রেলওয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

রেলওয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী এবং সিট প্লান ২০২৪ বাংলাদেশ রেলওয়ে প্রকাশ করেছে। এছাড়াও পরীক্ষার্থীরা বাংলাদেশ রেলওয়ে এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

রেলওয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার তারিখ: ২৮ জুন ২০২৪

পয়েন্টসম্যান পরীক্ষার সময়: সকাল ১০.০০ থেকে দুপুর ১১.০০ পর্যন্ত।

ফিল্ড কানুনগো পরীক্ষার সময়: সকাল ১০.০০ থেকে দুপুর ১১.৩০ পর্যন্ত।

আমিন পরীক্ষার সময়: বিকাল ৩.০০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত।

সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) পরীক্ষার সময়: বিকাল ৩.০০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত।

 

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:

১. ফিল্ড কানুনগো – ০৬ জন

২. সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) – ১৩৪ জন

৩. আমিন – ২২ জন

৪. পয়েন্টসম্যান – ৩৫১ জন

 

মোট পরীক্ষার্থী এবং পরীক্ষার ধরন:

পয়েন্টসম্যান মোট পরীক্ষার্থী: ১০৪৪৯০ জন

ফিল্ড কানুনগো মোট পরীক্ষার্থী: ৮৪৭ জন

আমিন মোট পরীক্ষার্থী: ৫৪৯ জন

সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) মোট পরীক্ষার্থী: ৬৩৩২৬ জন

  • পরীক্ষার ধরন: MCQ
  • মোট পরীক্ষার প্রশ্ন: ৭০ টি
  • মোট নম্বর: ৭০
  • অ্যাডমিট কার্ড ডাউনলোড: http://br.teletalk.com.bd/brailway/admitcard/

railway2 Page 1

railway2 Page 2

railway2 Page 3

railway

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার তারিখ: ০৫ জুলাই ২০২৪

উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষার সময়: সকাল ১০.০০ থেকে দুপুর ১২.০০ পর্যন্ত।

 

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:

১. উপ-সহকারী প্রকৌশলী – ৫১৬ জন

 

মোট পরীক্ষার্থী এবং পরীক্ষার ধরন:

উপ-সহকারী প্রকৌশলী মোট পরীক্ষার্থী: জানা যায়নি

  • পরীক্ষার ধরন: MCQ
  • মোট পরীক্ষার প্রশ্ন: ২০০ টি
  • মোট নম্বর: ২০০ ( বাংলা ৪০, ইংরেজী ৪০, সাধারণ জ্ঞান ৪০ ও প্রাসঙ্গিক টেকনিক্যাল/ প্রফেশনাল বিষয় ৮০ নম্বর)
  • অ্যাডমিট কার্ড ডাউনলোড: http://bpsc.teletalk.com.bd/
  10 June 2024 The Daily Star Newspaper PDF

নোট: প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তর দিলে .৫০ নম্বর কাটা যাবে।

আশা করি বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার সময়সূচী আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করবে। এছাাও আপনাদের সুবিধার্থে বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধান এখানে দিয়েছে সেখান থেকে আপনারা পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ধারনা নিতে পারবেন।

Leave a Comment