পণ্য বিক্রয় চুক্তি কি? পণ্য বিক্রয় চুক্তির সংজ্ঞা দাও

পণ্য বিক্রয় চুক্তি কি? অথবা পণ্য বিক্রয় চুক্তির সংজ্ঞা দাও

বর্তমান বিশ্বে পণ্য ক্রয় ও বিক্রয় একটি অতি প্রচলিত এবং স্বাভাবিক ব্যাপার। সাধারণত পণ্য ক্রয় ও বিক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে চুক্তি হতে হয়। এই চুক্তির মধ্যে পণ্য ক্রয় বিক্রয়ের সকল শর্ত উল্লেখ থাকে। মূলত এই শর্ত সম্বলিত চুক্তি পত্রকে পণ্য বিক্রয় চুক্তি বলা হয়ে থাকে ।

পণ্য বিক্রয় চুক্তি: সাধারণভাবে পণ্য বিক্রয়ের চুক্তি বলতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পাদিত এমন চুক্তিকে বোঝায় যার মাধ্যমে বিক্রেতা-ক্রেতার নিকট তার পণ্য বিক্রয় করে।

বাংলাদেশে বলবৎযোগ্য ১৯৩০ সালের পণ্য বিক্রয় আইনে ৪ এর ১ ধারায় বলা হয়েছে যে পণ্য বিক্রয়ের চুক্তি হলো এমন এক ধরণের চুক্তি যাতে বিক্রেতা একটি নির্দিষ্ট মূল্যে ক্রেতার নিকট পণ্যের স্বত্ব হস্তান্তর করে বা করতে সম্মত হয়।

উদাহরণ: সাগর তার ঘোড়াটিকে ২,০০০ টাকা মূল্যে ফাহাদের কাছে অর্পণ করবে বলে জানায়। উভয় ক্ষেত্রেই তা বিক্রয়ের চুক্তি হিসেবে গণ্য হবে ।

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে বলা যায় যে, পণ্য বিক্রয় চুক্তি হলো এমন এক চুক্তি যেখানে পণ্য বিক্রয় করার বিভিন্ন শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকে। এর আলোকেই পণ্য বিক্রয় হয়ে থাকে।

Leave a Comment