ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৪ Accounting 4th Paper Suggestion Degree 2nd Year নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র যার বিষয় হলোঃ বাংলাদেশের করবিধি এর সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র
- বিষয়ঃ বাংলাদেশের করবিধি
- বিষয় কোডঃ ১২২৫০৩
ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. প্রত্যক্ষ কর বলতে কি বুঝ ?
উত্তরঃ যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
২. কর অবকাশ কি?
উত্তরঃ কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে
স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
৩. করমুক্ত আয় বলতে কি বুঝ?
উত্তরঃ করদাতার যে সকল আয় করযোগ্য ন্যূনতম সীমা ও গড় করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কিন্তু পরবর্তীতে গড় কর হারে কররেয়াত পাওয়া যায় তাকে করযুক্ত আয় বলে।
৪. আনুতোষিক কি?
উত্তরঃ চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগ কর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলা হয় ।
৫. করদাতা কে?
উত্তরঃ যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে কর, জরিমানা ফি ও অন্যান্য বাধ্যতামূলকভাবে ধার্যকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে তাকে করদাতা বলে।
৬. দ্বৈত কর কি?
উত্তরঃ করদাতার দুই বা ততোধিক দেশে আয় থাকলে
করযোগ্য এক এলাকার কর প্রদানে অন্যান্য দেশের আয়ের উপর যাতে দু’বার কর প্রদান করতে না হয় তার জন্য অধ্যাদেশে গৃহীত ব্যবস্থাকে দ্বৈত কর বলে।
৭. উৎসে কর কর্তন বলতে কি বুঝ ?
উত্তরঃ আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আয় প্রদানের সময় আয়কর কেটে রাখাকে উৎসস্থলে কর কর্তন বলে।
৮. NBR এর পূর্ণরূপ কি?
উত্তরঃ NBR এর পূর্ণরূপ হলো – National Board of Revenue
৯. বিনিয়োগ ভাতা কি?
উত্তরঃ করদাতার যে সকল আয় তার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণে মোট আয়ের মধ্যে যুক্ত হয় কিন্তু পরবর্তীতে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট হারে কররেয়াত পাওয়া যায় তাকে বিনিয়োগ ভাতা বলে ।
১০. J TIN এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ Tin এর পূর্ণরূপ Tax Payers Identification Number.
১১. লোকসান পূরণ বলতে কি বুঝ ?
উত্তরঃ আয়বর্ষে কোন করদাতার এক বা একাধিক খাতে লোকসান একই খাতের অন্য উৎসের লাভ দ্বারা বা অন খাতের আয় দ্বারা পূরণ করা যায়। এরূপ একখাতের লোকসান একই খাতের অন্যান্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলা হয়।
১২. কর এড়ানো বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনের মধ্যে থেকে কৌশ এবং পরিকল্পিতভাবে করভার লাঘব করে তাকে কর এড়ানো বলে
১৩. আয়বর্ষ ও করবর্ষ কি?
উত্তরঃ আয়বর্ষঃ আয়কর আইন অনুযায়ী একটি নির্দিষ্ট। বছরের আয়ের ওপর ঠিক তার পরবর্তী বছরে আয়কর ধার্য। করা হয়। যে বছরের আয়ের ওপর আয়কর ধার্য করা হয় তাকে আয়বর্ষ বা হিসাববর্ষ বলে।
করবর্ষঃ যে আর্থিক বছরের করদাতার আয়কর নির্ধারণ করা | হয়। সেই আর্থিক বছরই তার করবর্ষ বা কর নির্ধারণী বর্ষ। সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে করবর্ষ বলে।
১৪. পরোক্ষ কর কি?
উত্তরঃ যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাকে পরোক্ষ কর বলে।
১৫. আয়কর কর্তৃপক্ষ কারা?
উত্তরঃ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৩ ধারার মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয়।
১৬. বেতন পূরক কি?
উত্তরঃ কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকরির শর্তানুসারে আয়বর্ষে বেতন ছাড়াও যে সকল সুযোগ-সুবিধা পায় বা ভোগ করে থাকে, তাকে বেতন পূরক বলে।
১৭. DCT এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ DCT -এর পূর্ণরূপ হলো Deputy Commissioner of Taxes.
১৮. আর্থিক আইন কি?
উত্তরঃ সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় ” করের হার, ন্যূনতম করযোগ্য সীমা, নতুন কর আরোপ বা কর অব্যাহতি ইত্যাদি ঘোষণা কর থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন করে তাকে আর্থিক বা অর্থ আইন বলে ।
১৯. গৃহসম্পত্তির বার্ষিক মূল্য কি?
উত্তরঃ আয়কর অধ্যাদেশের ২(৩) ধারা অনুসারে গৃহের বার্ষিক বলতে বুঝায় ভাড়াটিয়ার কাছে গৃহ-সম্পত্তি, ফার্নিচার, ফিটিংস ফিকচারস ইত্যাদি ভাড়া দিয়ে প্রতি বছর উহা হতে যে সঙ্গত ভাড়া আশা করা যায় উহা অথবা প্রকৃত ভাড়া এদের মধ্যে যেটি বড়।
২০. আংশিক কৃষি আয় বলতে কি বুঝ ?
উত্তরঃ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২৬(২) ধারার বিধান অনুযায়ী রাবার/চা বাগানের আয় (৬০% কৃষি ও ৪০% অকৃষি) তামাক শিল্পে আয়ের সমান (কৃষি ও সিগারেট এবং তামাকের বাজার মূল্যের পার্থক্য) ইত্যাদি আংশিক কৃষি খাতে আয় বলে।
২১.মূলধনী লাভ খাতে আয় কাকে বলে?
উত্তরঃ মূলধনী সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে যে অর্থ প্রাপ্তি ঘটে তাকে মূলধনী লাভ খাতে আয় বলে।
২২. VAT কি?
উত্তরঃ কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।
২৩. অনাবাসিক করদাতা কে?
উত্তরঃ করদাতা আয়কর আইনের আবাসিক হওয়ার ২(৫৫) ধারার শর্তাবলি পালন না করলে উক্ত করদাতাকে অনাবাসিক করদাতা হিসেবে গণ্য হবে। অনাবাসিক করদাতাকে কেবল দেশের অভ্যন্তরে অর্জিত আয়ের উপর কর দিতে হবে।
২৪. SRO এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ SRO -এর পূর্ণরূপ হলো Statutory Rules and Order.
২৫. আয়করের সংজ্ঞা দাও ।
উত্তরঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর কর ধার্য করা হয় তাকে আয়কর বলে।
২৬. TIN কি?
উত্তরঃ TIN হলো কর আদায়ের জন্য নির্ধারিত একটি নম্বর যার পূর্ণরূপ হলো Tax Payers Identification Number.
২৭. কর অব্যাহতি বলতে কী বুঝ ?
উত্তরঃ নির্দিষ্ট শ্রেণির শিল্পপ্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। এই করকে কর অব্যাহতি বলে।
২৮. আনুতোধিক কী?
উত্তরঃ চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলা হয়।
২৯. কপট লেনদেন কী?
উত্তরঃ কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটির মালিক সিকিউরিটির ওপর সুদ প্রদেয় হওয়ার কিছু পূর্বে পুনরায় ক্রয় বা ফেরত নেয়ার শর্তে কোনো বিশ্বাসী বা আপনজনের নিকট সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকলে। এরূপ লেনদেনকে কপট লেনদেন (Bond washing transaction) বলে।
৩০. অকৃষি আয় কী?
উত্তরঃ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২৬(২) ধারার বিধান অনুযায়ী যেমন রাবার চাষের আয় (৬০% কৃষি ও ৪০% অকৃষি) তামাক শিল্পে আয়ের সমান (কৃষি ও সিগারেট এবং তামাকের বাজার মূল্যের পার্থক্য) ইত্যাদিকে অকৃষি আয় বলে।
৩১. NBR এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ NBR এর পূর্ণরূপ হলো – National Board of Revenue, )
৩২. কর অবকাশ কী?
উত্তরঃ কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্পপ্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
৩৩. প্রত্যক্ষ কর কী?
উত্তরঃ যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
৩৪. জিরো কুপন বন্ড কী?
উত্তরঃ যে সকল বন্ড সিকিউরিটি একচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত এবং সমমূল্যের নিচে উল্লেখ্য কোনো হারে বাট্টা প্রদানের নিমিত্তে ইস্যু করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে।
৩৫. দ্বৈত কর কী?
উত্তরঃ করদাতার দুই বা ততোধিক দেশে আয় থাকলে করযোগ্য এক এলাকার কর প্রদানে অন্যান্য দেশের আয়ের উপর যাতে দু’বার কর প্রদান করতে না হয় তার জন্য অধ্যাদেশে গৃহীত ব্যবস্থাকে দ্বৈত কর বলে ।
৩৬. কর এড়ানো বলতে কী বুঝ ?
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনের মধ্যে থেকে কৌশল এবং পরিকল্পিতভাবে করভার লাঘব করে তাকে কর এড়ানো বলে ।
ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. করঘাত ও করপাত বলতে কি বুঝায়?
২. করের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৩. বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নির্ণয় করবে?
৪. কপট লেনদেন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর।
৫. কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কি কি?
৬. জনাব শাহজাহান এর উত্তরায় একটি বাড়ি আছে। বাড়িটির অর্ধেক মাসিক ৪০,০০০ টাকায় ভাড়া দেয়া হয় এবং অপর অর্ধাংশে তিনি নিজে বাস করেন। বাড়িটির পৌরমূল্য ৬,৫০,০০০ টাকা । ঐ বছর বাড়িটির খরচ ছিল নিম্নরূপ- ভূমি উন্নয়ন কর ১০,০০০ টাকা, মেরামত খরচ ৩০,০০০ টাকা, বাড়িটি ২ মাস খালি ছিল। জনাব শাহজাহানের ২০১৭-২০১৮ আয় বর্ষে গৃহসম্পত্তি খাতে আয় নির্ণয় কর।
৭. বেতনের উপাদানসমূহ কি কি?
৮. কর নির্ধারণী চক্র ছক আকারে দেখাও।
৯. আয়কর ধার্যের গুরুত্ব আলোচনা কর।
১০. অনুমোদিত ভবিষ্যৎ তহবিল এর সুবিধাগুলো উল্লেখ কর।
১১. কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১২. করদাতা কোন অবস্থায় কর ফেরত দাবি করতে পারে?
১৩. অকরধার্য আয় ও করধার্য আয়ের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
১৪. গৃহসম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচসমূহ কি কি?
১৫. লোকসান পূরণ ও লোকসানের জের টানার মধ্যে পার্থক্য দেখাও।
১৬. মি. নিয়াজ ২০১৭-২০১৮ আয়বর্ষে নিম্নলিখিত আয়গুলো অন্যান্য উৎস খাত হতে প্রাপ্ত হন। তার মোট আয় নির্ণয় করঃ-
(i) প্রাইভেট কোম্পানির লভ্যাংশ ১৮,০০০ টাকা
(ii) ব্যাংক জমার সুদ ২৭,০০০ টাকা
(iii) খাতা দেখার পারিশ্রমিক ২০,০০০ টাকা
(iv) প্রাইজবন্ডের পুরস্কার ২০,০০০ টাকা
(v) খালি জায়গা ইজারা হতে আয় ৫,০০০ টাকা
(vi) পরিচালক হিসেবে প্রাপ্ত আয় ৩৬,০০০ টাকা ও
(vii) আসবাবপত্র ভাড়া থেকে আয় ১০,০০০ টাকা।
১৭. কর ও ফি এর মধ্যকার পার্থক্য দেখাও।
১৮. আয়ের বিভিন্ন উৎস বা খাতসমূহ লিখ।
১৯. গৃহসম্পত্তির বার্ষিক মূল্য কী? বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি বর্ণনা কর।
২০. কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচসমূহ কি কি?
২১. মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য লিখ।
২২. আয়কর আরোপের মৌলিক নীতিমালা বর্ণনা কর।
২৩. জনাব আসমা এবি ব্যাংকের কর্মকর্তা। ২০১৭-২০১৮ আয়বর্ষে তাঁর আয়সমূহ নিম্নরূপঃ
(i) মাসিক মূল বেতন ৬০,০০০ টাকা।
(ii) বোনাস তিন মাসের মূল বেতনের সমান ।
(iii) বাড়ি ভাড়া ভাতা মাসিক ২৫,০০০ টাকা ।
(vi) অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ (১৮% হারে) ৮,০০০ টাকা।
(v) ব্যাংক হতে তাঁকে একটি গাড়ি দেয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। উপরিউক্ত তথ্যের ভিত্তিতে জনাব আসমার বেতন খাতে আয় নির্ণয় কর।
২৪. ২০১৭-২০১৮ আয়বর্ষের জন্য নিম্নবর্ণিত তথ্যাবলি হতে জনাব বাবলা প্রধানের কৃষি খাতে মোট আয় নির্ণয় করঃ
(i) ধান বিক্রয় ৭০,০০০ টাকা।
(ii) পাট বিক্রয় ৪০,০০০ টাকা।
(iii) বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি ৫০,০০০ টাকা ।
(iv) চা বাগান হতে আয় ৪০,০০০ টাকা।
(v) ডেইরি ফার্মের আয় ৩০,০০০ টাকা ।
(vi) কৃষি খাতের খরচগুলো হলো।
ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. জাতীয় রাজস্ব বোর্ড কি? উপ কর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
২. কর ও ফি এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা
কর ফাঁকি ও কর এড়ানো এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩. ভবিষ্যত তহবিল বলতে কি বুঝ? ইহা কত প্রকার?
অথবা
অনুমোদিত ভবিষ্যত তহবিলের জন্য অবশ্য পালনীয় শর্তাবলি লিখ।
৪. জনাব রহমান একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। ৩০ জুন ২০১৮ তারিখে সমাপ্ত বছরে তাঁর আয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপঃ
(i) মাসিক মূল বেতন ৪৫,০০০ টাকা।
(ii) উৎসব ভাতা ২ মাসের মূল বেতনের সমান
(iii) বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫৫%।
(iv) চিকিৎসা ভাতা মাসিক ১০০০ টাকা।
(v) তিনি তার মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন।
উক্ত বছর তাঁর বিনিয়োগ ও খরচসমূহঃ
(i) বিমা সেলামী ৫০,০০০ টাকা (পলিসির মূল্য ৬,০০,০০০ টাকা)
(ii) তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় ৮০,০০০ টাকা।
(iii) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ২০,০০০ টাকা।
জনাব রহমানের ২০১৭-২০১৮ আয়বর্ষের জন্য মোট আয় ও করদায় নির্ণয় কর।
৫. নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব হাবীব এর ২০১৭-২০১৮ আয় বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করঃ-
(i) করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ১,০০,০০০ টাকা।
(ii) করবাদ সরকারি সিকিউরিটির সুদ ৭০,০০০ টাকা।
(iii) জিরো কুপন বন্ডের আয় ৫০,০০০ টাকা।
(iv) কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ ৯০,০০০ টাকা।
(v) ঋণপত্রের উপর সুদ ৪৫,০০০ টাকা ।
(vi) ১০% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ৩,০০,০০০ টাকা। উপরোক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক ১৮,০০০ টাকা চার্জ করে।
অথবা
করমুক্ত ও করবাদ সরকারি সিকিউরিটির মধ্যে পার্থক্য দেখাও।
৬. করবর্ষের সংজ্ঞা দাও। কোন পরিস্থিতিতে করবর্ষ এবং আয় বর্ষ একই হতে পারে?
অথবা
নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব মাহমুদ এর ২০১৭-২০১৮ আয় বর্ষের অন্যান্য উৎস খাতে মোট আয় নির্ণয় করঃ-
(i) ব্যাংক জমার সুদ ৮০,০০০ টাকা।
(ii) লভ্যাংশ প্রাপ্তি ৮১,০০০ টাকা ।
(iii) প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি ৫০,০০০ টাকা।
(iv) ডাকঘর সঞ্চয় পত্রের সুদ ৪০,০০০ টাকা।
(v) জন্মদিনের উপহার প্রাপ্তি ২৫,০০০ টাকা । (vi) ইসলামী ব্যাংকের মুনাফা ৩৬,০০০ টাকা।
(vii) বনজ কাঠ বিক্রয় ৪৫,০০০ টাকা।
(vii) খালি জায়গা হতে প্রাপ্ত ভাড়া ৩০,০০০ টাকা।
৭. গ্লোব লিঃ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৮ সনের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপঃ-
প্রারম্ভিক মজুদ টাকা | সমাপ্তি মজুদ টাকা | |
কাঁচামাল | ১,৭৫,০০০ | ৭৫,০০০ |
চলতি কার্য | ৭০,০০০ | ৫০,০০০ |
তৈরি পণ্য | ২,৫০,০০০ | ১,৩০,০০০ |
কাঁচামাল ক্রয় ৬,২৫,০০০ টাকা | ||
প্রত্যক্ষ মজুরী ২,৭৫,০০০ টাকা | ||
কারখানা উপরি খরচ ৩,২৫,০০০ টাকা | ||
প্রশাসনিক উপরিখরচ ২,৪০,০০০ টাকা | ||
বিক্রয় উপরি খরচ ২,০০,০০০ টাকা |
কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর ২৫% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। মূল্য সংযোজন করের হার ১৫% হলে প্রদেয় ভ্যাট এর পরিমাণ কত হবে?
৮. শুল্ক কর্তৃপক্ষ কারা?
অথবা
বাংলাদেশে নিষিদ্ধ পণ্যের একটি তালিকা দাও।
৯. জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১০. আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
অথবা
কর নির্ধারণে আয়ের শ্রেণিবিভাগের প্রভাব বর্ণনা কর।
১১. আয়ের বিবরণী দাখিল সংক্রান্ত নিয়মাবলি কি কি?
অথবা
আয়ের বিবরণী দাখিল না করার পরিনাম আলোচনা কর।
১২. কর প্রদান পদ্ধতি আলোচনা কর।
অথব
আয়কর আদায় পদ্ধতি বর্ণনা কর।
১৩. কর বহির্ভূত গৃহ-সম্পত্তি কোনগুলো?
অথবা
জনাব নাহিন কবির সরকারি কলেজের একজন অধ্যাপক। ঢাকাতে একটি দেতলা বাড়ি আছে। বাড়িটির একতলায় তিনি বসবাস করেন এবং অপর তলা মাসিক ২৫,০০০ টাকায় ভাড়া দিয়েছেন। বাড়িটির পৌরমূল্য ৩,৬০,০০০ টাকা। বাড়িটির অন্যান্য খরচসমূহ নিম্নরূপ:-
টাকা | |
(i) মেরামত খরচ | ২৫,০০০ |
(ii) ভূমি উন্নয়ন কর | ১,০০০ |
(iii) বন্ধকি ঋণের সুদ | ৬,০০০ |
(iv) ভূমির খাজনা | ২,০০০ |
(v) অগ্নি বিমা | ৯,০০০ |
(vi) অনাদায়ী ভাড়া | ৮,০০০ |
(vii) বাড়িটি ২ মাস খালি ছিল | |
(viii) আদায় ও আইন খরচ | ২০,০০০ |
২০১৭-২০১৮ আয়বর্ষে জনাব নাহিন কবিরের গৃহসম্পত্তি খাতে মোট আয় নির্ণয় কর।
১৫. জনাব হরনাথ রায়ের ২০১৭-২০১৮ আয়বর্ষে আয়সমূহ ছিল নিম্নরূপঃ-
ক্রমিক নং | বিবরন | টাকা |
(i) | শস্য বিক্রয় | ১,২০,০০০ |
(ii) | কৃষিভূমি ভাড়া থেকে আয় | ১০,০০০ |
(iii) | বর্গা চায়ের আয় | ৩০,০০০ |
(iv) | মধু বিক্রয় বাবদ আয় | ৫,০০০ |
(v) | বনজ কাঠ বিক্রয় | ২০,০০০ |
(vi) | খেয়াঘাটের আয় | ১০,০০০ |
(vii) | হাঁস-মুরগি খামারের আয় | ২০,০০০ |
(viii) | চা বাগানের আয় | ৫০,০০০ |
(ix) | রাবার বাগানের আয় | ৩০,০০০ |
(x) | কৃষি কার্যে ব্ৰবহৃত দালান হতে আয় | ১০,০০০ |
উক্ত বছরে তার কৃষিপণ্য উৎপাদনের খরচ ছিল নিম্নরূপঃ-
ক্রমিক নং | বিবরন | টাকা |
(i) | চাষাবাদ খরচ | ৭,০০০ |
(ii) | বাজারজাতকরণ খরচ | ৩,০০০ |
(iii) | কৃষি ঋণের সুদ | ১০,০০০ |
(iv) | ভূমি উন্নয়ন কর | ৮,০০০ |
(v) | পশুপালন খরচ | ৩,০০০ |
(vi) | বিমা প্রিমিয়াম | ২,০০০ |
জনাব হরনাথ রায়ের কোনো হিসাবের বই ছিলনা। উক্ত বর্ষে তার মোট আয় নির্ণয় কর।
১৬. বর্ণলতা লি:- এর ২০১৮ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য নেওয়া হয়েছে:-
টাকা | |
ব্যবহৃত কাঁচামালের মূল্য | ১২,৫০,০০০ |
প্রত্যক্ষ শ্ৰম | ৫,০০,০০০ |
পরোক্ষ কাঁচামাল | ৭৫,০০০ |
পরোক্ষ শ্রম | ৫০,০০০ |
পানি, বিদ্যুৎ ও তাপ | ১৫,০০০ |
যন্ত্রপাতির অবচয় | ২০,০০০ |
অন্যান্য কারখানা খরচ | ১০,০০০ |
অফিস ভাড়া | ৩৬,০০০ |
বিক্রয় পরিবহন | ২৪,০০০ |
বিজ্ঞাপন | ১৬,০০০ |
বেতন (অফিস) | ৩০,০০০ |
বিক্রয়ের উপর ২০% হারে মুনাফা যোগ করে পণ্য বিক্রয় করা হয়। ১৫% হারে মূসক ধার্য করা হয়। উপরিউক্ত তথ্য হতে সংযোজিত মূল্য এবং প্রদেয় মূল্য সংযোজন কর নির্ণয় কর।
১৭. একটি অংশীদারি কারবারের ২০১৮ সালের ৩০ জুন তারিখের সমাপ্ত বছরের আয়সমূহ ছিল নিম্নরূপঃ-
টাকা | |
কারবারের আয় | ৭,০০,০০০ |
সিকিউরিটি সুদ থেকে আয় | ৫০,০০০ |
লভ্যাংশ (নিট) | ১৮৪,০০০ |
ব্যাংক জমার সুদ (নিট) | ২৭,০০০ |
মূলধনী লাভ থেকে আয় | ৩০,০০০ |
পণ্য বিক্রয় | ৫৫,০০,০০০ |
বিবিধ | ১০,০০০ |
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে ফার্মের মোট আয় ও করদায় নির্ণয় কর।
১৮. আয়ের সংজ্ঞা দাও।
অথবা
আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৯. উৎসে কর কর্তন বলতে কি বুঝ?
অথবা
মূল্য সংযোজন করের নিবন্ধন পদ্ধতি লিখ।
২০. উপ-কর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
২১. বিনিয়োগ ভাতা বলতে কী বুঝ?
অথবা
“দ্বৈত কর এড়ানোর জন্য কর রেহাই” বলতে কী বুঝ?
২২. জনাব জাকির হোসেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরে তাঁর আয়ের উৎস নিম্নরূপঃ
(ক) বেতন খাতে আয়ঃ
(i) মূল বেতন প্রতি মাসে ৩৬,০০০ টাকা
(ii) মহার্ঘ ভাতা মূল বেতনের ২০%
(iii) আপ্যায়ন ভাতা প্রতি বছর ৯,০০০ টাকা
(iv) যাতায়াত ভাতা প্রতি বছর ৩৬,০০০ টাকা
(v) মাসিক চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা
(vi) উৎসব বোনাস ২ মাসে মূল বেতনের সমান।
জনাব জাকির হোসেনকে একটি সুসজ্জিত বাড়ি দেয়া হয়েছে। এর বার্ষিক ভাড়া মূল্য ১,৫০,০০০ টাকা। তিনি মূল বেতনের ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন। সমপরিমাণ টাকা নিয়োগকর্তাও উক্ত তহবিলে জমা করেন।
(খ) অন্যান্য আয়ঃ
(i) রেডক্রিসেন্ট লটারির প্রাইজ প্রাপ্তি ২,০০,০০০ টাকা।
(ii) সঞ্চয়ী ব্যাংকের সুদ ৫,৪০০ টাকা।
(iii) ডাকঘর সঞ্চয়পত্রের সুদ ৬,০০০ টাকা 1
(iv) কাঠ বিক্রয় থেকে আয় ৫৬,০০০ টাকা ।
জনাব জাকির হোসেন এর মোট আয় ও করদায় নির্ণয় কর।
২৩. মোটাঙ্কিতকরণ বলতে কি বুঝ? উ: ২৮৩ পৃষ্ঠার ৪.২.১৪ নং
অথবা
নিম্নলিখিত তথ্যাবলি হতে জনাব সালাম এর ২০১৭-২০১৮ আয়বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করঃ
(i) করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ৩০,০০০ টাকা
(ii) করবাদ সরকারি সিকিউরিটির সুদ ২৪,০০০ টাকা
(iii) কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ ১০,০০০ টাকা
(iv) ১০% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ২০,০০০ টাকা
(v) ১২% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ২,০০,০০০ টাকা
(vi) জিরো কুপন বন্ডের সুদ ২৪,০০০ টাকা
উপরিউক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক চার্জ করেছে ৬,৫২০ টাকা ।
আরো পড়ুনঃ ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৪ (উত্তরসহ pdf)
শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ২য় বর্ষ হিসাববিজ্ঞান ৪র্থ পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।