বাংলাদেশের সেরা ১০০ কলেজের তালিকা বাংলাদেশ শিক্ষা বোর্ড অনুযায়ী

বাংলাদেশ শিক্ষা বোর্ড অনুসারে ২০২৪ সালের সেরা ১০০টি কলেজ তালিকা তৈরী করা হয়েছে। এসএসসি পাস করার পর সবাই একটি ভাল কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছে। নামকরা কলেজে ভর্তির জন্য কেউ যেতে চায় না। ভালো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু না জানার কারণে অনেকেই জানেন না দেশে ভালো কলেজগুলো কোনটি। আমরা আপনাদের সবার জন্য বাংলাদেশের সেরা কলেজের তালিকা প্রস্তুত করেছি। মোট শিক্ষার্থী, জিপিএ ৫ প্রাপ্ত এবং পাস করা শিক্ষার্থীদের শতাংশের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে।

তালিকাটি বিভিন্ন বোর্ডের কলেজের উপর ভিত্তি করে তৈরি হওয়ায় প্রত্যেকে নিজ নিজ বোর্ডের সেরা কলেজগুলো খুঁজে বের করতে পারবে। বাংলাদেশের সেরা কলেজের তালিকাটি ছিল খুবই এলোমেলো। সারা দেশে এত কলেজ থেকে 100টি কলেজ বেছে নেওয়া সহজ কাজ নয়। তারপরও আমরা কাজটা করেছিলাম এই ভেবে কেউ লাভবান হবে। আসুন দেখে নেওয়া যাক দেশের সেরা কলেজ কোনটি।

বাংলাদেশের সেরা কলেজ তালিকা ২০২৪-২৫

সেরা কলেজ মানেই বিশেষ কিছু। সবাই ভালো কলেজ থেকে লেখাপড়া করতে চায়। কিন্তু আপনারা কয়জন জানেন দেশের সেরা কলেজ কোনটি? সাধারণ মানুষের না জানা এটাই স্বাভাবিক। তাই আমরা বাংলাদেশের সেরা কলেজের তালিকা নিয়ে হাজির হয়েছি। তাই আসুন তালিকায় থাকা কলেজগুলিকে দেখে নেওয়া যাক। তারপর সেখান থেকে আপনার পছন্দের কলেজ বেছে নিন। একসঙ্গে নাম না দিয়ে পুরো তালিকা দেওয়া হয়েছে বোর্ডের ওপর ভিত্তি করে।

আরো দেখুন: বাংলাদেশের সকল ক্যাডেট কলেজের তালিকা

ঢাকা বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • রাজউক উত্তরা মডেল কলেজ
  • নটরডেম কলেজ
  • ঢাকা সিটি কলেজ
  • হলিক্রস কলেজ
  • ঢাকা কলেজ
  • আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
  • ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
  • ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ
  • ভিকারুননিসা নূন কলেজ
  • মির্জাপুর ক্যাডেট কলেজ
  • শহীদ বীরোত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
  • শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
  • ন্যাশনাল আইডিয়াল কলেজ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

কুমিল্লা বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • কুমিল্লা ক্যাডেট কলেজ
  • ফেনী গার্লস ক্যাডেট কলেজ
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকার কলেজ
  • ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ইবনে তাইমিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ
  • কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ
  • ফেনী সরকার। কলেজ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকার কলেজ
  • নোয়াখালী সরকার কলেজ
  • কুমিল্লা কমার্স কলেজ
  • কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ
  • আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো
  • কুমিল্লা মহিলা কলেজ
  • আল-আমিন একাডেমী
  • লক্ষ্মীপুর গভ. কলেজ ও ক্যান্টনমেন্ট কলেজ

চট্টগ্রাম বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ
  • চট্টগ্রাম সরকার সিটি কলেজ
  • কমার্স কলেজ
  • চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • চট্টগ্রাম সরকার গার্লস কলেজ
  • ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • হাজী মুহাম্মদ মহসিন কলেজ
  • চট্টগ্রাম কলেজ
  • বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ
  • ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ
  • কক্সবাজার সরকার। কলেজ
  • চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ
  • বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • বিএএফ শাহীন কলেজ
  • চট্টগ্রাম ইউরিয়া সার কলেজ

রাজশাহী বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • রাজশাহী ক্যাডেট কলেজ
  • রাজশাহী সরকার সিটি কলেজ
  • পাবনা ক্যাডেট কলেজ
  • বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ
  • জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
  • রাজশাহী কলেজ
  • শহীদ বুলবুল সরকার কলেজ
  • জয়পুরহাট সরকার। কলেজ
  • নওগাঁ সরকার। কলেজ
  • সিরাজগঞ্জ সরকার। কলেজ
  • নবাবগঞ্জ গভ. কলেজ
  • পাবনা সরকার। মহিলা কলেজ
  • আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ
  • এ এস কলেজ

বরিশাল বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • বরিশাল ক্যাডেট কলেজ
  • বরিশাল সরকারি মহিলা কলেজ
  • শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ
  • অমৃতাল দে কলেজ
  • পেরোজপুর সরকারি বালিকা কলেজ
  • পটুয়াখালী সরকারি মহিলা কলেজ
  • দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ
  • সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ
  • মাউকরণ বি এল পি ডিগ্রী কলেজ
  • নিজামউদ্দিন কলেজ

যশোর বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • যশোর ক্যান্টনমেন্ট কলেজ
  • ঝিনাইদহ ক্যাডেট কলেজ
  • এম এম সিটি কলেজ
  • মিলিটারি কলেজিয়েট কলেজ
  • খুলনা সরকার। গার্লস কলেজ
  • কুষ্টিয়া গভ. কলেজ
  • চুয়াডাঙ্গা গভ. কলেজ
  • সাতক্ষীরা সরকার। কলেজ
  • খুলনার কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ
  • খুলনা পাবলিক কলেজ

দিনাজপুর বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • রংপুর ক্যাডেট কলেজ
  • সৈয়দপুর সরকার। কারিগরি কলেজ
  • দিনাজপুর গভ. কলেজ
  • রংপুর সরকার কলেজ
  • ঠাকুরগাঁও সরকার। কলেজ
  • গাইবান্ধা সরকার। কলেজ
  • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • নীলফামারী গভ. কলেজ
  • কুড়িগ্রাম সরকার। মহিলা কলেজ
  • পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ

সিলেট বোর্ডের সেরা কলেজ এর তালিকা

  • জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • সিলেট ক্যাডেট কলেজ
  • সিলেট গভ. কলেজ
  • সিলেট এমসি কলেজ
  • সিলেট গভ. মহিলা কলেজ
  • মৌলভীবাজার গভ. কলেজ
  • শ্রীমঙ্গল সরকার কলেজ
  • সুনামগঞ্জ গভ. কলেজ
  • মদনমোহন কলেজ
  • সিলেট কমার্স কলেজ

আরো দেখুন: ঢাকার সরকারি কলেজের তালিকা

বাংলাদেশের সেরা কলেজ ২০২৪-২৫

আমরা অনেক চেষ্টা করে আপনার জন্য এই তালিকা প্রস্তুত করেছি। সবার সুবিধার্থে আমরা বিভিন্ন বোর্ডের ভিত্তিতে সেরা কলেজের তালিকা দিয়েছি। আশা করি সেরা কলেজ নির্বাচনের ক্ষেত্রে অন্য কারো সমস্যা হবে না। বাংলাদেশের সেরা কলেজের তালিকায় সব সেরা কলেজ রয়েছে। আপনার যদি ভালো জিপিএ থাকে তাহলে সবার উপরে থাকা কলেজের যেকোনো একটিতে আবেদন করুন।

Leave a Comment