ইতালি কৃষি ভিসা বেতন কত আমরা অনেকেই ইতালি যাওয়ার পূর্বে জানতে চাই। ইউরোপিয় ইউনিয়নের মধ্যে সবথেকে ইতালিতে বেশি কৃষি জমি রয়েছে। তাই ইতালিতি কৃষি কাজের জন্য জনবলের অনেক বেশি প্রয়োজন পরে।
ইতালি কৃষি ভিসা বেতন কত
ইতালি কৃষি ভিসা বেতন কত এটা জানার পূর্বে আগে জানতে হবে আপনি অভিজ্ঞ নাকি একেবারে নতুন। কারন আপনি যদি নতুন শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনার বেতন ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা হতে পারে আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনার বেতন ৮৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে এবং যদি ওভারটাইম করতে পারেন তাহলে আরো বেশি ইনকাম করতে পারবেন।
ইতালি কৃষি কাজের বেতন কত
ইতালি কৃষি কাজের বেতন কত তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কারন নতুনদের জন্য একধরনের বেতন এবং পুরান অভিজ্ঞদের জন্য আরেক ধরনের বেতন হয়ে থাকে।
ইতালি কৃষি কাজে ঘন্টায় বেতন কত
আপনি যদি ঘন্টার ভিত্তিতে কাজ করতে চান তাহলে প্রতি ঘন্টা হিসেবে বেতন নির্ধারন করা হবে। যারা নতুন তাদের ক্ষেত্রে ৬ ইউরো করে বেতন নির্ধারন করা হয়ে থাকে এবং যারা পুরাতন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ ইউরো বেতন প্রদান করা হয়ে থাকে।
ইতালি কৃষি কাজে দৈনিক বেতন কত
অনেকে দৈনিক মজুরিতে কাজ করে থাকেন সেক্ষেত্রে সর্বোনিম্ন ৫০ ইউরো এবং সর্বোচ্চ ৭০ ইউরো প্রদান করা হয়ে থাকে।
ইতালি কৃষি কাজে মাসিক বেতন কত
ইতালি কৃষি কাজে মাসিক বেতন মূলত নির্ধারন করা হয়ে থাকে অভিজ্ঞতার উপর ভিত্তি করে। যাদের অভিজ্ঞতা নেই তাদের মাসিক সর্বনিম্ন বেতন হবে ৮০০ ইউরো এর মতো এবং অভিজ্ঞদের ২১০০ ইউরোর আশেপাশে।
ইতালি কৃষি কাজের পরিবেশ
ইতালি কৃষি বান্ধব একটি দেশ বলা যায় তবে ইদানিংকালে কৃষকদের কৃষি পন্যের ন্যায্য দাম না পাওয়ার কারনে অস্থিরতা বিরাজ করছে। ইতালির উত্তর অঞ্চলে সাধারনত সয়াবিন চাষ করা হয়ে থাকে এবং দক্ষিন অঞ্চলের দিকে সবজি, জলপাই তেল, গম জাতীয় শষ্য চাষ করা হয়ে থাকে।
ইতালিতে কৃষি কাজ গুলো কি কি
ইতালিতে অনেক ধরনের কৃষি কাজ রয়েছে তবে নিম্নের এই ০৫টি কাজের সাধারণত বেশি চাহিদা রয়েছে।
- বীজ বপন বা পরিচর্যা
- ফসল কাটা বা হার্ভেস্টিং
- বাছাইকরণ
- ধৌতকরণ বা প্রক্রিয়াজাতকরণ
- প্যাকীং
ইতালির কৃষি ভিসা কিভাবে পাবো?
ইতালির কৃষি ভিসা পাওয়ার জন্য অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে আবেদন করতে হবে।
ইতালি কৃষি ভিসা আবেদন ফরম
ইতালির সরকার কৃষি শ্রমিকদের জন্য প্রতিবছর সার্কুলার প্রকাশ করে থাকেন। আপনি অনলাইনে www.schengenvisainfo.com/italy/visa/ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধমে আবেদন করতে পারবেন। যেসকল ডকুমেন্ট চাইবে সবকিছুই সঠিকভাবে প্রদান করতে হবে। সকল তথ্য পূরণ করে ফরম জমা দিয়ে ভিসা ফি প্রদান করতে হবে। এভাবে করতে পারলে অনেক কম খরচে আপনি ইতালির কৃষি ভিসা পেতে পারবেন।
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি এই প্রশ্ন অনেকের মাথাই ঘুরপাক করে বিশেষ করে যারা ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখেন। কোন কাজ শেখা থাকলে ইতালিতে গিয়ে করতে পারবেন এবং তার চাহিদা ইতালিতে আছে কিনা থাকলেও সে চাহিদা কিরকম ইত্যাদি।
ইতালিতে অনেক ধরনের কাজের চাহিদা রয়েছে। ইতালির অনেক কম এ কারণে প্রতিবছরে বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়ে থাকেন। নিচে দেওয়া হলো ইতালিতে কোন কাজের চাহিদা বেশি রয়েছে।
- ড্রাইভিং।
- কন্সট্রাকশন।
- কৃষি কাজের।
- মেকানিক্যাল।
- কোম্পানি।
- ইলেকট্রিক্যাল।
- রেস্টুরেন্ট।
- ক্লিনার।
ইতালিতে কোন কাজের বেতন কত
ইতালিতে কোন কাজের বেতন কত এর আগে বুঝতে হবে আপনি আপনি নতুন নাকি পূর্বের অভিজ্ঞতা রয়েছে। সাধারণত কাজের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হয়।
- কনস্ট্রাকশন ভিসায় ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
- কোম্পানি ভিসা ৬০,০০০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে।
- ড্রাইভিং ভিসায় প্রতি মাসে ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
- ক্লিনার ভিসায় প্রতি মাসে ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা।
- এবং রেস্টুরেন্ট কর্মীদের প্রতি মাসে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
ইতালিতে সর্বনিম্ন বেতন কত
ইতালিতে সর্বনিম্ন ৪৫,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা পর্যন্ত বেতন তুলতে পারবেন। সাধারণত কাজের অভিজ্ঞতার উপর বেতন নির্ধারণ করা হয়ে থাকে তাই যার যতো বেশি কাজের অভিজ্ঞতা থাকবে তিনি ততো বেশি বেতন পাবেন।
ইতালি কৃষি ভিসার বেতন নিয়ে কোন ধরনের জিজ্ঞাসা থাকেল কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর এখানে উল্লেখিত তথ্যগুলোর সবকিছুই ইন্টারনেট থেকে বিভিন্ন ব্লগ থেকে সংগ্রহ করে উপস্থাপন করা হয়েছে। তাই তথ্যের অসংগতি থাকতে পারে।