সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি এই ধরনের প্রশ্ন কমবেশি প্রায় সকল পরিক্ষাতেই এসে থাকে বিশেষ করে সরকারি, বিসিএস এবং ব্যাংক চাকরির ক্ষেত্রে।
সার্ক এর পূর্ণরূপ কি
সার্ক এর পূর্ণরুপ হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা
SAARC- South Asian Association for Regional Co-operation। দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন।
সার্ক কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
১৯৮৩ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সার্কের সদস্য দেশ ৮ টি। সার্ক তৈরীর প্রধান উদ্যোক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বাংলাদেশ)।
সার্ক এর প্রতিষ্ঠাতা কে
সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
সার্ক এর সদর দপ্তর কোথায়
SAARC-এর সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সংস্থাটি আঞ্চলিক এবং অর্থনৈতিক সংহতির বিকাশকে উৎসাহ দেয়। SAARC হলো আঞ্চলিক আন্তঃসরকারী সংস্থা এবং দক্ষিণ এশিয়ার রাজ্যগুলির ভূ-রাজনৈতিক ইউনিয়ন। SAARC এর অর্থ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন)।
সার্কের বর্তমান চেয়ারম্যান কে ২০২৪
গোলাম সারওয়ার হলেন একজন বাংলাদেশী কূটনীতিক, যিনি ১৩ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ১৫তম ও বাংলাদেশী ৩য় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
সার্ক ভুক্ত দেশ কয়টি ও কি কি?
সার্ক ভুক্ত দেশ হচ্ছে মোট ০৮ টি। নিম্নে সার্ক ভুক্ত দেশগুলোর নাম, রাজধানীর নাম, ও মুদ্রার নাম দেওয়া হলো:
দেশের নাম | রাজধানীর নাম | মুদ্রার নাম |
বাংলাদেশ | ঢাকা | টাকা |
ভারত | নয়াদিল্লী | রূপী |
পাকিস্তান | ইসলামাবাদ | রূপী |
শ্রীলংকা | কলম্বো | রূপী |
আফগানিস্তান | কাবুল | রূপী |
নেপাল | কাঠমান্ডু | রূপী |
ভূটান | থিম্পু | গুলট্রাম |
মালদ্বীপ | মালে | রুফিয়াহ |
সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি
সার্ক এর সর্বশেষ বা অষ্টম সদস্য দেশ আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)।
সার্কভুক্ত দেশের রাজধানীর নাম
সার্কভুক্ত দেশের রাজধানীর নাম সমূহ নিম্নে দেওয়া হলো:
দেশের নাম | রাজধানীর নাম |
বাংলাদেশ | ঢাকা |
ভারত | নয়াদিল্লী |
পাকিস্তান | ইসলামাবাদ |
শ্রীলংকা | কলম্বো |
আফগানিস্তান | কাবুল |
নেপাল | কাঠমান্ডু |
ভূটান | থিম্পু |
মালদ্বীপ | মালে |
আশা করি বন্ধুরা সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি সে সম্পর্কে জানতে পেরেছেন।