অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ২০২৪

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা নিয়ে আজকের এই লেখা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান নিয়ে পড়বে তাদের জন্য মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানা খুবই জরুরী।

অনার্স পড়তে গেলে তোমরা তিনটা বিষয় সম্পর্কে প্রায় শুনে থাকবে তা হলো:

  • মেজর সাবজেক্ট-
  • নন মেজর সাবজেক্ট-
  • বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট-

১) মেজর সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী সেই বিভাগে ভর্তি সময় যে নির্দিষ্ট সাবজেক্ট নিয়েছিলে সেই সাবজেক্টের যতগুলো বিষয় রয়েছে সেগুলো হচ্ছে তোমার জন্য মেজর সাবজেক্ট।

২) নন মেজর সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী সেই বিভাগের নির্দিষ্ট সাবজেক্ট ব্যতীত যেসব বিষয় পড়তে হয় সেগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট।

৩) বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট হলো তোমরা যে বিভাগের ছাত্র-ছাত্রী হও না কেন একটি নির্দিষ্ট সাবজেক্ট সবাইকে পড়তে হবে সেটাই হলো বাধ্যতামূলক সাবজেক্ট। যেমন: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা নিম্নে দেওয়া হলো:

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের মেজর সাবজেক্ট বইয়ের তালিকা

General Psychology (213401)

Experimental Psychology (213403)

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের নন মেজর সাবজেক্ট বইয়ের তালিকা

Introducing Sociology (212009)

অথবা,

Introduction to Social Work (212111)

Introduction to Political Theory (211909)

Introduction to Philosophy (211709)

অথবা,

Principles of Economics (212209)

Fundamentals of Mathematics (213709)

অথবা,

Introduction to Statistics (213607)

Zoology – 1 (213105)

অথবা,

Introduction to Geography and Environment (213207)

Introduction to Computer (215021)

নোট: উপরের যেকোনো তিনটি সাবজেক্ট নিতে হবে

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্ট বইয়ের তালিকা

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১৫০১

শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে আমাদের এই লেখা থেকে জানতে পেরেছো কোন ধরনের জিজ্ঞাসা যদি থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।

Leave a Comment