আমি একজন সেলসম্যান pdf download

আমি একজন সেলসম্যান pdf download। “আমি একজন সেলসম্যান” বইটি মূলত গতানুগতিক বই থেকে একটু আলাদা। যদি আপনি মনে করেন এই বইটি পরলে আপনি সেলসের অনেক টেকনিক শিখতে পারবেন তাহলে বলব আপনার বইটি পরার দরকার আছে বলে আমি মনে করি না। কিন্তু আপনি যদি গল্পের মাধ্যমে কিছু শিখতে ভালবাসেন তাহলে আমি বলব আপনার জন্য একটি বেস্ট বই। বইটি পরে আমি যে সব বিষয় শিখতে পেরেছি সেগুলো নিচে দেওয়া হলঃ

১. ইমোশোনাল ইন্টেলিজেন্স এর কিভাবে সঠিক প্রয়োগ করতে হয়।

২. কাজ vs ফ্যামিলি কিভাবে মেন্টেইন করতে হয়।

৩. ফ্যামেলির সদস্যদের কিভাবে একজন আরেকজন কে রেসপেক্ট করতে হয়।

৪. কর্পোরেট হায়ার ফায়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসার গল্প।

৫. অফিস পলিটিক্স কিভাবে হ্যান্ডেল করতে হয়।

৬. গল্পের এক পর্যায়ে CEO পজিশনের জব অফার পেয়েও সেটাকে সবিনয়ে রিফিউজ করা শুধু মাত্র অভিজ্ঞতা কম হওয়ার কারনে। সাধারনত আমারা সুযোগের অপেক্ষায় থাকি কিন্তু লেখক এখানে সুযোগ হাতে পেয়েও গ্রহন করেননি। সত্যি প্রশংসার দাবিদার।

৭. ক্ষমতার অপব্যাবহার না করে কিভাবে ক্ষমতার পজিটিভ ওয়েতে ব্যাবহার করা যায় সেটার সুন্দর বর্ণনা রয়েছে বইটিতে।

  • বই: আমি একজন সেলসম্যান
  • লেখক: তানভীর শাহরিয়ার রিমন
  • ক্যাটাগরি: ব্যবস্থাপনা ও নেতৃত্ব
  • ভাষা: বাংলা
  • ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
  • প্রকাশনী: আদর্শ
  • প্রকাশকাল: ২০২০
  • মোট পেজ: ৮০ টি
  • ফাইল সাইজ: এম্বি

আমি একজন সেলসম্যান pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।

লেখক পরিচিতি:

তানভীর শাহরিয়ার রিমন

তানভীর শাহরিয়ার রিমন, দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট ব্যক্তিত্ব এবং ইয়ুথ আইকন। ১৭ বছর ধরে কাজ করছেন কর্পোরেট দুনিয়ায় ।বর্তমানে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ রেনকন হোল্ডিংসের প্রতিষ্ঠান র‍্যাংকস এফসি প্রোপার্টিস লি. এর সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন । রেনকনে যোগদানের পূর্বে প্রায় ১২ বছর কাজ করেছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ হাবিবগ্রুপে । পেশাগত কাজের পাশাপাশি তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নির্বাচিত পরিচালক । তিনি রোটারি ডিস্ট্রক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট ট্রেনিং টিম এর একজন প্রশিক্ষক । তিনি রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর সাবেক সভাপতি । বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি । শাহীন গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সাবেক ইসি মেম্বার এবং মিডিয়া উইং’র চেয়ারম্যান । ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য, রাইজিং স্টার ক্রিকেটের চেয়ারম্যান, ব্র্যান্ডিং সিলেট ইনিসিয়েটিভের প্রতিষ্ঠাতা।এছাড়া তিনি ইনস্টিটিউট অব ইন্জিনিয়ারস বাংলাদেশের (আইবি) আজীবন সদস্য । এছাড়া তিনি একজন পাবলিক স্পিকার । তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নলেজ ইনিশিয়েটিভ গুলোতে কি-নোট স্পিকার হিসাবে নিয়মিত কথা বলছেন। এত কিছুর পাশাপাশি তিনি একাধারে একজন লেখক এবং ব্লগার । ফেসবুকে এবং ব্লগসাইটে নিয়মিত লিখালিখির পাশাপাশি দৈনিক প্রথম আলো, কালেরকন্ঠ, দৈনিক আজাদী, পূর্বকোণ, বাংলানিউজ২৪ ডট কমে বিভিন্ন সময় তার লিখা প্রকাশিত হয়েছে । ইতিপূর্বে পাগলা ঘন্টি’ এবং “ক্ষ্যাপা বাউল” নামে তার দুটো কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে ।

আমি একজন সেলসম্যান বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

Khwaja Azmal Hossain Shakil বলেছেন: বইয়ের সুনাম শুনতে শুনতে এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গিয়েছিল। সেই এক্সপেকটেশন বইটি পূরণ করতে সক্ষম হয়নি। কিন্তু যদি বলি বাংলাদেশে এমন বই আসলে লেখা হয় কিনা? আমি বলবো সেই দৃষ্টিকোন থেকে বইটি সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে। অনুরোধ থাকবে রিমন ভাইয়ের প্রতি এইরকম আরো সুন্দর বই উপহার দেয়ার জন্য।

Tazul Islam Masud বলেছেন: আমি যখনই বই পড়ি। হাতে টিপ কলম নিয়ে বসি, আর ভালো লাইন পেলেই ফটাফট দাগাতে থাকি।
মুহাম্মদপুর থেকে গেন্ডারিয়া বাস জার্নির সময় এই বইটা পড়ে শেষ করি। কিন্তু এতটাই মুগ্ধ ছিলাম যে দাগানোর জন্য থামিনি। ভেবেছি বইটা আবারও পড়বো। তখন দাগাবো।
ইমোশনাল ইন্টিলিজেন্স নিয়ে ব্যবসায়ের জগৎ এখন বেশ ভাবছে। চারদিকে এর উপর সেমিনারও হচ্ছে। কিন্তু “ইমোশনাল ইন্টিলিজেন্স” এর গুরুত্ব উপন্যাসে গল্পের ছলে লেখক আমাদের ভিতর বসিয়ে দিলেন। ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে বেধে রাখা যায় বিজনেসের দক্ষ গ্রুপকে। এই বাধন মমতার বাধন। যারা ব্যবসায়ে অথবা কর্পোরেট জগতের সাথে জড়িত প্রত্যেকের নিজস্ব একটি জগৎ আছে। ফ্যামিলির জগৎ আছে। এই জগৎ যে বিজনেসের টিমে প্রচন্ড প্রভাব ফেলে। তাই এইসব আবেগ একেবারেই এড়িয়ে যাওয়া যায়না।
শুধু ইমোশনাল ইন্টেলিজেন্সই নয়, প্রকৃত সফল সেলসম্যান আসলে কারা দারুনভাবে আকা হয়েছে উপন্যাসের এই ক্যানভাসে।
এই ধরনের কর্পোরেট উপন্যাস আরও লেখা উচিৎ। আরও প্রকাশ হওয়া উচিৎ।
উপন্যাসটার প্রতিটি চরিত্রই প্রয়োজনীয় মনে হয়েছে।
ব্যবসায়ীদের বিশেষত যারা সেলস নিয়ে কাজ করেন, তাদের এই ৮০ পৃষ্ঠার বইটি পড়া দরকার।

roksana বলেছেন: কী অসাধারণ এক বই ! বাপরে বাপ । টান টান উত্তেজনা নিয়ে টানা পড়া শেষ করেছি ।
স্টরি টেলিং এত চমৎকার হৃদয় ছুয়ে যায় । শিখার আছে অনেক কিছু । কী করে সেলস প্রেসার সামলাতে ইমোশনাল ইন্টেলিজেন্স এর প্রয়োগ করতে হবে । অসাধারণ । কী করে পরচর্চা , পরনিন্দা হ্যান্ডেল করতে হবে । এমনকি সংসার এর যাপিত জীবনেও যে আমরা এক একজন সেলসম্যান । সেটাও উঠে এসেছে দারুণ ভাবে । আমি বলব দ্যা বেস্ট রিড বুক ইন রিসেন্ট টাইম ।

Tamim Asif Chowdhury বলেছেন: আমি একজন সেলসম্যান অসাধারণ বই। সেলসম্যানের সংগ্রাম থেকে শুরু করে কর্পোরেট সাংস্কৃতি, ইমোশনাল ইন্টেলিজেন্স, কর্পোরেট পলেটিক্স সব আছে এই বই। এই বই থেকে নেওয়া আমার পছন্দের কিছু লাইন আপনাদের কাছে শেয়ার করলাম ঃ
১.সবসময় মনে রেখো, জীবনে দুধরনের পেইন আছে । কিছু পেইন আমাদের কষ্ট দেয় । কিছু পেইন আমাদের বদলে দেয় । কিন্তু দু’ধরনের পেইনই আমাদের সাহায্য করে-বড় হতে ।
২.একসাথে না থাকার জন্য হাজারটা কারণ খোঁজা যেতে পারে কিন্তু থাকার জন্য কেবল একটা কারনই যথেষ্ট-ভালোবাসা !
৩.কারো কোনো কথা যদি তোমাকে নেগেটিভ ভাবে নিয়ন্ত্রন করে ফেলে তাহলে বুঝতে হবে যেকোনো কিছুই তোমার উপর নিয়ন্ত্রন নিতে পারবে
৪.-অনেক লোকজনই আছে অহেতুক পেছনে কথা বলে তোমাকে খোঁচাতে চেষ্টা করবে । তাদের প্রতি তোমার সেরা প্রতিত্তোর হলো চুপ থাকা।
৫.পৃথিবীর অধিকাংশ মানুষই ভুল মানুষকে ভালোবাসে । ভুল পাত্রে ভালোবাসা ঢেলে দেয় ।
আসলে জীবনে টাকা পয়সা অর্জনের বাইরে আরো অনেক কিছু করার আছে আমাদের । যারা নিজেদের জীবনের উদ্দেশ্য খোঁজ করছেন । মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার কথা যারা ভাবছেন, এই বই তাদের জন্য বিশাল অনুপ্রেরণা হবে।

shahadat hosen Hridoy বলেছেন: আমি একজন সেলসম্যান বই টি আমার পড়া অন্যতম সেরা একটি বই। এ বই এর লেখক একজন গ্রেট লিডার, প্রখর অন্তদৃষ্টিসম্পন্ন ব্যক্তি এবং উচ্চ ইন্টিগ্রিটি মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তরুনদের নিয়ে তিনি কথা বলেন।
যা অনেক তরুন তরুনীর জীবন বদলে দিয়েছে।
এ বই টি সম্পর্কে বলতে গেলে বলতে হবে শুধু সেলস নিয়ে বই টি লিখা হয় নি এখানে সফলতা, সুখ এবং সমৃদ্ধি অর্জনের অভিজ্ঞতা  ও শেয়ার করেছেন। বর্তমান সময়ে সেলসম্যান দের ভিতর ইমোশনাল ইন্টিলিজেন্স অনেক গ্যাপ রয়েছে। এ বই টি পড়ে তারা ইমোশনাল ইন্টিলিজেন্স সম্পর্কে বুঝতে পারবে। বিক্রয়কর্মীদের উপর চাপ, হুমকি, চাকরি হারানোর ভয় সৃষ্টি না করে কিভাবে তাদের অনুপ্রাণিত করে বিক্রয়ের লক্ষ অর্জন করতে হয় তা এ বই তে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে।

আমি একজন সেলসম্যান বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

download 2Bbutton

প্রিয় পাঠক আমি একজন সেলসম্যান বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে আমি একজন সেলসম্যান বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি:  https://www.rokomari.com/book/195524/ami-ekjon-salesman-

Leave a Comment