাংলাদেশের সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলারি সমিতি অর্থাৎ বাজুস।
কত ক্যারেট সোনা সবথেকে ভালো?
22 ক্যারেট গহনা সোনা সবথেকে ভালো এবং হলমার্ক যুক্ত যেন হয়।
পুরাতন গহনা সোনার দাম কত বাংলাদেশে?
বন্ধুরা পুরাতন গহনা সোনার মূল্য বর্তমান বাংলাদেশের প্রতি গ্রামে ৬,৭৮৩ টাকা।
নোট: স্বর্নের দাম পরিবর্তন হলে আমরা সাথে সাথে এই পোষ্টে আপডেট করে দেওয়া হবে।